নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ একটা মেয়ের সাথে সারা বিকেল আর সন্ধ্যা ঘুরে বেড়ালাম, আমার আচার-আচরণ ছিল- একেবারে খাঁটি প্রেমিকের মতোন। রিকশা করে ঘুরলাম খিলগাঁ থেকে টিএসসি পর্যন্ত। মেয়েটি রিকশায় উঠেই আমার হাত ধরে রেখেছে। একটু পর-পর সে আমার দিকে চোরা চোখে তাকায়। আর মিটমিট করে হাসে। রিকশা চলছে। আমরা দু'জনে নানান বিষয় নিয়ে গল্প করে যাচ্ছি। যেন দুনিয়াতে আর কেউ নেই, আমরা দু'জন ছাড়া। অন্যান্য দিনের চেয়ে আজকের বিকেলটা বেশি সুন্দর লাগছে। চারপাশটা বেশ মায়াময় লাগছে।
আমরা দু'জনে হাত ধরাধরি করে অনেকক্ষন হাঁটলাম।
মেয়েটা হঠাত চিৎকার করে উঠল। আমি বললাম কি হয়েছে? সে বলল- আকাশের দিকে তাকিয়ে দেখ- এত্ত বড় একটা চাঁদ। সে আজ শাড়ি পড়েছে, চোখে কাজল দিয়েছে, এমন কি কপালে একটা বড় টিপও পড়েছে। ও আচ্ছা, বলতে ভুলে গেছি দুই হাত ভরতি নানান রঙের কাঁচের চুড়িও ছিল। নিয়নবাতি আর চাঁদের আলো মিশে-মিশে একাকার। আমরা হাত ধরাধরি করে হাঁটছি আর নানান বিষয়ে গল্প করছি। মনে বেশ ফুর্তি ফুর্তি ভাব লাগছে। মনে হচ্ছে জীবনটা মন্দ নয়।
প্রায় চার ঘন্টা কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। অবশ্য এর মধ্যে ফুচকা, রঙ চা, আমড়া, আইস্ক্রীম, বাদাম এবং ডিম চপ খাওয়া হয়ে গেছে। পাবলিক লাইব্রেরীর সামনে দেখলাম বেশ কয়েকটা ছেলেমেয়ে গান গাইছে এবং একজন গিটার বাজাচ্ছে। 'পাগলা হাওয়ার বাদল দিনে' গানটা শুনে ভালোই লাগল। আমার প্রেমিকাও দেখলাম গুনগুন করে তাদের সাথে তাল মিলাচ্ছে। প্রতিটা মুহুর্ত বেশ উপভোগ্য, আনন্দময়। যেন পৃথিবীতে কোনো খারাপ নেই। দুঃখ কষ্ট নেই। দূর্নীতিবাদ নেই, দুষ্টলোক নেই। সব্বাই ভালো।
অনেকদিন পর আজ অনেকক্ষন প্রেম করলাম।
আর বারবার অনুভব করলাম প্রেমের উপরে আর কিছু নেই। থাকতে পারে না। এজন্যই কবি সাহিত্যিকেরা যুগে যুগে প্রেমকে মহৎ করিয়া তুলতে চেষ্টা চালিয়েছেন। খেয়াল করে দেখবেন, আপনার জীবনের শ্রেষ্ট সময়গুলো পার করেছেন প্রেম করার সময়। বিয়েতে অনেক দায়-দায়িত্ব আছে, প্রেমে নেই। আমার নিজেকে নায়ক বলে মনে হচ্ছে। আমার কথা শুনে মেয়েটি হাসছে, কাঁধে মাথা রাখছে, চাঁদের আলোয় আমরা হাঁটছি ...। ও আমি তো মেয়েটির নাম বলতেই ভুলে গেছি !!! তার নাম সুরভি। সহজ সরল, হাসি খুশি প্রানবন্ত একটি মেয়ে!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: বন্ধু আমার আপনার মনের ভাব জানি।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩১
ইসিয়াক বলেছেন: পাগলা হাওয়ার বাদল- দিনে
পাগল আমার মন জেগে ওঠে।।
চেনাশোনার কোন্ বাইরে যেখানে পথ
নাই নাই রে
সেখানে অকারণে যায় ছুটে।।
ঘরের মুখে আর কি রে কোনো দিন সে
যাবে ফিরে।
যাবে না , যাবে না –
দেয়াল যত সব গেল টুটে
বৃষ্টি - নেশা - ভরা সন্ধ্যাবেলা কোন্
বলরামের আমি চেলা,
আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে –
যত মাতাল জুটে।
যা না চাইবার তাই আজি চাই গো ,
যা না পাইবার তাই কোথা পাই গো।
পাব না , পাব না ,
মরি অসম্ভবের পায়ে মাথা কুটে।।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
রাজীব নুর বলেছেন: অসম্ভব সুন্দর একটা গান।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
শেহজাদী১৯ বলেছেন: আনন্দধারা বহিছে ভুবনে,
দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া--.
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি--.
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে ॥
বসিয়া আছ কেন আপন-মনে,. স্বার্থনিমগন কী কারণে?
চারি দিকে দেখো চাহি হৃদয় প্রসারি,
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি. প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাইজান।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
ইসিয়াক বলেছেন: নামাজে চলেন বন্ধু
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: নামাজ আমার হইলো না বন্ধু।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: নামাজ আমার হইলো না বন্ধু।
খুবই খারাপ কথা। আল্লাহ সোবাহানা তা'আলা খুবই নারাজ হবেন।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: আমি দোজকে যাবো। ৭০ টা হুর পরী আমার দরকার নাই।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে - - - -
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: জীবন কেটে যায়, কেন যে যায়! না গেলে মৃত্যু হতো না।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪
ভুয়া মফিজ বলেছেন: আপনার ভিতরের প্রেমিক সত্ত্বাটা সারাজীবন এভাবেই থাকুক।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: হে হে---
আমি দারুন রোমান্টিক। অথচ কাউকে বুঝতে দেই না।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আজ ভাইয়ের পোষ্ট না পড়েই মন্তব্য করছি। বর্ষার দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে ছবিটিতে দুজনকে দারুণ রোমান্টিক লাগছে। এমনি অনুভূতি বয়ে চলুক জীবনভর।
এমন ছবি দেখে আজ আর পড়াশোনা করছে ভালো লাগছে না। হেহেহেহেহে....
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
রাজীব নুর বলেছেন: দাদা, না পড়ে ভালৈ করেছেন। ভেতরে পড়ার কিছু নেই।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭
ইসিয়াক বলেছেন: মন শুধু মন ছুঁয়েছে .. (সোলস)
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি (২)
--------------------
চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা (২)
------------------------
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
----------------------
যখনি তোমার চোখে
আমার মুখ খানি দেখি
স্বপনও কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি (২)
-------------------------
তুমি কি সেই সুরভি পেয়েছো
স্বপনের দ্বার খুলেছো
কেউ জানিনি
------------------
মন শুধু মন ছুঁয়েছে
ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি (৩)
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি! হিংসে হয় ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: হিংসা আমার নেই। এই জিনিস আমার মধ্যে খুব অভাব।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮
নীল আকাশ বলেছেন: বিয়ের পর কি প্রেম জানালা দিয়ে পালিয়ে গেছে?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: বিয়ের পর প্রেম কমতে থাকে। কারন অনেক দায়দায়িত্ব।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আমি দোজকে যাবো। ৭০ টা হুর পরী আমার দরকার নাই।
এইটা কি বলেন বন্ধু ? আমি তো আরো বেশি হুর পরি চাই .........। আহ আরাম শুধু আরাম ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২২
রাজীব নুর বলেছেন: আমার দরকার নাই। নো নিড।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৪
ইসিয়াক বলেছেন: বন্ধু বলবো আবার আপনি বলবো ,নাহ ভালো লাগছে না । বন্ধুকে কেউ আপনি বলে নাকি ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: বন্ধুর প্রতি সম্মন দেখাবো না !!!?
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: গুলি করে মারার মত সুন্দর কবিতা হয়েছে ?
রাজীব নুর উত্তর দিয়েছেন
সহজ সরল সত্য কথাই বলি-
আপনার [জাহিদ অনিক ]কবিতা আমার ভালো লাগে। সমস্যা হলো মন এ হয় কবিতা গুলো আমারই লেখার কথা ছিল।
-চমৎকার ।
লিখে ফেলুন । আগেও বলেছি । লিখছেন না কেন ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৪
রাজীব নুর বলেছেন: লিখব। লিখব। ওয়েট।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
ভালো অনুভবতা
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৪৩
ইসিয়াক বলেছেন: আজকের দিনটা ভালোই কেটেছে হাসি আর আনন্দে ।
ধন্যবাদ সামুকে
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: আমাকে কিছু দূর্দান্ত মুভির নাম দিয়েন। দেখব।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৭
ইসিয়াক বলেছেন: ওকে কাল দেব ।
এখন কবিতা এডিট করছি । আর পুরানো পোষ্ট ফেসবুকে শেয়ার করছি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: ওকে।
১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২০
চাঙ্কু বলেছেন: এত পেম!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: হুম।
২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: চাঙ্কু বলেছেন: এত পেম!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: হুম হুম।
২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনুভ। এমনটাই হওয়া চাই। প্রেম ছাড়া জীবন চলেইনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬
রাজীব নুর বলেছেন: জীবনে সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য কারো না কারো স্বচ্ছ পবিত্র প্রেম ভালোবাসার দরকার আছে।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
ইসিয়াক বলেছেন: আমার অনেক দিনের স্বপ্ন গুলো লেখার মধ্যে কেমন ফুটে উঠেছে ।
চমৎকার