নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মনে করুন, খুব ধূমধাম করে বিয়ে হলো
তারপর ঝগড়া হয়, এমন কি মারামারিও হয়
তারপর আবার মিল হয়। এইভাবেই চলে জীবন
এভাবেই একদিন শিশুর জন্ম হলো, বাবা-মা খুব খুশি
এই খুশি থাকবে না। মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে হবে
যাই হোক, সন্তান ধীরে ধীরে বড় হয়। বড় হয়ে কি হবে?
বাপ মায়ের টেনশন চক্রবৃদ্ধি হারে বাড়ে, বাড়তেই থাকে
সন্তানের অসুখ হয়, বাবা মায়ের চিন্তার শেষ নেই
রাত জেগে সন্তানের পাশে বসে থাকে, কান্না করে
স্কুলে ভর্তি করতে হবে, বাসায় মাস্টার রাখতে হবে
ঈদে লাল জুতো কিনে দিতে হবে, সাথে লাল মোজা
দুষ্ট ছেলেদের সাথে না মিশে, ছন্নছাড়া যেন না হয়
চিন্তার শেষ নেই, বাপ দিনরাত ব্যস্ত অর্থ যোগানে
সন্তান কলেজে ভর্তি হয়েই প্রেম শুরু করে গভীর গোপনে
বাবা-মা জানে না। তাদের প্রেম ট্রেম চলতেই থাকে
একসময় ধরা খায়। বাপ মায়ের মান সম্মান যায়-যায়
তারপর বাপ মা তড়িঘড়ি সন্তানের বিয়ের ব্যবস্থা করেন
জামাই ভালো না হলে, সেই বিয়ে সুখের হয় না
মেয়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যায়
আবার ময়মুরুব্বীদের কথায়, জামাই বাড়ি ফেরে
যুগের পর যুগ এই ভাবেই চলছে জগত সংসার।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: হে হে
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১২
ইসিয়াক বলেছেন: তবু কেটে যায় জীবন । জীবনের নিয়মে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: জীবন এক সময় থেমে যায়।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংগালীর সাময়িক জীবন চক্র
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
রাজীব নুর বলেছেন: এই চক্র চলছেই। একই রকম। কেউ দেখেও শিখে না।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চাকা চলছে চলছে মায়ার খেলা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
রাজীব নুর বলেছেন: মায়ার খেলা একদিন বন্ধ হয় মৃত্যুর মধ্য দিয়ে।
৫| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৩:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: এই চক্রের অবসান হোক। আমাদের থেকে শান্তির চক্র চালু হোক। আমরা ভিন্নভাবে শুরু করি, শুরু হোক। পাল্টে যাক এই অভিশপ্ত চক্র।
০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: তাই যেন হয়।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫৮
নীল আকাশ বলেছেন: কাঁচায় না শোয়ালে বাশ, পাকলে করে ঠাস ঠাস।