নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
হ্যালো ব্লগারস, আসসালামু আলাইকুম।
আপনারা সবাই কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আমি ভালো আছি। কোনো রকমে দু'টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন- তাই কামনা করি। আজকের পোষ্ট দূর্নীতি নিয়ে।
চোর, ছিনতাইকারী বা পকেটমার ধরা কঠিন। কিন্তু দূর্নীতিবাজ ধরা সবচেয়ে সহজ। ইচ্ছা করলে দেশের সমস্ত দূর্নীতিবাজ ধরা সম্ভব। যেমন, গত দশ বছরে কারা টিভি চ্যানেল খুলেছে, দৈনিক পত্রিকা বের করেছে এবং কারা পাজারো গাড়ি কিনেছে- এই হিসাব বের করলেই খুব সহজে দূর্নীতিবাজ ধরা যায়। আমি বলছি না, টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা বা পাজারো গাড়ি কেউ কিনলেই সে দূর্নীতি করে করেছে। তবে বেশির ভাগ দূর্নীতিবাজ অবৈধ ভাবে টাকাপয়সা করার পর সবার আগে টিভি চ্যানেল, দৈনিক পত্রিকা আর পাজারো গাড়ি কিনে। এটা একটা অলিখিত নিয়ম। তা না হলে তাদের মান থাকে না। টিভি চ্যানেল, পত্রিকা বা পাজারো গাড়ি কেনা ছাড়াও তারা আরো অনেক কিছু করে। নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেন। এই সমাজের বেশির ভাগ স্কুল, কলেজ, মসজিদ আর মাদ্রাসা দূর্নীতিবাজরা করেছে। দূর্নীতিবাজরা স্কুল, কলেজ আর মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হয়।
শুধু ক্যাসিনোওয়ালাদের ধরলে হবে না।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আসলেই দূর্নীতিবাজদের ধরবেন? তার নিজের দলেই তো দূর্নীতিবাজের অভাব নেই। তার দলে হয়তো দশ জনের মধ্যে সাত জনই দূর্নীতিবাজ রয়েছে। সাধারন মানুষ কিন্তু দূর্নীতি করে না। সাধারন মানুষ দূর্নীতির শিকার হয়। রাজনীতিবিদ, সরকারী আমলা এবং এদের ছত্রছায়ায় থাকা লোকজন দূর্নীতি করে। বহু দূর্নীতিবাজ দূর্নীতি করে নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। তাতে অনেক বেকারের কর্মসংস্থান হয়। আবার বহু দূর্নীতিবাজ টাকা লকারে লুকিয়ে রাখে। তাদের অনেক ভয়। সেই টাকা দিয়ে ব্যবসা করেন না, সেই টাকা ব্যাংকেও রাখেন না। কেউ কেউ গোপনে নামে বেনামে জমি কিনে, ফ্লাট কিনে এবং স্বর্ন কিনে রাখে। বহু দূর্নীতিবাজ কাগজে কলমে নানান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। সেই সব প্রতিষ্ঠানের নামে ব্যাংকে কারিকারি টাকা। অথচ বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো চিহ্ন নেই।
টপ লেবেলের দূর্নীতিবাজদে অবশ্যই বিদেশে বাড়ি গাড়ি আছে। তাদের ছেলে মেয়েরা বিদেশে উন্নত জীবন যাপন করছে। আমি স্পষ্ট বলতে চাই এবং এটাই দেশের সাধারন মানুষদের চাওয়া, সমস্ত দূর্নীতিবাজদের ধরা হোক। তাদের কাছ থেকে সমস্ত অবৈধ টাকা নিয়ে, সেই টাকা দেশের কল্যাণে ব্যয় করা হোক। সমস্ত দূর্নীতি বন্ধ করা গেলে এবং সমস্ত দূর্নীতিবাজদের টাকা গুলো নিয়ে নিতে পারলে- দেশ আসলেই অনেক দূর এগিয়ে যাবে। হে নেত্রী আপনি সমস্ত দূর্নীতিবাজদের ধরুন। তাদের শাস্তি দিন। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্টলোক গুলো এই লীগ, সেই লীগ, অমুক লীগ, তমুক লীগ ইত্যাদি বিভিন্ন নাম দিয়ে দূর্নীতির ব্যবসা শুরু করেছে। সমস্ত লীগ মুছে ফেলতে হবে। পুরো বাংলাদেশে একটাই লীগ থাকবে তার নাম- আওয়ামীলীগ। যারা দলকে ভালোবাসে তারা দলের জন্য কাজ করবে। কিন্তু কোনো নাম নিতে পারবে না। নাম নিলেই তারা দূর্নীতি করবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঘোষনা দিয়েছেন, কোনো দূর্নীতিবাজ আমার আত্মীয় হলেও ছাড় পাবে না। এই কথাটা বলার জন্য আপনাকে স্যলুট।
দূর্নীতিবাজদের একটা বিষয় আমার বেশ ভালো লাগে।
তারা সবার আগে গ্রামে স্কুল করে, মাদ্রাসা করে, মসজিদ করে। মসজিদের জন্য এসি কিনে দেয়। স্কুল কলেজ আর মাদ্রাসা নিজের বাপ মায়ের নামে দেয়। বাপ মার প্রতি সব চোর ছিনতাই আর দূর্নীতিবাজদের সীমাহীন ভালোবাসা। তারা বাপ মাকে হজ্ব করায়। চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যায়। গ্রামে বহু লোককে রিকশা, ভ্যান কিনে দেয়। কারো কারো কাছ থেকে জবর দখল অথবা অল্প টাকায় জমি কিনে নেয়। গ্রামে আধুনিক আলিশান বাড়ি করে। কেউ কেউ দুর্নীতি করে যেমন সিন্দুকে লুকিয়ে রাখে, আবার কেউ কেউ দশ হাতে টাকা উড়ায়। আমি একজন দূর্নীতিবাজকে দেখেছি, সে যেখানেই যায় দাড়োয়ান থেকে শুরু করে পিএস পর্যন্ত সবাইকে টাকা দেয়। এমন কি তার গাড়ির সামনে কোনো ভিক্ষুক এলে, ভিক্ষুককে এক হাজার টাকা দেয়। শুধু ঢাকা শহর না, প্রতিটা অঞ্চলের একই চিত্র। একই ঘটনা।
০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: বাঁচবো না, মরে যাবো
ওপারে চলে
পৃথিবীকে
জানিয়ে বিদায়।
২| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৭
ইসিয়াক বলেছেন: কেন ?কেন ? কি হলো আবার ?
একা একা ইলিশ খেলে এরকমই হয় ।
প্রায় প্রতি পোষ্টে ধাঁধা পাই ।উত্তর পাই না । ইলিশ কে দিলো ?
উত্তর চাই
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: উত্তর পাড়া যাবা না
ভাজা পোড়া খাবা না
আমি যে কবিরাজ
কাউরে কবা না।
৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওয়ালাইকুম আস সালাম
হুম কথা সইত্য দুর্নীতিবাজ ধরা সহজ
আমাদের সামনেই এরা ঘুরাফেরা করি
আর আমরা দেখেও না দেখার ভান করি
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: আমএয়া সালাম দেই। তোষামোদ করি।
৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩০
অজানা তীর্থ বলেছেন: “পাপীকে নয় পাপকেই ঘৃণা কর।“ এই কথাটার ভাবসম্প্রসারন মনে হচ্ছে।
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: অবশ্যই মনে আছে।
৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০
ঢাবিয়ান বলেছেন: আপনার অবস্থা হয়েছে ক্লাস ওয়ানের বাচ্চার মত।চকলেট কিনে দেবার কথা বললেই বেমালুম সব ভুলে যান।
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: হুম।
৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৫
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: বাঁচবো না, মরে যাবো
ওপারে চলে
পৃথিবীকে
জানিয়ে বিদায়।
আমি শেষ করি ?
প্রতিদিনি আশায় থাকি
ফিরে তুমি আসো যদি
প্রতি রাতে তোমায় ভেবে
একা একা আমি কাঁদি
নেই নেই নেই তুমি কাছে
যন্ত্রনা বুকের মাঝে
এভাবে কি বেঁচে থাকা যায়
হো হো বাঁঁচব না মরে যাবো
ওপারে চলে যাবো
পৃথিবী কে জানিয়ে বিদায়
হো হো বাঁচব না মরে যাবো
ওপারে চলে যাবো
পৃথিবী কে জানিয়ে বিদায়...
প্রতিদিনি আশায় থাকি
ফিরে তুমি আসো যদি
কার লাগিয়া এত বিরহ ???????
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
রাজীব নুর বলেছেন: হে হে
৭| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব দুর্নীতিবাজদের বেশীর ভাগই হাজী সাহেব আর কারো কারো নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গিয়েছে...
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: মন্দও কাজও করবে আবার নামাজও পড়বে।
৮| ০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের কিছুই হবেনা। তাদের ক্ষমতা আছে আর সাথে আছে টাকা।
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৯| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
থানায় পোষ্টিং দেয়ার জন্য পুলিশের উঁচু লেভেলের অফিসারেরা "অনেক বড়" অংকের টাকার লেনদেন করছে দীর্ঘকাল
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: লোকজন পুলিশে ভরতি হয়, অসৎ ভাবে টাকা ইনকাম করার জন্য।
১০| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
আমার দেখা আপনার দেয়া পোষ্টগুলির মধ্যে এটাকে অন্যতম সেরা বলেই প্রতিয়মান হয়েছে ।
সরাসরি প্রিয়তে। কথা সবগুলি সত্য।তাঁদেরকে দুর্নীতি করে টাকা করি কামিয়ে তার কিয়দংশ
দান খয়রাত করতে উৎসাহিত করা হয় বিবিধভাবে। দুর্নীতির অর্থে গড়া জিনিষ কোনভাবেই
বৈধ হতে পারেনা , সে মসজিদ মন্দির যাই হোক না কেন । যারা জেনে শুনে দুর্নীতির অর্থ
গ্রহন করে পবিত্র একটি জিনিষের উপরে দুর্ণীতির প্ললেপ লাগিয়ে দেয় তারাও মনে করি
দুর্নীতে সহায়তা করে । মাঝে মাঝে আমার কাছে মনে হয় দুর্ণীতির অর্থ সমাহারে গড়া
চাকচিক্যময় আলীশান মসজিদের চেয়ে খোলা আকাশে গাছের নীচে কিংবা হালাল
অর্থে গড়া জড়াজীর্ণ মসজিদে গিয়ে নামাজ পড়ি , সেখানে নামাজ আদায়েই মনে
বেশী শান্তি আনে ।
শুভেচ্ছা রইল
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: আপনার মতো করে এত গভীর ভাবে এদেশের মানুষ চিন্তা ভাবনা করে না।
১১| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @দূর্নীতিবাজদের একটা বিষয় আমার বেশ ভালো লাগে।তারা সবার আগে গ্রামে স্কুল করে, মাদ্রাসা করে, মসজিদ করে। মসজিদের জন্য এসি কিনে দেয়....
এসব গুরু মেরে জুতা দান। ঢাবিয়ানের মন্তব্য কোট করছি
০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকের পোস্টটি আপনি শুরু করেছেন জিয়া হাসান এর মত করে।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৫
রাজীব নুর বলেছেন: জিয়া হাসান নামের কাউকে চিনি না।
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:০১
ল বলেছেন: আলাইকুম সালাম।।।
পোস্ট নয় যেন জুম্মা বারের খুতবা..........
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: হে হে---
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল ভাল কথারা সব
মলাটরে ভাজে রয় বন্দী
মন্দরা দাপিয়ে বেড়ায়
বিশ্ব-দেশ অলি গলি সন্ধি!
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৬
রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে।
১৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২
ইসমাঈল আযহার বলেছেন: সত্যকথার সাহসী উচ্চারণ। চুরি করবে ওরা। জেলের ভাত খাবে রিকশা চালক।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৪
প্যারাসিটামল খবিশ বলেছেন: এক দুর্নীতিবাজ জেলে যাবে আরেকটা তৈরী হবে হতাশ হবেন না।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৯
রাজীব নুর বলেছেন: দূর্নীতিবাজদের জেলে বেশি দিন থাকতে হয় না। জামিন নিয়ে বের হয়ে আসে।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ২:৪২
গরল বলেছেন: সবচেয়ে বড় দূর্নীতি করে যে ক্ষমতায় বসেছে সে আবার কিভাবে দূর্ণীতি দুর করবে? এদের ধরছে কারণ এরা কথা শুনছে না দলের নেতাদের। এরা একসময় বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে সরকারে জন্য তাই সাইজ করা হচ্ছে বেছে বেছে। এক সামিট গ্রুপ আর বেক্সিমকো গ্রুপের দূর্নীতির কাছে এরা শিশু ছাড়া কিছু না। এরাতো একটা পুলিশ বা কাষ্টমসের ডিসির সমান টাকা দূর্নীতি করেছে মাত্র।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২১
রাজীব নুর বলেছেন: সব চোর।
চোরের দেশে আমাদের অবস্থা শেষ।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের অফিস, পুলিশ, নেতা-পাতি নেতা এই জাতীয় প্রাণীরা সততার সাথে কাজ করলেই আসলেই দেশ সিঙ্গাপুর হতে পারত।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৪
রাজীব নুর বলেছেন: এই আশা নিয়েই বেঁচে ছি- দেশ একদিন সত্যি সত্যি উন্ননের মহাসড়কে যাবে।
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: ভাইয়ের চিত্ত কেন আজ এত বিক্ষিপ্ত হলো বুঝতে পারলাম না।। দেশ থেকে দুর্নীতি দুর্নীতি বললেই তো আর ওদের তাড়ানো যাবে না, ওরা সংখ্যাগরিষ্ঠ। সংখ্যাগরিষ্ঠের দেশে থাকতে গেলে বরং যে কজন ভালো লোক আছে তাদেরকে তালিম দেওয়া প্রয়োজন কি করে সকলের মাঝে মিলেমিশে থাকা যায়।
সমাজের উঁচু নিচু শ্রেণিবৈষম্যের এই বিভাজনটি কাল মার্কস পর্যন্ত করেছিলেন। ওনার সেই বিখ্যাত কথা, those who have and have not, আজ একবিংশ শতকে এসে অতি বড় মাক্স ভক্ত কখনোই বলতে পারবেনা যে বিশ্ব কখনোই ক্লাসলেস সোসাইটিতে পরিণত হবে। উল্টে সোভিয়েতের ভাঙ্গন সেই আশাকে ভেঙে চুর-চুর করে দিয়েছে।
কাজেই এক্ষেত্রে ভাইকে আমার পরামর্শ এরকম দুর্নীতিবাজদের না খুঁজে বরং দেশে লক্ষ জনে যে অতি নগন্য সংখ্যক সৎ মানুষ আছে তাদেরকে চিহ্নিত করে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে দুর্নীতিবাজদের সঙ্গে বসবাস উপযোগী করার ব্যবস্থা করা। অন্যভাবে গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দেওয়া...
আজ ভাইয়ের সঙ্গে স্রেফ একটু মজা করলাম হাহাহা...
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৬
রাজীব নুর বলেছেন: দাদা আমাদের বলতে হবে।
ভালো কথা, মন্দ কথা সব বলতে হবে।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৪
নীল আকাশ বলেছেন: কেউ সালাম দিলে এর উত্তর দেয়া সম্ভবত ফরয। আর এক মুসলিম আরেক মুসলিমে সালাম দেয়া ওয়াজীব।
অলাইকুম আস সালাম।
রাজীব ভাই,
ছবিটার কনসেপ্ট খুব সুন্দর। উপর থেকে না নিয়ে সাইড থেকে নিলে কেমন হতো?
আপনার লেখাট হৃদয়গ্রাহী। আসলে সমাজের সব জায়গায় এত গভীরে দূর্নীতি ঢুকে গেছে যে সেখান থেকে এখন বের হয়ে আসা খুব কঠিন। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাই খাই লোকের সংখ্যা এতই বেশি যে সবাই প্রতিদিন খেয়েদেয়েই দেশটা শেষ করে ফেলছে। ১৯৭২ থেকে ১৯৭৫ এর সময় এইসব চোর
রাই শেখ মুজিব কে ডুবিয়েছিল। এই সময় যার উপর অনেক আস্থা আপনার, তিনি খুব বেশি কিছু করতে পারবেন না। নিজের আগে ক্ষমতায় টিকে থাকতে হবে। দলে এখন ঠগ বাছতে গাঁ উজার অবস্থা। তার উপর নাকি লন্ডনের একজনকেও নিয়মিত সরবরাহের ব্যবস্থা দিতে হয়। এখন যা দেখছেন সব হলো আই ওয়াশ। আমার কথা বিশ্বাস না হলে অপেক্ষা করুন, উনার প্রতি আপনার ধারনা খুব শীঘ্রই ভেঙ্গে যাবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৪
মাহের ইসলাম বলেছেন: শুভ সকাল।
আপনি তো দুর্নীতিবাজদের অনেক গুণগান করলেন। উনাদের এতো উপকারিতা আগে খেয়াল করি নি।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৩
রাজীব নুর বলেছেন: উপকারিতা তো আছেই।
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুর্নিতিবাজদের দান খরাতের পেছেনে মোল্লাদের উস্কানি আছে ।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: উস্কানির চেয়ে অপরাধ বোধ বেশি আছে।
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অজানা তীর্থ বলেছেন: “পাপীকে নয় পাপকেই ঘৃণা কর।“ এই কথাটার ভাবসম্প্রসারন মনে হচ্ছে।
পাপ ও পাপী উভয়কে ঘৃণা করতে হবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
রাজীব নুর বলেছেন: আমি কাউকেই ঘৃণা করতে চাই না। পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে চাই।
২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
পুলক ঢালী বলেছেন: সুন্দর লিখেছেন। শেষে এসে দেখলাম বিবেকের দংশনে কিছু দুর্নীতিবাজ কিছু সমাজসেবা মূলক কাজ করে সম্পদ পুনর্বন্ঠন করেন এটা ভাল কিন্তু উৎস দুর্নীতি বিধায় এসব কর্মকান্ড মূল্যহীন।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন।
২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: আমি কাউকেই ঘৃণা করতে চাই না। পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে চাই।
তাহলে সব পাপীকে আপনার বাসায় নিয়ে আসুন।
০৪ ঠা অক্টোবর, ২০১৯ রাত ১০:২০
রাজীব নুর বলেছেন: তার আগে ভাবুন, একজন পাপী কেন পাপী হয়? এর জন্য দায়ী কে? কোনো মানুষই ইচ্ছা করে মন্দ কাজ করে না।
২৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: লেখক বলেছেন: জিয়া হাসান নামের কাউকে চিনি না।
তিনি এক জন ফেসবুকার ও ইউটিউবার । ফেসবুক ও ইউটিউব এ তাকে অনুসরণ করে সংখ্যা প্রায় 70 হাজার জন।
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: না চিনি না।
আসলে আমি খুব অল্প লোককে চিনি।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৩
ইসিয়াক বলেছেন: ওয়া আলাইকুমুস সালাম
এই বেশ ভালো আছি।
আপনি ?