নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। ফেসবুক, ব্লগে ঝড় তুললেও আমাদের সকলের ভেতরে রয়েছে একজন আবরার হয়ে যাবার ভয়!
২। বুয়েট নিয়ে তো বটেই তামাম বাংলা মুল্লুক নিয়ে ফ্যান্টাসি থাকলে আখেরে চরম হতাশ হবেন।সকাল সন্ধ্যে ওযূ করে হামদে হাসিনা পাঠ ছাড়া বেঁচে থাকা দুষ্কর।
৩। তোমরা জেনে রাখো, বিশ্ববিদ্যালয়ের সব ভিসি মেরুদন্ডহীন প্রাণি। এদের জাদুঘরে রাখার ব্যবস্থা করো দ্রুত।
৪। বিশ্বজিৎ থেকে আবরার আর কত নৃশংসতা দেখালে সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দেয়া হবে??
৫। এই খুনীগুলোর পারিবারিক পরিচয় জানতে ইচ্ছে হচ্ছে । কেউ দয়া করে বলবেন না পরিবারের কি দোষ? আমি মনে করি পরিবারও কোন না কোনভাবে দায়ী।
৬। বিশ্বজিৎ, সাগর-রুনি, তনু, ত্বকী, একরাম এবং আরো অনেক হত্যাকাণ্ডের বিচার না-হওয়ার ফলেই আবরারকে মেরে ফেলা সম্ভব হয়েছে।
৭। রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর বাবু বা নিলয়ের জন্য আপনাদের শোক আবরারের মতো ছিল না, কারণ ওদের 'ভিন্নমত' আপনাদের অনুকূলে ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাউল স্যারকে কুপিয়ে হত্যার পর জানা গেল, তিনি সেতার বাজাতেন। ওই সব হত্যাকাণ্ডে আপনাদের নীরবতা মৌলবাদী চাপাতির কোপকে সামাজিক বৈধতা দিয়েছিল। ওই সব হত্যাকাণ্ডের বিরোধিতা করলে হয়তো আবরারকে এভাবে মরতে হতো না। আর আজ যারা আবরারকে ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলন বা ইসলামি আন্দোলনের শহীদ বানানোর ষড়যন্ত্র করছে, তারাও খুনিদের চেয়ে কম নয়। আপনাদের এই কূটনা রাজনীতির কারণেই শিবির সন্দেহে মেধাবীদের মরতে হয়।
৮। বছর কয়েক আগে এসএম হলে লুঙ্গি চুরির সন্দেহে এক জনকে পিটিয়ে, বিদ্যুতের শক দিয়ে হত্যার পর মামলা হয়েছিল? বিচার তো পরে।
৯। যে দেশে ছাত্র,শিক্ষক,আইনজীবি ও সাংবাদিকরা রাজনীতি করে।সে দেশে প্রশাসন ও বিচার ব্যবস্থা ভালো থাকে না।আবরারের বাবার মত আরো অনেক বাবারা সন্তান হারানোর কান্নাও এর আগে জাতি দেখেছে সামনে আরো অনেক দেখবেন।যখন আপনাদের ঘরে এই রকম কান্নার বন্যা বইবে তখন বুঝবেন সন্তান খুন হওয়ার বেদনা কত ।জাতির বিবেক ছাত্র,শিক্ষক,আইনজীবি ও সাংবাদিক আপনারা জাতির বিবেক হয়ে দাড়ান।দয়া করে আপনারা দেশের স্বার্থে রাজনীতি করবেন।বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত।
১০। মাননীয় ক্ষমতাবান প্ৰশাসন রাজনৈতিক খেলা না খেলে হত্যাকান্ডের বিচার করুন ৷ যার যায় সে জানে তার কোথায় রক্তক্ষরণ হয় ৷ ভেবে দেখুন ছেলেটি আপনারও হতে পারত ! তখন কি হত ?
১১। আহমদ ছফা অনেক আগেই 'গাভী বৃত্তান্ত' নামে একটি উপন্যাস লিখেছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের দশা বুঝতে হলে বইটি পড়তে পারেন। বুয়েটের ভিসি'র বিচি নাই তাই ছাত্র হত্যার পরেও দেখতে আসেনি! ছাত্ররা আজ বিকাল ৫টা পর্যন্ত ভিসি'র জন্য আলটিমেটাম দিয়েছে। দেখা যাক বিচি খুঁজতে খুঁজতে ভিসি সাহেব কী করেন!
১২। বেশ কয়েকজন মেধাবী মিলে একজন মেধাবীকে মেরে ফেলেছে। সুতরাং শুধু মেধাবী হলেই সকলে মানুষ হয় না। আমাদের ভালো মানুষ দরকার, ভালো মানুষ।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১
রাজীব নুর বলেছেন: এই দেশ নষ্ট হয়ে গেছে।
২| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২
Sujon Mahmud বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করা হোক
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
রাজীব নুর বলেছেন: মনে হয় এবার বন্ধ হবে।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: কি যন্ত্রনা, বুয়েট কি ফেনী নদী - কাশ্মীর বাঁচাও/ ঠেকাও প্রতিষ্ঠান? বাঁচাও ঠেকাও দ্বন্দ্বে হতাহত সংখ্যা কি আরো বাড়বে না এখানেই থামবে? ছাত্রছাত্রীর পরিবার পরিজন কি বলেন তারা কি তাদের সন্তানদের রাজনীতি বিমুখ করবেন নাকি রাজনীতির দিকে ঠেলে দিবেন?
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
রাজীব নুর বলেছেন: বাপ মা ছেলে মেয়েদের খোজ রাখে না। তারা ছেলে মেয়েদের বিশ্বাস করে। আর এই বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলে মেয়ে অমানুষ হয়ে যায়।
৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৪
করুণাধারা বলেছেন: সবগুলো পয়েন্ট যুক্তিযুক্ত।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৫
ইসিয়াক বলেছেন: ক্যাসিনো কান্ড সম্ভবত এবার আড়ালে যাবে ।আবরার ফাহাদকে নিয়ে কদিন আমরা ব্যস্ত থাকবো।মিটিং মিছিল করবো। লেখালেখি হবে..।দিন শেষে আমরা একসময় ক্লান্ত হয়ে পড়ব। আবার কোন নতুন কোন ঘটনা ঘটবে.....আবার...।।
কোন সমস্যার সমাধান হবে না ।হবে কি?
আমরা ক্রমশ পাকে তলিয়ে যাচ্ছি ।যাবো ।এর শেষ নেই। মুক্তি ও নেই।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
রাজীব নুর বলেছেন: সব কিছু নষ্টদের অধিকারে চলে গেছে। তাই এমনটা হচ্ছে।
৬| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৬
ঢাবিয়ান বলেছেন: এই বয়সে কতটা দেশপ্রেম অন্তরে ধারন করলে স্বনামে এমন ফেসবুক স্ট্যটাস দেয়া যায় তাই ভাবছি। ৫২, ৬৯,৭১ এর বাধাভাঙ্গা দুঃসাহসী তারুন্যকে দেখতে পাচ্ছি।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
রাজীব নুর বলেছেন: এই দেশ নিয়ে আমি অনেক আশাবাদী।
একদিন সব ঠিক হয়ে যাবে।
৭| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ নিশ্চয় চাহে না যে, ছাত্ররা পড়ালেখা কম করে, বা না করে, রাজনীতিতে আসয়ক।
বুয়েটে যারা পড়ে, তারা পড়ুয়া ছেলেমেয়ে, মেধাবী বলা ঠিক হবে না
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে একটা অলিখিত নিয়ম আছে, যারা ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বুয়েটে পড়ে তারা মেধাবী। মেধাবী না হলে চান্স পেলো কি করে??
৮| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫১
মোহামমদ কামরুজজামান বলেছেন:
পুরোপুরি সঠিক।
নতুন সুফিবাদ ''হামদে হাসিনা'' ছাড়া দেশে কেউ বাঁচতে পারবে না ।। এটাই সত্যি ।।।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
রাজীব নুর বলেছেন: বাতাস যেদিকে নৌকাও সেদিকে। এত মাতাবেক চলতে হবে।
৯| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৫
উম্মে সায়মা বলেছেন: আল্লাহ এই অমানুষগুলার বিচার করুক। দুনিয়াতেই শাস্তি দিক। এই দোয়া করি।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
রাজীব নুর বলেছেন: দোয়ায় কাজ হয় না।
দোয়ায় কাজ হলে দেশ বদলে যেত।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫
আখ্যাত বলেছেন:
চাঁদ গাজীর সাথে একমত
এগুলো আসলে মগজহীন পাঠা
তবে বলীদানের সময় পাঠারা ভ্যাঁ ভ্যা তো করবেই
বিচলিত হওয়ার কিছুই নেই
সব কিছু স্বাভাবিক হয়ে যাবে দ্রুতই
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
রাজীব নুর বলেছেন: আজ আবারার এর ইস্যু না থাকলে হয়তো সম্রাট ইস্যু নিয়ে লোকজন মেতে থাকতো। আমাদের দরকার শুধু ইস্যু।
১১| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এর পরের পোস্ট দিবেনঃ এই হত্যাকাণ্ড নিয়ে ব্লগাররা কি ভাবছেন ?
আপনাকে তো আমি আগেই বলেছি , বাংলাদেশের মানুষ যথেষ্ট খারাপ । এর চাইতে বেশি খারাপ হওয়ার আর কোন সুযোগ নেই ।খারাপের চূড়ান্ত।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: গুত দশ বছরে দেশের মানূষের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে। পুরো পরিবর্তন টাই নেগেটিভ।
১২| ০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: সুন্দর বলেছেন। যার যায় সে বুঝে, বাকিরা কেবল ক্ষনিকের সমবেদনা জানায়। দু'দিন পর আবার নতুন আরেক ঘটনা এসে পুরানটারে ধামাচাপা দেয়। বাংলাদেশে গুজবের গজব শুরু হয়েছে। একেকবার একেকটা কাহিনী সামনে আসে। সেটা নিয়ে সবার দু'চারদিন লাফালাফি। তারপর ভুলে যাওয়া। কোনো একটারও তো সুষ্ঠু সমাধান /বিচার কোনোটাই পাওয়া যায়না।
০৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীর দরকার ইস্যু। ইস্যু পেলে তাদের আর কিছু লাগে না।
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: ঘটনাটা পরে ফেসবুক বা ব্লগে প্রচুর পোস্ট দেখলাম। কিন্তু শেষ কোথায়? আর কত মায়ের কোল এভাবে খালি হবে? এখন প্রশাসন যদি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় সেটাই দেখার।
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: দাদা আসলে দেশের ক্ষমতাবানদের কোনো শাস্তি হয় না। তারা জামিন নিয়ে বের হয়ে যায়।
১৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৮
ল বলেছেন: হতাশ হলাম।।
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: চারিদিকেই আজ হতাশা।
১৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৮
কথার ফুলঝুরি! বলেছেন: কি লিখবো বুঝতে পারছিনা ভাইয়া । দুইদিন পর পরই এমন নির্মম একেকটা ঘটনা ঘটা এখন এ দেশের নিয়ম হয়ে দাঁড়িয়েছে । আমি ভাবছি এর পর আবার কি ।
০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: হিসেব করলে দেখা যাবে, আসলে যুগ যুগ ধরেই এরকমটা চলছে।
১৬| ০৯ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫৩
সুপারডুপার বলেছেন: দেশে আইন আছে, বিচার হবে এটাতে আবার মিছিলের কি আছে! উন্নত বিশ্বের সাধারণ মানুষরা বেশ অবাকই হয়। হাঁ, আইন না থাকলে মিছিল বা ডেমো হতে পারে। তারা বুঝতে পারে না, কেন আইন থাকার পর ও বিচারের জন্য বাংলাদেশে মিছিল করতে হয়।
বাংলাদেশের মানুষরা দুঃখবিলাসী। সাধারণ মানুষ সারাদিন সারারাত ভাববে, মিছিল করবে, কেউ হয়তো কান্নাকাটি করবে , এর পরে ভুলে যাবে, আবার আর ও একটি ঘটনা নিয়ে দুঃখবিলাসী খেলায় মেতে উঠবে।
বাংলাদেশে এক্সট্রিমিস্ট অমানুষগুলো থেকে সাধারণ মানুষ গুলোকে রক্ষার জন্য ইসরাইলের মত সিকিউরিটি সিস্টেমই দরকার। যদি কখনো কোনোদিন কোনো সরকার, বাংলাদেশে ইসরাইলের মত জনসাধারণের নিরাপত্তা বলয় তৈরী করতে পারে, তাহলেই একমাত্র বাংলাদেশে এইসব ঘটনার ইতি হবে।
সেই দিন পর্যন্ত দুঃখবিলাসী সাধারণ মানুষরা নিত্যদিনের ঘটনাকে কেন্দ্র করে দুঃখ নিয়ে বিলাস করুক !
১৭| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে বিচারের জন্য মিছিল মিটিং করতে হয়। মানব বন্ধন করতে হয়। আন্দোলন করতে হয়।
©somewhere in net ltd.
১| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৬
জাহিদ অনিক বলেছেন:
আমি কিছুই ভাবতে পারছি না। ভাবার অবকাশ পাচ্ছি না একমদ।
কেন যেন সবকিছু গা সওয়া হয়ে গেছে মনে হয়