নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয়, যদি সকালটাকে দেখতে না পাই। কেউ যদি জিজ্ঞেস করেন, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস কি? তাহলে বলব, মানুষের বেঁচে থাকা। মানুষ ঘর থেকে বাইরে বের হলেই কেমন হিংস্র হয়ে যায়। অমানবিক হয়ে যায়। নিষ্ঠুর হয়ে যায়। অথচ মানুষের হওয়া উচিত- মানবিক, হৃদয়বান ও বিবেকবান। এমনিতেই আমাদের দেশটা ছোট, মানুষ বেশি, অদক্ষ ও অযোগ্য লোক সবখানে। কাজেই নিজের ও দেশের শান্তির জন্য দেশের সমস্ত লোকজনকে মানবিক হতে হবে। জানি, জীবন দুঃখপূর্ণ। দুঃখের হাত থেকে কারও নিস্তার নেই। জন্ম, জরা, রোগ, মৃত্যু সবই দুঃখজনক। আসলে মানুষের কামনা-বাসনা সবই দুঃখের মূল। মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখ মিশ্রিত এবং অস্থায়ী। অবিমিশ্র সুখ বলে কিছু নেই।
পরী অস্ট্রেলিয়া গিয়ে প্রতিদিন আমাকে নানান রকম ছবি পাঠাচ্ছে। আমি মন দিয়ে ছবি গুলো দেখি। আর মুগ্ধ হই! ছবি গুলো দেখে বুঝা যায় মেয়ে বেশ আনন্দেই আছে। আমি তো মনে প্রানে চাই- মেয়েটা আনন্দে থাকুক। ভালো থাকুক। সুস্থ থাকুক। যাই হোক, সকালে খিলগাও বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখি বাজারের অনেকটা অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। রেল লাইনের পাশেই এই বিশাল বাজার। বাজারের কমিটির লোকজন অবৈধ ভাবে রেলের জায়গা দখল করে বছরের পর বছর ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছে। লাখ লাখ টাকার ব্যবসা। রেল লাইনের আশে পাশে বহু পরিবার ঘর বানিয়ে থাকতো। কম পক্ষে ত্রিশ হাজার লোক তো হবেই। এত এত দোকান, এত এত ঘর ভেঙ্গে ফেলল রেল কর্তৃপক্ষ। তাহলে এখন যাদের দোকান ভেঙ্গে ফেলেছে বা ঘর ভেঙ্গে ফেলেছে তারা কোথায়? কেমন আছে? আমি খোজ নিলাম, কেউ কেউ গ্রামে চলে গেছেন। কেউ কেউ রাস্তায় ঘুমাচ্ছেন। কেউ কেউ বস্তিতে উঠেছেন।
অদ্ভুত একটি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের 'দিবারাত্রির কাব্য'। গতকাল আরেকবার পড়লাম। কিছু কিছু বই আমি প্রতি বছর একবার করে পড়ি। যেমন, শরৎচন্দ্রের 'দত্তা'। আমার ভীষন প্রিয়। রবীন্দ্রনাথের 'শেষের কবিতা'। 'নন্দিত নরকে' হুমায়ূন আহমেদ। যতবার পড়ি ততবার মুগ্ধ হই। একটুও বিরক্ত লাগে না। বর্তমানে পড়ছি সমরেশ মজুমদারের 'নন্দনকানন'। নন্দনকানন বইটি কোনো গল্প বা উপন্যাস নয়। লেখকের গত ত্রিশ বছরের বিভিন্ন সময়ে পত্র পত্রিকায় লেখা কলাম গুলো সংগ্রহ করে বই আকারে বের করা হয়েছে। পড়তে বেশ ভালো লাগছে। গতকাল রাতে একটি মুভি দেখেছি। চমৎকার মুভি। দুর্দান্ত। সেই রকম একটা মুভি। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সময় অপচয় হবে না। ইচ্ছা করলে মুভিটি আপনারাও দেখতে পারেন। আমি লিংক দিয়ে দিচ্ছি। এই যে লিংক
আজ ছিল এই অভাগার জন্মদিন।
পরিচিত-অপরিচিত মানুষের ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ!! অসংখ্য মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রাত বারোটায় পরিবারের সবাইকে নিয়ে কেক কেটেছি। কেক কাটার মোটেও ইচ্ছা ছিল না। আমি ঘুমিয়ে পড়েছিলাম। গভীর ঘুম। আমাকে ঘুম থেকে টেনে তোলা হয়েছে। এজন্য আমি খুব বিরক্ত। যাই হোক, ইচ্ছা ছিল বিকেলে সুরভি কে নিয়ে বের হবো। কিন্তু আজ বের হওয়া যাবে না। জন্মদিন উপলক্ষ্যে কিছু আত্মীয় স্বজন আসবেন বাসায়। তাদের জন্য রানাবান্না করতে হবে। এই জন্যই সকালে বাজারে যেতে হয়েছে। জন্মদিন বলে আজকের দিনটিকে আমি বিশেষ দিন মনে করছি না। আমার কাছে সব দিনই সমান। বরং আজকের দিনটি আমার জন্য বিরক্তকর একটি দিন। লোকজন আসবে, শুকনো হাসি বিনিময় করতে হবে। অপ্রয়োজনীয় কথা বার্তা বলতে হবে।
হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ,
আমি মাটিতে মেশা ঘাস হতে ভালোবাসি,
যার মাড়িয়ে যাওয়ার সে মাড়িয়ে যাক ঘাস-
তবু ঘাসের বুকেই জমে শিশিরবিন্দু।
১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪
ইসিয়াক বলেছেন: শুভ জন্মদিন বন্ধু
১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০০
ইসিয়াক বলেছেন: ফেবুতে দেখেছিলাম ।আমি মনে করেছিলাম ফেক ।
এখন দেখি আসল জন্মদিন। দুপুরের খাবার রেখে হাত ধুতে গিয়ে দেরি হয়ে গেল ....
যাক সামনের বছর যদি বেঁচে থাকি তো নিশ্চয় ভুল হবে না ।
আগামী দিনগুলি ভালো কাটুক এই প্রত্যাশা রইলো ।।
শুভকামনা ।
১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১০
ভুয়া মফিজ বলেছেন:
আপনার মনের সব কনফিউশান দূর হয়ে যাক, আপনি একজন দৃঢ়চেতা মানুষে রুপান্তরিত হোন......এটাই কামনা।
১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
৫| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২০
ইসিয়াক বলেছেন: জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা
হিন্দীতে নাও পেয়ার ।
১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরী কবে অস্ট্রেলিয়া গেল? আপনি যাননি?
১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: এ মাসের তিন তারিখ গেলো।
না আমি যাই নি।
৭| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩২
করুণাধারা বলেছেন: নিজেকে অভাগা বলতে নেই, আল্লাহ যা দিয়েছেন তার জন্য শোকর করুন। অন্তত সুস্থ দেহের নেয়ামত আপনি উপভোগ করছেন।
জন্মদিনের শুভেচ্ছা।
১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন বোন।
ইয়েস আমি ভাগ্যবান। কারন আমি সুস্থ সবল।
৮| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আমি আর নতুন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আপনার বিরক্তিকে আরো একধাপ উন্নতি করতে চাচ্ছিন। তবে শুভ কামনা রইল প্রতিটা দিনের জন্য, যতদিন আপনি পৃথীবি নামক এ মহাকাশযানের অভিযাত্রি হিসেবে আছেন।
১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন।
৯| ১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা রলো আপনার জন্য; ভালো থাকুন।
১০ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। দোয়া করবেন।
১১| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ জন্ম দিন!!
এক হাজার বছর বেঁচে থাকুন।
১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১০
রাজীব নুর বলেছেন: এত দিন বেঁচে থাকার কোনো ইচ্ছা আমার নেই। পৃথিবী কোনো আনন্দময় জায়গা না। দোয়া করেন যতদিন বেঁচে থাকি, ততদিন যেন সুস্থ থাকি।
১২| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন: জন্মদিনটা আশা করি শুভ ছিলো। অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন নিরন্তর।
১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: এই কোনো রকমে দিনটা চলে গেল!!
ভালো থাকুন।
১৩| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
সিডনি হারবারে, পরীর ছবিটা দেখে চোখ জুড়িয়ে গেল।
১১ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: আরও অনেক ছবি আছে দেখবেন?
১৪| ১১ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫২
জাহিদ অনিক বলেছেন:
শুভ জন্মদিন রাজীব ভাইইই
পরীকে অনেক অনেক শুভেচ্ছা। অস্ট্রেলিয়ার দিনগুলো আনন্দে কাটুর ওর।
১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: গতকাল অনেকক্ষন কথা হয়েছে। মেয়ে বলল, বাবা ওদের ওয়াশরুমে পুশ শাওয়ার নেই। শুধু টিস্যু।
১৫| ১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শুভ জন্মদিন
কেক পরবর্তী গরম ভোজন হয়ে যাক
১১ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: খাওয়া দাওয়ার বিষয়টা দুনিয়াতে না থাকলেই ভালো হতো।
©somewhere in net ltd.
১| ১০ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৪
ভুয়া মফিজ বলেছেন: শুভ জন্মদিন।