নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঝিঁঝিঁ পোকার ডাক

১৪ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬




তুমি পাশে না থাকলেই যেন আমার কেমন কেমন লাগে
পৃথিবীর সবচেয়ে অসহায় লাগে, বুকটা বড্ড খালি লাগে
যখন একাএকা রাজপথে হাঁটি, অদৃশ্য ভাবে তুমি থাকো
আকাশের নীল মুছে গিয়ে জোছনায় ভরে যায় বিশ্বচরাচর
শাহবাগ থেকে শহীদ মিনার, হাত রেখে হাতে, পায়ে হেঁটে
তোমার হাতে হাত রাখলেই লক্ষ আলোকবর্ষ কম মনে হয়
আমাদের দেখে কি ঈশ্বরও ভ্যাবাচেকা খেয়ে হেসে ফেলেন
পৃথিবীর সবচেয়ে কঠিক কাজ তোমার কাছ থেকে দূরে থাকা
কোনো পথই মসৃন নয়, পথের কাটা বহু লোক, তাতে কি?
সারাদিন ভীষন ব্যস্ত রবী বাবু আর জীবনানন্দের কবিতায়
মাঝে রাতে হঠাৎ বৃষ্টি, ঘরের মধ্যে থেকেও ভিজে গেলাম
আমি জানি এই কবিতার ভেতর তেমন কিছু নেই, সব শূন্য।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: শূন্য থেকে শুরু শূন্যতেই শেষ।

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

রাজীব নুর বলেছেন: একদিন সমস্ত দুনিয়াদারি শূন্যতেই মিলিয়ে যাবে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪২

বলেছেন: শূন্য থেকে পাক পূর্ণতা।।।

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৭

ইসিয়াক বলেছেন: দারুণ প্রেমময় কাব্য ।
যেমন সহজ সরল । তেমনি সুন্দর ।
পূর্ণতা পাক কবির প্রেমময় জীবনের সব চাওয়া পাওয়া ,এই কামনা করি ।
কবিতা ভালো হইছে .................

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু। ভালো থাকুন।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: অবশ্যই ভাল প্রচেষ্টা। এমন নির্মল প্রেমানুভূতি যার মনে তার কাব্য পূর্ণতা পাবেই পাবে। কবিতায় একটু বেশি টাইপো রয়ে গেছে।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

রাজীব নুর বলেছেন: ইদানিং বানান এত ভুল করি!!! আসলে বয়স বাড়ছে তো!!

৫| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৬

ইসিয়াক বলেছেন: আবারো এলাম ফিরে !!!!!
এরকম ছোট ছোট করে আরো বেশি বেশি নিজের অনুভূতি গুলো নিয়ে কবিতা লিখুন। দরকার হলে চার / ছয় লাইনে লিখুন।
নিজের চাওয়া পাওয়া । বেদনা ক্ষোভ ...। হাসি আনন্দ । ভালো লাগা মন্দ লাগা .......। লিখতে থাকুন ।
আপনি আমার থেকে অনেক অনেক ভালো লেখেন । আপনি পারবেন ।
শুভকামনা রইলো ।

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: আমি পারবো না। আমি ভাঙ্গা কূলা।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে লেখা

ও ভাইজান আপনি মোটা হয়ে যাচ্ছেন মনে হচ্ছে

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

রাজীব নুর বলেছেন: সুখে আছি তো!!!

৭| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯

বিজন রয় বলেছেন: ছবি দেখে মনে হচ্ছে আপনি মেকআপ নিয়েছিলেন, আসলেই কি?
এই ছবির সাথে এই কবিতার সম্পর্ক কি?

আপনি কি ঝিঁঝিঁ পোকা?

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

রাজীব নুর বলেছেন: মেকাপ নেই নি। মোবাইলে কোনো একটা সমস্যা হয়েছে।
এই কবিতার সাথে ছবির সম্পর্কে আছে।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: বন্ধু আপনি কোথায় ? এরপরে কিন্তু বিজ্ঞাপন দেবো ........... হা হা হা।

১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রাজীব নুর বলেছেন: বিজ্ঞাপন দিতেও টাকা লাগে।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

ইসিয়াক বলেছেন: তাই তো ........।ঠিক আছে ,হ্যাণ্ড মাইক দিয়ে প্রচার করবো.........

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: হে হে--- আপাতত থাক। এসে পড়েছি।
কোনো দিন হারিয়ে গেলে তখন দেখব খোক নেন কিনা।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩

ইসিয়াক বলেছেন: বিপদে বন্ধুর পরিচয়।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: দামী কথা।
আচ্ছা, অপেক্ষা করি আর দেখি।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮

ইসিয়াক বলেছেন: ¤¤ নজরুলসঙ্গীত ¤¤
নাই চিনিলে আমায় যদি রইব আধেক চেনা
চাঁদ কি জানে , কোথায় ফোটে চাঁদনী রাতে হেনা ।।
আধো আঁধার আধো আলোতে
একটু চোখের আলাপ পথে
জানিতাম তা ভুলবে তুমি
আমার আঁখি ভুলবে না ।।
আমার ঈষৎ পরিচয়ের সেই সঞ্চয় লয়ে
হয় না সাহস তোমায় যাব মনের কথা কয়ে
একটু জানার মধু পিয়ে
বেড়াই শুধু গুনগুনিয়ে -
তুমি জান আমি জানি আর কেহ জানে না ।।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.