নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী - ৩২

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৯



শুদ্ধি অভিযান কি বন্ধ হয়ে গেল?
আর কাউকে ধরা হবে না? এই দুই তিনজন ক্যাসিনো বেপারি ধরলেই হবে? কমপক্ষে এক লাখ দুষ্টলোককে ধরা উচিত। যদি সত্যি সত্যি ধরা হয় তাহলে এটা দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। এবং এই মহৎ কাজের জন্য শেখ হাসিনা একদিন সত্যিই নোবেল পাবেন। নব্য ধনীর সংখ্যা তো কম নয়। এদের কোনো ভাবেই ছাড় দেওয়া উচিত হবে না। এরা বড় ভয়ঙ্কর। দেশের মানুষ কি কষ্টে আছে আর তারা বিদেশে গাড়ি বাড়ি করে। দেশে রাজার হালে চলেন। প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন দয়া করে আরো কিছু নব্য ধনীদের ধরুন। কারন আপনি না বললে কেউ নড়ে-চড়ে না। গতকাল একটা অনলাইনে পড়লাম। নায়িকা মৌসুমিকে ধাক্কা দিয়েছে। তার জন্য সে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের দেশে সমস্যার শেষ নেই।
এই দেশ হলো সমস্যার দেশ। মেট্রোরেল হলেই কি আমাদের দেশে যানজট নিরসন হবে? ফ্লাইওভার কিন্তু যানজট দূর করতে পারেনি। বরং এখন আরো সিগনালে বেশিক্ষন দাঁড়িয়ে থাকতে হয়। সরকার বাসা বাড়িতে গ্যাস লাইন দিবেন না স্পষ্ট বলে দিয়েছেন। অথচ টাকার বিনিময়ে বহু লোক নতুন গ্যাস লাইন সংযোগ নিচ্ছে। গ্যাস সিলিন্ডার ব্যবহার করা অনেক দিকদারি একথাও সত্য। এই দেশের মানুষ দ্বারা সব কিছু সম্ভব। সুনাম গঞ্জে তুহিন নামের একটা বাচ্চাকে কি নিষ্ঠুর ভাবেই না হত্যা করলো। রাগ করে বুয়েটের আবরার ফাহাদ এর ছোট ভাই ঢাকা কলেজ ছেড়ে দিলেন। চারিদিকে শুধু মন খারাপ করা খবর। আমার ইচ্ছা করে একটা চাবুক নিয়ে বেড়িয়ে পড়ি রাস্তায়। তারপর যেখানে অন্যায় দেখব- সেখানেই চাবুক চালাবো।

গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে আড্ডা দিতে যাচ্ছি।
দেখি একটা দশ বারো বছরের ছেলে মন খারাপ করে বসে আছে। ছেলেটির মনমরা মুখটি দেখে খুব মায়া লাগলো। ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরে বাদাম বিক্রি করে। পলিথিতে এখনও অল্প কিছু বাদাম আছে। আমি বললাম, কিরে মন খারাপ করে বসে আসিছ ক্যান? কি হয়েছে? ছেলেটার চোখে পানি। আমি বললাম, বল কি হয়েছে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, সারাদিনে প্রায় সাড়ে তিন শ’ টাকার বাদাম বিক্রি করেছে। সেই টাকা সব হারিয়ে ফেলেছে। কোথায় টাকা হারিয়েছে তাও সে বলতে পারে না। ছেলেটি থাকে সায়দাবাদ। এখন সায়দাবাদ যাওয়ারও বাস ভাড়া তার কাছে নেই। আমি বললাম, আমাকে দশ টাকার বাদাম দে। বাদাম খেতে খেতে ছেলেটির সমস্ত গল্প শুনলাম। খুব কষ্টের জীবন ছেলেটির।

সুরভি আমাকে পাঁচ শ’ টাকা দিয়েছে।
আড্ডা দিয়ে ফেরার পথে কিছু সদাইপাতি নিয়ে আসার জন্য। সেই টাকা আমি বাদাম বিক্রেতা ছেলেটিকে দিয়ে দিলাম। ছেলেটি টাকা নিতে চাইলো না। খুব জোর করে ছেলেটিকে টাকা দিলাম। ভাববেন না আমি ছেলেটিকে পাঁচ শ’ টাকা দিয়ে মহৎ সাজার চেষ্টা করেছি। ছেলেটিকে টাকা দিয়ে আমি বিপুল আনন্দ পেয়েছি। আমার আনন্দের জন্যই ছেলেটিকে টাকা দিয়েছি। পাঁচ শ’ টাকা দিয়ে এক কেজি খাসির গোস্তও পাওয়া যায় না আজকাল। যাই হোক, আমার পকেটে টাকা থাকলে এরকম কাজ আমি প্রায়ই করি। নিজের আনন্দের জন্য। আমি সিউর এই কাজ আমার মতো অসংখ্য লোকজন করে। আগ্রহ নিয়ে করে।

টিভিতে কিছু বিজ্ঞাপন দেখলেও খুব মেজাজ খারাপ হয়।
মানুষের রুচি এত খারাপ হয় কি করে? বিজ্ঞাপনটা এই রকম- খুব সুন্দরী এক মেয়ে এসে বলে , এখন থেকে ফেয়ার এন্ড লাভলী’ আর উজ্জলতা দিবে না। এই কথা শুনে আশে পাশে বসে থাকা সমস্ত মেয়ের মাথায় হাত। সবার মন খারাপ হয়ে গেল বেশ! এদের মধ্যে এক মেয়ে ভয়াবহ চিন্তাযুক্ত হয়ে বলে ‘কেন দিবে না’? তখন সুন্দর মেয়েটি হেসে বলে এখন থেকে ফেয়ার এন্ড লাভলী দিবে HD Glow উজ্জলতা। যদি ফর্সা হওয়া এত সহজ তাহলে আফ্রিকায় এত নিগ্রো কেন? এই রকম প্রতারনা করা বিজ্ঞাপন গুলো আইন করে বন্ধ হওয়া উচিত। আরেক বিজ্ঞাপনে বলে ‘সৌন্দর্য আমাদের অধিকার’। ফাউল কথা। ইসলাম তো বলেই দিয়েছে পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য। মেয়েরা সেধে সেধে সস্তা হচ্ছে।

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছিঃ শ্রদ্ধা ও সম্মানের সাথে অনুরোধ করছি, আমাদের বুদ্ধিমান ব্লগার শ্রদ্ধেয় চাঁদগাজী কে জেনারেল থেকে সেফ করা হোক। উনি একজজন সজ্জন ব্লগার। তাছাড়া দেশে এমনিতেই সহজ ভাবে ব্লগ চালানো যাচ্ছে না। এই অবস্থায় কাউকে শাস্তি দেওয়া কি ঠিক?

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৬

ইসিয়াক বলেছেন: ৥আমারো প্রশ্ন “শুদ্ধি অভিযান কি বন্ধ হয়ে গেলো ?”
৥আবরার ফাহাদের ভাইয়ের খবরটা জানা ছিলো না । দুঃখজনক।
৥টিভির এসব উদ্ভট বিজ্ঞাপন আমি দেখি না ।

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
ভালো থাকুন।

২| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৯

বলেছেন: আপনি একজন মহৎ ব্লগার।।।
শুদ্ধি অভিযান যেহেতু বন্ধ হয়ে গেছে
সেহেতু ব্লগ পাড়ায় শুদ্ধি অভিযান স্থগিত ও উইথড্র করার জোর দাবি সহ সহমত জানাচ্ছি।।




বিচক্ষণ ও বুদ্ধিমান ব্লগার চাঁদগাজীর লেখা চাই।।
শাস্তি মওকুফের আকুল আবেদন করছি।।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকুন।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:৫২

ইসিয়াক বলেছেন: শ্রদ্ধেয় বুদ্ধিমান ও বিচক্ষণ ব্লগার চাঁদগাজী স্যারকে সেফ করা হোক ।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ধন্যবাদ সামুকে আমার কথা বলার জন্য। কিন্তু এই ব্যাপারে কোন কিছু না বললে আমি খুশী হবো।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আমি দশ বছর ধরে সামুর সাথে আছি।
বহু কিছু আমি দেখেছি। জেনেছি।
আমার একটা দায়িত্ব আছে।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমার ব্যাপারে কোন কিছু না বলার জন্য অনুরোধ রলো।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। তবে আপনাকে ছাড়া সামু ভালো লাগে না।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৮

চাঁদগাজী বলেছেন:


প্লীজ, আমার ব্যাপারে কোন ব্লগার কিছু বলবেন না।

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: ওকে। ওকে।

৭| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, শুদ্ধি অভিযানে কম্বল খালি হয়ে যাবে। কম্বলের গল্পটি জানেন তো?

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: জানি জানি।

ভালো থাকুন।

৮| ১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আসলেই কমপক্ষে ১ লাখ লোককে ধরা উচিত। তা না হলে সমাজে প্রভাব পড়বে না...

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ইয়েস। এটাই আমি চাই।

৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাদামওয়ালা ছেলেটিকে হ্যাল্প করেছেন জেনে ভালো লাগছে।

চাঁদগাজীকে আবারো জেনারেল করা হয়েছে! এজন্যই ইদানীং উনার লেখা চোখে পড়ছে না।

* উনি মানা করায়, উনাকে সেফ করার অনুরোধ করলাম না। *

১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১০| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঙ্গত কারন ছাড়া কাউকে জেনারেল করা হয়না। ভিক্টিম নিজে শোধন না হলে অন্যের সুপারিশ গ্রহনযোগ্য হবার কথা নয়।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৭ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৮

আখেনাটেন বলেছেন: পড়লুম ডায়েরী।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

১২| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


এটি দুর্নীতি অভিযান নয়, এটা "মাফিয়া" থামানোর প্রচেষ্টা; রাজনৈতিক দলের মাফিয়ারা শেখ হাসিনার সরকারকে পংগু করে দিয়েছে, সরকারের কাজকর্মকে নিজেদের কন্ট্রোলে রেখেছে।

উনার দরকার মানুষের অগোচরে, এদেরকে দেশ থেকে বের করে দেয়া, এদের টাকাগুলো, সম্পদগুলো একটা ফান্ডে নিয়ে সরকারী কাজে লাগানো।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: আমার মনের কথাটা বলেছেন।

১৩| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



সরকারী দুর্নীতি সেটি এমন পর্যায়ে গেছে, সেটাতে হাত দিতে হলে উনাকে অন্যভাবে প্ল্যানিং করতে হবে।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: দেখা যাবে ১০০ জনের মধ্যে ১০০ জনই দূর্নীতি করেছে।

১৪| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২২

ঢাবিয়ান বলেছেন: ব্লগ কতৃপক্ষ যদি কাউকে ব্লক করে থাকে তার অর্থ সেই ব্লগার ব্লগের নীতিমালা ভঙ্গ করেছে। সুতরাং এর বিরুদ্ধে আওয়াজ তোলার কোন কারন নাই।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আওয়াজ তুলতে হবে। অবশ্যই আওয়াজ তুলতে হবে। এটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।

১৫| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


@ঢাবিয়ান,

ব্লগ খারাপ সময় অতিক্রম করছে, সবার উচিত ব্লগকে সাহায্য করা; আপনি বিনা-বেতনে এডমিন হওয়ার প্রস্তাব দিয়ে দেখতে পারেন!

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: মানুষের জীবনে ভালো সময়, খারাপ সময় থাকে। ঠিক তেমনি ব্লগেও এখন খারাপ সময় যাচ্ছে।

১৬| ১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩

কানিজ রিনা বলেছেন: হাসতে পারিনা আবরার.......ব্লগে চাঁদের
লেখা নাই খেয়ালই করিনাই। মনে হয় মুক্তি
যোদ্ধা ক্যাসনী ক্লাবে চাঁদগাজীর আশা যাওয়া
ছিল এই জন্যে ব্লগে জেনারাল হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: একজন সজ্জন ব্যাক্তিকে নিয়ে এভাবে বলা ঠিক না।

১৭| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৬

ঢাবিয়ান বলেছেন: কানিজ রিনা আপু , পাঁচতারা মন্তব্য। মুক্তিযোদ্ধা ক্যাসনী ক্লাবে

অনেকদিন প্রান খুলে হাসিনি। আজ হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: হাসুন। হাসুন। হাসুন।

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



ঢাবিয়ান বলেছেন, " কানিজ রিনা আপু , পাঁচতারা মন্তব্য। মুক্তিযোদ্ধা ক্যাসনী ক্লাবে । অনেকদিন প্রান খুলে হাসিনি। আজ হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে "

-মুক্তিযোদ্ধা শব্দটা ব্যবহার করে, অনেকেই অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলেছে, ক্লাব করেছে; কিন্তু কোন মুক্তিযোদ্ধা এই ধরণের কিছু করেননি; আপনি কিংবা কানিজ রিণারা এসব বুঝার কথা নয়; আপনাদের মত ছাত্রের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলার বুকে গর্ব বোধ করছে আজকাল।

১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: চমৎকার বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.