নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরহীন দশা

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১




পৃথিবীতে ‘মানুষ’ বলে একটা অদ্ভুত জাতী আছে
এই জাতীর মধ্যে দু’ভাগ আছে- পুরুষ ও নারী
তাদের মধ্যে এত নির্মম ভাব কোথা থেকে আসে
তাদের আছে এক মহান মহৎ সুপ্রাচীন ইতিহাস
নারীর প্রিয় কীর্তনখোলা নদী, পুরুষের পছন্দ পদ্মা
অথচ তারা খেলে অদ্ভুত যত কুটিল ও জটিল খেলা
তবে হ্যা মানুষ অনেক রকম হতে পারে, এই কথা
বলেছেন দুই ওস্তাদ লোক জীবনানন্দ ও রবীন্দ্রনাথ
নক্ষত্রের আলোয় সমস্ত মানুষ চোরাবালিতে যাবে
সময়ের সাথে মানবিক আর্তনাদ গোরস্থানে কাঁদে
স্বচ্ছ দিঘীর জলে নারীর পবিত্র চোখের কাজল ভাসে
শেষে কাঁদতে কাঁদতে নারীপুরুষ আশ্রয় নেয় কবিতায়।



(ব্লগে অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন। পড়ি, মুগ্ধ হই। তাদের কবিতা পড়ে, আমার কবিতা লিখতে ইছা হয়। অথচ আমি কবিতা লিখতে পারি না। তবে কবিতার মতোন করে কিছু লিখতে খুব ইচ্ছা হয়। ব্যর্থ চেষ্টা বলা যায়। তারপরও এই চেষ্টাটুকু করে অনেক আনন্দ পাই। লেখালেখি আমার কর্ম না। তবু হাবিজাবি লিখেই চলেছি।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।)

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৯

ইসিয়াক বলেছেন: আহা অতি মনোরম ।

১৮ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সবাই কবি।
উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ছাত্র- শিক্ষক, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবি- এরকম অনেকেই কবি।
শুধু রাজনীতিবিদরাই কবিতার ধার ধারেন না। কে কেমন লিখছে সেটা বড় কথা নয়, যারা কবিতা লিখেন- তাদের সবাইকে আমার আত্মীয় মনে হয়।

২| ১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




লেখালেখি আমার কর্ম না, তবে লিখে আমি আনন্দ পাই। কেউ হয়তো পড়েন। ধন্যবাদ রাজীব নুর ভাই।
সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।


১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নারীর প্রিয় কীর্তনখোলা নদী,
পুরুষের পছন্দ পদ্মা অথচ
তারা খেলে অদ্ভুত যত কুটিল ও জটিল খেলা

........................................................................
খুবই ভালো অনুভূতি, তবে পুরুষ-নারী সব জাতিতে আছে
নইলে লীলা খেলা , ভাঙ্গাগড়া চলবে কেমনে ???
.............................................................

১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।

৪| ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


'পৃথিবী' বলতে আপনি হয়তো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানকে বুঝায়েছেন?

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৮

রাজীব নুর বলেছেন: আসল পয়েন্ট ধরেছেন।

৫| ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি যে ছবিটা দিয়েছেন, এত অস্বাস্হ্যকর ও নিচুমানের চা বিক্রির স্হান শুধু বাংলাদেশ, করাচী শহর ও আফগানিস্তানে আছে; আমাদের মানুষ এর থেকে বের হতে পারছে না; আমাদের সরকারের অর্থনীতি, সরকার-বিরোধীদের অস হযোগীতা জাতিকে ভালো দিকে যেতে বাধা দিচ্ছে।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৯

রাজীব নুর বলেছেন: এক গ্রামে গিয়েছিলাম।
ফরিদপুর। খুব দরিদ্র গ্রাম।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:


মনের ভাব প্রকাশের জন্য কবিতাই একমাত্র পথ নয়, কবিতা হলো সাহিত্যের একটি স্পেশাল শাখা, যেখানে পাঠকেরা বিশাল কিছু আশা করেন।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: কবিতা লেখা আমার কাজ নয়। আমার পক্ষে সম্ভবও না।
তারপরও চেষ্টা করি। চেষ্টা বারবার ব্যর্থ হয়।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজীব ভাই, নিঃসন্দেহে আপনার কবিতা থেকে গল্পগুলো বেশি সাবলীল। পড়তে ভালো লাগে।

লিখতে থাকুন। শুভকামনা রইলো।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: অলরেডি তিনটা পোষ্ট লেখা আছে।
প্রথম পাতায় এখনও একটা পোষ্ট আছে। তাই নতুন আরেকটা পোষ্ট দিতে পারছি না।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা কম বুঝা পাবলিক আমি, তবে কথাগুলোয় মাধুর্য্যতা আছে।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। অনেক ধন্যবাদ।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৩

ডিগবাজি বিশারদ বলেছেন: বাকি সব রেখে চা বিক্রির ছবির দিকে নজর আটকে গেল

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: গ্রাম দেশের চায়ের দোকান গুলো খুব রুগ্ন হয়।
এই চায়ের দোকানই দেখে খুব মায়া লেগেছে।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৪

ইসিয়াক বলেছেন: আপনার কবিতার মানবিক দিক আমাকে ভাবাচ্ছে ........এই লেখা পড়ে হয়তো আমি কিছু একটা লিখতে পারবো ।
আসলে অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হলো কবিতা ।
কবিতার মধ্যে মানুষ সুখ দুঃখ ক্ষোভ সব খুঁজে পায় আবার কবিতায় নিজেকে লুটিয়ে দেয় ।
সত্যি কবিতাটা আমার ভালো লেগেছে।

১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া অনেক পীত হলাম। আপনার মন্তব্যে।

১১| ১৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫১

গেছো দাদা বলেছেন: কবিতা আহা কবিতা। আমার প্রথম প্রেমিকা।

১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: শেষে বোঝা গেল, দুখী মানুষেরা সবাই কবিতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করছে; কিন্তু যাদের কবিতাও নেই তারা কি করভে ?

১৯ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: নতুন কবিতা যোগাড় করবে।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৭

অক্পটে বলেছেন: কবিতা ভাল লিখেছেন নূর ভাই। এক লাইন কবিতার দশ লাইন ভাবনা কবিতার মহত্বটা এখানেই।

২০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.