নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা কৌতুক, আর একটা কবিতা

২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৬



একদিন বল্টু তার শিক্ষককে বলল: স্যার "নাটুরে" মানে কি??
স্যার: আজ ঠিক মনে পড়ছে না, কাল তোকে বলে দেবো। ঘরে গিয়ে তিনি সমস্ত অভিধান ঘেঁটেও "নাটুরে" শব্দটি খুঁজে পেলেন না। পরের দিন বল্টু আবার জানতে চাইলো... "নাটুরে" মানে কি স্যার??
শিক্ষক আবার কাল বলবো বলে এড়িয়ে গেল।
বল্টু রোজ রোজ একই কথা জিজ্ঞাসা করতে থাকলো।
রোজকার এই টেনশনে শিক্ষকের তো একেবারে নাজেহাল অবস্থা।
শেষে একদিন তিনি বললেনঃ ঠিক আছে, আগে তুই "নাটুরে" স্পেলিং টা বল।
বল্টু: "NATURE"
এবার তো শিক্ষকের মাথায় রক্ত উঠে গেল....তিনি প্রচন্ড রেগে বল্টুকে বললেনঃ আমাকে বোকা বানাচ্ছিস??
"নেচার" কে "নাটুরে" করে তুই আমার ল্যাজে গোবরে অবস্থা করেছিস। দাঁড়া, তোকে আজই টি.সি. দেওয়ার ব্যবস্থা করছি....।
বল্টু ঝট করে শিক্ষকের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললঃ স্যার...এত বড়ো সর্বনাশ করবেন না, নয়তো আমার...... "ফুটুরে" টাই খারাপ হয়ে যাবে।



####### _________##########________________########______________



মহান কবি কায়কোবাদ 'দেশের বাণী' শিরোনামে এই কবিতাটি লিখেছিলেন প্রায় ১০/১২ দশক পূর্বে। কিন্তু এই কবিতার প্রতিটি লাইন সোনার বাংলার জন্য আজ চিরসত্য।

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়,
হৃদয় ছাপিয়ে উঠে - চোখ ভরা পানি।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!
এ দেশের লোক যত
বিলাস ব্যসনে রত
এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।
দেশ গেল ছারেখারে,
এ কথা বলিব কারে?
ভেবে ভেবে তবু মোর হয়ে গেছে সারা!
প্রাণভরা হাহাকার
চোখ ভরা অশ্রুধার,
এ হৃদি যে হয়ে গেছে মরুভূমি-পারা!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৯

ইসিয়াক বলেছেন: সুন্দর।

২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: কে আমার মেয়েটা??

২| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

ইসিয়াক বলেছেন: হ্যাঁ পরি মামণিকে অবশ্যই সুন্দর লাগছে ।
আমি সুন্দর বলতে আজকের পোষ্টের বিষয়বস্তুকে বুঝিয়েছি ।
একটা কারণে মনটা খুব খারাপ, পরে কথা হবে ।
শুভরাত্রি ।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: এই দেশে কার মন ভালো? কারো না।

৩| ২০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনি ঢাকায় আছেন, ঢাকার মানুষ বাংলাদেশ চালাচ্ছে, তাদের কথা লিখুন।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: সব ভন্ড।
ঢাকার মানুষ সবচেয়ে বেশী খারাপ।
অবশ্যই লিখব।

৪| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৪১

শাহিন-৯৯ বলেছেন:



কায়কোবাদকে মহাকবি বলা হয় কিন্তু রবীন্দ্রনাথকে মহাকবি বলা হয় না কেন? নিছক মজা করলাম। কায়কোবাদের মহাকাব্যগ্রন্হের নামটি মনে হয় ছিল "মহাশশ্মান"
কত বইযে বেহাত হয়ে গেছে আমার।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ তো বিশ্বকবি।

টাকা-পয়সা, জায়গা কমি বেহাত হয়ে যায়। আর বই তো সেই তুলনায় কিছুই না।

৫| ২১ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫৮

আনমোনা বলেছেন: নাটুরে এমন হলে ফুটুরে অন্ধকার!! :)

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: হে হে

৬| ২১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কৌতুক ভালো হয়েছে।

২১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.