নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী - ৩৩

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬



কোনো কোনো দিন সকাল থেকেই সারাটা দিন খারাপ যায়।
আজকের দিনটি আমার সকাল থেকেই খারাপ যাচ্ছে। অথচ আজকের দিনটি আনন্দে কাটার কথা। আজ পরী অস্ট্রেলিয়া থেকে আসবে। দীর্ঘ একমাস পর মেয়ে আসবে। বাসায় ফিরতে ফিরতে রাত ১২-১টা বেজে যাবে। মেয়ে ফোন করে সুরভিকে বলেছে, শুঁটকি মাছ রান্না করতে। পরী শুঁটকি মাছ খুব পছন্দ করে। বিশেষ করে লইট্টা শুটকি। আজিব ব্যাপার। সুরভি আর আমি তো শুঁটকি মাছ খাই না। গরু মূরগী রান্না করতে মানা করেছে। গত একমাস প্রতিদিন পরী এত গুলো করে ছবি পাঠিয়েছে। ভিডিও কলে লম্বা সময় কথা বলেছে। আমি পরীকে বললাম, অস্ট্রেলিয়াতে তোমার কোনো সমস্যা হচ্ছে? মেয়ে বলল সমস্যা একটাই, অস্ট্রেলিয়াতে ওয়াশরুমে পুশ শাওয়ার নেই। আমি বললাম, আমি কি একটা বদনা পাঠিয়ে দিবো? মেয়ে রাগ করে ফোন রেখে দিলো। একমাস পর মেয়েকে দেখবো। কোলে নিব। বুকে জড়িয়ে ধরবো! আহ কি আনন্দ! কি শান্তি!



এটিএম বুথে টাকা তুলতে গেলাম।
কি ভুল হয়েছে কে জানে। কার্ডটা এটিএম এর ভিরতেই রয়ে গেল। তারপর ব্যাংকে গেলাম। তারা বলল, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে নতুন কার্ড করতে হবে। দিলাম নতুন কার্ড করতে। যে জন্য ২৩০ টাকা চার্জ। ব্যাংকে খুব ভিড়। আধা ঘন্টা বসে থাকতে হলো। সকালে বাসা থেকে বের হয়েছি। এখন বিকেল। সারাদিনে সুরভির সাথে মোবাইলে কথা হয়নি। ভুলে মোবাইল বাসায় রেখে এসেছি। অবশ্যই দোকান থেকে ফোন করে সুরভির সাথে কথা বলা যায়। সুরভি থাকুক গাল ফুলিয়ে। সুরভির সাথে দেখা হবে সন্ধ্যায়। আমি সন্ধ্যায় বাসায় যাবো। গত একমাস পরীর আরবী ক্লাশ, শিশু একাডেমি এবং স্কুলে যাওয়া হলো না। আগামী মাসে আমি আর সুরভি পরীকে বাসায় রেখে কোলকাতা যাবো। হে হে। আজ দুপুরে আমার খাওয়া হয়নি। এখন হোটেলে খাবো কিনা ভাবছি। দুপুরে বাসায় খাওয়ার কথা ছিল। সুরভি আমার জন্য গলদা চিংড়ি, ডিম ভর্তা, লাল শাক আর ডাল রান্না করে রেখেছে। ডালে দিয়েছে জলপাই। সমস্যা নেই, দুপুর খাবার রাতে খাবো।



আজ খুব হাঁটতে হয়েছে।
রাস্তায় জ্যাম। পারত পক্ষে রিকশায় আমি উঠি না। আমার পোষায় না। রিকশা ভাড়া খুব বেশি। সবচেয়ে বড় কথা রিকশাওয়ালারা বেয়াদপ হয়। বাংলা মটর থেকে ধানমন্ডি হেঁটে হেঁটে গিয়েছি। আজ রোদটা বেশ কড়া ছিল। সকালে বাসায় নাস্তা করিনি সুরভি'র উপরে রাগ করে। নাস্তা খেতে বসে দেখি ভাত-তরকারী। তাও আবার গতকালের বাসি তরকারি।
আমি বললাম, রুটি বানাও নাই?
সুরভি বলল- না। বানাই নাই।
আমি বললাম কেন?
সুরভি বলল- গতকাল রাতে খাও নাই। খাবার বেঁচে গেছে। এখন থেকে রাতে না খেলে ওই খাবার সকালে খেতে হবে।
আমি বললাম, তুমি জানো না, আমি সকালে ভাত খাই না?
সুরভি বলল, এখন থেকে খাবে। খাবার নষ্ট করা ঠিক না।
আমি বললাম, খাবার নষ্ট হবে কেন? বুয়াকে দিয়ে দিবে।
সুরভি বলল- বুয়া ছুটিতে আছে।
সুরভির উপর আমার খুব রাগ লাগছে। ভদ্রলোকের ছেলে বলে আমি চিল্লাচিল্লি করলাম না। চুপ করে বাসা থেকে বের হয়ে গেলাম।



আব্বা অনেকদিন ধরেই অসুস্থ।
আব্বাকে দেখতে যাবো। সে বেশ কয়েকবার ফোন করেছে। কিরে আমাকে ভুলে গেলি? আমি বলেছি, আব্বা ব্যস্ত আছি। আগামী সপ্তাহে তোমাকে দেখতে আসবো। অথচ তিন সপ্তাহ পার হয়ে গেছে। আগামীকাল অবশ্যই আব্বাকে দেখতে যাবো। আমার এক বন্ধুর মাকে দেখতে যেতে হবে নারায়ণগঞ্জ। বন্ধু মারা গেছে এক বছর আগে। কিন্তু বন্ধুর মাকে মাসে একবার দেখতে না গেলে উনি ভীষন রাগ করেন। আমার এই মৃত বন্ধুর এক বোন আছেন। থাকেন মানিকনগর। তার কাছেও যেতে হবে। ফোনে কথায় কথায় বলেছিলাম, আপা অনেকদিন আপনার রান্না খাই না। এখন উনি দুই তিন দিন পরপর ফোন করেন। আজ আয়। খেয়ে যা। যাই যাই করেও যাওয়া হচ্ছে না। যাওয়া উচিত। এরপর টঙ্গী যেতে হবে। এক বন্ধুর ছেলে হয়েছে। যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। বন্ধু গাল ফুলিয়ে বসে আছে। মনুষ্য সমাজে থাকলে এই এক সমস্যা, সামাজিকতা রক্ষা করতে হয়। ইচ্ছা না করলেও সামাজিকতা রক্ষা করতে হয়। অথচ আমি ভয়াবহ রকমের অসামাজিক।



আজ দরকারী কাজে দুই অফিসে গিয়েছি।
অফিসে গিয়ে গিয়ে দেখি তারা নেই। অথচ তাদের সাথে আমার আগেই মিটিং ফিক্স করা ছিল। তারা থাকবেন না এটা আমাকে আগে জানানো উচিত ছিল না? কিছু মানূষের হিতাহিত জ্ঞান খুব কম। যাই হোক, শার্টের পকেটে একটা কাগজ। সুরভি বড় বড় করে লিখে দিয়েছে। রাতে বাসায় ফেরার পথে ময়দা, পেঁয়াজ এবং কাঁচা মরিচ নিয়ে যেতে হবে। লন্ড্রীর দোকানে কাপড় আছে, সেটাও নিতে হবে। তা না হলে আজ আমার খবর আছে। ভুলে যাই, সব ভুলে যাই। ইদানিং আমার ভুলে যাওয়া রোগ হয়েছে। মা'র সাথে আমি কঠিন রাগ করেছি। গত একমাস ধরে মার সাথে কথা বলি না। সুরভি কাগজে লিখে দিয়েছি, বাসায় ঢুকেই উপরে আসার আগে নিচ তলায় মার সাথে দেখা করে কথা বলতে হবে। মার সাথে ঝগড়া বাধলো অতি তুচ্ছ বিষয় নিয়ে। মা তার নিজের জন্য একটা শাড়ি কিনেছে।
আমি বলাম, জলপাই কালার কিনছো ক্যান?
মা বলল, এটা মেরুন কালার।
আমি বলাম, এটা মোটেও মেরুন না। এটা জলপাই কালার।
এই নিয়ে বিশাল ঝগড়া। মুখ দেখাদেখি বন্ধ। কথা বন্ধ।

মন্তব্য ৪৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন। মা'র সাথে রাগারাগিটা ঠিক হয়নি। আজ অবশ্যই সরি বলবেন ।

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: স্যরি বলা উচিত।
শাড়িটার রং আমিই ভুল বলেছিলাম।

২| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

সেলিম আনোয়ার বলেছেন: বলেন কি। মায়ের সঙ্গে ঝগড়ার শেষ হোক ।

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: আজ ঝগড়ার অবসান হবে।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

সাহসী সন্তান বলেছেন: লেখাটা ভাল্লাগছে! ছবি গুলাও। তবে সুরভী ভাবি বোধহয় একটু মুটিয়ে গেছে! ভালো দেখে একটা জিমে ভর্তি করাইয়া দেন। আমরা স্মার্ট ভাইয়ের সাথে স্মার্ট ভাবিকেই দেখতে চাই... 8-|

শুভ কামনা সবার জন্যই!

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ইসিয়াক বলেছেন: কি বলবো ?
আপনার বাবা মাকে আমার সালাম জানাবেন।
খোদা হাফেজ ।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আখেনাটেন বলেছেন: ভালো লাগল আপনার একদিনের কড়চা ও ভাবনা। :D

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

ভুয়া মফিজ বলেছেন: আপনেতো দেখি মহা ব্যস্ত মানুষ! ব্যস্ত মানুষরা কি কালার ব্লাইন্ড হয়? জলপাই আর মেরুনে তো বিস্তর ফারাক!! :P

ছবিগুলো ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে কাভার ফটোটা। আপনাকে একদম সম্রাটের মতোই লাগছে। কোন ক্যাসিনোয় তোলা ছবিটা? =p~

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে আমি রঙ চিনি না। এমন কি উত্তর দক্ষিনও আউলায়ে ফেলি।
ক্যাসিনো না। বিয়ে বাড়ি।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ইসিয়াক বলেছেন: আমি একটা সিনেমা বানাবো ভাবছি । আপনি হিরো ।কিন্তু শর্ত একটা ওজন কমাতে হবে ।ও না ভুল বললাম আরো একটা শর্ত আছে । মেদ ভুড়ি কমাতে হবে । জিহ্বা সামলাতে হবে। নাচ অভিনয় ফাইটিং না জানলেও চলবে মুম্বাই এ ট্রেনিং এ পাঠালে সব পেরে যাবেন । ও হ্যাঁ পেমেন্ট পাবলিকলি বলছি না সঙ্গত কারণেই । আলোচনা সাপেক্ষ্য ......।
যোগাযোগ সেল নম্বর **********

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ছোটবেলায় আমি হিরো হতে চেয়েছিলাম।
তখন সব সময় হিরো স্টাইল নিয়ে থাকতাম। লাল শার্ট, জিন্স প্যান্ট আর কেডস পড়তাম।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ও বলতে ভুলে গেছি। চোখে থাকতো সানগ্লাস।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

অরুপম বলেছেন: সুন্দর লেখা। ভুলে যাওয়া রোগ রোগির জন্য ভালো, তার মানুষদের জন্য কষ্টের।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: হে হে
হে হে হে
হে হে হে হে হে

৯| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

মাহমুদুর রহমান বলেছেন: ছবিতে আপনাকে ভালো লাগছে।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: বাস্তবেও আমি ভালো।

১০| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সামাজিকতা অসামজিকতা থাকুক তাদের স্থানে। আপনি আপনার বাবাকে গিয়ে দেখে আসুন। তারপর এন গঞ্জ, মানিক নগর, টঙ্গি পরেরটা পরে দেখা যাবে, সমস্যা নেই।

***বিমান বন্দরে এক বোতল মিনারেল ওয়াটার নিয়ে যাবেন। বিমানে খাবার পানি খুব কম দেয়, বাসায় এসে এক বালতি পানি খেতে হয়। আর পরির পছন্দের খাবার নিয়ে যাবেন, যদি সে ঝাল খাবার পছন্দ করে তাহলে নিয়ে যেতে পারেন।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর করেই চলছে জীবন। তার মধ্যে মায়ের সাথে দন্ধ মেনে নিতে পারলাম না। সরি বলে ফেলুন। বাবাকে দেখে আসুন বাকীগুলো নিয়মেই হয়ে যাবে। ভালো থাকার আছে যে হরেক উপায়।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: হুম, যাবো।
আপনি ভালো থাকুন।

১২| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরীর জন্য অনেক অনেক শুভকামনা
যাত্র শুভ হোক।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৪

মা.হাসান বলেছেন: আজকালকার ছেলেমেয়েরা চিকেন ফ্রাইয়ের নামে পাগল, পরী শুটকি খেতে চেয়েছে শুনে ভালো লাগলো।
রাস্তায় হাঁটতে আমারো খুব ভালো লাগে, তবে ঢাকার রাস্তায় হাঁটা কঠিন। রোদ থাকলে তো অসম্ভব।
সানগ্লাস চোখে দিয়ে একটা ছবি দিয়েন। মফিজ ভাইয়ের মতো বলতে হয়, আপনার পাশি কি সম্রাট ছিল (১ নং ছবিতে)? মায়ের কোলে পরী- এই ছবিতে পরীর বয়স কত? কোলকাতায় কত দিন থাকবেন? ঠাকুর মাহমুদ ভাইয়ের কথা মাথায় রেখেন। প্রয়োজনে সপ্তাহে এক দিন ব্লগ বাদ থাক, ঐ দিন পরিবারের জন্য হোক। আপনার আজকের সন্ধ্যা , এবং প্রতি দিনই আনন্দময় হোক।

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আজকের এই পোষ্ট টি আপনার কথা মনে করেই লিখেছি।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জমকালো কাভার পিকের সাথে এতো সুন্দর করে সাবলীলভাবে ব্যস্ততম জীবিনকে তুলে ধরে পোস্টকে অসম্ভব সুন্দর করে তুলেছেন রাজীব ভাই।

প্লাস+++

৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:২১

ইসমাঈল আযহার বলেছেন: পড়লাম ভাল লাগছে, আপনাকে দেখায়ও সুন্দর। আপনার সঙ্গে আছে উনি হয়ত ভাবি, তাকে সালাম দিয়েন।
আর একটা কথা বলবেন আমাকে, আপনি এত সময় পান কোথায়?

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: আমার হাতে অনেক সময়।
বরং সময় কিভাবে পার করবো সেই ভাবনায় আমি অস্থির।

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১:৫৭

কিরমানী লিটন বলেছেন: মা মানে খোলা মাঠ
মসজিদ মন্দির,
মা মানে দিন শেষে
যুদ্ধটা সন্ধির....

আশা করি মায়ের কাছে সরি বলেছেন এতক্ষনে। আপনার লিখা বরাবরই আমাকে ভীষন টানে। ছবিগুলো খুব ভালো লাগলো। শুভকামনা সব সময়.....

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই। মন্তব্য করার জন্য।
ভালো থাকুন।

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... মায়ের শাড়ির কালার জলপাই না মেরুন? ভাবী কোনটা বলে?!
এই সামান্য ব্যাপার নিয়ে বিশাল ঝগড়া! ভাবীকে বলা দরকার, কঠিন শাস্তির ব্যবস্থা করতে।

মেয়ে ফিরছে, ভালো নিউজ!

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
আসলে হুটহাট মাথা খুব গরম হয়ে যায়।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৩

মা.হাসান বলেছেন: আজকের এই পোষ্ট টি আপনার কথা মনে করেই লিখেছি।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মা-বাবার কাছে ফিরতে পেরে পরী নিশ্চয়ই খুব খুশি। ও ফেরায় আমরাও খুশি। আশা করি শিশু একাডেমি, আরবি ক্লাস এবং স্কুলের বন্ধুরাও খুশি।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: পরী আসার পর থেকে এত কথা বলছে। তার গল্প আর শেষ হচ্ছে না।

১৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে ছবিতে পুরো জেমস বন্ডের মত দেখাচ্ছে!

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: হে হে

২০| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫২

হাসান রাজু বলেছেন: আসলে ঝগড়া ব্যাপারটা মায়ের সাথেই মজার। বাবার সাথে বেশ ভয়ঙ্কর। মায়েরা বান্দর পোলাপানদের বেশি কেয়ার করে। শান্ত পোলাপানদের আহ্লাদ করে কিন্তু সুযোগ সুবিধা বান্দর গুলা বেশি পায়।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: একদম ঠিক বলেছেন।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছবি , লেখা সব চমৎকার রাজীব ভাই। ইসিয়াক ভাইয়ের অফারটা মাথায় রাইখেন কিন্তু। আর না পারলে আমি আছি লাইনে। :)

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: আমরা দু'জন মিলেই অভিনয় করবো।

২২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:১১

সোহানী বলেছেন: ছবিগুলো খুবই প্রানবন্ত। ছোট্ট পরীর জন্য অনেক ভালোবাসা।

মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে একটা মুভি দেখতে বসে পরেন স্বপরিবারে। জীবন একটাই, এটা নিয়ে যত চিন্তা করবেন তত ঝামেলায় পড়বেন।

আর মায়ের জন্য একটি জলপাই রং এর শাড়ি কিনে নিয়ে যান আজই।

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য আমার জন্য অনেক বড় ব্যাপার।

২৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

মুক্তা নীল বলেছেন:
সাধারণ লেখাগুলো মাঝেমধ্যে খুবই পরিচিত লাগে।
ছবিগুলো খুবই ভালো লাগলো ।


০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.