নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বলাকা

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৩



সায়দাবাদ থেকে গাজীপুর।
লম্বা সময়। কমপক্ষে তিন ঘন্টা সময় লাগে। ভাড়া মাত্র ষাট টাকা। আমি প্রায়ই সায়দাবাদ থেকে গাজীপুর যাই। কোনো কাজে না। এমনি এমনি। এই তিন ঘণ্টা আমি বাসে চুপ করে বসে থাকি। অসংখ্য যাত্রী উঠে, নামে। তারা নানান রকম কথা বলেন। আমি চুপ করে তাদের কথা শুনি। মুগ্ধ হয়ে তাদের কথা শুনি। বাসের যাত্রীদের গল্প গুলো নিয়েই আজকের পোষ্ট। মানুষের যে কত রকমের কথা! কথার শেষ নেই। একেক জন একেক বিষয় নিয়ে সমানে কথা বলেই যাচ্ছেন। ছাত্র-শিক্ষক, পুলিশ, শ্রমিক, চাকরিজীবি, ব্যবসায়ী, হকার, বেকার, অসুস্থ রোগী, গ্রাম থেকে আসা মানুষ বাসে উঠছে এবং গন্তব্যে নেমে যাচ্ছে। নেমে যাওয়ার আগে তারা নানান বিষয়ে গল্প করতেই থাকে। অদ্ভুত সব গল্প। আসুন তাদের গল্প গুলো শুনি।

১। সাকিব যে অপরাধী, এ বিষয়ে কোনো কি সন্দেহ আছে? তার ইনটেনশন ছিল ধীরে-সুস্থে বুঝে-শুনে দেখে-টেখে রেখে-ঢেকে পবিত্র কোনো পন্থায় পয়সা হাতিয়ে নেওয়া। তা যে সে নেয় নাই, তাইবা বলি কী করে! অনন্ত খুদে-বার্তা পড়ে আমার তাই মনে হলো।

২। আপেলের দাম ছাড়িয়ে গেলো পেঁয়াজ! আপেলের আভিজাত্য তো লাটে উঠলো!

৩। ইন্ডিয়ার সাথে আমাদের বি টিম গু হারা হারবে আর বিশ্ব হাসবে!!
তার চেয়ে ভালো সিরিজ অফ করা!!!

৪। বাংলাদেশে গ্যাস বেলুন ব্যবহার ও বিক্রী নিষিদ্ধ করা হোক। গ্যাসভর্তি সিলিন্ডার বোমা ছাড়া কিছু না।

৫। সৌদি থেকে হতভাগী নাজমার লাশ এলো কিন্তু এদেশে কোন সাউন্ড হইলো না। আর হবেও না। কোনরকম আওয়াজ ছাড়াই মুমিন মুসলমান ভাইয়েরা নাজমাকে কবরে শুইয়েও দিয়েছে।

৬। মাত্র ২৮ লাখ জনসংখ্যা নিয়ে ভারত থেকে আলাদা হয়ে নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষনা করেছে মনিপুর। প্রবাসী সরকার গঠন করেছে লন্ডনে।

৭। আমি নিশ্চিত এই যে একটার পর একটা ইস্যু আসে, আমার বর তার কিছুই জানে না বা মাথায় নেয় না! অদ্ভুত মানুষ এক! এই যে আজ যদি সাকিব ইস্যুতে তাকে কিছু বলতাম তাহলে সে বইয়ের মধ্যে মুখ গুঁজে (বড়জোর হাই তুলতে তুলতে) বলত, সাকিব তোমার কে হয়? পাপন তোমার কে হয়? ওদের জন্য খামোখা তুমি নিজের ঘুম নষ্ট করতেসো কেন? না ঘুমায়া অসুস্থ হলে ভুগবা তো তুমিই, আর ঠেলা সামলাবো আমি, সাকিব আর পাপন সামলাবে?

৮। দেখবেন, কখনও কখনও এমন হবে, আপনি রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আপনার পাশে আরও একজন দাঁড়িয়ে। মনে হবে, তিনিও সম্ভবত রিক্সার জন্য অপেক্ষা করছেন। খানিকপর আপনি টের পেলেন, মানুষটা পাগল। দেখে বুঝবার উপায় নেই, তার মাথায় গোলমাল আছে। মানুষের মাথার গোলমাল খালিচোখ দেখে বোঝা যায় না। কথা বলা থেকে অথবা তার আচার আচরণ আপনাকে সেটা বলে দেবে।

আর, মজার ব্যাপারটা হোলো, আপনি তখন ওর কাছ থেকে সরে দাঁড়াবেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন: চুপিচুপি বলো কে্‌উ জেনে যাবে .......।
ভালো লাগলো

৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বলাকা ছাড়া অন্য গাড়িতে উঠেন না ?

৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: উঠি।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৩

তরুন ছিল রংগিন বলেছেন: তিন ঘন্টা জ্যাম এ বসে বলাাকা করে গাজি পুর যান। আবার কি ঐ দিনই ফিরে আসেন। অবশ্য যারা হিমু পরেছে তাদের কাছে এটা ব্যাপারই না । আমি আপনার গাজি পুর যাত্রায় আপনাার সঙ্গী হতে চাই।

৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: চলুন একদিন যাই।
আমরাও নানান বিষয় নিয়ে গল্প করবো। হে হে

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একটু পরে বিকাশে উঠবো। তিন ঘন্টা ভাবতে ভাবতে কখন যে নিউমার্কেট পৌঁছবো ।

৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

রাজীব নুর বলেছেন: আজ সপ্তাহ'র শেষ। যানজট কিছু ভোগান্তি করবে।
তবে আপনি কোনো রকমে একটু বসার জায়গা পেলে বই পড়ুন, (যদি সাথে থাকে)
নতুন কবিতা নিয়ে ভাবুন। এক কথায় সময় অপচয় করবেন না। প্রতিটা মুহুর্ত কাজে লাগাবেন।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই,
আপনি এই ভ্রমণটি করতে পছন্দ করলে একটি বিকল্প ও ভালো মাধ্যম আছে কমলাপুল থেকে জয়দেবপুর লোকাল ট্রেনে চড়ে বসুন।

কারণ: - বাস ভয়ঙ্কর বিশেষ করে বলাকা, তুরাগ, গাজিপুর, মঞ্জিল, আবাবিল, সালসাবিল, অনাবিল, খালবিল। একই তথ্য আশা করি আপনি ট্রেনেও পেয়ে যাবেন। এবং বাস থেকে ট্রেন নিরাপদ।


৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: ট্রেনে বেশি যাত্রী উঠে। এবং খুব নোংরা। দম বন্ধ হয়ে আসে।
তবে ট্রেনেও যাবো।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

মোঃমোজাম হক বলেছেন: খুব ভাল লাগলো।
এক সময় খুব বাসে উঠতাম। ৬ নম্বর আর মুড়ির টিন খ্যাত রামপুরা সদর ঘাটের বাসে।
তখন রামপুরা থাকতাম।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ৬ নম্বর বাস কঠিন জিনিস।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হিমু হওয়ার কাজ এগিয়ে চলছে।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গল্পগুলো ভালোই লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন কাজ ছাড়া গাজীপুর !! কেন?
অফিস না জানুক ক্ষতি নাই, বাসায় জানে?
ভালো একজন সাইক্রেটিস্টের সাথে যোগাযোগ রাখুুন
কাজে দিবে ভবিষ্যতে।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: কাজ ছাড়া গাজীপুর যাওয়ার মধ্যে আনন্দ আছে জনাব।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩০

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আমি আর আমার বরও মাঝে মাঝেই কোনো গন্তব্য ছাড়া ট্রাম /ট্রেনে উঠে পড়ি। একদম শেষ পর্যন্ত যাই। পথিমধ্যে কোনো জায়গা পছন্দ হলে সেখানে নেমে পড়ি। তারপর দু'জন্য হাঁটি বিশেষ করে গ্রামের দিকের রাস্তাগুলোয় হাঁটতে ভালো লাগে।যদিও 'বলাকার' বাসের যাত্রীদের মতো এখানকার যাত্রীদের শোরগোল শোনা যায়না। তবে আমরা দুইজন গল্প করি হালকা কিছু চিবুতে চিবুতে। জীবনটা সত্যিই উপভোগ্য তবে সেই মুহূর্তগুলো তৈরী করে নিতে হয়।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: বোন শুভ্রা চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: রাজীব ভাই,
অল্প টাকায় দীর্ঘ পথ যাত্রার কৌশল ভালোই রপ্ত করেছেন ;) .

বুঝা যাচ্ছে, পাগলের উপর অতিষ্ট আছেন :)

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: হে হে----

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৮

বলেছেন: আপেল অভিজাত্য হারালো ---- বিবর্তন হলো বুঝি।।।

সহজ, সরল স্বীকারোক্তিতে মুগ্ধতা...

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: আজ পেঁয়াজ কিনলাম ১৩০ টাকা করে।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ ভোর ৬:৩২

চাঁদগাজী বলেছেন:



সৌদীতে কত সময়ে কত নারী শ্রমিক নিহত হয়েছে, কোন তথ্য আছে?

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: তথ্য অবশ্যই আছে। আমার কাছে নেই। তবে সাংবাদিকদের আছে আছে। থাকা উচিত।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: যদি এই তথ্যটা আপনার খুব দরকার হয় তাহলে আমি সংগ্রহ করে দিতে পারবো।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৮

মোগল সম্রাট বলেছেন: আমিও যাইতাম একসময় তবে সায়দাবাদ হতে মিতালী বাসে উঠে কাচপুর, গাউছিয়া, নরসিংদী হয়ে ভৈরব বাজার পর্যন্তই যেতাম। ভৈরব ব্রিজের নিচে নদীতে গোসল করতাম। তারপর বাজারে রেস্টুরেন্টে ভাত খেয়ে আবার নদির পাড়ে সময় কাটিয়ে বিরতি বাসে সায়দাবাদ চলে আসতাম। দারুন সময় কাটতো

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে এরকম যাওয়া উচিত।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

কিরমানী লিটন বলেছেন: প্রাত্যহিক জীবনের বাস্তব গল্পগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তবে বলাকার ঝুঁকি নেওয়া- তাও সাইদাবাদ থেকে গাজীপুর! আপনার সাহস আছে ভাই। এই ইচ্ছাশক্তিই আপনাকে একদিন অনেক দূর পৌছে দিবে। আপনার লিখাগুলো আমাদের সন্তানদের দেখিয়ে হয়তো বলবো- এই হলো আমাদের রাজীব নুর ভাই- প্রিয় লেখক। চোখের না হলে মনের খুব কাছেই থাকতাম একদিন আমরা। ভালোবাসা জানবেন। সতত শুভকামনা আপনার জন্য.....

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: প্রতিদিন কমপক্ষে দুই লাখা লোক বলাকা বাসে যাতায়াত করছে। আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন।

কি যে বলেন। আমার লেখা অতি সস্তা। মূল্যহীন। আপনারা ক'জন দয়া করে পড়েন, মন্তব্য করেন এটাই আমার ভাগ্য।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

কিরমানী লিটন বলেছেন: একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু......

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: হুম হুম খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.