নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

পরীর অস্ট্রেলিয়া ভ্রমনের গল্প

০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৩



লেখাটি আমার নয়, পরীর। পরী বলেছে, আমি লিখেছি। পরী বাংলা টাইপ পারে না, তাই আমি লিখে দিয়েছি। পরী যা বলেছে, যেভাবে বলেছে আমি তা-ই লিখেছি।

আমাদের এয়ারপোর্টে এত ভিড়!
জুতো মুজো খুলতে হয়েছে। জামা কাপড় সব চেক করেছে। তারপর প্লেনে উঠলাম। জানালার পাশে সিট পাইনি। মাঝখানে বসেছি। মালোশিয়া গিয়ে প্লেন থামলো। সেখানে চার ঘন্টা বিশ্রাম। ট্রানজিট। তারপর আবার প্লেনে উঠলাম। রাতে সাড়ে আটটায় অস্ট্রেলিয়া, সিডনী নামলাম। ইমেগ্রেশন পার হতেই এক কুকুর এলো কাছে। হা হা হা। আমাদের নিতে এসেছেন দুই আংকেল। আংকেলরা আমাদের জন্য বিশাল একটা ফুলের তোড়া নিয়ে এসেছেন। তাদের বাসা সিডনী এপিং। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সকাল।


এই পিচ্চির নাম যারা। পরীর ভক্ত।



রাস্তায় কোনো জ্যাম নেই।
গাড়ি করে সিডনী হারবার গেলাম। কুজি বিচ গেলাম। সেখানে পিকনিক করেছি। বিশাল বিশাল ঢেউ। আমাকে সৈকতে গোছল করতে দেওয়া হয়নি। ম্যাক ডোনাল্ডসে খেয়েছি। ওরা ফ্রেঞ্চ ফ্রাইকে চিপস বলে। হা হা হা। ক্যানবেরা গিয়েছি। রাতের বেলা চারপাশ খুব আলোকিত। খুব পরিস্কার পরিচ্ছন্ন। জিনিসপত্রের দাম খুব বেশি। আমার মতো ছোট ছোট বাচ্চাদের সবাই খুব আদর। তবে এখানে বাচ্চারা আলাদা ঘুমায়। বাবা মার সাথে ঘুমায় না। কেউ জোরে কথা বলে না, কেউ ঝগড়া করে না। সবার মুখে হাসি।


পরী সেলুনে গিয়েছিলো চুল কাটাতে।



ওদের ওয়াশরুমে পুশ শাওয়ার নেই বাবা!
গাড়ি গুলো লাইন করে চলে। রাস্তায় কেউ হর্ন বাজায় না। দুষ্টলোক নেই। তাই কোনো বাসায় জানালায় লক নেই। গাড়ি, বাস ট্রেনে কোনো ভিড় নেই। বিল্ডিং গুলো খুব সুন্দর। অপেরা হাউস, হারবার ব্রিজ, ডারলিং হারবার, সিডনি অ্যাকোয়ারিয়াম, অস্ট্রেলিয়ান ম্যারিটাইম মিউজিয়াম, টোরঙ্গা চিড়িয়াখানা, ম্যানলি বীচ সব কিছুই সুন্দর। সাজানো গুছানো। এক আন্টিকে দেখলাম কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছেন। কুকুরটা খুব কিউট। একটুও দুষ্ট না।





মেরিম্বুলা শহরটাও ভালো লেগেছে।
লেকে নৌকায় করে ঘুরেছি। লেকের পারের রাস্তাটা কাঠ দিয়ে বানানো। ক্যাঙ্গারু দেখেছি। একদম আমার হাতের কাছে এসেছে। ক্যাঙ্গারু চিপস খেতে চেয়েছিল। আমি চিপস দেইনি। ওদের কিছু খাওয়ানো নিষেধ, তাই। Great Ocean Road গিয়েছি। সিডনি থেকে অনেক দূরে। অস্ট্রেলিয়াতে অনেক রোদ। বাইরে বেশ গরম। আমি কালো হয়ে গেছি এই একমাসে। তবে সমুদ্রের পাড়ে অনেক বাতাস। ওদের ইন্টারনেটে স্প্রীড কম। দিদার সাথে আরাম করে কথা বলতে পারিনি।





বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক।
রাস্তায় হাঁটতে হাঁটতে চায়না মার্কেট, বাংলাদেশের নিউ মার্কেটের মতো মার্কেট দেখেছি। অনেক রাস্তায় ছোট ছোট আলমারিতে বই দেখেছি। ইচ্ছা করলে যে কেউ এই বই পড়তে পারে। এজন্য টাকাও লাগে না। রাস্তা, শপিংমল থেকে শুরু করে সব কিছু দিনের বেলা এক রকম লাগে আবার রাতের বেলা অন্য রকম লাগে। সিডনিতে আমাদের দেশী খাবার পেয়েছি। সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া খুব ভালো লেগেছে। খুব আনন্দ হয়েছে।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সিডনিতে পরীর কে থাকে?
বাবা মা তো ঢাকাং!
চমৎকার বর্ণনা, কৃতিত্ব পরীরঅ
আপনি শুধু কপি রাইটার।
জিয়ার স্বাধীনতা ঘোষণার মতো,
তিনি ছিলেন ঘোষক মাত্র, কৃতিত্ব
বঙ্গবন্ধুর।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

রাজীব নুর বলেছেন: দুই এক পরিচিত আছেন।
তাদের কাছেই ছিলো। সাথে আমার ভাই ভাবীও ছিলেন।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

মা.হাসান বলেছেন: রাজীব ভাই , অনেক ধন্যবাদ এই পোস্টটি দেয়ার জন্য। ভ্রমণকাহিনী অসাধারণ হয়েছে। তবে প্রথম পোস্টেই বঙ্গবন্ধু এবং জিয়া চলে এসেছে, কখন না জানি আবার মারামারি শুরু হয়ে যায় ।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: না, মারামারি হবে না।
আমি সে সুযোগ কাউকে দিবো না।
ব্লগ হলো আনন্দের জায়গা।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

পৌষ বলেছেন: খুব সুন্দর ভ্রমণ কাহিনী

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। পৌষ এসে পড়বে আর কিছু দিন পর। হে হে

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

ইসিয়াক বলেছেন: অসাধারণ পোষ্ট ।
মনে হচ্ছে খুব সুন্দর একটা স্বপ্ন দেখলাম।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।
আজ জুম্মাবার।
নামাজে যাবেন না??
চলেন নামাজ টা আদায় করে আসি।

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরী চমৎকার বর্ননা করেছে। পরীর জন্য শুভ কামনা।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটণ ভাই। ভালো থাকুন।

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: পরীর বর্ণনা অনেক ভালো হয়েছে। ভালো লেগেছে পড়তে। পরীর জন্য অনেক শুভকামনা। :)

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫

ইসিয়াক বলেছেন: না যাবো না । এটা নিয়ে একটা ঘটনা আছে ......।আমি জুম্মাবারে নামাজে যাই না । তবে যেতে হবে ..

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: হায় হায়---
আল্লাহ অনেক অপরাধ মাফ করে দিবেন। কিন্তু নামাজ না পড়ার অপরাধের মাফ নাই।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


যেতে হবে অস্ট্রেলিয়া ।

পরীর জন্য ভালবাসা ।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: যান, ঘুরে আসুন।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

কিরমানী লিটন বলেছেন: অসাধারণ লেগেছে ভ্রমন কাহিনী - ছবিগুলো বোনাস। পরীর জন্য ভালোবাসা......

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই। আমার মেয়েটার জন্য দোয়া করবেন। যেন দুনিয়ার কোনো ধুলো ময়লা তাকে স্পর্শ করতে না পারে।

১০| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: পরীর বর্তমান বর্ণনা যদি এরকম হয়, তবে তোমাকে পেছনে ফেলতে তার খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না।
বুঝাই যাচ্ছে সে অনেক ইনজয় করেছে। মা-বাপ-মেয়ে সবার জন্য অনেক অনেক ভালবাসা থাকলো।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রেসিডেন্ট স্যার।

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


পরী সৌভাগ্য, সে ভালো একটি দেশ দেখেছে; কিছু আইডিয়া পেয়েছে

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: এর আগে কিন্তু পরী মালোশীয়া, ইন্দোনেশীয়া, থাইল্যান্ড এবং ইন্ডিয়া গিয়েছে।

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৩

মুক্তা নীল বলেছেন:
পরী খুব সুন্দর গুছিয়ে বেড়ানোর বর্ণনা দিয়েছে। পরী 'কে
আমার শুভেচ্ছা দিবেন ।

০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: জ্বী। অবশ্যই।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: পরী উন্নত একটা দেশ দেখে ফিরেছে, বর্ণনা পড়ে বুঝা যাচ্ছে দেশটা ওর ভালো লেগেছে।

শুভকামনা সবার জন্য।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরীর বিদেশ ভ্রমণ মজাদার হয়েছে। ২য় পর্ব আশা করছি। প্রবাসে পরীর খাবার দাবার ।।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: না ২য় পর্ব হবে না।
তবে সে খাবার অতি সামান্যই খায়। খাবার খেয়েছে তার কাছে ভালৈ লেগেছে।

১৫| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
পরী অনেক লম্বা বড় হয়ে গেল দেখছি
পরীর জন্য ভালবাসা ।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
তার দু'টা দাঁত পড়ে গেছে।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪০

বলেছেন: এক নিস্পাপ শিশুর মুখ থেকে নিরেট সত্য ওঠে এসেছে।
পরীর জন্য দোয়া রইলো।।
লেখককে সাধুবাদ জানাই।।।

কোন জ্যাম নেই,
কোন পলিউশন নেই

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আজ আমার খুব ভালো লেগেছে।
পরী আমাকে 'পি' বলে ডাকে।
আজ সকালে বলল, পি আমি বলি তুমি লেখো।

১৭| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯

ঢাবিয়ান বলেছেন: পরীর ভ্রমনকাহিনী চমৎকার হয়েছে।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

এমজেডএফ বলেছেন:
স্নেহের পরী,
শুভেচ্ছা নিও। সুন্দর ও উন্নত দেশ অষ্ট্রেলিয়া ভ্রমণ করার জন্য তোমাকে অভিনন্দন এবং দেশে ফেরার স্বাগতম! তুমি খুব ভাগ্যবান, বাংলাদেশের অজ পাড়াগাঁয়ে তোমার মতো অনেক পরী রয়েছে যারা কখনো ঢাকা শহরেও আসতে পারে নি। তুমি লিখেছ, "সেখানে বাচ্চারা আলাদা ঘুমায়। বাবা মার সাথে ঘুমায় না। কেউ জোরে কথা বলে না, কেউ ঝগড়া করে না। সবার মুখে হাসি।" এগুলো এখন থেকে তুমিও মেনে চলবে।
অনেক অনেক বছর আগে যখন আমাদের বাংলাদেশে মানুষ বসবাস করতে শুরু করেছে তখনও এই অষ্ট্রেলিয়া ছিল অনেকটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। পরে ইউরোপের দেশ থেকে লোকজন গিয়ে এই বিচ্ছিন্ন ও প্রায় নির্জন দ্বীপটিকে আজকের এই উন্নত দেশে পরিবর্তন করেছে। এখন থেকে তুমিও স্বপ্ন দেখবে, তোমরা বড় হয়ে বাংলাদেশকেও অষ্ট্রেলিয়ার মতো একটি সুন্দর ও ধনী দেশ বানাবে। এজন্য তোমাকে বেশি বেশি করে লেখাপড়া করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে - যাতে বড় হয়ে একজন মহান সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হতে পারো।
ভালো থেকো মা, তোমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে...
ইতি
তোমারই একান্ত শুভার্থী আংকেল

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য পড়ে আমার চোখ ভিজে উঠলো!!!
ভালো থাকবেন। দোয়া করবেন।

১৯| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পরীর অস্টোলিয়া ভ্রমণ। বর্ণনা দারুণ হয়েছে।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই সাহেব।

২০| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৫

নীল আকাশ বলেছেন: কিছু লোক রাজনীতি ছাড়া আর কিছু বুঝে না। আমাদের এক শিক্ষক ছিলেন বুয়েটে। উনি বলতেন বাংলাদেশে পিপড়াও রাজনৈতিক পরিচয় আছে। কথার সত্যতা অহরহ দেখতে পাই।
পরী দারুণ কাজ করেছে। পরীকে অভিনন্দন। সাথে আপ্নি যান নি কেন?

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভালো থাকুন।

২১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১:৩৫

আনমোনা বলেছেন: পরীর বর্ণনা একটানে পড়ে গেলাম। খুব সুন্দর বলেছে।

ওকি একা একাই বাংলাদেশ থেকে অষ্ট্রেলিয়া ট্রাভেল করেছে?

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: না, একা যায় নি।

২২| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: পরীর সাথে আমরাও অস্ট্রেলিয়া ভ্রমণ করলাম। সব জায়গায় ঘুরলাম, ফিরলাম। আপনার পরীর জন্য অনেক অনেক শুভকামনা!

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।

২৩| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাগ্যবান পরী :)

এমজেডএফ এর সাথে শতভাগ সহমত।

পরী কার সাথে ভ্রমনে গিয়েছিল এই শুন্যতাটুকু পূর্ন হলে আরো দারুন লাগতো।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: পরী আমার ভাই ভাবীর সাথে গিয়েছিলো।

২৪| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: ঝরঝরে বর্ণনা, ছবিগুলি অত্যন্ত মনমুগ্ধকর।পরীকে অনেক আদর ভালোবাসা ও শুভেচ্ছা। শুভেচ্ছা ছোট ভাইকেও।
অস্ট্রেলিয়ায় কে থাকে?

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: অস্ট্রেলিয়া পরিচিত মানূষজন থাকে।

২৫| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরীর মনের জগত প্রসারিত হোল। তার ভবিষ্যৎ মানসিক বিকাশে সাহায্য করবে। আমরা অনেকে তো কুয়ার ব্যাঙ। ফলে অনেক কিছু বোঝার সামর্থ্য রাখিনা আমাদের মানসিক সঙ্কীর্ণতার কারণে। দেশ বিদেশ ঘুরলে মন বড় হয়।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আকাশের দিকে তাকালেও মন বড় হয়।

২৬| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো। শুভকামনা পরীর জন্য- সব সময় এমন আনন্দে থাকুক।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২৭| ০৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরী বিমান ছাড়া এমনিতেও উড়ে যেতে পারতো।

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: হে হে হে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.