নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন-ঘুম

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১১



মানুষের জীবনে কিছু কিছু অদ্ভুত ব্যাপার ঘটে যায়।
যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। কেউ ব্যাখ্যা দিলেও ব্যাখ্যাটা মনের মতোন হয় না। এই আধুনিক যুগে অলৌকিক কিছু ঘটলেও তা সহজে মেনে নেওয়া যায় না। আমার সাথে একটা অদ্ভুত ব্যাপার মাঝে মাঝে ঘটে। আমি নূপুরের শব্দ শুনি। রাতে নূপুরের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। এই নূপুরের শব্দ আমি বছরে দুই তিনবার শুনি। যেমন গতকাল রাতে নূপুরের শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল। মনে হচ্ছে ছাদে কেউ পায়ে নূপুর পড়ে নাচছে।

আমি নিজেকে বুঝাই রাজীব তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো।
কিন্তু না, স্বপ্ন না। আমার পাশে সুরভি গভীর ঘুমে। আমি নূপুরের শব্দ শুনছি। মোবাইলে সময় দেখলাম- রাত তখন সাড়ে তিনটা। আমি যে দরজা খুলে ছাদে যাবো সেই সাহস আমার হয় না। অথবা সুরভিকে ডেকে বলল, তুমি কি নূপুরের শব্দ শুনতে পাচ্ছো? তা আর বলা হয় না। সে হয়তো ভয় পাবে, অথবা মন খারাপ করবে। স্ত্রীরা তাদের স্বামীকে হিরো ভাবতে পছন্দ করে। ভীতু নয়। এবং সন্তানরা তার বাবাকে সুপারম্যান ভাবতে ভালোবাসে।

সেদিন বাসায় আমি একা।
অনেক রাতে বিছানায় গিয়েছি। আমি ঘর অন্ধকার করে ঘুমাই। সামান্য আলো থাকলেও আমার ঘুমের সমস্যা হয়। ঘরের লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর মনে হলো ঘরে কেউ আছে। আমি যেন স্পষ্ট টের পাচ্ছি। অথচ আমি চোখ খুলতে সাহস পাচ্ছি না। একবার সে আমার মাথার কাছে বসলো। আমি প্রচন্ড ভয় পাচ্ছি। অথচ ভয় পাওয়ার কোনো কারন নেই। আমি একজন আধুনিক মানুষ। কোনো প্রকার কুসংস্কারে আমার বিশ্বাস নেই। ভুত প্রেতের উপর আমার কোনো কালেই বিশ্বাস ছিল না। তবু ভয় পাচ্ছি।

দোলন চাপা ফুলের তীব্র গন্ধ পাচ্ছি।
মানে আমি স্বপ্ন দেখছি না। স্বপ্নে মানুষ গন্ধ পায় না। আমার চোখ বন্ধ কিন্তু কান খোলা। চোখ ইচ্ছা করে বন্ধ রাখা যায় কিন্তু কান বন্ধ রাখা যায় না। রান্না ঘরে খুটখাট শব্দ হচ্ছে। উঠে যে দেখবো- রান্না ঘরে কে, সাহস সঞ্চয় করতে পারছি না। আমি নিজে নিজেকে সাহস দিচ্ছি, রাজীব ভয় পেও না। রান্না ঘরে ইঁদুর হতে পারে। অবশ্য আমার বাসায় কোনো ইঁদুর নেই। ফুলের গন্ধটা আসছে পাশের বাসা থেকে। পাশের বাসার মালা ভাবীরা অনেক ফুল গাছ লাগিয়েছেন।

আমি মোটকা মেরে আছি।
এখন সে আবার আমার মাথার কাছে বসেছে। তার হাতে কাচের চুড়ি। শ্রুতিমধুর একটা শব্দ পাচ্ছি। এবং কেন জানি মনে হচ্ছে মেয়েটি নীল রঙের একটা শাড়ি পরা। এক আকাশ ভয়ে আমি কাঁপছি এবং মনে মনে আল্লাহকে ডাকছি। মেয়েটি আমাকে অবাক করে দিয়ে আমার কপালে হাত রেখে বলল- ভয় নেই, তুমি আরাম করে ঘুমাও। মেয়েটির হাত খুব ঠান্ডা। মেয়েটির শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। আমি একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি। আহ কি শান্তি আর আনন্দময় ঘুম!

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

ভুয়া মফিজ বলেছেন: রাতে গুরুপাক খাবার খেয়ে ঘুমালে এমন হয়। গরুর মাংস খেয়েছিলেন নিশ্চয়ই। B-)

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: রাতে ইলিশ মাছ ভাজা, খিচুরী আর গরুর মাংস খেয়েছিলাম।

২| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬

ভুয়া মফিজ বলেছেন: আর বাকী থাকলো কি? আপনেরে স্বপ্নে যে টাইনা নিয়া যায় নাই......এইটাই তো ঢেঢ়!! =p~

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আমাকে টেনে নিয়ে কি করবে??
আমি তো ভাঙ্গা কূলা।

৩| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মন্তব্য খাবারের যে বলিহারি দেখলাম ভাই, খবরদার আমার পোস্টে আইসেন না।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: খাবার তো অতি সামান্য।

০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫০

রাজীব নুর বলেছেন: মাত্র তিনটা আইটেম।
আমার দাদা সাত টা আইটেম ছাড়া ভাত'ই খেতেন না।

৪| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি হুমায়ুন আহমেদের ভয়ের উপন্যাস পড়েছেন বেশী বেশী আর তাই এই অবস্থা। বাস্তব ভূত সামনে পড়লে কি করবেন? জীবন রহস্যময় বাস্তবে ভূত সামনা সামনি হতেও পারে কোনো একদিন - - - - - - -



০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: ভূত বিশ্বাস করার প্রশ্নই আসে না।
সব কিছুর লজিক আছে। দুনিয়াতে লজিক ছাড়া কিচ্ছু ঘটে না। সম্ভব না।

৫| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভূত প্রেত শয়তান যে নামই হোক - সে / তারা আছে। অপেক্ষা করুন।


০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: মানুষের চেয়ে খারাপ তো আর কিছু নাই দুনিয়াতে।

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: অতি ভোজনে ,
মতি বিভ্রম .........

০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা।

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:





ভূত প্রেত শয়তান যে নামই হোক এরা মানুষের চেয়ে খারাপ নয়। - এটি পরিক্ষিত ও প্রমাণিত।।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭

রাজীব নুর বলেছেন: কাজেই দুষ্টলোক থেকে দূরে থাকতে হবে।

৮| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

সাইন বোর্ড বলেছেন: স্বপ্নে নূপুরের শব্দ, কপালে ঠান্ডা নরম হাত...........এটা তো সুখ-স্বপ্নের মধ্যেই পড়ে । এরকম স্বপ্নের আগে বেশি বেশি খেলে সমস্যা নেই ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: নূপুরের শব্দটা স্বপ্ন না। বাস্তবে শুনতে পাই।

৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৯:০৫

ইসিয়াক বলেছেন: মিজান সাহেবের স্ত্রীর দেখা লম্বা ঘোমটা টানা মেয়ে ভুত হলো ওই মেয়েটি .....।
অন্ধকারের গান = হুমায়ূন আহম্মেদ।
আপনার মাথার মধ্যে গেঁথে গেছে ।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: হা হা হা---------
মনে হয় না।
অন্য কিছু। অন্য কিছু। যুক্তির বাইরে।

১০| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:১০

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




ইলিশ মাছ ভাজা, খিচুরী আর গরুর মাংস খেলে শরীর গরম হবে। শরীর গরম হলে রাতে বিছানায় ছটফট করে কাটবে। ছটফট করলেই ঘুম আসি আসি করেও আসবেনা। ঘুম না এলে বিল্লিঝিল্লি স্বপ্ন আসবে। স্বপ্ন এলেই মেয়েরা আসবে। মেয়েরা এলেই তাদের নীল শাড়ী থাকবে। আর নীল শাড়ী থাকলেই পায়ে মল থাকবে । পায়ে মল থাকলেই তা থেকে নূপুরের শব্দ আসবে।
স্বাভাবিক........... B-) :||

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: বাহ!!! আপনি তো মিসির আলো হয়ে গেছেন।

১১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

বলেছেন: লেখক বলেছেন: মানুষের চেয়ে খারাপ তো আর কিছু নাই দুনিয়াতে।--মানুষের চেয়ে নয় কিছু মহীয়ান

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: সেই দিন নাই।
এখন মানুষের চেয়ে খারাপ আর কিছু নাই। মানুষ বিষাক্ত সাপের চেয়েও খারাপ।

১২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:০৪

মা.হাসান বলেছেন: মাঝে মাঝে আমার এরকম হয়, কোন শব্দ শুনি না, বা ঘ্রান পাই না, কিন্তু ঘুম ভেঙে যায় এবং মনে হয় কিছু একটা আছে। ভয়ে নড়তে পর্যন্ত পারি না। আমার ভুতের ভয় প্রচন্ড।

০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: সেম আমার মতোন অবস্থা।

তবে শেষমেষ ভয়টা পাবেন না। ভয়টাকে জয় করতে হবে।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

নীল আকাশ বলেছেন: রাতে বেশি গুরুপাক খেলে এরপর ইনো না কি যেন একটা নাম আছে হজমের জন্য সেটা খেয়ে ঘুমাবেন। রাতে আর ডিসর্টাব করবে না কেউ।

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: জ্বী। মনে রাখবো।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০০

সোনালী ডানার চিল বলেছেন: স্বপ্নবিভ্রম!!
কিছু স্বপ্নর শেষটা যদি ইচ্ছে করেই সাজানো যেত-

০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১৫| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৯

কিরমানী লিটন বলেছেন: এমনটা আমার ক্ষেত্রেও মাঝে মধ্যে হয়। আর স্বপ্নতো বাস্তবের চিন্তারই প্রতিফলন!

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: বাহ !

১৬| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১০

খাঁজা বাবা বলেছেন: রাতে চুড়ি পরা মেয়েরা ঘরে ঢোকে, ব্যপারটা সুবিধার না।
ভাবীকে জানিয়ে রাখুন, নয়তো পরে বিপদে পরার সমূহ সম্ভাবনা
;p

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: দেখি কি হয়।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার সাথে কোনও জীন থাকতে পারে অথবা হেলুসিনেশন। দুটারই চিকিৎসা আছে।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: হুম চিকিৎসা করাতে হবে।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

শিখা রহমান বলেছেন: রাজীব আপনি হুমায়ুন আহমেদকে মনে করিয়ে দিলেন। আপনি তাকে খুব ভালোবাসেন বলেই স্বপ্নে জাগরণে লেখায় ভালোবাসায় তাকে চেতনে অবচেতনে ধারণ করেন।

পড়তে ভালো লেগেছে। এমন স্বপ্নঘুম সবারই কাম্য।
শুভকামনা প্রিয় ব্লগার।

০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: হুমায়ূন আহমেদ আমার বস।
গ্রেটম্যান।

১৯| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

তারেক ফাহিম বলেছেন: মিজান সাহবেরে পাশের ফ্ল্যাটে থাকতেন?

হুমায়ুন আহমেদের তিন পুরুষ উপন্যাসটি মনে করিয়ে দিলেন।

০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: না।
মনে করিয়ে দিয়েছি, তাই আরেকবার পড়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.