নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
রোজ সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরন করি।
আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহকে স্মরন করি। এটা আমার দীর্ঘদিনের অভ্যাস। সকালে ঘুম থেকে উঠেই আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলি, হে আমার মহান প্রভু আজকের সারাটা দিন যেন সুন্দর ভাবে যায়। কোনো বিপদ আপদ যেন না সে। হে পরম করুনাময় অতি দয়ালু আমার স্রষ্টা! আমাকে ক্ষমা করে দিন ও রক্ষা করুন আমার কৃত ভুলগুলি থেকে, আমার ছোটবড় গুনাহ গুলো থেকে আমার ইচ্ছায় অনিচ্ছায় কৃতকর্ম গুলি থেকে আমার অন্তরে বাহিরের কৃত পাপ গুলি থেকে আমার চেতন অবচেতন বেহায়াপনা থেকে।
আমি জানি, বিশ্বাস করি আপনি একক, আপনার কোন শরিক বা প্রতিদ্বন্দী নেই, আপনি কারো মুখাপেক্ষি নন, কাউকে আপনার কর দিতে হয় না বরং আপনার হুকুমেই সকল কর আরোপিত হয় এই দুনিয়া ও আখেরাতে। আমার সমস্ত ভালো ইচ্ছাকে, আমার মুনাজাতকে আপনি কবুল করেন। আমিন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ছাল্লে আলা সাইয়েদেনা মুহাম্মাদিও ওয়াআলা আলেহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলে বাইতিহি ওয়া বারেক ওয়া ছাল্লেম।
সূরা মুমিনে, আল্লাহ বলেন, ’তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সারা দেব।’ সাড়া না পাওয়া পর্যন্ত আমি আমৃত্যু ডেকেই যাবো। যে সমস্ত নাস্তিকেরা ভুল পথে আছে, আমার বিশ্বাস তারা সঠিক পথে আসবে। এবং প্রভুর কাছে ক্ষমা চাইবে। আল্লাহর হিসাব খুব সূক্ষ্ম। যারা প্রভুকে অবিশ্বাস করে, তারা নির্বোধ। সকালে আমি ইউটিউবে সূরা বাংলা উচ্চারন ও অর্থসহ শুনি। মুগ্ধ হই। মনটা খুশিতে ভরে যায়। আজ শুনলাম, সূরা আর রহমান। এই সূরায় জ্বীন ও মানব জাতিকে উদ্দেশ্য করে বারবার প্রশ্ন করা হয়েছে, "অতএব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে?
কোরআন হাদীস আমি পড়ি।
কোরআন হাদীস আমার মনকে শান্তি দেয়। আমার সকল অস্থিরতা দূর করে। আমাকে ভরসা দেয়, সাহস দেয়। বেঁচে থাকতে অনুপ্রেরনা যোগায়। গতকাল রাতে পড়লাম জিন জাতীর ইতিহাস। জিন জাতি কুরআনে বর্ণিত এক অতিপ্রাকৃত সত্তা। পৃথিবীতে মানব আগমনের পূর্ব থেকেই তাদের অস্তিত্ব ছিল; এখনও তাদের অস্তিত্ব রয়েছে। মানুষরা জিনদের দেখতে পায় না তবে জিনরা মানুষকে দেখতে পায়। তারা বিশেষ কিছু শক্তির অধিকারী। তারা মসজিদে নামাজ পড়তে আসে। তাদেরও সমাজ রয়েছে। তাদের আয়ূ মানুষের চেয়ে অনেক বেশি। জিনরা আল্লাহর নামে জবাই করা পশুর মাংস খায়।
কুরআনের ৭২তম সুরা আল জ্বিন এ শুধু জিনদের নিয়ে কথা বলা হয়েছে। "ইবলিশ" তথা শয়তান প্রকৃতপক্ষে জিন জাতির একজন ছিল। ইবলিশ বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। প্রাচীন আরবদের মতে জিনরা আগুনের তৈরি। জিনদের সৃষ্টি করা হয়েছে মানবজাতির আগে। কিছুটা মিল পাওয়া যায় খ্রিষ্টানদের ডেমন এবং ডেভিল সংক্রান্ত বিশ্বাসের সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সুস্থ রাখুক। সবার মনের সৎ ও নেক ইচ্ছা গুলো পূরন করুক।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: না, ভাই নামাজ পড়তেই হবে।
আল্লাহ সবার আগে নামাজের হিসাব নিবেন।
২| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
জিন আছে। এটি সত্যি। এবং বিস্বাস করতে হবে। তবে দেওয়ানবাগ আওয়ানবাগ নামক বাটপার চিটারদের কাছে কোনো জিন নেই এটিও সত্যি।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: কিন্তু দেওয়ানবাগের এত মুরিদ কেন?? তাহলে মুরিদ গুলো কি নির্বোধ??
৩| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ২:৫৭
সোনালী ডানার চিল বলেছেন: পোষ্টটি ভালো লেগেছে।
শুভকামনা রইল-
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৪| ০২ রা নভেম্বর, ২০১৯ ভোর ৬:১৬
মলাসইলমুইনা বলেছেন: রাজীব নুর,
লেখা ভালো লাগলো। ধর্মতাত্মিক ভাবনার প্যারাডক্স থেকে বেরিয়ে আসলে আপনার এই লেখাগুলো আরো অনেক ভালো হবে বলে আশা রাখি । ভালো থাকুন ।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
রাজীব নুর বলেছেন: জ্বী।
চেষ্টা করবো।
৫| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭
রাশিয়া বলেছেন: দেওয়ানবাগের এত মুরিদ থাকার কয়েকটি কারণ আছে।
১ - দেওয়ানবাগী প্রচুর অর্থ সম্পত্তির মালিক। সেই অর্থের কিছুটা ভাগ গরিব মানুষও ভোগ করে
২ - সে নিজেকে আশেকে রাসূল বলে পরিচয় দেয়। তাই রাসূল (স) এর প্রতি তাদের সস্তা আবেগ-ভালোবাসা আছে, তাদের সুযোগ নেয়।
৩ - তার উটের খামার আছে। সেই খামারে উৎপাদিত দুধ ৪০০ টাকা লিটার আর মাংস ২,৫০০ - ৩,৫০০ টাকা কেজি দরে বিক্রি করে। মুরিদ হলে স্পেশাল ডিসকাউন্ট পাওয়া যায়।
৪ - সেক্টর কমান্ডার শফিউল্লাহ বীরোত্তমের সেনাপ্রধান থাকাকালীন ক্যান্টনমেন্টে সে আর টি হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সে নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করে। তাই আওয়ামী লীগের কিছু সুবিধাভোগী কর্মী তার মুরিদ। এ হিসেবে বর্তমান সরকারের কাছ থেকেও সে ভাল পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বিস্তারিত তথ্যের জন্য।
ভালো থাকুন।
৬| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮
টি ইউ রিয়াদ বলেছেন: আমীন। ভালো লাগলো লেখাটা।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১১
চাঁদগাজী বলেছেন:
প্রাচীন আরবদের আবিস্কার: আগুনের তৈরি জ্বীন, মাটির তৈরি মানুষ ইত্যাদি আজকের আধুনিক বাংগালী ব্লগারদের জন্য লব্ধজ্ঞান, সায়েন্স; বাংলার জীবন আরবের মতো বালুকাময় ও উটময়।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: হে হে
৮| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সহি হাদিস পড়ার চেষ্টা করবেন। কারণ বিভিন্ন মাধ্যমে পাওয়া অধিকাংশ হাদিস জাল বা দুর্বল। কোরানের কিছু আয়াত আছে যেগুলো বুঝতে হলে তফসির পড়তে হবে অন্নথায় ভুল বুঝতে পারেন।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ঠিক বলেছেন।
৯| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: শিরোনামকে আত্মায় স্বত্তায় গভীর বিশ্বাসে আর দৃঢ়তায় ধারন করতে পারলে দারুন ব্যাপার ঘটবে।
না করলেও তা সত্য বৈকি
ধৃ ধাতু থেকে ধর্ম। যে যা বিশ্বাস ধারন করে তািই তার ধর্ম।
ভোগবাদীর ধর্ম ভোগ, পূজিবাদের ধর্ম পুজিপ্রেম!
প্রকৃত ধার্মিক ক্রমশ: দুর্লভ হয়ে যাচ্ছে।
সব ককটেলে মিক্সাপড হা হা হ
এক চিমটি ভোগ, এক মুঠো পূজি আর এক মগ অন্ধ বিশ্বাস!
চলছে - আচার সর্বস্বতার ঘূটা দেয়া ককটেল স্যালইন!!
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: ককটেল স্যালইন কি??
১০| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: খারাপ জীনের সাহায্য নিয়ে অনেক পীরেরা অবিশ্বাস জিনিস দেখায়।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা
১১| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ককটেল স্যালইন কি??
আপনি কি মন্তব্য না পড়েই উত্তর দেন? মন্তব্যেইতো বিস্তারিত বলা!
ধর্মের আবরণে অধার্মিকতার ককটেল বোঝাতে বলেছি।
০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: আচ্ছা আপনি কি সব সময় আমার উপর রেগেই থাকেন??!!!
আমি কি করেছি??
১২| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৪২
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: গরিব আর দুর্বলচিত্তের লোকদের ধর্ম বিশ্বাস করা ছাড়া গতি কী!
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: দামী কথা বলেছেন।
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:০৩
গেছো দাদা বলেছেন: হিন্দু দর্শন থেকে দুটা উদ্ধৃতি আপনার জন্য লিখলাম।
১)বিশ্বাসে মিলায় বস্তু , তর্কে বহুদূর ।
২)যত মত,তত পথ ।
ভালো থাকুন সতত ।
০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসেছেন তার জন্য অনেক শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৪
ইসিয়াক বলেছেন: পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বন্ধু ?আমি পড়ি চার ওয়াক্ত.......।এশার ওয়াক্ত পড়া হয় না ।