নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ১৭ (ছবি ব্লগ)

০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭



ঢাকা শহরটা বেশ অদ্ভুত!
প্রতিদিন অদ্ভুত কত কিছু যে চোখে পড়ে। বেশ অবাক হই আমি। আজ অবাক হওয়া দুই তিনটা ঘটনা বলল। গতকাল হাতিরঝিলের ঘটনা। এক মেয়ে। বোরকা পড়া। সে হেলপারকে বলছে- আমি নামবো। নামবো। হেলপার বলছে, স্টপেজ ছাড়া নামাবো না। মেয়ে বলছে আমি নামবোই। হেলপার হাত দিয়ে দরজা আটকে রেখেছে। দুইজন দস্তাদস্তি করছে। বাসের যাত্রীরা কেই বোরকা পড়া মেয়ের পক্ষে, কেউ বাসের হেলপারের পক্ষে। বাস বেশ স্প্রীডেই চলছে। বোরকা পড়া মেয়েটি হেলপারের হাতের ফাঁক দিয়ে ধুম করে লাফ দিলো চলন্ত বাস থেকে। সব মিলিয়ে ত্রিশ সেকেন্ডের ঘটনা।
এক মেয়ে তার প্রেমিকের সাথে রাগ করে নিজের হাত দেয়ালের সাথে বাড়ি মারছে। ছেলেটা বলছে প্লীজ রাস্তার মধ্যে এমন করো না। সবাই তাকিয়ে আছে। কিন্তু মেয়েটা সমানে খুব জোরে জোরে নিজের হাত দেয়ালের সাথে ধুমধাম করে আঘাত করেই যাচ্ছে। শেষমেষ ছেলেটা রাগ করে মেয়েটাকে একা রেখেই চলে গেল।
ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছে। ট্রেন যখন গিলগাও রেল লাইনের সামনে এসেছে তখন একলোক চলতি ট্রেন থেকে নামতে গিয়ে উলটে পড়ে গেছে। হাত পা ছিলে একাকার অবস্থা। ঐ লোকটা যদি কমলাপুর নামতো তাহলে এরকম ব্যাথা পেত না। গিলগা থেকে কমলাপুরের দূরত্ব বেশি না। হেঁটে গেলে দশ মিনিট লাগে। চলতি ট্রেন থেকে নামতে গিয়ে কি ব্যথাটাই না পেল।

১।
সবাই জানে রাস্তার শরবত খাওয়া ঠিক না। তবু প্রতিদিন অসংখ্য মানুষ রাস্তা থেকে শরবত কিনে খায়। চার পাঁচ রকমের ফল দিয়ে এই শরবত বানায়। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, শরবতে যে খেজুর দিচ্ছে তার মান ভালো না।

২।
পরীর পুতুল। সে যেখানে যাবে এই পুতুলটা সাথে করে নিয়ে যায়। এই পুতুলকে খাওয়ায়, গোছল করায় এবং ঘুম পাড়ায়।

৩।
ট্রাক্টর। ট্রাক্টর দেখে চাঁদগাজীর কথা মনে পড়ে গেল। এই ট্রাক্টর পেছনে চাকা লাগিয়ে গাড়ির মতো করা হয়েছে। তাতে মালামাল টানতে সুবিধা হয়।

৪।
পুরির মধ্যে ঘুমনি দিয়ে বিক্রি করছে। গ

৫।
পেঁয়াজ কেনার জন্য লম্বা লাইন। সরকার (টিসিবি) থেকে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে। তবে একজনকে এক কেজির বেশি পেঁয়াজ দিচ্ছে না। ছবিটি মতিঝিল এলাকা থেকে তুলেছি।

৬।
এই ছবিটা গতকাল তুলেছি। বনানী থেকে। তখন সকাল সাড়ে এগারোটা বাজে।

৭।
রাস্তার পাশে এক চায়ের দোকানে সিগারেটের খালি প্যাকেট গুলো সাজিয়ে রেখেছে।

৮।
ভ্যানে করে ফল বিক্রি করছে। পুলিশের ঝামেলা নেই। ফুটপাতে বসলে পুলিশ ধাবড়ানি দেয়। পুলিশ ধাবড়ানি দেওয়ার আগে ফল বিক্রেতা গান গাইতে গাইতে ভ্যান চালিয়ে অন্য কোথাও চলে যায়।

৯।
মগবাজার ফ্লাইওভারের জ্যামে বসে আছি। তখন এই ছবিটি তুলি।

১০।
এই ছবিটি আমার বাসার জানালা দিয়ে তুলি। প্রতিদিন এই বাসাতে ছাদে পানির টাংকি ভরে উপচে পড়ে। পড়তেই থাকে। পানি পড়ে ছাদে পানি জমে যায়। তখন কাক এসে সেই পানিতে মনের আনন্দে গোসল করে।

১১।
ট্রান্সমিটার উঠাচ্ছে। নিচে তিনজন, উপরে দুই জন। খুব পরিশ্রমের কাজ।

১২।
রাস্তার পাশেই দোকান ওয়েল্ডিং এর দোকান। দোকানে ভেতরে জায়গা নেই। তাই রাস্তায় কাজ চলছে।

১৩।
মতিঝিল দাঁড়িয়ে ভাবছি কোথায় যাবো? কার কাছে যাবো?

মন্তব্য ৪৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

ইসিয়াক বলেছেন: বাহ

০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।

২| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: যায় বলেন রাজীব ভাই , আমার কিন্তু পুতুল ভীতি আছে। সে এক ভয়ানক গল্প।যায় বলেন রাজীব ভাই , আমার কিন্তু পুতুল ভীতি আছে। সে এক ভয়ানক গল্প।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: ভয় থেকে কেউই মুক্ত নয়। সবারই কোনো না কোনো ভয় আছেই।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:০২

করুণাধারা বলেছেন: সব ছবিগুলোই খুব ভালো তুলেছেন, সবচেয়ে ভালো লাগলো ৫ নাম্বার ছবি দেখে! পেঁয়াজের জন্য এমন ভীড় করে আছে!!! কি অবস্থা।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: এই অবস্থা।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

পদ্মপুকুর বলেছেন: ঢাকাব্লগ ভালো হয়েছে। কিন্তু প্রথম ছবিটি কি হিমছড়ির?

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: না। নীলগিরি।

৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ছবিগুলো ভাল লাগলো, চিরচেনা ঢাকার চিত্র।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবার তারেক ভাই।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

মুক্তা নীল বলেছেন:
রাস্তার ঝাল মুড়ি খাওয়ার মজাই আলাদা আমারও প্রিয়

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: আমার কাছে বাসার ঝাল মুড়ি বেশী ভালো লাগে।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




মতিঝিল থেকে কমলাপুর রেল ষ্টেষনে চলে যান সেখানে আরো ছবি তোমার মতো উপাদান পাবেন। তবে মতিঝিল ছাড়ার আগে মতিঝিলের অফিস অলি-গলিতে দুপুরের খাবার খেয়ে নিন, এতো সস্তায় ভাত তরকারী, রটি ভাজি, রিরিয়ানী ইত্যাদি খাবার সমগ্র বাংলাদেশে আর কোথাও আছে কিনা জানিনা।


০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: খুব সস্তা বলা যাবে না।
সবচেয়ে বড় কথা খাবার তেমন স্বাদ না।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:১১

সোনালী ডানার চিল বলেছেন: ছবির সাথে সাথে ঘুরে এলাম প্রিয় শহরের ব্যস্ততম টুকরোসময়ে-
এবার ঢাকায় এলে রাস্তার শরবত খাবো- ঝালমুডি খাবো!

চমৎকার পোষ্ট!!

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: ্রাস্তার খাব্র না খাওয়াই উচিত। পেটে সমস্যা হতে পারে।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯

ইসিয়াক বলেছেন: ১০ নম্বর ছবি তে যে পরিমাণ পানি জমে আছে , এতে মশা জন্য ভালো আবাসস্হল কিন্তু মানুষের জন্য ক্ষতির কারণ।
কিছুদিন আগে আপনাদের পরিবারে ডেঙ্গুর প্রার্দূভাবের প্রধান কারণ মনে হয় ,এই নোংরা বদ্ধ পানি।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: এরকম বহু বাড়িতে ছাদে পানি জমে থাকে।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০২

ইসিয়াক বলেছেন: হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।
হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।
হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।
হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।
হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।
হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।হুম।
কি?

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

১১| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

বলেছেন: পিঁয়াজের লাইন দেখে মনে হলো - লে হালুয়া,,,,
চমৎকার।।।
ঢাকা্কে একনজরে দেখে ফেললাম ।।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

সপ্রসন্ন বলেছেন: আহা, আমার ঢাকা!
যেন এক চলমান ছবি তুলে ধরেছেন।

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঢাকা একটি বিচিত্র শহর। এখানে ভিক্ষুকের টাকা ছিনতাই হয়!

০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: হুম হয়।
চোর ছিনতাইকারীদের তো মানবতাবোধ নেই।

১৪| ০৭ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

ফয়সাল রকি বলেছেন: ছুটির দিন ছাড়া সারাদিন মতিঝিলেই থাকি... চলে আসবেন।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৬

রাজীব নুর বলেছেন: হুম আপনার অফিস মতিঝিল। জানি।

১৫| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২২

মা.হাসান বলেছেন: মতিঝিলে ছবি আপা থাকেন। ছালাদিয়া হোটেলের সিঙগাড়া আর সর পড়া চা খেতে চাইলে চলে যাবেন।

পরীর পুতুলের নাম কি?

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: নাম বলব না।
নাম বললে হাসবেন।

১৬| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৪০

রাবেয়া রাহীম বলেছেন: আপনার পোস্ট পড়েই ভীষণ ব্যস্ততাতেও লগইন করলাম। বোরকা পরা মেয়ে আর কমলাপুর ট্রেনের ঘটনা পড়ে ভাবলাম শুধু এই দেশে আমেরিকায় প্রতিদিন আমাকে বাস ট্রেনে চড়তে হয়। কিন্তু স্ট্প আসার আগে কোনমতেই বাস বা ট্রেন থেকে নামার উপায় নেই। কারন গেইট অটোমেটিক লক আর ওপেন হয়। কেউ নিজের ইচ্ছেমত গেইট ওপেন করতে পারেনা। যদি পারতো তবে নিউইয়র্কের বেশীর ভাগ মানুষ বোরকাওয়ালীর মতই কাজ করতো। নিউইয়র্কের মানুষের অনেক বেশী তাড়া হুডা।

রাস্তা বন্ধ করে দোকানের কাজ করলে সিটি থেকে হাজার ডলারের জরিমানা করবে তাছাড়া জেলও হতে পারে। তাই কেউ রাস্তা আটকানোর সাহস পায় না। রাস্তা আটকায় না বলে আমরা নির্বিঘ্নে হাটতে পারি যা পারিনা ঢাকা গেলে।

অনেক ধন্যবাদ অসংগতি গুলো তুলে ধরার জন্য

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: আপনি আমার পোষ্টে এসেছেন!!! আমি খুব খুশি।

১৭| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪২

নাহার জেনি বলেছেন: দুর্দান্ত লাগলো। বরাবরই ছবি ব্লগ আমার কাছে বেশ ভাল লাগে। আরো ছবি ব্লগ চাই। ধন্যবাদ।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

১৮| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২০

নুরহোসেন নুর বলেছেন: একদিন আপনার সাথে সারাদিন ঘুরে ঘুরে ছবি তোলার কায়দা রপ্ত করতে হবে,
আফসোস গাজীপুরের বাহিরে কাজ ছাড়া যেতে পারিনা!!
-আপনার এই বিশাল সংগ্রহশালা থেকে অনেক কিছু জানছি,
শুভকামনা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: ছুটির দিনে চলে আসবেন।

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪

ইসিয়াক বলেছেন: মতিঝিলে দাড়িয়ে ভাবছি কার কাছে যাবো ?কোথায় যাবো?
এখানে চলে আসুন বন্ধু । এখানে আকাশ নীল ।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: দেখি।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০

ইসিয়াক বলেছেন: নবনীতা দেবসেনকে নিয়ে কিছু লিখুন বন্ধু।

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। বিশ মিনিট সময় দেন।

২১| ০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

দেবদাস বাবু বলেছেন: অনেক দিন পর রাজীব ভাইকে পেলাম

০৮ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আছি। আমি আছি।

২২| ১০ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

হাসান জামাল গোলাপ বলেছেন: ভালোই লাগলো ঢাকা দেখতে। একটি ছোট্ট সংশোধন ‘ট্রান্সমিটার’ নয় ‘ট্রান্সফরমার’।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ঠিক বলেছেন।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ঢাকার পথে হেটে এলাম ...
ভালো লাগলো ছবি ব্লগ।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.