নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাবরি মসজিদ রায় নিয়ে সাধারন মানুষ যা ভাবছেন

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:১২



১। বিশ্বের বৃহত্তম উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিত ভারতে আজ ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে দেশটির সর্বচ্চো আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা হতাশ এবং সংক্ষুব্ধ।

২। আমি আপনি যে ধর্মেই চিহ্নিত হই না কেন সবার আগে আমরা মানূষ। মনুষ্যত্বই আমাদের পরিচয়। কারো প্রতি ঘৃণা দ্বেষ সেই মনুষ্যত্বর অপমান।
তাই রাম মন্দির কিংবা বাবরি মসজিদ আমাদের সমস্যার সমাধান হতে পারে না। আমাদের যেসব সমস্যা চলেছে যার ফলে সাধারণ মানুষ এক গভীর সঙ্কটে তার সমাধান করতে পারে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রাম, কোন মন্দির বা মসজিদ নয়। কোন ধর্ম নয়।

৩। ভারতের আদালত এই রায় কী করে দিতে পারে! তা কি তৎকালীন দাঙ্গাবাজ মোদির ইচ্ছারই প্রতিফলন?

৪। রায় যাই হোক, মুসলিমদের সংঘাতে না জড়িয়ে সংযত আচরন করে ধৈর্য্য ধরতে হবে।

৫। হিন্দু না ওরা মুসলিম''-ঐ জিজ্ঞাসে কোন জন!
কাণ্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র।
ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর নজরুলের এ দুটো পংক্তি বারবার মনে হচ্ছে।
মনে হচ্ছে বলি, 'মন্দির না মসজিদ,'-ঐ জিজ্ঞাসে কোন জন!

৬। এ রায় আমাদের যতো কষ্ট দেক না কেন, মনে রাখতে হবে যে এর সাথে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর কোনরকম সম্পর্ক নেই। ফলে রায়ের কারণে কেউ যেনো তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেককে।
কেউ অধম হলে আমরা উত্তম হবে না কেন?

৭। ভারত পৃথিবীর সবচেয়ে ছোট মনের ও উগ্রবাদী দেশ এটি আবারও প্রমাণ হলো।

৮। এই রায়ের মাধ্যমে ঐতিহাসিক বাবরি মাসজিদের সাথে চরম অবিচার করা হলো। পক্ষপাতদুষ্ট বিতর্কিত এই রায় প্রত্যাক্ষিত হবে সর্বমহলে। হিন্দুদের পেষী শক্তির কাছে হেরে গেল ভারতের সুপ্রিম কোর্ট।

৯। মসজিদ যেখানে অবস্থিত আছে সেখানেই থাকুক। বরং মন্দিরের জন্য আলাদা যায়গা বরাদ্দ দেওয়া হউক। এটাই সুন্দর রায় হতো।

১০। ৫০০ বছরের ইতিহাসকে অস্বীকার করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর রায় দিয়েছে ভারতীয় সুপ্রিমকোট!!
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

১১। এ রায় প্রত্যাক্ষাত।ক্ষমতার কাছে হেরে গেল ন্যায় বিচার। উগ্রবাদী মুদিদের নেতৃত্বেই বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল রায় তো তাদের পক্ষেই যাবে। ..... মনে রেখ আল্লাহ উত্তম ফয়সালাকারী...

১২। মানুষ এখন উদারতা, মানবিকতা কিংবা আধুনিকতা— কোনোটাই ধারণ করে না। মানুষ এখন ধারণ করে কেবলই স্বার্থপরতা। যেখানে তার স্বার্থ আছে, সেখানে সে এই স্বার্থকে উদ্ধারের জন্য এইসব উদারতা, মানবিকতা আর আধুনিকতার প্রলেপ লাগায় মাত্র।

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৫

ইসিয়াক বলেছেন: এভাবেই ধীরে ধীরে ভারত কঠিন বিভক্তির পথে এগিয়ে যাবে ।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৪

মা.হাসান বলেছেন: সকালের নাস্তায় আমার পরোটা-ডাল ভাজিই ভালো লাগে। কিন্তু এখনো নতুন টার্মিনেটর দেখা হলো না।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:২৭

হাবিব ইমরান বলেছেন: জায়গাটা কাউকে দেয়ার দরকার ছিলো না।
সে জায়গায় একটা সরকারি স্থাপনা করে দিলেই হতো। লাইব্রেরি না হয় হাসপাতাল যা নিয়ে কারোরই আপত্তি থাকতো না।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

রাজীব নুর বলেছেন: ঠিক।

৪| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

হিমুরাজ রিয়াজ বলেছেন: মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: কবি সঠিক কথাই বলেছেন।

৫| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো বলেছেন। ;)

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

নীল আকাশ বলেছেন: ৭ নাম্বারটাই হলো চরম সত্য।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: হা হা হা--

৭| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১১

শাহারিয়ার ইমন বলেছেন: ভারত চরম হিন্দুত্ববাদের প্রমান দিল এই রায়ে ।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৮| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪০

নুরহোসেন নুর বলেছেন: ভারতের রায় নিয়ে ভাবার ইচ্ছে নেই,
আমি ভাবছি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা চাঁদগাজী সাহেব ব্লগ থেকে উধাও হয়ে গেলেন!
ভারতের বিতর্কিত রায় নিয়ে উনার জ্ঞানপুর্ন পোস্ট মিস করছি।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: উনি হয়তো ব্যস্ত আছেন। চলে আসবেন।

৯| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কই?
গাঁজীর বিরহে কাতর নয়তো?

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: আমি আছি।

১০| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এ নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করা যেতে পারে। পরিশেষে সাম্প্রদায়িক সংহাতের শিকার হয় নিরীহ মানুষ। তবে সত্যিটা হইল ভারত আগে থাইক্যাই হিন্দু। মুসলমানরা গেছে পরে। কাজেই মন্দিরের ইতিহাসটাই সত্যি। তা ছাড়া মন্দিরের পাশে মসজিদ বানানোর জায়গাও দিছে। কেউ কেউ যেমন চাইতেছিল যে, মসিজিদ থাকুক, পাশে মন্দিরের জায়গা দেওয়া হউক।

তবে এইবার যে এই ইস্যুটা নিয়া তেমন একটা সাম্প্রদায়িক সমস্যা হয় নাই এইটাই সান্ত্বনা।

১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.