নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কোলকাতা ছবি ব্লগ- ৪ (শেষ পর্ব)

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫০



আপনাদের বিরক্ত ধরিয়ে দিয়েছি নিশ্চয়ই।
গত পাঁচ দিন ধরে শুধু কোলকাতা কোলকাতা করেই যাচ্ছি। আর না। আমি আপনাদের ভালোবাসি। তাই বিরক্ত করতে চাই না। আর কোলকাতা নিয়ে পোষ্ট দিব না। আজকেরটাই শেষ পোষ্ট। গত পাঁচ দিন যে আপনারা যে সহ্য করেছেন এটা আমার ভাগ্য। শুধু আজকের পোষ্টটা কোনো রকমে সহ্য করে যান। কাল থেকে অন্য কোনো পোষ্ট দিব। একদম দেশী পোষ্ট। এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার পোষ্ট গুলো ভালোবেসে পড়েছেন। মন্তব্য করেছেন। আমি আসলে ঘরকুনো স্বভাবের মানুষ। কোথাও যেতে ইচ্ছা করে না। সুরভির পিড়াপিড়িতেই যেতে হয়েছে। অনেক বক বক করলাম। এখন ছবি দেখুন। আপনারা ছবি গুলো দেখলেই তো আমার এই ছবি ব্লগ সার্থক হবে। আর ছবি গুলো তো আপনাদের কথা মাথায় রেখেই তুলেছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করুন। জয় বাংলা।

১।
স্কুল থেকে ছাত্ররা এসেছে শিক্ষকদের সাথে যাদুঘর দেখতে।

২।
সরকারী পানির কল।

৩।
আমরা বলি ফুচকা। ওরা বলে পানি পুরী।

৪।
চোখের সামনে বানিয়ে দেয়। গরম গরম।

৫।
শান্তিনিকেতনের একটি রাস্তা।

৬।
পুলিশ বক্স। সব রাস্তায় এরকম পুলিশ বক্স দেখেছি। এখানে ট্রাফিক পুলিশ বিশ্রাম নেয়? না লোকের আড়ালে ঘুষ নেয়? না আসামীদের আটকে রাখে?

৭।
তারা রাস্তায় থাকে, রাস্তায় রান্না করে।

৮।
রবীন্দ্র সেতু।

৯।
মেয়েদের গহনা। মিউ মার্কেট।

১০।
কোলকাতায় পুলিশদের পোশাক সাদা।

১১।
ভিক্টোরিয়া মেমোরিয়াল। দারুন সুন্দর।

১২।
লেবুর শরবতের দোকান।

১৩।
চৌরঙ্গীতে, চৌরঙ্গী হাই স্কুল।

১৪।
এখান থেকে আমি আর সুরভি অনেকবার শরবত খেয়েছি। আসার পথে একবার, যাওয়ার পথে একবার। খুব বেশি মিষ্টি। হে হে

১৫।
এই ছবিটা আমি ইচ্ছা করে তুলি নাই।

১৬।
সুরভি আর আমি সেলফি তুলতে গিয়েছি। ভুলে ওদের ছবি তুলে ফেলেছি।

১৭।
কলেজ স্ট্রীট। চারিদিকে বই আর বই।

১৮।
এই নৌকায় করে ঘুরা যায়। এক ঘন্টা এক শ' টাকা।

১৯।
একটি শপিং সেন্টারের ভিতরে।

২০।
কোলকাতার চিরাচরিত দৃশ্য।

মন্তব্য ৩৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

রুদ্র আতিক বলেছেন: আচ্ছা এরা রিক্সায় তৃতীয় চাকা লাগায় না কেন ?

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: মানূষ টেনে নিয়ে যায় তো। তাই ৩য় চাকা লাগে না। তাছাড়া ওরা দুই চাকাতেই খুশী।

২| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক সুন্দর পোস্ট, অনেক ভাললাগলো।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই।

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

ওমেরা বলেছেন: !! কলকাতাতে এখনো মানুষে রিক্সা টানে —— ! বিদেশ গেলে মানুষ কত কিছু নিয়ে আসে , আপনি আমারদের কথা ভেবে আমাদের জন্য কষ্ট করে ছবিগুলো নিয়ে এসেছেন । তার জন্য অনেক ধন্যবাদ ।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৮

রাজীব নুর বলেছেন: টানা রিকশা ওদের বংশপরম্পরা ধরে চলছে। এটা ওরা অব্যহাত রাখতে চায়।
হে হে
ভালো থাকুন।

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২

মলাসইলমুইনা বলেছেন: রাজীব নূর,
দেশি পিয়াজকাণ্ডে মাথা চিন্তিত । বিদেশী পোস্টে ভালো লাগা ।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

ইসিয়াক বলেছেন: আমি বলি তোমায় দুরে থাকো,
তুমি কথা রাখোনা।
শুধু মনে মনে কাছে ডাকো,
তুমি কেন ডাকোনা ?

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: প্রেম তো উছলায়ে পড়তাছে।

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৬

মা.হাসান বলেছেন: মাঝে মাঝে বিরক্ত করবেন, আমার তো ভালোই লাগে। B-))
প্রথমের হাতিটা প্রিন্সেপ ঘাটের মনে হলো, ভ্রমনের বর্ননায় প্রিন্সেপ ঘাটের কথা বললেন না।

পাঁচ নম্বরে রাস্তায় ট্রামের ট্যাক দেখছি, মনে হয় টাইম মেশিনে করে ভবিষ্যতের বোলপুরে চলে গেছিলেন। =p~

কোলকাতার সাথে বোম্বাই ঘুরে আসলেন নাকি? চার নম্বর ছবি দেখে তাই তো মনে হয়। নাকি কোলকাতার রাষ্ট্র ভাষা এটাই ? সুরভী আপার বাজার শেষ হবার পর আপনি দশ হাতে ব্যাগ ধরে আছেন এমন ছবি আছে কি? থাকলে দেখে চোখ জুড়াতাম।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: আসলে হাতীটার ছবি যেখান থেকে তুলেছি সেই জায়গার নাম ভুলে গেছি।
কোলকাতা শহরে ট্রাম দাপিয়ে বেড়ায়। এবং অগ্রধিকার পায়।
না বোম্বাই যাই নি।
কেনাকাটা করেই রুমে রেখে আবার গেছি। এই রকম।

৭| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৭

ইসিয়াক বলেছেন: বন্ধু চাঁদগাজীর খোঁজ পেলেন ?
বলেছিলেন খোঁজ লাগাবেন ?
উনার গ্রামের বাড়ির লোকেশন মনেহয় উনার শেষের দিকের পোষ্টে আছে ......।

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: অস্থির হবার কিছু নাই। উনি হারিয়ে যান নি।

৮| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮

কিরমানী লিটন বলেছেন: মন কাড়া সব ছবির সংযোজনে চমৎকার ছবি ব্লকের জন্য ধন্যবাদ সুপ্রিয় রাজীব নুর ভাইকে । শুভেচ্ছা সতত....

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

হাবিব বলেছেন: হাতির দাঁত কই?

২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: দাঁত চুরী হয়ে গেছে।

১০| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শেষ হয়েও হইলোনা শেষ
রয়ে গেল মধুর আবেশ।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: বাহ !

১১| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

পৌষ বলেছেন: খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১২| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় আমাদের জয়পাড়া, দোহার বসে কলকাতার এফএম রেডিওগুলো শুনতাম । সময়টা 2001 থেকে 5। রেডিও শোনার সুবাদে আর বই পড়ার সুবাদে কলকাতার অনেক কিছুই জানা ছিল। আপনার ছবিতে তার কিছু প্রমান পেলাম। পোস্টে ভাল লাগা রইল।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: আপনি দেশে কবে আসবেন??

১৩| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ২:১৯

সুপারডুপার বলেছেন: আপনার কোলকাতা ভ্রমণ দেখে এটাই আমার অনুভূতি : কোলকাতাতে দেখার কিছু নাই। সময় পেলে, তার চেয়ে বাংলাদেশে বান্দরবন , রাঙামাটি , খাগড়াছড়ি , কক্সবাজার, সেন্টমার্টিন্স ঘুরে আসলে অনেক ভালো লাগবে । বিজিনেস ট্রিপ না পড়লে ছুটি কাটানোর জন্য আমার লাইফ টাইমেও কলকাতা যাওয়ার ইচ্ছা নাই।

ইনফরমেশন গুলো ছবি আকারে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কলকাতা না দেখার কোনো আক্ষেপ-ই থাকলো না।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ভুল কথা।
অবশ্যই একবার হলেও যাওয়া দরকার। নিজের চোখে দেখে আসেন।
অন্যের মুখের স্বাদ আপনি কেন খাবেন।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪

ফেরদৌসা রুহী বলেছেন: ঘুরে এলাম আপনার সাথে। ছবিগুলো সুন্দর।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ২০ নং ছবিটা মনে দাগ কেটেছে ।

২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৬| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবিব্লগ। 6 নম্বরে পুলিশের বক্স যাকে বললেন ওটা পুলিশ কিয়স্ক। যেকোনো তিন বা চার রাস্তার মোড়ে ঐ কিয়স্কতে বসে ডিউটি অফিসার সিগন্যাল কন্ট্রোল করেন। এছাড়া সিভিক পুলিশ বা সিটি পুলিশ রাস্তার উপর দাঁড়িয়ে কর্তব্য করেন। আমি একটু পিছিয়ে পড়েছি। গতকাল সন্ধ্যা থেকে পারিবারিক ব্যস্ততার জন্য ব্লগে ঢোকার সুযোগ না পাওয়ায় ভায়ের পোস্টে কমেন্ট করতে দেরি হওয়া।
শুভকামনা রইল।

২১ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: বুঝতে পেরেছি আপনি ব্যস্ত।
ধন্যবাদ আপনাকে ৬ নং ছবির সম্পর্কে বলার জন্য।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: ১১, ১৭, ১৮ ও ২০ সবচেয়ে বেশী ভালো লেগেছে।

২৪ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জগাই। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.