নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
মৃত্যু মানুষের স্বাভাবিক নিয়তি। তাই বলে যদি এমন হয়, কোনো দুর্ঘটনার ফলে নিমিষেই ঝরে যাচ্ছে একেকটি প্রাণ, তবে তা সত্যিই বেদনাদায়ক এবং একই সঙ্গে উদ্বেগের। আজ স্বাধীন পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি বাসকে ওভারটেক করলে বরযাত্রীদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। নয় জনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনটি শিশু। প্রতিটা মৃত্যু আমাকে ভীষন কষ্ট দেয়। আজ যারা মারা গেল এরা আমার কেউ আত্মীয়স্বজন নয়। সড়ক দূর্ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নেই? অল্প দক্ষ বা অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। টাকা দিলেই লাইসেন্স পাওয়া যায়। কিন্তু লাইসেন্সধারী তো অভিজ্ঞ নয়। তাই দূর্ঘটনা হয়। হচ্ছে।
প্রতিটা সড়ক দূর্ঘটণায় মৃত্যু বড্ড মর্মান্তিক, হৃদয়বিদারক!
নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের সব সড়ক- মহাসড়ক গুলো যদি ফোরলেন করা হতো অথবা সড়কের মাঝখানে একটা আইল্যান্ডও দেয়া হতো তাহলে এসব মর্মান্তিক দূর্ঘটনা এড়ানো যেতে, এতোগুলো প্রাণ অকালে নিভে যেতো না এবং সড়ক দূর্ঘটনা ৪ ভাগের তিনভাগই কমে যেতো, এটি না থাকায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, এর জন্য রাষ্ট্র এর দায় এড়াতে পারে না।
লম্বা যাত্রায় মাইক্রোবাস চালকদের দক্ষতা কম।
তারা বড় গাড়ির সাথে প্রতিযোগিতা করে চালায়। ফলে দূর্ঘটনার কবলে পরে। চোখে ঘুম নিয়ে ভোরে ভোরে বরযাত্রী লম্বা যাত্রায় ও দূর্ঘটনার কারণ। মানুষ যখন যা করবে তা যদি সে মন দিয়ে করে তবে ভুলের সম্ভাবনা খুবই কম। সড়ক পরিবহন আইনের এই কড়াকড়ি মূলত চালকদের সচেতনতা বৃদ্ধির জন্যই। কারণ, বাঙালী এমনিতে ঠিক হয় না! ঘাড়ে চেপে ধরলে যদি সে নিরুপায় হয়, তবেই সে একটু পাল্টায়।
কোথাও গেলে আমাকে বাস বা গাড়িতে করেই যেতে হয়।
একটু উনিশ বিশ হলে তো আমি শেষ। সাথে সাথে আমার সমস্ত স্বপ শেষ। মা কাঁদবে, সুরভি কাঁদবে। সরকারের কোনো কিছু যাবে আসবে না। সড়ক দুর্ঘটনার কারণে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। সড়ক দুর্ঘটনার বিষয়টি যতই জটিল সমস্যা হোক না কেন; সকলের সামগ্রিক চেষ্টা, সচেতনতার মাধ্যমে এ থেকে রক্ষা পাওয়া খুব বেশি কঠিন কাজ নয়। তাই “নিরাপদ সড়ক চাই” এ স্লোগানে সবাইকে এগিয়ে আসতে হবে।
জনাব ইলিয়াস কাঞ্চন- এ সময়ের মহানায়ক
আমাদের নিরাপত্তার জন্যে একাই লড়ছেন। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে যেসব পরিবহন শ্রমিক-মালিক বাজে ভাষায় পোস্টার করেছে, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক। আমরা ইলিয়াস কাঞ্চনের পক্ষে আছি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পক্ষে আছি।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: এই জন্যই আজ শিক্ষিত সমাজ বিদেশ (উন্নত দেশ) যাওয়ার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে।
২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৮
কনফুসিয়াস বলেছেন: আমি বাচঁতে চাই। বাচাঁর মত বাচঁতে চাই।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩১
রাজীব নুর বলেছেন: তাহলে আপনি উন্নত কোনো দেশে চলে যান।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৬
নীল বরফ বলেছেন: সাতসকালে অনলাইন ভার্সনে দুর্ঘটনার ছবি দেখে মাথা ঝিমঝিম করছে এখনো। মাইক্রোবাসটা ছিন্নভিন্ন হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটা সড়ক আসলে "মরণসড়ক"য়ে পরিণত হয়েছে।
নিহতের পরিবারগুলোর প্রতি রইল অনেক অনেক সমবেদনা।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: আমাদের পরিবহনওয়ালারা সচেতন হলে দূর্ঘটনা অনেক কমে যাবে।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
চাঁদগাজী বলেছেন:
ওবায়দুল কাদের প্রমাণিত অদক্ষ, এজন্যই শেখ হাসিনা উনাকে দলের সম্পাদক বানায়েছেন; শেখ হাসিনা বুদ্ধিমানদের বিশ্বাস করেন না।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: রাজনীতিবিদরা আরাম প্রিয়।
আর আমাদের দরকার পরিশ্রমী লোক।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুদ্ধিমান মানুষ দলে থাকলে তাদের দিয়ে তৈলমর্দন করানো যাবে না।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪০
ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: এই জন্যই আজ শিক্ষিত সমাজ বিদেশ (উন্নত দেশ) যাওয়ার জন্য আপ্রান চেষ্টা চালাচ্ছে।
একশত ভাগ ঠিক। আমিও থাকতে চাইনা এদেশে থাকতে।
শুধু শুধু পদে পদে অসন্মানিত হতে হয় ।
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: বন্ধু আপনি যান। আপনি গিয়ে আমাকে আর সুরভিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০
জুল ভার্ন বলেছেন: আসুন নিঃসংগ যোদ্ধা ইলিয়াস কাঞ্চনের পাশে দাঁড়াই।
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এই লোক নোবেল পাওয়া মতোণ কাজ করছে।
৮| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫
ইসিয়াক বলেছেন: বিবাহিতাকে – জয় গোস্বামী
কিন্তু ব্যাপারটা হচ্ছে, তুমি আমার সামনে দাড়ালেই আমি
তোমার ভিতরে একটা বুনো ঝোপ দেখতে পাই।
ওই ঝোপে একটা মৃতদেহ ঢাকা দেওয়া আছে।
অনেকদিন ধ’রে আছে। কিন্তু আশ্চর্য যে
এই মৃতদেহ জল, বাতাস, রৌদ্র ও সকলপ্রকার
কীট-বীজাণুকে প্রতিরোধ করতে পারে। এরপচন নেই।
বন্য প্রাণীরাও এর কাছে ঘেঁষে না।
রাতে আলো বেরোয় এর গা থেকে।
আমি জানি, মৃতদেহটা আমার।
কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই জারিজুরি এবার ফাঁস হওয়া প্রয়োজন।
আর তা হবেও, যেদিন চার পায়ে গুঁড়ি মেরেগিয়ে
পা কামড়ে ধ’রে, ওটাকে, ঝোপ থেকে
টেনে বার করব আমি।
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: হুম।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩২
নুরহোসেন নুর বলেছেন: আমাদের জীবনের কোন মুল্য নেই,
যে সড়কে আমাদের নির্ভয়ে চলার কথা ছিলো সেই সড়কেই আমাদের নির্মম মৃত্যু হচ্ছে।
বন্ধ হোক সড়কে মৃত্যুর মিছিল,
দায়ীদের হোক কঠিন শাস্তি;
সড়ক হোক সকলের জন্য নিরাপদ।
২৩ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫২
রাজীব নুর বলেছেন: নিরাপদ থাকার জন্য সবার আগে দরকার সচেতন হওয়া।
আমরা কি সচেতন?
১০| ২৩ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাপদ সড়ক চাই
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।
২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪০
রাজীব নুর বলেছেন: কোথাও কোনো নিশ্চয়তা নাই।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুর্ঘটনার প্রসঙ্গ আসলেই ক্ষমতাসীনদের মুখপাত্ররা অমুক দেশ, তমুক দেশের দুর্ঘটনা আরো বেশি হয় বলে পরিসংখ্যান দিয়ে মাছ দিয়ে শাক ঢাকার হাস্যকর চেষ্টা করে থাকেন | বাস্তবতা হচ্ছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার মারাত্মক এবং অধিকাংশ দুর্ঘটনার কারণ খুঁজলে দেখা যাবে অতি সামান্য কারণে এই সকল দুর্ঘটনা ঘটেছে যা সহজেই এড়ানো যেত | এতো দায়িত্বজ্ঞানহীন সড়কব্যবস্থাপনা এবং চালকের সমন্বয় আর কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না | সড়ক পরিবহনের নিয়ন্ত্রক সিন্ডিকেটের কাছে মানুষের জীবনের মূল্য যেখানে তুচ্ছ সেখানে ইলিয়াস কাঞ্চনের মতো শুধু একজন নিবেদিত সমাজবিপ্লবী যথেষ্ট নয়, এরকম আরো অনেকের এগিয়ে আসার প্রয়োজন রয়েছে |
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
রূপম রিজওয়ান বলেছেন: জাতির জন্য কতটা লজ্জার ব্যাপার যে প্রকাশ্যে এত বড় মাপের একজন মানুষকে নিয়ে অবমাননাকর পোস্টার টাঙানো হলো,তাও কি না নিরাপদ সড়ক আন্দোলনে তাঁর অনবদ্য ভূমিকার 'অপরাধ'এ!
২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানুষ ভালো না। ভন্ড।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৩
ইসিয়াক বলেছেন: ভালো মানুষের জন্য বাসের অযোগ্য এদেশ ।