নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার বন্ধু সালাউদ্দিন।
সালাউদ্দিন একজন আগাগোড়া ব্যর্থ মানুষ। সে ভাগ্য পরিবর্তনের আশায় মালোশিয়া গিয়েছে, ফিজি গিয়েছে, নিউজিল্যান্ড গিয়েছে। কিছু দিন আগে সৌদি আরব গিয়েছে। কোনো দেশেই ছয় মাসের বেশি থাকে নি। অনেক ধার-দেনা করে বিদেশ গিয়েছে। কোনো দেশেই তার ভালো লাগে না। কাজ করে আরাম পায় না। এখন সে বেকার। সালাউদ্দিনের সাথে আমার পরিচয় দুই যুগের বেশি সময় ধরে। আমরা একই সাথে লেখাপড়া করেছি বারো ক্লাশ পর্যন্ত। তবে গত পাঁচ বছর সালা উদ্দিনের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। তিন মাসে আগে একদিন সালাউদ্দিন আমাকে ফোন দেয়। আমাদের পুরোনো হাজার হাজার সৃতি আবার নতুন করে সব মনে পড়ে। এখন আমাদের প্রায়ই দেখা হয়, আড্ডা হয়।
সালা উদ্দিন প্রতি সপ্তাহে দুই দিন আমার বাসায় আসে।
সুরভির রান্না সালাউদ্দিনের খুবই পছন্দ। আমার সাথে আড্ডা দেয়। তারপর চলে যায়। সালাউদ্দিন বিয়ে করেছে প্রায় এক বছর হলো। সালাউদ্দিনের বউ মিলি। মিলি অনেক গুনী মেয়ে। মাস্টার্স করেছে। একটা স্কুলের শিক্ষিকা। স্কুলে মিলি বিজ্ঞান ও অংক শেখায় ছাত্রছাত্রীদের। স্কুল শেষে দু'টা কোচিং এ ব্যাচে ছাত্রছাত্রীদের পড়ায়। কোচিং শেষে মিলি একটা কোর্স করছে। ওয়েব ডেভেলপমেন্টের। সেখানে যায়। সকাল সাত টায় বাসা থেকে বের হয় মিলি, রাত দশ টায় বাসায় ফিরে। স্কুলে পড়িয়ে এবং কোচিং এ পড়িয়ে মিলি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে। এদিকে সালাউদ্দিনের কোনো কামকাজ নেই। সারা দিন সে তার স্ত্রীকে সময় দেয়। সকালে স্কুলে পৌঁছে দেয়। স্কুলে শেষ হলে কোচিং এ পৌঁছে দেয়। কোচিং শেষ কোর্সের ক্লাশে নিয়ে যায়। এক হিসেবে দু'জন সারাদিন একসাথেই থাকে।
এইভাবেই যাচ্ছে বন্ধু সালাউদ্দিনের দিনকাল।
সালাউদ্দিনের ফ্যামিলির অবস্থা ভালো না। বেশ অভাব! মিলি পারাবারিক অবস্থাও তত উন্নত নয়। মিলি যা ইনকাম করে তার কোর্স ফি, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ আর সিনএনজি ভাড়া দিয়েই সব শেষ হয়ে যায়। বিয়েরপরও মিলি থাকে তার মায়ের কাছে। ভাড়া বাড়িতে। মিলির বাবা নেই। সালাউদ্দিন সপ্তাহে দুই দিন মিলির বাসায় থাকে। মিলির বাসা সালাউদ্দিনের বাসার দূরত্ব ত্রিশ টাকা রিকশা ভাড়া। এইভাবেই চলছে গত এক বছর ধরে। সালাউদ্দিন চাকরী পাচ্ছে না। বউকে নিজের বাসায়ও তুলতে পারছে না। চাকরী পেলেই সালাউদ্দিন বড় বাসা নেবে তখন মিলিকে বড় অনুষ্ঠান করে তুলে নেবে। অনেক চাকরীর সন্ধান করে, এখন চাকরীর আশা বাদ দিয়েছে সালাউদ্দিন। মিলি সালাউদ্দিনকে বলে যেভাবে দিন যাচ্ছে যাক না। চিন্তা করে প্রেসার বাড়িয়ে লাভ কি!
সালাউদ্দিন ছেলেটা ভালো।
বেশ বুদ্ধিমান। তবে তার বুদ্ধি কোনো কাজে লাগে নি। আমরা মাঝে মাঝে চায়ের দোকানে খুব আড্ডা দেই। একদিন সালাউদ্দিন রাত বারোটায় ঘর থেকে বের হয়ে গেছে। আমি বললাম, এত রাতে বের হলি ক্যান?
সালাউদ্দিন বলল, সুমন (সালাউদ্দিনের একমাত্র শালা) অসুস্থ। ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের সিরিয়াল দিতে যাচ্ছি।
আমি বললাম, এত রাতে কেন?
সালাউদ্দিন বলল, এই ডাক্তার উপমহাদেশের নাম্বার ওয়ান। সিরিয়াল পাওয়াই খুব কষ্টের। সিরিয়াল দেয় ভোর ছয় টায়। পরে গেলে আর সিরিয়াল নেবে না।
আমি বললাম, ভোর ছয়টায় সিরিয়াল নেয়, তাহলে তুই রাত বারোটায় ঘর থেকে বের হলি কেন?
সালাউদ্দিন বলল, ভোরে যদি ঘুম থেকে উঠতে না পারি? অথবা সিরিয়াল দিতে না পারি। অনেক লম্বা লাইন হয় তো! দশজনের বেশি সিরিয়াল নেয় না। বললাম না উপমহাদেশের নাম্বার ওয়ান ডাক্তার।
আমি বললাম, তোর ধানমন্ডি যেতে সময় লাগবে আধা ঘন্টা। রাত বারোটায় বের হলি। সারা রাত করবি কি?
সালাউদ্দিন বলল, এই হাঁটাহাঁটি করবো। কোনো চায়ের দোকান খোলা থাকলে চা-টা খাবো। তুই বুঝতে পারছিস না। সুমন অসুস্থ আমাদের সবার মন খারাপ।
তখন আমি গভীর ঘুমে।
রাত দুইটায় সালাউদ্দিন আবার আমাকে ফোণ দিয়ে বলল, দোস্ত সময় তো কাটে না। একাএকা ভালো লাগে। কেমন ভয়ভয় লাগছে!
আমি বললাম, অপেক্ষা কর আমি আসছি। সুরভিকে বুঝিয়ে-সুজিয়ে আমি বাসা থেকে বের হলাম। তারপর রাত আড়াই টায় আমি সালাউদ্দিনের কাছে যাই। সালাউদ্দিন আমাকে দেখে খুব খুশি। খুশীতে আমাকে জড়িয়ে ধরলো। ধানমন্ডি লেকের পাড়ে বসে আড্ডা দেই ভোর পর্যন্ত। সকালে ডাক্তারের সিরিয়াল দিয়ে বাসায় ফিরি।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: ওর দিন এইভাবেই যাবে।
২| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক সুন্দর করে লিখেন আপনি। আপনাদের বন্ধত্ব অটল থাকুক সারাজীবন সেই কামনা থকলো।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০১
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৫
ইসিয়াক বলেছেন: একটা'ই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে
সে হলো বন্ধু... বন্ধু আমার... বন্ধু আমার... বন্ধু আমার..
একটা'ই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে
সে হলো বন্ধু... বন্ধু আমার... বন্ধু আমার
কে গরীব, কে আমীর সে মানে না
জাতের বিচার করা সে জানে না
সে হলো বন্ধু... বন্ধু আমার... বন্ধু আমার
দু'হাতে মোহর-গিনী ছড়িয়ে গেলে
এ জগতে দামী দামী কতো কি মেলে
টাকায় যায় না কেনা বন্ধু কোথাও
সে শুধু কপাল গুনে মিলে দুনিয়াতে
তুমি যে বন্ধু, বন্ধু আমার...
একটা'ই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে
সে হলো বন্ধু... বন্ধু আমার... বন্ধু আমার
এক মা'র গর্ভেতে জন্ম না কয়
বন্ধুকে বলি তবু নিজেরই যে হয়
রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই
হৃদয়ের এতো মিল রয়েগেছে সাথে
তুমি যে বন্ধু, বন্ধু আমার...
একটা'ই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে
সে হলো বন্ধু... বন্ধু আমার... বন্ধু আমার
কোনো দিনও ছাড়বোনা বন্ধু তোমায়
রয়ে যাবো চিরদিন এক দু'জনায়
আনন্দে দুঃক্ষে হবো একাকার
জীবনে মরণে রবো তোমাতে আমাতে
তুমি যে বন্ধু, বন্ধু আমার...
একটা'ই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে
সে হলো বন্ধু... বন্ধু আমার... বন্ধু আমার... বন্ধু আমার..
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৬
পদাতিক চৌধুরি বলেছেন:
ভাইয়ের পোস্টে বিষয়টি তুলে ধরছি। এই মুহূর্তে আমার প্রতিমন্তব্য দেওয়ার মতো সবুজ বাটন আসছে না। এর আগেও একদিন এরকম ঘটনা ঘটেছিল।
পোস্ট প্রসঙ্গে:-
সালাউদ্দিনরা হয়তো একদিক দিয়ে ব্যর্থ। তবে ওরা বিশ্বাসী, চাহিদা সীমিত। নূন্যতম প্রাপ্তিতে খুশি এবং সুখিও।আর আমরা চালাক বা বুদ্ধিমানদের কিন্তু রাতে ঘুম আসেনা। সালাউদ্দিন-মিলির জীবনালেখ্য স্রোতস্বিনীর ন্যায় প্রবাহিত হোক।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৩
রাজীব নুর বলেছেন: দাদা নেট সমস্যা হলেও এরকম হয়।
আপনি নতুন করে আবার লগিন করুন।
ঠিক হয়ে যাবে। এটা সাময়িক সমস্যা।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৯
আল ইফরান বলেছেন: বিপদেই বন্ধুর পরিচয়, আমার ছোটজীবনের অভিজ্ঞতায় তাই বলে আর কি।
জীবনের চলার পথে অনেকেরই সাথে সাক্ষাৎ পরিচয় হয়, কিন্তু বন্ধুত্ব ধরে রাখা খুব সাধনার বিষয়।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩০
অদ্ভুত_আমি বলেছেন: আপনি আসলেই সত্যিকারের বন্ধু । কেননা এই যুগে কেহই ব্যর্থদের সহানুভুতি, সময় কিছুই দেয় না।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: বিপদের সময় পাশে থাকা আমার কতব্য।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৪
হাসান জামাল গোলাপ বলেছেন: আমার এক বন্ধু ঢাকা শহরে house-husband। চাকরি ছেড়ে share ব্যাবসায় নেমে সব হারিয়েছে।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: শেয়ার ব্যবস্থায় অসংখ্য মানুষের করুন পরিনতি হয়েছে।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩০
বাকপ্রবাস বলেছেন: আপনার লেখা এতো জীবন্ত দ্বন্দে পড়ে যাই কতটুকু জীবন্ত আর কত টুকু সাহিত্য
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: যেহেতু আমি জীবনের গল্প বলেছি। আর সাহত্য তো জীবনের'ই অংশ। কাজেই পুরাটাই সাহিত্য বলা যায়।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৫১
ঢাকার লোক বলেছেন: বন্ধু হিসাবে আপনি অনন্য! রাত দুইটায় স্ত্রী কন্যাকে একলা রেখে একজন বেকার বন্ধুকে সংগ দিতে খিলগাও থেকে ধানমন্ডি যান, জানিনা কিভাবে গিয়েছেন, এই অনিরাপদ পরিস্থিতিতে রিক্সা বা সিএনজি হলেত কথাই নেই, আপনার স্ত্রীও তার অনুমতি দেন! ভাল স্ত্রী পেয়েছেন। আপনি সত্যি ভাগ্যবান।
জানিনা এই ব্লগে বিবাহিত কজন আছেন যারা তাঁদের স্ত্রীর কাছে এমন অনুমতি আশা করতে পারেন! আল্লাহ আপনাদের ভাল করুন!!
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: সুরভি আমাকে বুঝে।
এই জন্য আমার ঝামেলা কম হয়।
সুরভি তেরিং বেরিং টাইপ হলে সংসার শান্তির হতো না।
১০| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
সালাউদ্দিন অবশ্যই বোকা ধরণের মানুষ
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: আসলে এই সমাজে কেউই বোকা নন।
সালাউদ্দিন নির্বোধ অথবা অসহায়।
১১| ২৪ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৪৯
নুরহোসেন নুর বলেছেন: প্রকৃত বন্ধু তো সেই যে রাত আড়াইটা থেকে ভোর পর্যন্ত ধানমন্ডির লেকের পাড়ে নিঃসঙ্গ বন্ধুকে সঙ্গ দেয়!
-সালাউদ্দিন সাহেবের দ্রুত ভাল একটা চাকুরী হোক, মিলির ব্যস্ততা কমে যাক এটাই কামনা করছি।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩০
আসোয়াদ লোদি বলেছেন: ডাক্তারের সিরিয়াল পাওয়ার মত বাস্তব অভিজ্ঞতার একটি দিক চমৎকার ভাবে ওঠে এসেছে।
২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: আসলেই।
বহু ডাক্তার এর সিরিয়াল পড়ে রাত দুই টায়। অথবা ভোরে।
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩২
কনফুসিয়াস বলেছেন: আমিও আমার বন্ধুর জন্য এমন করেছিলাম, পার্থক্য শুধু আমি সিংগেল তাই কাউকে বুজাতে হয়নি ই্চ্ছে হল আর বেরিয়ে পড়লাম। লেখাটি অনেক ভাল লাগল, শুভ কামনা ভাই।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩
কিরমানী লিটন বলেছেন: আপনার লিখা বাস্তবতার এক উৎকৃষ্ট উদাহরন। এখনকার সমাজে সালাউদ্দিনের বড় অভাব। ভালোবাসা সত্যিকারের বন্ধুত্বে.....
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনারা উভয়েই ভাল মানুষ আর প্রকৃত বন্ধু ।
ভাল মানুসদের এই কপালে থাকে ।সালাউদ্দিন এর দ্রুত ভাল একটা চাকুরী হোক, মিলির ব্যস্ততা কিছুটা কমে যাক এটাই কামনা করছি।
আর আপনি অবশ্যই ভাগ্যবান যিনি এমন ভাল স্ত্রী পেয়েছেন যে স্ত্রী রাত ২ টায় বাইরে যাওয়ার অনুমতি দেন তাও বন্ধুর জন্য ।
২৪ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: দোয়া করবেন ভাই।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭
টারজান০০০০৭ বলেছেন: সুন্দর গল্প ! সুরভী ভাবীসাব আপনাকে সুপারম্যান ভাবে বোধহয় ! তাই রাত আড়াইটায় ঢাকা শহরে বন্ধুর শালার সিরিয়াল দিতে গৃহত্যাগের অনুমতি দেয়, আপনার সিরিয়াল দেওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও !
সালাহউদ্দিন ভুল করিয়া পুরুষ হইয়া জন্মিয়াছে ! এখন অবশ্য জেন্ডার চেঞ্জ করা যায়। ওই ডাক্তারের সিরিয়ালটাও দিয়া আসিলে খ্রাফ হইতোনা !!
২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: গল্প নয় বাস্তব।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ! মানুষ তো এমনই হওয়া উচিত। বন্ধুত্ব ও এমনই হওয়া উচিত।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৮
আদৃতা মেহজাবিন বলেছেন:
চমৎকার লিখেছেন। ভালো লাগলো।
২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১১
রুমী ইয়াসমীন বলেছেন: বন্ধুর প্রতি বন্ধুর টান ও দায়িত্ববোধ থাকলে এমনই হতে হয়।
আপনার বন্ধুর জন্য শুভকামনা রইলো যেন ওনার ভালো একটা গতি হয়।