নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
উইকিপিডিয়াতে বলা হয়েছে- মন হলো এমন কিছু যা নিজের অবস্থা এবং ক্রিয়া গুলি সম্পর্কে সচেতন। মানষের মন হচ্ছে একটা অদৃশ্য শক্তি, যা মানুষেকে সবদিক থেকে নিয়ন্ত্রন করে। মনকে কোন মানুষের পক্ষে বইয়ের মতোন পড়া সম্ভব নয়। পৃথিবীর কোন মানুষের পক্ষে অপর আরেকজন মানুষের মনকে সঠিকভাবে পড়া সম্ভব নয়। মানুষের মন ব্রেনকে নির্দেশ প্রদান করে, আর ব্রেন সেই অনুযায়ী কাজ করে থাকে। 'ভয়' এমনই একটা জিনিস যার অনুভুতি ব্রেনে হয় না, তা হয় মানুষের মনে।
মানুষ যখন প্রবৃত্তির দাসে পরিণত হয়, তখন তার মধ্যে পশুসুলভ আচরণ বৃদ্ধি পায়। মন নিয়ে বা মন বিষয়ক হাজার হাজার গ্রন্থ রচিত হয়েছে। অসংখ্য ও অগণিত গান, কবিতা এসব না হয় বাদ'ই থাক। দেহরোগের চিকিৎসা সহজ হলেও মনোরোগের চিকিৎসা ততটা সহজ কিন্তু নয়। তার মানে মন আছে বলেই মানুষের মনোরোগ হয়। তবে হৃদয় ও মন আলাদা। মনের ইংরেজি মাইন্ড। আর হৃদয়ের ইংরেজি হার্ট। মাইন্ড আর হার্ট নিশ্চয়ই এক নয়। কে বদলায় আগে 'মন' না 'মানুষ'? জ্ঞানী ব্যাক্তিরা বলেন, চারটি পদ্ধতি অবলম্বন করে মানব মনকে পরিশোধন করা যায়, আত্মশুদ্ধি লাভ করা যায়।
এক। কম ঘুমানো।
দুই। কম আহার করা।
তিন। কথা কম বলা।
চার। মানুষের সঙ্গে কম মেলামেশা করা।
আচরণীয় দিক দিয়ে সব মানুষ এক নয়।
কেউ নম্র, কেউ কর্কশ, কেউ পাষাণ। আমি নিজে প্রতিদিন কি কি খারাপ কাজ করলাম? নিজের সমালোচনা নিজে না করে অন্য মানুষের সমালোচনা করা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। সৃষ্টির এক অসাধারণ সৃষ্টি মানুষের মন, প্রতিটি মানুষেরই আর কিছু থাকুক আর না থাকুক সুন্দর একটা মন সবার থাকে। কিন্তু নানা কারণে মানুষের মনটা কলুষিত হয়ে যায়। মানুষ যতই তার ভেতরে নিজের মনের ভাব ও মনের কথা লুকিয়ে রাখুক না কেন মানুষটার আচার আচরণে অনেক কিছুই ফুটে ওঠে। মানুষ তার মনের ভালো দিক এবং মন্দ দিক কখনই লুকিয়ে রাখতে পারে না। নো, নেভার। দু'টাই যথাসময়ে ফুটে ওঠে।
মানুষের বাহ্যিক আচরণ লক্ষ্য করে যাঁরা অন্যের মন পড়তে পারেন, পেশাগত জীবনে তাঁরাই উন্নতি করতে পারেন। মানুষের মন তাদের চিরাচরিত বিশ্বাস নিয়ে যুক্তি দ্বারা কতটা প্রভাবিত হয়। ছোটবেলা থেকে শুনে আসছি, মনের সৌন্দর্যই আসল। আচ্ছা, মনের সৌন্দর্য কিভাবে দেখা যায়? আপনার মনে যা আছে তার ৫৫ শতাংশ বোঝা যায় অঙ্গভঙ্গি থেকে, ৩৮ শতাংশের প্রকাশ পায় কণ্ঠ থেকে এবং ৭ শতাংশ বোঝা যায় ভাষার ব্যবহারে। ‘মন’ এর অন্য একটি গ্রহণযোগ্য ভালো নাম হচ্ছে চিন্তা। আর এই চিন্তাই মনকে বদলে দেয়, বদলে দেয় মানুষকেও। তাই ভালো চিন্তা করতে হয়। মন্দ চিন্তা পরিহার করতে হয়।
মানুষ পরিবর্তিত হয় চিন্তায়, মনে আর মননে; শরীরে বা দেহে নয়। দেহকে বলা যায় মানুষের অবকাঠামো, বলা যায় মানুষ নামক চিন্তা বা মনের ইনফ্রাস্ট্রাকচার কিংবা মন বা চিন্তার হাত-পা। পবিত্র বাইবেল বলে, মানুষের মন/প্রাণ এবং আত্মা হচ্ছে অবিনশ্বর বা অমর। সেই ধর্মীয় আলোচনায় যাবো না।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: গ্রেট।
২| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষের মন বড়ই বিচিত্র। এর কূলকিনারা পাওয়া খুবই কঠিন । সুদূরপরাহত।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
সাহাদাত উদরাজী বলেছেন: এই যে আমার মন, এখন কিন্তু নিউইয়র্কে আছে!
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: আমার মন আছে আমস্টারডাম।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৮
হাবিব বলেছেন: আত্মশুদ্ধি গ্রহনের প্রস্তুতি নিচ্ছেন নাকি?
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১২
রাজীব নুর বলেছেন: চেষ্টায় আছি।
৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর ,
মানুষের মন বোঝা বড় ভার...................
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: আজ ব্লগে কি যে হয়েছে সব গুরুগম্ভীর পোস্ট।
কি আর করার....
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৬
রাজীব নুর বলেছেন: দাদা আমি খুব সময় দারুন সব লেখা লিখতাম। সময় পাই না।
৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০৮
নুরহোসেন নুর বলেছেন: মনের মৌলিক উপাদান কি তা নিয়ে গবেষণা করতে ইচ্ছে করে,
সুত্র পাচ্ছিনা বলে আর গবেষণা করা হলো না!
২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: অন্য কিছু নিয়ে গবেষনা করুন।
কারন মনের রহস্যের শেষ নেই। অনন্ত নক্ষত্র বীথিতে যত রহস্য তার চেয়ে বেশি রহস্য মানুষের মনে।
৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪০
ইসিয়াক বলেছেন: আমস্টারডাম
==============
আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী ও অন্যতম প্রধান শহর। এটি বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যকেন্দ্র। শহরটি নেদারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত হয়। পরিবেশ এবং পরিকাঠামোর জন্য জীবনযাপনের মানের বিচারে আমস্টারডামকে দ্বাদশ শ্রেষ্ট শহরের মর্যাদা দেওয়া হয়েছে। বিখ্যাত আমস্টারডাম বাসিন্দাদের মধ্যে রয়েছেন অ্যানে ফ্রাঙ্কের ডায়রি খ্যাত ডায়রিস্ট অ্যানে ফ্রাঙ্ক, শিল্পী রেমব্র্যান্ড্ট ভ্যান রিজান এবং ভিনসেন্ট ভ্যান গঘ এবং দার্শনিক বারুচ স্পিনোজা। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। অন্যান্য আমস্টারডামের প্রধান আকর্ষণসমূহের তালিকা-র মধ্যে রয়েছে রিজক্সামুয়েসিয়াম, ভ্যান গঘ যাদুঘর, স্টেডিলিখ যাদুঘর আমস্টারডাম। স্টেডিলিযক জাদুঘর, হেরিটেজ আমস্টারডাম, অ্যান ফ্রাঙ্ক হাউস, আমস্টারডাম মিউজিয়াম, তার রেডলাইট জেলা। শহরটি তার নৈশজীবন এবং উৎসব কার্যকলাপের জন্য সুপরিচিত; তার নাইটক্লাবগুলির মধ্যে বেশ কয়েকটি, যেমন-মেলকইগ, প্যারাডিস। বিশ্বের সবচেয়ে বিখ্যাত নাইটক্লাবগুলির মধ্যে অন্যতম। এটি বিশ্বের সবচেয়ে বহুজাতিক শহরগুলির মধ্যে অন্যতম, যেখানে কমপক্ষে ১৭৭টি জাতীয়তার মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। সেই আমস্টারডামই আরও একবার নতুন চমক নিয়ে এল। এই শহরে আপনি কখনও ঘুরতে গেলে বিয়ে করতে পারবেন এই শহরেরই এক সুন্দরীকে। এক দিনের জন্য। বিয়ের দিনই ওই সুন্দরীর সঙ্গে আপনি সারা শহর ঘুরে দেখতে পারবেন। ছোটোখাটো হানিমুনের মতো। পর্যটন দপ্তর জানিয়েছে, এই শহরে পর্যটকদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই শহরের জনসংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি। আর প্রতি বছর প্রায় ৫ লক্ষ আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করেন। এত বেশি সংখ্যক পর্যটকদের আসা যাওয়া শহরের মানুষের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই পর্যটকদের সঙ্গে আমস্টার্ডামবাসীদের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটন দপ্তর থেকে। আমস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী ও অন্যতম প্রধান শহর। এটি বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যকেন্দ্র। শহরটি নেদারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত হয়। পরিবেশ এবং পরিকাঠামোর জন্য জীবনযাপনের মানের বিচারে আমস্টারডামকে দ্বাদশ শ্রেষ্ট শহরের মর্যাদা দেওয়া হয়েছে। বিখ্যাত আমস্টারডাম বাসিন্দাদের মধ্যে রয়েছেন অ্যানে ফ্রাঙ্কের ডায়রি খ্যাত ডায়রিস্ট অ্যানে ফ্রাঙ্ক, শিল্পী রেমব্র্যান্ড্ট ভ্যান রিজান এবং ভিনসেন্ট ভ্যান গঘ এবং দার্শনিক বারুচ স্পিনোজা। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। অন্যান্য আমস্টারডামের প্রধান আকর্ষণসমূহের তালিকা-র মধ্যে রয়েছে রিজক্সামুয়েসিয়াম, ভ্যান গঘ যাদুঘর, স্টেডিলিখ যাদুঘর আমস্টারডাম। স্টেডিলিযক জাদুঘর, হেরিটেজ আমস্টারডাম, অ্যান ফ্রাঙ্ক হাউস, আমস্টারডাম মিউজিয়াম, তার রেডলাইট জেলা। শহরটি তার নৈশজীবন এবং উৎসব কার্যকলাপের জন্য সুপরিচিত; তার নাইটক্লাবগুলির মধ্যে বেশ কয়েকটি, যেমন-মেলকইগ, প্যারাডিস। বিশ্বের সবচেয়ে বিখ্যাত নাইটক্লাবগুলির মধ্যে অন্যতম। এটি বিশ্বের সবচেয়ে বহুজাতিক শহরগুলির মধ্যে অন্যতম, যেখানে কমপক্ষে ১৭৭টি জাতীয়তার মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। সেই আমস্টারডামই আরও একবার নতুন চমক নিয়ে এল। এই শহরে আপনি কখনও ঘুরতে গেলে বিয়ে করতে পারবেন এই শহরেরই এক সুন্দরীকে। এক দিনের জন্য। বিয়ের দিনই ওই সুন্দরীর সঙ্গে আপনি সারা শহর ঘুরে দেখতে পারবেন। ছোটোখাটো হানিমুনের মতো। পর্যটন দপ্তর জানিয়েছে, এই শহরে পর্যটকদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই শহরের জনসংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি। আর প্রতি বছর প্রায় ৫ লক্ষ আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করেন। এত বেশি সংখ্যক পর্যটকদের আসা যাওয়া শহরের মানুষের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই পর্যটকদের সঙ্গে আমস্টার্ডামবাসীদের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটন দপ্তর থেকে।
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: জানি।
আমস্টারডাম নিয়ে আমি একটা পোষ্টও দিয়েছি সামুতে।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: মন সাধারণত একটি সত্তা এর চিন্তাভাবনা এবং চেতনা।
এটি কল্পনা, স্বীকৃতি এবং অনুগ্রহের ক্ষমতা ধারণ করে।
মন এক আধ্যাত্মিক ধারণা। যা মানুষ শুধু কল্পনা করতে পারে
যাকে স্পর্শ করা যায় না। মানুষ কাউকে উপলব্ধি করতে চাইলে
মানুষ ভাবে সে মন থেকেই করছে। কোন বিষয়ের প্রতি সম্পর্কিত
হতে হলে মানুষের চিন্তা-চেতনা ধ্যান- ধারণা বা সুখ-দুঃখ অনুভতির
প্রয়োজন হয় যা মানুষ মন থেকে শরীরের আচরণের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটায়।
মানুষের মন যতক্ষণ তার নিয়ন্ত্রণে থাকে, মানুষ যতক্ষণ মনের কথা মনে রাখতে পারে,
ততক্ষণ মানুষের অধীনেই তার মন ন্যস্ত থাকে। মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে
সে মন অবচেতন হয়ে যায়। ফলে সে মন আর তার অধীনে থাকে না।
সে ভাবনার রাজ্যে ঘুরে বেড়ায়। মনকে নিয়ন্ত্রণে না রাখতে পারলে একই
বিষয়ের ওপর তার স্থায়িত্ব থাকে না। মন বড়ই বিচিত্র।
২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯
রাজীব নুর বলেছেন: ইয়েস। রাইট।
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো ...।