নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
চলুন আমরা মোমবাতির মতো বাঁচি, নিজেকে দান করে, কিন্তু সকলকে আলো দিয়ে।
১। আমি কোনো মানূষের মুখে প্রথমেই পাপ দেখি না বলেই বন্ধুত্বের সহজ হাত বাড়িয়ে দেই। যে একে গ্রহন করতে পারে না তার জন্য আমার মায়া হয়। নিজের মনের অবিশ্বাস দিয়ে পরের বিশ্বাসকে আহত করার নামই হলো- কাপুরুষতা।
২। পৃথিবী জুড়ে বিশ্বাসের ভাঙ্গচূর হচ্ছে বলে আজকাল দেশে এত অশান্তি এবং বিশৃংখলা। জাতিতে জাতিতে এত হিংসা, রেষারেষি। আন্তজাতিক দস্যুতা, ক্ষমতার অপহরন, শক্তির দম্ভ এবং এক দেশের স্বাধীনতার ওপর অন্য দেশের হামলা। আন্তজাতিক অবিশ্বাস মানুষের ব্যক্তিগত জীবনেও গ্রাস করেছে। আমরা বিশ্বাসকে হারিয়েছি বলে জীবনের সবচেয়ে বড় মূল্যবোধকেও হারিয়ে ফেলেছি। জীবনের প্রতি সত্য নিষ্ঠা নেই বলে আমরা প্রতি কাজে এমনকি বন্ধুত্ব, ভালোবাসা এবং প্রেমেও ছল চাতুরি এবং স্বার্থবুদ্ধির আশ্রয় নিই!
৩। জমি চাষ করবো সারাদিন। দুপুরবেলা বউ ভাত নিয়ে আসবে। খাওয়া শেষে কোমড়ে জড়ানো গামছা খুলে মুখ মুছতেই বউ তার শাড়ির আঁচল বাড়িয়ে দিবে। বউ বলবে বিড়ি টিড়ি খাইয়া একটু জিরাইয়া লও। সূর্য পশ্চিমে হেলে পড়বে। সবজি মাথায় করে নিয়ে আমি হাটে যাবো। বিক্রি করবো। টাকা গুনবো বউ এর জন্য শাড়ি কিনব। বউ মাটির চু্লায় রান্না করবে। আমি তার পাশে গিয়ে বসে থাকব। গল্প করবো। সুখের গল্প, দুঃখের গল্প।
৪। আমি তো মনে করি, বেসিক্যালি মানুষ হচ্ছে অস্থির প্রকৃতির, এবং স্বভাবগত ভাবেই ক্ষমতালোভী ও অলস প্রকৃতির। সুতরাং মানুষের কাছ থেকে absolute good বের করে আনা কখনই সম্ভব নয়।
৫। নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে এলে আমার একটা আশ্চর্য অনুভূতি হয় । পুরোনো বই নাড়াচাড়া করে দেখার কী আনন্দ, সেটা প্রকাশ করার ভাষা নেই । একেকটা বই কত হাত ঘুরে এসব দোকানে আসে । প্রতিটি পুরোনো বই এর ভেতরে প্রাক্তন গ্রন্থ মালিকের একটা ব্যক্তিগত সান্নিধ্য অনুভব করি । এ বই কিভাবে মালিকের ব্যক্তিগত সংগ্রহের ভান্ডার থেকে বেরিয়ে এসে পুরনো বইয়ের দোকানে ঠাই করে নিলো ।
৬। কখনো কখনো কোনো নির্জন মুহূর্তে নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানূষ বলে মনে হয় ! সুন্দরের বাতাবরনের মধ্যে দিয়ে মিথ্যাকে সত্যে রুপান্তরিত করা যায় । কখনো কখনো মনে হয়- মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা ।
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: হুম।
আপা এই বইমেলাতে আপনার নতুন বই আসছে। এক রঙ্গা এক ঘুড়ি থেকে তাই না??
২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
ইসিয়াক বলেছেন: ১নং চমৎকার। সহমত।
২নং মানুষ অতি চতুর ও স্বার্থপর প্রাণি। সব কিছুতে লাভ লস খোঁজে।
৩নং জীবনটা সিনেমা নয়। আপনার বক্তব্য বাস্তব বির্বজিত।পছন্দ হয়নি। কৃষকের জীবন অতি দারিদ্রতায় মোড়া...।সেখানে এসব পুতুপুতু করার সম্ভবনা খুবই কম।বড়লোকের বিলাস, কল্পনা।
৪নং ছোটবেলাতে যখন আমি ঢাকাতে ছিলাম তখন আমি খেলার মাঠ বাদ দিয়ে নিলক্ষেতে পড়ে থাকতাম.।পুরানো বই ম্যাগাজিন ঘাটতে আমার খূব ভালো লাগতো। অনেক মূল্যবান দুষ্প্রাপ্য বই ম্যাগাজিন পাওয়া যায়। আমার এখনই ছুটে যেতে ইচ্ছা করছে...
৫নং পাগলের প্রলাপ অথবা স্বপ্নবাজের স্বপ্নদেখা।
ধন্যবাদ
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: মাই ডিয়ার অল্ড ফ্রেন্ড
পোষ্ট মন দিয়ে পড়ার জন্য অশেষ ধন্যবাদ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০
রমিত বলেছেন: সুন্দর ভাবনা।
ভালো লিখেছেন।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
সাইফ নাদির বলেছেন: নানা রঙের মানুষ এই পৃথিবীতে
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: তাদের নানান রকম মতবাদ।
৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
জুল ভার্ন বলেছেন: কী অপুর্বসুন্দর কাব্যিক উপস্থাপন!
লাইক।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১
নুরহোসেন নুর বলেছেন: আপনার ভাবনাগুলো অনেক সুন্দর।
আপনার লেখার সংগ্রহ গিনেশ বুকে ঠাই পাওয়ার সম্ভবনাময়।
২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১০
রাজীব নুর বলেছেন: হা হা হা
কি যে বলেন !
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২
রোকসানা লেইস বলেছেন: পাঁচমিশেলি মানুষ