নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ১৮ (ছবি ব্লগ)

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯


ঢাকা শহরের জনসংখ্যা প্রায় ২ কোটি হবে।
জনসংখ্যার ভারে কার্যত ঢাকা এখন নুইয়ে পড়ছে। এই শহরের আয়তন ১৪৬৩.৬০ বর্গ কিঃ মিঃ। ঢাকা থেকে বাংলাদেশের রাজধানী কি অন্য কোথাও সরিয়ে নেয়া সম্ভব? অবশ্য শহরের এই বেহাল অবস্থা একদিনে সৃষ্টি হয় নি। আর এর পেছনে একক কাউকেও দায়ী করা যায় না। ঢাকার চেয়ে খারাপ অবস্থা কেবল যুদ্ধবিধ্বস্ত শহর সিরিয়ার দামেস্ক ও নাইজেরিয়ার রাজধানী লাগোস। ঢাকা শহরের লোকজন এক-দেড় লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনলে মোটরসাইকেলের পাশাপাশি শহরের ফুটপাতও অলিখিতভাবে কিনে নেয়। ফলে নিজের কেনা ফুটপাত দিয়ে ইচ্ছেমতো মোটরসাইকেল চালায় তারা। ঢাকায় প্রতি বর্গকিলোমিটারে ২৩, ২৩৪ জন মানুষের বসবাস। শিশুশ্রম ঢাকা শহরের একটি অন্যতম প্রধান মানবিক সমস্যা। বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। অসংখ্য ঘটন-অঘটন, ইতিহাস এবং ভাল মন্দ মিলিয়ে হলেও ঢাকা আমাদের কাছে প্রিয় শহর।

১।
ভ্যানে করে কলা বিক্রি করছে। বেশ সস্তা। ২৫ টাকা ডজন। আমি কিনেছি দুই ডজন। হে হে

২।
পুলিশ বিশ মিনিট ধরে পথচারীদের থামিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি আসবেন হোটেল সোনার গাওয়ে। আমিও দাঁড়িয়ে ছিলাম। অথচ আমার জরুরী কাজ ছিলো।

৩।
একটি ফুলের দোকান। থুক্কু একটি ফলের দোকান।

৪।
সকাল সাড়ে এগারোটা বাজে। তবু ছেলেটা ঘুমাচ্ছে। কামকাজ কিছু নাই নাকি!

৫।
এক ফলের দোকান থেকে ইদুরটা ধরে পড়েছে। তার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আল্লাহ না জানি কি হয়!

৬।
হাতির ঝিলে জ্যাম। উফ !

৭।
এই বুড়ো সিগারেট বিক্রি করে। অথচ কে যেন চুরী করে তার কাছ থেকে এক প্যাকেট বেনসন সিগারেট চুরী করে নিয়ে গেছে।

৮।
গুলোশান- ১, এ একটি ফলের দোকান। অন্যান্য জায়গা থেকে এখানে ফলের দাম বেশি। সত্যি বলছি।

৯।
বলেন তো হেলমেট মাথায় কে?

১০।
ছোট রাস্তা। ভীষন ব্যস্ত রাস্তা। মগবাজার ওয়ারলেস। তার মধ্যে যদি এরকম ময়লা ফেলে রাস্তা আরো ছোট করে রাখে তাহলে যানবাহন চলাচল করবে কি করে? পথচারী নাকে রুমাল চাপিয়ে পথ পার হয়।

১১।
বহু রাস্তাঘাটে এরকম আওয়ামী লীগের সম্মেলনের পোস্টার ব্যানার ফেস্টুন।

১২।
এমন দিন এলো ঝুড়িতে করে হেলমেট ব্যবহার করছে।

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

ইসিয়াক বলেছেন: পরে আসছি...

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

ইসিয়াক বলেছেন: ৯নং হেলমেট মাথায় আপনি :D :D

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: বন্ধু বন্ধুকে চিনতে পেরেছে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:



ঢাকা মানুষের আয়ু কমাচ্ছে

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: এই জন্যই ঢাকার মানুষ বেশি অসুস্থ হচ্ছে।
হাসপাতালে রোগী আর রোগী। ওষুধ কোম্পানীর রমরমা অবস্থা। ডাক্তাররাও আছেন বেশ। আগে ৫০০ টাকা ভিজিট নিতেন। এখন ১৫০০ টাকা।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি পাঠাও ব্যবহার করছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: জরুরী কাজে নিতে হয়।
সময় বাঁচাতে পাঠাও।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হেলমেট মাথায় আপনি। ১২ নম্বরের ব্যাপারটায় একটু খটকা লাগল। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায় বলে একটি প্রবাদবাক্য আছে, সেই হিসেবে হেলমেটগুলো দেখে আমারও সন্দেহ হচ্ছে। চুরির মাল নয়তো?

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: চুরীর তো অবশ্যই।
হেলমেট গুলো নতুন নয়।পুরানো।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

তাহমিদ রহমান বলেছেন: ঢাকায় অবস্থা আসলেই সঙ্গীণ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: সত্যি কথা বলতে কি গজব অবস্থা।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

আরোহী আশা বলেছেন: কলা কি আপনি একাই খেয়েছেন?

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: কলা আমি একটাও খাই নাই।
দেশী সাগর কলা ছাড়া আমি খাই না।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১২

কবীর হুমায়ূন বলেছেন: টুকরো টুকরো ছবি, আধো আধো কথা,
সত্যি বলছি, এটা ঢাকার বাস্তবতা।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
মন্তব্যের জন্য অনেক শুকরিয়া।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: ইঁদুরটা খুবই মায়াবী। ওটাকে ছেড়ে দেয়ার ব্যবস্থা করুন রাজিব ভাই। কলা কি ইঁদুরকে দিয়েছিলেন? ঝুড়িতে করে হেলমেট ব্যবসা করলে মনে হয় মন্দ হয় না। আপনি যে হেলমেট পড়ে সেলফি দিয়েছেন তা কি এই ঝুড়ি থেকে কেনা?

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: ইঁদুর অনেক দুষ্ট প্রানী। ওই ইদুরের মালিক আমি নই। ইঁদুর কি কলা খায়?
পাঠাও এর হেলমেট। আমি কিছুক্ষনের জন্য পড়েছি।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন: পোস্ট দিয়া কি ছবির ছেলেটার মতো ঘুমুচ্ছেন ????

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: আড্ডা দিতে গিয়েছিলাম। আড্ডা শেষ করে বাজার নিয়ে বাসায় ফিরেছি। সব্জির দাম অনেক বেশি।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এক বার কাকরাইলের প্রধান বিচারপতির বাসার সামনের রাস্তা দিয়ে জরুরী কাজে যাচ্ছিলাম । হঠাৎ করে দুই জন পুলিশ এসে আমাকে উল্টা দিকে দাঁড় করে রাখল।

পরে দেখি মহামান্য রাষ্ট্রপতি কাম প প্রধান উপদেষ্টার মহাশয় তাঁর গাড়ি নিয়ে চলে যাচ্ছেন। যেন সম্রাট আলেকজান্ডার ঘোড়া ছুটিয়ে চলছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

রাজীব নুর বলেছেন: একবার আমি ভি আই পি সম্মান পেয়েছিলাম। দারুন অভিজ্ঞতা। কোনো একদিন লিখন সে গল্প।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: ঝুড়িতে হেলমেট ! যাক বাঙ্গালী নিজের জীবনের মূল্য বুঝতে শিখেছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: পুলিশ ধরে জরিমানা করে। তাই হেলমেট পড়ছে।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

ইসিয়াক বলেছেন: চোরাই হেল পরলেন? উচিত হয়নি।
আর ইঁদুর কলা খায়।ইঁদুর ধরার ফাঁদে কলা ব্যবহার করা হয়।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: দুইটা ছবি আলাদা।
পাঠাও তে করে গুলশান গিয়েছি। পাঠাহওয়ালা হেলমেট দিয়েছে পড়েছি। ব্যস।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

ইসিয়াক বলেছেন: ৭নং তীব্র প্রতিবাদ জানাচ্ছি ,বয়স্ক লোকটিকে বুড়ো বলে উল্লেখ করা উচিত হয়নি। আঙ্কেল , চাচা বা মুরুব্বী বলতে পারতেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লোকটি আসলেই বুড়ো। খুব বুড়ো।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৯

আসোয়াদ লোদি বলেছেন: জনস্বার্থে অনেক কিছু বলেছেন

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: বলতে হয়। চুপ করে থাকলে হবে না।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

কিরমানী লিটন বলেছেন: অনেক দরকারী আর কার্যকর ছবিব্লগ। ভালোলাগা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ লিটন ভাই।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৩৮

বাকপ্রবাস বলেছেন: গুরুত্বপূর্ণ সরকারী কাজগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে হবে, তাতে করে, চাপ ও জনসংখ্যা কমবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ভালো পরামর্শ।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮

এস সুলতানা বলেছেন: খুব সুন্দর একটি লেখা পড়লাম । অনেক কিছু শিখার আছে এ লেখায়।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন ।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

এস সুলতানা বলেছেন: আমার ব্লগে আসবেন ভাই। আপনাদেরকে পাশে পেলে লেখায় উৎসাহ পাবো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: অবশয়ই আসবো। এটা আমার দায়িত্ব।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

নূর আলম হিরণ বলেছেন: আমাদের অদক্ষ রাজনীতিবিদ আর সরকারি কর্মকতাদের কারনে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভালো হয় তারা ঢাকায় থাকুক আমাদের জন্য যদি অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেয় আমরা সেখানে চলে যাবো।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: হা আ হা---
আমরা সবাই মিলে মিশে থাকবো।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

মনিরা সুলতানা বলেছেন: প্রানের ঢাকা জঞ্জাল আজ :(

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস ঢাকা বদলে যাবে।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: এমন ছবি ব্লগ দেখলে ভীষণ ভালোলাগে

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: কারন আপনি নিজেও ছবি ব্লগ দেন।
আপনিও ছবি তোলেন।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ঐ তো নেশা থাকলে যা হয় আরকি :)

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: তবে অনেকদিন ধরে আপনার ছবি ব্লগ পাচ্ছি না!

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবিব্লগ।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া দাদা।

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩০

বনসাই বলেছেন: ১০ নং ছবির পরেই আমার বাসার রাস্তা, যা লিখেছেন বড্ড সত্য বটে।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি মগবাজার থাকেন!
বালুর মাঠের ঐ দিকে?

২৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

মলাসইলমুইনা বলেছেন: মোবাইল কলা বিক্রির ফটোটা ঢাকার কোন অঞ্চলের? মগবাজার রেলগেটের গার্বেজ ফেলার ফটোটা দেখে ভাবছি আমাদের উন্নয়ন আর হলো কোথায় তাহলে আমাদের ? এই দৃশ্যটা নব্বুইয়ের দশকেও ঢাকায় কমনই ছিল, এখনো আছে ! হা সেলুকাস ! দেশ বদলালো না আর নাকি আমরাই বদলাতে পারলাম না নিজেদের ?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: না দেশের খুব উন্নতি হয়েছে বলায আবে না। তবে কিছু মানুষের সীমাহীন উন্নতি হয়েছে।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৪

ফয়সাল রকি বলেছেন: হেলমেট কি পিস হিসেবে, না কেজি হিসেবে?

০৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---
পিস হিসেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.