নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বিশ্বব্রহ্মান্ডে কেউ কেউ প্রতিভাহীন

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫




প্রকৃতি সবুজ, সবুজ আমার জন্মভূমি
সবাই বড্ড স্বার্থপর, করছে সবুজ ধ্বংস
প্রিয় মাতৃভূমি তোমায় আমি ভালোবাসি
ইচ্ছে করে বনে-বনে উড়ে-উড়ে বেড়াই

রোজ রোজ চড়ুই এসে জানলায় গান গায়
সারাটা দিন কাটে অনাবিল আনন্দে নিয়ে
গাছ, পাহাড়, নদী আর পাখি আমার বন্ধু
অতি ক্ষুদ্র প্রানী পিঁপড়া, সেও বন্ধু আমার

ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি মানবতা
সবচেয়ে বেশি ভালোবাসি শিশুর হাসি
তাই বলি, সমস্ত দেশে গাছপালা লাগাও
মানুষ বাঁচাও, সাথে দেশটাকেও বাঁচাও
গাছ ও পশু কমাবে পৃথিবীর সমস্ত দুষন

এসো আজ হাতে রেখে হাত করি পণ।



(আমি কোনো দিন ছড়া লিখি নি।
আসলে আমি ছড়া লিখতে পারি না। তবে বহুবার ছড়া লিখতে চেষ্টা করেছি। বারবার ব্যর্থ হয়েছি। আজ একটা ছড়া লিখতে চেয়েছিলাম। শেষমেষ না হলো ছড়া, না হলো কবিতা। না হলো অন্য কিছু। প্রতিদিন ব্লগে কতশত ব্লগারগন কবিতা লিখছেন, ছড়া লিখছেন। অথচ আমি ছড়া-কবিতা কিছুই লিখতে পারছি না। প্রতিভা না থাকলে কিছুই করা যায় না। আমি একজন প্রতিভা শূন্য মানুষ। কি হতো প্রভু যদি আমাকে কিছুটা প্রতিভা দিতেন!)

মন্তব্য ৪৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ ছড়া!
আপনার সব বিষয়ে নিঁখুত অভিজ্ঞতা!!
সত্যিই আপনি একজন বিস্ময়।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: দূর কি যে বলেন!!!

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০

শিখা রহমান বলেছেন: রাজীব আপনার লেখাটা ভালো লেগেছে আর ছবিটাও। ছবিটা কি আপনি তুলেছেন? খুব সুন্দর!!

আপনি প্রতিদিন লেখেন আর সব লেখক-কবিদের মন্যব্যে উৎসাহ দেন। অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা ও শুভরাত্রি প্রিয় ব্লগার।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ছবিটা আমি তুলেছি। গাজীপুর মাওনা থেকে।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি নিজকে প্রতিভাহীন বললে, অনেক ব্লগার তা মানতে চাইবে না

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: সত্য মানুষ কেন মানতে চাইবে না?
আমি কি রকম সবচেয়ে ভালো আমি জানি।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৭

ইসিয়াক বলেছেন: সহজ সরল সুন্দর ।
অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: হুম।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

ঊণকৌটী বলেছেন: আপনি একজন ভালো মানের লেখক,প্রতিদিন আপনার লেখা আশা করি ।শুভেচ্ছা রইলো ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

ইসিয়াক বলেছেন: শিশুর পণ
=========
গোলাম মোস্তফা

এই করিনু পণ
মোরা এই করিনু পণ
ফুলের মতো গড়ব মোরা
মোদের এই জীবন।
হাসব মোরা সহজ সুখে
গন্ধ রবে লুকিয়ে বুকে
মোদের কাছে এলে সবার
জুড়িয়ে যাবে মন।

নদী যেমন দুই কূলে তার
বিলিয়ে চলে জল,
ফুটিয়ে তোলে সবার তরে
শস্য, ফুল ও ফল।
তেমনি করে মোরাও সবে
পরের ভাল করব ভবে
মোদের সেবায় উঠবে হেসে
এই ধরণীতল।
সূর্য যেমন নিখিল ধরায়
করে কিরণ দান,
আঁধার দূরে যায় পালিয়ে
জাগে পাখির গান।
তেমনি মোদের জ্ঞানের আলো
দূর করিবে সকল কালো
উঠবে জেগে ঘুমিয়ে আছে
যে সব নীরব প্রাণ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩২

নার্গিস জামান বলেছেন: সহজ সরল সুন্দর :)

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১০

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!!

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:


স্বভাব কবি হয়না সবে চেষ্টা দরকার
লিখে যান হয়ে যাবেন বড় ছড়াকার
মহাকবি কালিদাস কেমনে হল কবি
জানলে তা বিম্ময়ে হবেন যে অপার ।

শুভেচ্ছা রইল

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:



স্বভাব কবি হয়না সবে চেষ্টা দরকার
লিখে যান হয়ে যাবেন বড় ছড়াকার
মহাকবি কালিদাস কেমনে হল কবি
জানলে তা বিম্ময়ে হবেন যে অপার ।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০২

অলিউর রহমান খান বলেছেন: ভাই আপনি যাই বলেন কবিতা কিন্তু খুবই সুন্দর হয়েছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৭

জুল ভার্ন বলেছেন: সামু ব্লগের চারণ কবি @রাজীব নুর!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২১

মলাসইলমুইনা বলেছেন: রাজীব নুর,
চাঁদগাজী সাহেব আর শিখা রহমানের মন্তব্য দুটোই আমার কথা আপনার ব্যাপারে আর আপনার এই কবিতার ব্যাপারে ।আপনাদের তিনজনকেই তাই ধন্যবাদ দেওয়া দরকার ---দিলাম তাই ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ নাইমুল ভাই। ।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৫

মেঘলামানুষ বলেছেন: খুব সুন্দর হয়েছে ভ্রাতা

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ছড়া বলেন আর কবিতা বলেন আপনার লেখাটি অসাধারণ হয়েছে।
পোস্টে প্লাস++++।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: মার পেটের ভাইয়ের মতো মন্তব্যটি করেছেন।

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার মনে হয় 50% প্রতিভা আর বাকি 50% সুযোগ ও প্র্যাকটিস।
উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিতে না পারলে অনেক প্রতিভাই কাজে লাগবে না । তাই তাদেরকে সুযোগ দিতে হবে, পরিবেশ দিতে হবে কাজ করার মতো।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
মাঝে মাঝে নিজেকে শান্ত্বনা দেই নিজেই। রাজীব তুমি অনেক প্রতিভা নিয়ে জন্মেছো। ক্ষমতাবান মামা চাচার অভাবে তোমার কিছু হলো না।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া +

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি ছড়া-কবিতা সবই ভাল লিখেন। আর আপনার ছবিগুলোও ভাল হয় যেমন এই ছবিটা খুব ভাল এসেছে। ভাল লাগল।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সম্রাট ভাই। দোয়া করবেন।

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

হাবিব বলেছেন:
সবুজের মাঝে খুঁজে ফিরি তবু জীবনের আহবান
দিন শেষে পাই প্রকৃতির ছোয়া কৃষকের জয়গান!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: আহা !

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমার বেশ ভালো লেগেছে ভাইয়ের কবিতা। সবাই কেন এমন ভাবতে পারেনা?
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: আপনি প্রতিদিন কী যে চমৎকার করে সাধারন ব্যাপার গুলি তুলে আনেন লেখায় !!
আপনার লেখার হাত দারুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

নতুন-আলো বলেছেন: খুব সুন্দর কবিতা। আমার বেশ ভালো লেগেছে

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলো। নতুন আলো।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন ছড়া লিখতে পারেত আপনি গুরু ভাই ।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ হাসু মামা।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: আপনার কবিতায় সবুজ আছে। আপনি একজন বড় মাপের কবি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: হা হা হা
কি যে বলেন!
রবীন্দ্রনাথ কিন্তু সবুজ রঙ চোখে দেখতে পেতেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.