নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নেলসন ম্যান্ডেলা

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩



আফ্রিকার গ্রামগুলোতে যে শিশুরা জন্মগ্রহন করে মাত্র পাঁচ বছর বয়সে তাদের রাখালের দায়িত্ব নিতে হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়টা তাদের কাটে ভেড়া আর গরুর পেছনে। ফাঁকে ফাঁকে তারা সময় পেলে খেলাধূলা করে, নদীতে সাঁতার কাটে, মাছ ধরে, পাহাড়ের উঠে, কোনো গাছের ডালে মৌচাক ভেঙ্গে অথবা নিজেরা নিজেরা মারামারি করে!
এমনই এক শিশুর দল একদিন দুপুরে একটা মজার খেলা বের করলো। খেলাটা হলো একটা গাধার পিঠে উঠতে হবে এবং তাকে গোটা মাঠ কোনা ঘেষে ঘুরিয়ে আনতে হবে। একে একে সবাই গাধার পিঠে উঠলো । সবশেষ ছেলেটা গাধার পিঠে উঠেই গাধাকে আঘাত করলো সামনে এগোবার জন্য।

গাধাটা এত পরিশ্রমের কারনে বিরক্ত আর ক্লান্ত হয়ে পড়েছিল বোধহয়। সে এদিক ওদিক যেতে লাগলো আর শেষে একটা কাঁটার ঝোপে গিয়ে ছেলেটিকে ফেলেই দিলো। হাতে পিঠে মুখে কাঁটার দাগ নিয়ে ছেলেটা যখন উঠে দাড়ালো তখন তার লজ্জার সীমা রইলো না। অন্যান্য ছেলেরা তাকে দেখে হাসতেই লাগলো। আফ্রিকানদের আত্বসম্মান বোধ প্রচুর। গাধার পিঠ থেকে বন্ধুদের সামনে পড়ে যাওয়াটা আসলেই ভীষন লজ্জার ব্যাপার। এই লজ্জার কাছে হাত পায়ে পাওয়া আঘাতও কিছুই না।

অনেক বছর পর ছেলেটা তার জীবনীতে ঘটনাটা শেয়ার করলো।
লিখেলো যে সেদিনের সেই গাধাটি তার জীবনে অনেক বড় শিক্ষাটি দিয়েছিল। সে বুঝতে পেরেছিল কাউকে ছোট করতে গেলে নিজেকেই ছোট হতে হয়। কাউকে খেলার ছলে হলেও লজ্জায় ফেললে নিজেকেই লজ্জায় পড়তে হয়। নিজের শত্রুকেও সম্মানের চোখে দেখার শিক্ষাও সে এই ঘটনা থেকেই পেয়েছিল। এরকম যার বিচার, সেই কালো ছেলেটাই যে পরবর্তীতে গোটা আফ্রিকায় কালোদের স্বাধীনতা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে এটাই তো স্বাভাবিক। ঠিক ধরেছেন, সেই কালো ছেলেটারই নাম নেলসন ম্যান্ডেলা।

নেলসন ম্যান্ডেলা সম্পর্কে কিছু তথ্য

১। ১৯১৮ সালে নেলসন ম্যান্ডেলার জন্ম। ম্যান্ডেলার বয়স যখন ৯ বছর, তখন তাঁর পিতা যক্ষ্মা রোগে মারা যান।
২। ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারী, দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।
৩। ১৯৯৪ সালের নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন নেলসন ম্যান্ডেলা।
৪। নেলসন ম্যান্ডেলা তিন বার বিয়ে করেন। ৩য় বিয়েটি করেন আশি বছর বয়সে।
৫। তাঁর এক ছেলে মারা গিয়েছিলেন এইডসে। এ ঘটনার পর তিনি দক্ষিণ আফ্রিকায় এইডস প্রতিরোধ এবং এর চিকিৎসা নিয়ে সোচ্চার হন।
৬। নোবেল পুরস্কার বিজয়ী নেলসন ম্যান্ডেলা বাংলাদেশে এসেছিলেন ১৯৯৭ সালের ২৫শে মার্চ। সেটাই ছিল বাংলাদেশে তার প্রথম এবং শেষ সফর।
৭। দুবার নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন।
৮। দক্ষিণ আফ্রিকার জাতির জনক (মাদিবা) নেলসন ম্যান্ডেলা।
৯। নেলসন ম্যান্ডেলা বেশ কয়েকটি বই লিখেছেন। ‘কনভারসেশন উইথ মাইসেলফ’ তার লেখা অন্যতম একটি বই। এই বইটিতে স্থান পেয়েছে ম্যান্ডেলার বাছাইকৃত ব্যক্তিগত চিঠি, ডায়েরি।
১০। ২০১৩ সালের ৫ ডিসেম্বর ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ৯৫ বছরের বর্ণাঢ্য জীবনে ম্যান্ডেলা ৬৭ বছর ব্যয় করে গেছেন মানবসেবায়।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

বিজন রয় বলেছেন: জানলাম।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

বিজন রয় বলেছেন: আপনি কি আফ্রিকায় গিয়েছেন কখনো?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: না, যাই নি।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: নেলসন ম্যান্ডেলা অনেক বড় মানুষ
আর মানুষের মতো মানুষ ছিলেন।
কিন্তু তাঁর জীবনী এতো ছোট কেন?

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: অসুবিধা নেই। যদি বলে তো তাকে নিয়ে ১০০ পর্বের ধারাবাহিক লিখে ফেলতে পারি।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রুমী ইয়াসমীন বলেছেন: সুন্দর পোস্ট।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৭

ইসিয়াক বলেছেন: খুব ভালো পোষ্ট।++

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া বন্ধু।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মাদিবা অমর হন ।
ম্যান্ডেলা অমর হন

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব চেয়ে সত্য কথা হচ্ছে, আমরা সবাই কম-বেশি বর্ণবাদী।
সেটা আপনি হন, আমি হই।

আমরা বাংলাদেশে যে কেউই হই না কেন বর্ণবাদ কখনোই আমাদের পিছু ছাড়বে না।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: না ভাই মানতে পারলাম না।
আমি আশাবাদী।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন:




নেলসন ম্যান্ডেলা এই পৃথিবীর মানুৃষই না। তিনি অন্য কোনো ভূবনের অন্য কোনো জগতের মানুষ যিনি পৃথিবীকে আলোকিত করার ইচ্ছেতে জন্মগ্রহণ করেন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: একজন সত্যিকারের গ্রেট ম্যান।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২

ফয়সাল রকি বলেছেন: তথ্যবহুল।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, একজন গুণী মানুষকে নিয়ে এখানে আলোচনার জন্য। আলোচনাটি আরেকটু দীর্ঘ হতে পারতো, তবে যেটুকু বলেছেন, সেটুকুও পাঠককে অনুপ্রাণিত করার জন্য যথেষ্টো।
পোস্টে প্লাস + +

০৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

অনেক দিন আপনার পোষ্ট পাই না। কোনো ভ্রমন কাহিনি নাই। কোনো কবিতা নাই!

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৪

শিখা রহমান বলেছেন: লেখাটা ভালো লেগেছে। পোস্টে লাইক।

শুভকামনা প্রিয় ব্লগার।
ভালো থাকুন সবসময়।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.