নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
জনাব আহাদ সাহেব একজন সফল মানুষ।
অথচ তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহন করেছেন। তারা দুই ভাই, দুই বোন। তিনিই সবার বড়। লেখাপড়া দূর্দান্ত ছিলেন। দারুন মেধাবী। মেট্রিক-ইন্টার দু'টাতেই সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস এবং মার্স্টাস করেছেন। এছাড়া বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে আরো দু'টা ডিগ্রী নিয়েছেন। আহাদ সাহেবের পথ মোটে মসৃন ছিলো না। খেয়ে না খেয়ে তিনি লেখাপড়া করে গেছেন। তার বাপ ছিলেন উড়নচন্ডী স্বভাবের। কখনও সময় মতো স্কুল কলেজের বেতন দিতে পারেন নি। আহাদ সাহেবের অন্য ভাই বোন তার মতো এত মেধাবী নন। তারা গড়পড়তা লেখাপড়া করে গেছেন। আহাদ আমার বন্ধু।
আহাদ সাহেব একজন সৎ মানুষ।
তাকে কোনো দিন মিথ্যা বলতে শুনি নি। অহংকার করতে দেখিনি। নামাজি মানুষ। সহজ সরল জীবন যাপন করেন। অপচয় বা বিলাসিতা তার মধ্যে নেই। লেখাপড়া শেষ করেই তিনি একটা বেসরকারী বড় প্রতিষ্ঠানে চাকরী পেয়ে যান। টানা পনের বছর ধরে সেখানেই চাকরী করছেন। প্রমোশন পেয়ে-পেয়ে আজ তিনি অনেক বড় স্যার হয়েছেন। অফিস তাকে গাড়ি দিয়েছে। বছরে দুইবার তাকে বিদেশ ভ্রমনে পাঠান পরিবারসহ। আমি আহাদ সাহেবকে দেখেই বুঝেছি সৎ ভাবে থেকেও উন্নত জীবন যাপন করা যায়। বিলাসবহুল জীবনযাপন করা সম্ভব। আহাদ সাহেব ব্যাংক থেকে লোন নিয়ে একটা পাঁচ তলা বাড়ি করেছেন। যথাসময়ে ব্যাংক লোন শোধ করেছেন। অবশ্য বাড়ি জায়গা তার বাবার। তার অন্য তিন ভাই বোনকে একটা করে ফ্লাট করে দিয়েছেন। এখনও ভাই বোনদের বিপদ আপদে তিনি সবার আগে এগিয়ে আসেন।
তার অন্য ভাইবোনেরাও বেশ ভালো আছেন।
তিন বছর আগে আহাদ সাহেব একটা গাড়ি কিনেন। গাড়ি কেনার সময়ও তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন। ব্যাংকের টাকা যথাসময়ে পরিশোধ করেছেন। এই গাড়ি তার ভাই-বোনেরা নিয়মিত ব্যবহার করে। আহাদ আর আমি আমরা একই এলাকায় থাকি। আহাদ সাহেবকে কোনো দিন আমি রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিতে দেখিনি। কোনোদিন রাস্তার পাশের চায়ের দোকান থেকে চা খেতে দেখিনি। কোনোদিন কারো সাথে ঝগড়া করতে শুনি নি। চা, সিগারেট, পান কিছুই খান না। সকালে অফিস যান। সন্ধ্যায় বাসায় ফিরেন। সন্ধ্যায় বাসায় ফিরে ছেলেদের পড়তে বসান। এই তার রুটিন। এই তার জীবন। তবে প্রতি শুক্রবার তিনি মুভি দেখেন। গেমস খেলেন। আমি মাঝে মাঝে তার কাছে যাই। আড্ডা দিতে। শুক্রবার শনিবার তার ছুটির দিন। আহাদ সাহেবের আমার মতোনই বয়স হবে। অথবা এক দুই বছর বড় হতে পারেন তিনি।
আহাদ সাহেবের দুই ছেলে।
শহরের নামীদামী স্কুলে পড়ে। দুইটা ছেলেই দেখতে পুতুলের মতোন। ছেলে দু'টা দারুন মধাবী। ভদ্র। আমি ওদের বাসায় গেলে দুই ভাই একসাথে আমাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ব্যাপারটা আমার খুব ভালো লাগে। আহাদ সাহেবের স্ত্রী সুমি। সুমি চমৎকার হাসি খুশি মানুষ। একটা বেসরকারী টিভি চ্যানেলের নিউজ প্রেজেন্টার। মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাও করেন। সুমি ভাবী চমৎকার রান্না করেন। তার হাতের খিচুরী আর মুরগীর মাংসের ভূনাটা অসাধারন হয়। দারুন পিতজা, বার্গার আর স্যান্ডউইচ বানান। বিশেষ করে সুমি ভাবীর হাতের চা দূর্দান্ত। ঝামেলা বিহীন একটি সুখী পরিবার। আহ! বাংলাদেশের সব পরিবার যদি এমন হতো! তাহলে সমাজটাই বদলে যেত।
ফেব্রুয়ারীতে ইটালি যাচ্ছেন আহাদ সাহেব।
পুরো পরিবার নিয়ে। ইটালি থেকে কানাডা যাবেন। বাকিটা জীবন সেখানেই থাকবেন। মাঝে মাঝে দেশে আসবেন বাবা-মা আর ভাই বোনদের দেখতে। আমার দেখা একজন সফল মানুষ আহাদ সাহেব। মামা চাচার সাহায্য ছাড়া এবং সম্পূর্ন নিজের যোগ্যতায় সৎ ভাবে তিনি এগিয়ে গেছেন। বাবা-মার জন্য করেছেন, ভাই বোনদের জন্য করেছেন। গরীব দুঃখী মানুষদের জন্য করছেন। তার কাছে সাহায্যের জন্য কেউ এলে তিনি তাকে সাহায্য করেন। আহাদ ভাই সত্যিকার একজন ভালো মানুষ। সৎ মানুষ। মহৎ মানুষ। আল্লাহ তার পুরো পরিবারকে ভালো রাখুক।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৮
ইসিয়াক বলেছেন: আহাদ সাহেবেরে জন্য শুভকামনা। আপনি কবে বিদেশে যাবেন ?
IELTS করছেন?
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: দেখি যেদিন আল্লাহ নেয়।
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১
ফয়াদ খান বলেছেন: সাফল্য বহুমাত্রিক, এক মাত্রায় প্রকাশ অসম্ভব !!!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৭
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৩
ইসিয়াক বলেছেন: আহাদ সাহেবের দুই ছেলে ।ছবিতে একটি পরিবার, সেখানে বাবা মা ও ছেলে মেয়ে .....ছবিটা ভুল বার্তা দিচ্ছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: হা হা হা
হুম মেধা দিয়ে বুঝে নিতে হয় বন্ধু।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
আসোয়াদ লোদি বলেছেন: আহাদ সাহেবের জয় হোক।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: আসলে প্রচুর পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায়।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৫
ফয়সাল রকি বলেছেন: সুমি ভাবীর হাতের চা'য়ের কী হবে?
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: সুরভির হাতের চা-ও অনেক ভালো।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: কাহিনীর ছবি দুইটা সুখপ্রাচুর্যে ভরা।
সুখী আহাদসাহেব।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: আমাদের সবাইকেই সুখী হতে হবে। মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে।
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুখ একটা আপেক্ষিক ব্যাপার,
কেউ টাকা পয়সায় সুখ খোঁজে
কেউ গরীবকে দান করে আবার
কেউ সৎ জীবন যাপন করে।
আহাদ সাহেবের মতো রাজীব
নূরও অনেক ভালো মানুষ, সুখী
মানুষ, তার শুরভী ভাবীর ,মত
বউ আছে আর পরীর মতো সুকন্যা।
সুখী পরিবার।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা---
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
জুল ভার্ন বলেছেন: লেখাটা ভালো লেগেছে। লাইক।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সংগ্রামী মানুষের জয় হোক।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৮
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: মানুষের কথা না বলে আপনি নিজেও একটা কিছু করে দেখান | কতকাল অন্যের গুনগান গাইবেন |
০৯ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
সাফল্য সবাইকে ধরা দেয় না।
আর আমি তো একজন ব্যর্থ মানুষ।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: আপনি আসলেই অনেক সফল মানুষ | কারণ আপনার সাথে আমার প্রায় প্রতিদিন ই দেখা হয় কিন্তু আপনি বুজতে পারেন না
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: হায় হায়---
মানে কি?
একটু বুঝিয়ে বলুন তো!
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
তারেক_মাহমুদ বলেছেন: সংগ্রামী মানুষের সফলতার গল্প ভালো লাগলো
০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
রাসেল ০০৭ বলেছেন: আহাদ সাহেব নামাযী মানুষ হলেতো ব্যাংক লোন নেয়ার কথানা!
১০ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: শরীয়া ভিত্তিক ব্যাংক থেকে নিয়েছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০১
ঠাকুরমাহমুদ বলেছেন:
সততার সাথে অনেক কিছুই করা সম্ভব। আহাদ সাহেবেরে প্রতি শুভেচ্ছা রইলো।