নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অধ্যাপক অজয় রায় আর নেই

০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০



অধ্যাপক অজয় রায় আজ ৯ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তাঁর জন্ম ১২ মার্চ ১৯৩৬। তিনি পদার্থবিজ্ঞানী, মুক্তিযোদ্ধা, লেখক বুদ্ধিজীবী।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি আমাদের হৃদয়ে চিরদিন অম্লান ও অমর হয়ে থাকবেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি পদে ছিলেন।

তিনি কোন হিসাববিদ ছিলেন না, তাই বোধ করি তিনি নিজেও তাঁর জীবনের চাওয়া পাওয়ার কোন হিসাব করেন নি এবং আমাদেরকেও সেটা করতে বলেন নি। তাঁর প্রিয় কাজ ছিল শিক্ষা ও জ্ঞান আহরণ এবং বিতরণ। প্রজন্মের জন্য আজীবন তিনি সেটাই করেছেন সম্পূর্ণ সততার সাথে নিরলস। তিনি তাঁর মরণোত্তর দেহ চিকিৎসা শাস্ত্রের ছাত্রছাত্রীদের গবেষণা কর্মের জন্য দান করে গেছেন। ২০১২ সালে পদার্থবিজ্ঞানে একুশে পদক অর্জন করেন অজয় রায়।

অধ্যাপক অজয় রায় মারা গেছেন যার সন্তান অভিজিৎকে পুরুষতান্ত্রিক বাংলাদেশ ও মৌলবাদী বাংলাদেশ খুন করেছে। ব্লগার-লেখক অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উল্টো পাশে জঙ্গিদের হামলায় নিহত হন। অভিজিৎকে হত্যার আট মাসের মাথায় তার বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপনকেও কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

ডঃ অজয় রায় তো সাধারণ একজন ছিলেন না। কোন রসায়নে আজ বাংলাদেশের এই হাল তা তিনি ভাল করেই জানতেন। শ্রদ্ধা জানাই স্যারকে। তিনি অনেক পিতার মনে পিতৃগর্ব জাগিয়ে তুলতে পেরেছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় পড়াশোনা করেছেন।

শুধুমাত্র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান কিংবা মুক্তিযুদ্ধে অংশ নেয়াই নয়। উনি অংশ নিয়েছিলেন তার চাইতেও কঠিন এবং জটিল একটি যুদ্ধে। সেই যুদ্ধের নাম মানুষের চিন্তার মুক্তির জন্য যুদ্ধ। আজীবন যুদ্ধ করে গেছেন মানুষের মগজকে বেঁধে রাখা শেকলকে ভাঙ্গার জন্য। মানুষের মধ্যে মুক্তচিন্তার বিকাশের জন্য। শিক্ষার বিকাশের জন্য।
১৯৫১ সালে মহারাজা গিরিজা নাথ হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন অজয় রায়। একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে কলেজে থাকা অবস্থায় কয়েক মাস জেল খাটতে হয়েছিল তাকে।

অধ্যাপক অজয় রায়ের লেখা বইয়ের মধ্যে ‘Concepts of Electricity and Magnetism’, ‘বাঙালির আত্মপরিচয়: একটি পুরাবৃত্তিক ও নৃতাত্ত্বিক আলোচনা’, ’আদি বাঙালি: নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ’, ‘বিজ্ঞান ও দর্শন’, ’জড়ের সন্ধানে’ অন্যতম।

জয় হউক মানবতার। মুক্তচিন্তার প্রসার ঘটুক।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মনে বড় কষ্ট পেলাম।
তিনি তাঁর পুত্রের বিচারটাও দেখে যেতে পারলেন না।


১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: আদৌ বিচার হবে?

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫

ইসিয়াক বলেছেন: বিনম্র শ্রদ্ধা

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: জ্বী।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


অধ্যাপক অজয় রায় মৃত্যবরণ করেছেন।

অধ্যাপক অজয় রায় আর নেই, কোন কারণে এই ধরণের বাক্য আমার পছন্দ হয় না

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে কি আমার নিজেরও পছন্দ না।
এরপর এরকম শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকবো।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: অভিজিৎ হত্যা মামলার রায় স্যার দেখে যেতে পারলেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: তবু বিচারটা হোক।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৬

জাহিদ হাসান বলেছেন: দেশ একজন বুদ্ধিজীবিকে হারালো। শোক জানাচ্ছি। :| :|

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: একজন ভালো মানুষ ছিলেন তিনি।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৩

রাফা বলেছেন: সৃষ্টিকর্তা উনাকে ক্ষমা করুন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৬

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: লোকটা ছিল ভালো কিন্তু ছেলেটা ছিল বদের হাড্ডি

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: ছেলেটাও ভালো ছিল।

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগার হত্যাকারিদের সমর্থক এই ব্লগেই দেখা যায়।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: কি বলছেন?
আপনার ধারনা হয়তো ভুল।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি ভালো থাকুন।

১০ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৪

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: জনাব কালবৈশাখীর কি বদহজম হয়েছে ? | তিনি সুস্থ আছেন তো ?

১০ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: উনি ঠিকই আছেন।

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ খুবই দুর্বল একটি প্রাণীর নাম । মানুষের মত দুর্বল প্রাণী পৃথিবীতে খুব কমই আছে। মানুষ সৃষ্টির সেরা জীব নয়।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: হাস্যকর কথা বললেন।
মানুষের ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারনা নেই।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন:
ব্লগার হত্যাকারিদের সমর্থক এই ব্লগেই দেখা যায়।

উনার সাথে আমি সহমত প্রকাশ করছি।।

ব্লগে দু'চারটা পোস্ট দিলে আর মন্তব্য করলেই মানুষের চিন্তাধারা উন্নতমানের হয়ে যায় না। মুক্তচিন্তার মানুষ হয়ে যায় না। এই ব্লগে অনেক ব্লগার আছেন যাদের চিন্তা-চেতনা মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের চেয়েও খারাপ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: ঠিক।
এদেরকে খুঁজে বের করতে হবে। সাবধান থাকতে হবে আমাদের।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: অভিজিৎ হত্যার বিচার বোধহয় আর হবে না

১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: সম্ভবনা কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.