নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে-১২১

১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩



১। রবীন্দ্রনাথ কোনো রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন একজন সমাজ সচেতন এবং সমাজ বৈষম্য নিধনকারী, পবিরর্বতনকামী নাগরিক। তিনি চেয়েছেন মানুষের মধ্যে ঐক্য ও উদার মানবিকতার প্রতিফলন ঘটুক। তিনি সমাজ বদলের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। সমাজের ভেতরে মানুষের কর্মোদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সমাজবিরোধীশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সমবেত আত্মশক্তির প্রয়োজন উপলব্ধি করেছেন সেই সময়েই। ব্যক্তি সমাজ সৃষ্টি করে, আর সমাজ সৃষ্টি করে রাষ্ট্রের। সমাজে সৎ অংশগ্রহণ সৎ রাষ্ট্র ব্যবস্থার জন্ম দেয়। এটা ছিল তাঁর কর্মের মূল প্রত্যয়।

২। বাংলাদেশর মানুষের এক অদ্ভুত রকমের সহনশীলতা আছে। এরা শত কষ্টেও সইতে পারে, শত দুঃখেও হাসতে পারে। অনেক বড় আঘাত বুকে নিয়েও ভুলে যেতে পারে অতীতের সব কিছু। আর সেই ভুলে যেতে পারার জন্যই রাজাকারদের সংসদেও বসতে দিয়েছে, সৈরাচার অভ্যুত্থানের পরেও সেই সৈরাচারী শাসককেও আবার নির্বাচিত করেছে। দূর্নীতিবাজকে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়। দুষ্টলোককে ভোট দিয়ে জয়ী করা হয়। কিন্তু কতকাল আর এসব চলবে।

৩। বিবাহিত পুরুষরা কখনও নরকে যাবেন না, কারণ পৃথিবীতেই তাঁরা নরক ভোগ করে ফেলেছেন। অবিবাহিত কোন পুরুষই কথাটা বিশ্বাস করেন না। এবং যথারীতি নরকবাসে আগ্রহী হয়ে ওঠেন।

৪। আসমা বিনতে ওমাইর রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেন, আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দেব না যা তুমি দুশ্চিন্তা ও পেরেশানির মধ্যে পড়বে। সাহাবী বললেন, অবশ্যই শেখাবেন। নবীজি বললেন, দোয়াটি হচ্ছে : ‘আল্লাহু আল্লাহ রব্বী লা উশরিকু বিহি শাইয়ান।
অর্থ : আল্লাহই আল্লাহ আমার প্রতিপালক। আমি তার সঙ্গে কোনো কিছু শরিক করি না। (আবু দাউদ : ১৫২৫)

৫। সম্রাট আকবর 'দ্বীন ই ইলাহি ' নামে যে ধর্মনীতি চালু করেছিলেন তাতে একটা নিয়ম ছিল এরকম যে ,মানুষ বেঁচে থাকতেই তার চল্লিশা উদযাপন করে যাবে ।এতে সামাজিক সম্পর্ক দৃঢ় হবে।

৬। শিক্ষা বা শিক্ষণ শব্দটিকে ইতিবাচক অর্থেই আমরা মনে করি বা ধরে নেই। শিক্ষণ হলো আচরণে কম-বেশি স্থায়ী পরিবর্তন যেখানে থাকে অনুশীলন। আমাদের শিক্ষণ প্রক্রিয়াটি কিন্তু জীবন ব্যাপী। প্রতিদিন আমরা কোন না কোন ভাবে,কোন না কোন সময়, কিছু না না কিছু শিখি। হয় মানুষের কাছে, নয় প্রকৃতির কাছে। এই শেখা আমাদের সমাজ উপযোগী করে চলতে এবং মিশতে সহজ ও স্বাভাবিক করে। আমরা শিখি যে কোন বয়সের, যে কোন বিত্তের মানুষের কাছে থেকে। কখনও কখনও এগিয়ে যাওয়া অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছ থেকেও শিখি। শিখি শারিরীক, মানসিক প্রতিবন্ধীর কাছ থেকেও। এদের কাছ থেকে শিখি সততার শিক্ষা।

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: কি যে বলেন!!!
মজা নিচ্ছেন!!

২| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোয়ায় কি আসলেই কোন কাজ হয়?

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: না হয় না।
তবে কেউ আমার জন্য দোয়া করছে, এই ব্যাপারটাই মনে শান্তি দেয় কিছুটা।

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হুমায়ূন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ হাসে না। মুখ গোমরা করে থাকে।
কথাটি সত্য।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আরে ভাই আপনি তো বুদ্ধিমান মানুষ।
এরকম বোকা কথা বলছেন কেন?

হুমায়ূন আহমেদ তার বইয়ে চরিত্রদের দিয়ে নানান রকম কথা বলায়েছেন। সেই সব কথা 'কোট' করে বললে এবং আগে পিছে বাদ গেলে- অন্য কথা হয়ে যায়।

হুমায়ূন আহমেদ কিন্তু এও বলেছেন, বাংলাদেশের মানুষ ছবি তোলার সময় হাসি দিতে পছন্দ করে। যেমন- ৭১ যুদ্ধের সময়, মহা বিপদের সময়ও অনেকের মুখে হাসি ছিল। এক লোকের বাড়িতে আগুন লেগেছে। সব পুড়ে শেষ হয়ে যাচ্ছে- তখন সাংবাদিক ছবি তুলতে গেলে, বাড়ির মালিক হাসি মুখে ছবি তুলছেন।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫

ইসিয়াক বলেছেন: আপনি কি এখন নরকে আছেন?
উত্তর দেবেন ।
হ্যাঁ অথবা না ।
উত্তর না দিলে আর পোষ্টে মন্তব্য করবো না।হুহ ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: হে হে

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ১-রবীন্দ্রনাথ ঠিক কি ছিলেন সেটি বোধহয় এরকম এক- দু কথায় বলা সম্ভব নয়।
২-বিষয়টি অনুভবের...
৩-বাড়িতে আমার বোনের কাছে নালিশ দেবো।এত বড়ো কথা!!! হাহাহা

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: দাদা। সে ও আপনার দেওয়া ব্যাগ নিয়ে তার বাপের বাড়ি যায়।

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




৫। সম্রাট আকবর 'দ্বীন ই ইলাহি ' নামে যে ধর্মনীতি চালু করেছিলেন তাতে একটা নিয়ম ছিল এরকম যে ,মানুষ বেঁচে থাকতেই তার চল্লিশা উদযাপন করে যাবে ।এতে সামাজিক সম্পর্ক দৃঢ় হবে।

- এই কারণেই তিনি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। পৃথিবীর ইতিহাসে মহান শাসকদের অন্যতম মহামতি আকবর নামেও পরিচিত। জালাল উদ্দিন মোহাম্মদ আকবর

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

হুমায়ূন আহমেদ বলেছেন, বাংলাদেশের মানুষ হাসে না। মুখ গোমরা করে থাকে।
কথাটি সত্য।
কথাটি সম্পূর্ণ মিথ্যা। তার কারণ, বাংলাদেশের অধিকাংশ মানুষই হাসি-খুশি। মনে দুঃখ-কষ্ট থাকলেও তারা হাসে।

আসলে, হুমায়ূন আহমেদ নিজে ছিলেন গোমড়ামুখো।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

চাঁদগাজী বলেছেন:


২ নং, রাজাকারদের সরকারে বাংগালীরা নেয়নি, নিয়েছে ততকালীন মিলিটারী ও বেগম জিয়া; মিলিটারীতে পাকী মিলিটারীর বেরাদরেরা ছিল, বেগম জিয়া ছিলেন তাঁদের সিভিল সিসটার। বেগম জিয়ার সাপোর্টারেরা ছিল বাংগালী-বিরোধী

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: আপনার সাথে তর্কে যাবো না।
কারন আপনার সাথে পারবো না।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

আসোয়াদ লোদি বলেছেন: রাস্তায় এত সুন্দর কিছু পাওয়া গেলে, আমারও ইচ্ছে করছে রাস্তায় রাস্তায় ঘুরি।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: অবশ্যই ঘুরবেন।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

অপর্ণা মম্ময় বলেছেন: ৫।কারো জীবদ্দশায় চল্লিশা করতে দেখছেন ?
৩। অস্বস্তিকর স্টেটমেন্ট এটা ।

১১ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: না দেখি নাই। তবে করলে ভালোই হবে। আমি নিজেই করবো।

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১

স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: ভাই | রবীন্দ্রনাথ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বাধা দিয়েছিলো | সে চায়নি বাঙালি জাতি শিক্ষিত হোক |

১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: ও আচ্ছা!
জানলাম।

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: রবীন্দ্রনাথ ঠাকুর এককথায় রাজনীতিবিদ ছিলেননা সত্যি তবে তিনি সকল রাজনৈতিক দর্শনের গুরু ছিলেন।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

তারেক ফাহিম বলেছেন: কলা ব্যাপারী ছবির নিম্নভাগের আলোচনা ভালো লাগছে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: হে হে

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

কামরুন নাহার বীথি বলেছেন:
ভালো কালেকশন আপনার!
অনেক শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.