নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ঈশ্বর মানুষকে পৃথিবীতে পাঠিয়ে কানে কানে বলে দিয়েছেন, বাবারা লাইনে থাকিস। আর মানিয়ে চলিস। যত দ্রুত মানিয়ে চলা শেখা যায় তত শান্তি। সমাজে বাস করতে হলে- সঠিক লাইনে থাকতে হয়, মানিয়ে চলতে হয়। বাপ ছেলেকে মানিয়ে চলে, প্রেমিক প্রেমিকাকে মানিয়ে চলে, অফিসে সহকর্মীর সাথে মানিয়ে চলতে হয়। লাইনে থাকতে হয়। মানুষের জীবনটাই মানিয়ে চলার জীবন।
মাঝে মাঝে মনে হয়, বোধহয় ঈশ্বর চান না সব মানুষ ভালো থাকুক। সুখ শান্তিতে জীবন যাপন করুক। মানুষকে দুঃখ কষ্ট আর অশান্তিতে না রাখলে তার ভালো লাগে না। মানুষ ভালো থাকলে, শান্তিতে থাকলে ঈশ্বরের কথা ভাববে না, তাই হয়তো- ঈশ্বর মানুষকে দুঃখ-কষ্ট দিয়ে ভরে রাখে। দিন শেষে ঈশ্বরেরও অনেক কিছু মানিয়ে চলতে হয়।
এই সমাজে নারী জাতি সবচেয়ে বেশি মানিয়ে চলতে জানে। তবে, আশার কথা হচ্ছে এ যুগের মেয়েরা বুদ্ধিমতী ও প্রতিবাদী। বিয়ের পর ছেলেমেয়ে দু'জনকেই মানিয়ে চলতে হয়। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা-ভক্তি না থাকলেও সমাজের ভয়ে মানিয়ে চলতে হয়। সন্তান দুনিয়াতে এলে তার সাথেও মানিয়ে চলতে হয়। বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন, পরিচিত-অপরিচিত, অফিস, ফেসবুক, ব্লগ সব কিছু মানিয়ে চলতে হয়।
রাজনীতিবিদদের সবচেয়ে বেশি লাইনে থাকতে হয়। তাদেরও মানিয়ে চলতে হয়। প্রতিটা মানুষকে ঘরে বাইরে, অফিস আদালতে, বাসে, ফুটপাতে সব জাগায় মানিয়ে চলতে হয়। মানিয়ে চলতে চলতে মানুষের জীবন শেষ। বড় বড় জ্ঞানী ব্যাক্তিরা বারবার বলে গেছেন, বাবা'রা লাইনে থাকিস। মানিয়ে চলিস। তবেই জীবনে সুখ শান্তি পাওয়ার সম্ভবনা রয়েছে।
ধরে নিলাম, একজন মানুষ বড়জোর সত্তর বা আশি বছর বাঁচে। আশি বছর কিন্তু খুব বেশি সময় না। আশি বছরে রোজার ঈদ পাওয়া যাবে আশিটা, জন্মদিন পাওয়া যাবে উনআশিটা। মরে যাবার পর আমাদের আর পৃথিবীতে থাকা সম্ভব না। এটাই চরম সত্য। অথচ এই ছোট্র জীবনে কত ঝামেলা আর সমস্যা আমাদের। কত অশান্তি। লেখাপড়া, ডিগ্রী, চাকরী, সাফল্য, বিয়ে, চিকিৎসা, মামলা, হুমকি-ধামকি আরও কত কি!
সমস্যা হলো, কেউ মানতে চায়, কেউ বুঝতে চায়- একদিন আমি থাকবো না। কেউ মারা গেছেন, তাকে নিয়ে যাওয়া হচ্ছে কবর দিতে, এই দৃশ্য দেখেও আজকাল মানুষ ভাবে না আমাকেও এভাবে চলে যেতে হবে। হাতে সময় খুব কম। তাই শুদ্ধ হই, ভালো হই। স্বচ্ছ আর পবিত্র হই। পৃথিবীতে থাকা স্বল্প সময়টুকু মানিয়ে চলি, লাইনে থাকি।
আমরা বেড়াতে চাই দেশে বিদেশে। অথচ আমরা ভাবি না, মাত্র আশি বছরের জন্য আমরা পৃথিবীতে বেড়াতে এসেছি। বিদেশে বেড়াতে গেলে, ভিসার মেয়াদ শেষ হলে চলে আসতে হয়। ঠিক তেমনি আমাদের জীবনের ভিসা শেষ হলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই দুনিয়াতে ভিসা থাকা অবস্থায় ঈশ্বরের উপদেশ গুলো মেনে চলাই বুদ্ধিমানের কাজ। তবেই মানিয়ে চলা সম্ভব। লাইনে থাকা সম্ভব।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: ভাই বুকেই রাখেন।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
দাড়ী রাখবেন?
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই রাখতে হবে।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪১
ফেরদৌসা রুহী বলেছেন: খুব ভালো চিন্তা ভাবনার কথা লিখেছেন। আমরা থাকবোনা কেউই, হুট করেই একদিন চলে যাবো তারপরে আমাদের হিংসা, লোভ ছাড়েনা।
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: হিংসা, লোভ ত্যাগ করতে হবে।
৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫৩
ইসিয়াক বলেছেন: বুঝলাম।
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: গুড।
৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভায়ের এবারের পোস্ট অতিব ভাবনার। ঠিকই তো মানিয়ে চলার আরেক নাম জীবন। আমাদের সকলের জীবন আরো উপভোগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক কামনা করি।
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। ভালো থাকুন।
৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০২
আলমগীর কাইজার বলেছেন: বুঝলাম, মানিয়ে চলায় বুদ্ধিমানের কাজ। ছোট্ট এই জীবনে তর্কে জড়িয়ে লাভ নেই।
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈশ্বর কে?
তাঁর ক্ষমতা কেমন?
১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: সারা বিশ্বের মালিক।
যার ক্ষমতার শেষ নেই।
৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওয়াজ মাহফিল।
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
রাজীব নুর বলেছেন: হে হে হে
৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৫
Subdeb ghosh বলেছেন: বাবারা লাইনে থাকিস।
দারুন ভাবনার বিষয়,
চমৎকার লিখেছেন!
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: সারা বিশ্বের মালিক।
যার ক্ষমতার শেষ নেই।
তার ও ক্ষমতার সীমাবদ্ধতা আছে। তিনিও অনেক কিছুই চাইলে ও করতে পারেন না।
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: ওকে।
১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭
নুরহোসেন নুর বলেছেন: চমৎকার পোস্ট ভাল লাগলো।
১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯
রুমী ইয়াসমীন বলেছেন: এমন করে যদি সবাই ভাবতো ও চলতো তবে এই দুনিয়াতে স্বর্গের মতই শান্তি থাকতো। আর ঈশ্বর যদি আলাদা করে স্বর্গ না বানাতেন তবে এই দুনিয়ায় সব মানুষকে সুখে শান্তিতে ভালো রাখতেন।
১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
খায়রুল আহসান বলেছেন: ভুল মানুষের সাথেও যতদূর সম্ভব, ভাল ব্যবহার করা অব্যাহত রাখতে হবে। কেননা আমাদের ব্যবহার আমাদের পরিচয় দেবে, তাদের আচরণ তাদের।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৯
স্বপ্নময় স্বপ্নের পথচারী বলেছেন: আসেন ভাই বুকে আসেন | মাঝে মাঝে আপনার কথায় মন ভালো হয়ে যায়