নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গাম্বিয়া পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখন্ডের ক্ষুদ্রতম দেশ। গাম্বিয়া নদী থেকেই মূলত দেশটির নামকরণ। গাম্বিয়া নদী দেশটির মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। গাম্বিয়া একটি কৃষিপ্রধান দেশ। এখানকার বেশির ভাগ মানুষ দরিদ্র। চীনাবাদাম এখানকার প্রধান উৎপাদিত শস্য এবং প্রধান রপ্তানি দ্রব্য। পর্যটন শিল্প থেকেও আয় হয়। ১৯৬৫ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর থেকে দেশটিতে মাত্র দুজন প্রেসিডেন্টকে দেখা গেছে। নবম ও দশম শতাব্দীতে গাম্বিয়া অঞ্চলে আরব ব্যবসায়ীদের আগমণ ঘটে। এই দেশে প্রচুর পাখি রয়েছে। তাই পর্যটকরা পাখি দেখতেও ভীড় করেন এই দেশে। মুসলিমপ্রধান একটি দেশ গাম্বিয়া। তাদের দৈনিক আয় ১.২৫ ডলারেরও কম।
বন্দর শহর বাঞ্জুল দেশটির রাজধানী। সেরেকুন্দা দেশের বৃহত্তম শহর। এখানে রয়েছে জাতীয় জাদুঘর ও ঔপনিবেশিক স্থাপত্য। কেনাকাটার জন্য রয়েছে নামকরা অ্যালবার্ট মার্কেট। শিক্ষার ক্ষেত্রে গাম্বিয়া খুব এগিয়ে না থাকলে ছোটবেলা থেকেই শিশুদের ধর্মীয় শিক্ষা দেয়া হয়। সম্প্রতি রোহিঙ্গাদের গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে(আইসিজে) গেল নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। মূলত এরপর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে আবারো দেশটির প্রসঙ্গ চলে আসে। অর্থনৈতিকভাবে দুর্বল গাম্বিয়াকে এ মামলা চালিয়ে যেতে ওআইসিসহ বিশ্বের বেশ কিছু দেশ সহায়তা করছে। কূটনৈতিকভাবে তাদের পাশে আছে বাংলাদেশও। গাম্বিয়া মানবিকতার দিক থেকে এখন শীর্ষেই থাকবে।
মানবাধিকার, সম-অধিকারের বিষয়ে এত দিন পশ্চিমাদেরই চ্যাম্পিয়ন বলে মনে করা হতো। কিন্তু গাম্বিয়া সেই ধারণা পাল্টে দিল খানিকটা। দরিদ্র, ক্ষুদ্র দেশও যে মানবাধিকার, জন-অধিকারের পক্ষে কথা বলতে পারে, গাম্বিয়া তার প্রকৃষ্ট উদাহরণ। জনসংখ্যা মাত্র ২০ লাখ। তিন দিকে সেনেগাল দিয়ে ঘেরা। গাম্বিয়ার আয়তন ১০ হাজার ৬৮৯ বর্গকিলোমিটার। বাংলাদেশের মোট আয়তনের চৌদ্দ ভাগের এক ভাগ। আফ্রিকার অন্যান্য রাষ্ট্রের মতো গাম্বিয়াও দাস প্রথার শৃঙ্খলে আবদ্ধ ছিল শতাব্দীর পর শতাব্দী। গাম্বিয়ার আরও একটি মজা হল, এখানে সমুদ্র সৈকতে প্রকাশ্যে যৌনতায় লিপ্ত হওয়া যায়। কেউ কোনও কিছুই মনে করে না। বাংলাদেশ থেকে ভিসা ছাড়া বিশ্বের কয়েকটি দেশ ভ্রমণ করা যায়। এমন একটি দেশ গাম্বিয়া। গাম্বিয়ার প্রধান সমুদ্রসৈকত কোতু।
ষোল শতকের শেষের দিকে গাম্বিয়ায় পর্তুগিজ বণিকদের আগমন শুরু হয়। এরপর আসে ব্রিটিশরা। তারপর ফরাসিরা। সতেরো এবং আঠারো শতকে গাম্বিয়ার দখল নিয়ে ফরাসি এবং ব্রিটিশদের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়। যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয় এবং উনিশ শতকে এটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। তখন এটি ব্রিটিশ গাম্বিয়া নামে পরিচিত ছিল। কথায় বলে বেদনাহত মানুষই বেদনার ভাষা বোঝে। তাইতো গাম্বিয়ার জরাজীর্ণ পরিবেশে বেড়ে ওঠা আইনমন্ত্রী আবুবকর মারি তাম্বাদু রোহিঙ্গাদের হৃদয়ের আর্তি সম্ভবত সবচেয়ে বেশি শুনেছেন। আমি মনে করি, আবু বকরকে আমাদের দেশে এনে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক।
(তথ্যসুত্রঃ ইন্টারনেট)
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪২
ইসিয়াক বলেছেন: আপনি গতকাল একটা কবিতা লিখতে চেয়েছিলেন । লিখেছেন?
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: লিখে রেখেছি। কিছুক্ষন পর পোষ্ট করবো।
৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন:
ভালো মুসলিম দেশ, সমুদ্রতীরের খোলা যৌন মিলন!
রোহিংগাদের হয়ে মামলা করেছে, এটা ভালো; তবে, ওদের মাথাটা একটু খালি, ২০ লাখ মানুষকে একটু ভালো রাখতে পারে না! বানর থেকে সামান্য বেশী বুদ্ধিমান, হয়তো
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০
রাজীব নুর বলেছেন: ওরা এগিয়ে যাচ্ছে।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: আগামী পাঁচ বছর পর ওরা পুরো বদলে যাবে।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০০
ডঃ এম এ আলী বলেছেন:
গাম্বিয়া সম্পর্কে অনেক সচিত্র তথ্য উঠে এসেছে লেখাটিতে ।
মি: সে হু নামে গাম্বিয়ার একজন সরকারী কর্মকর্তা আমার
সাথে পিএইডি করেছিলেন এ্কই শিক্ষা প্রতিষ্ঠানে । তিনি আমার
বেশ ঘনিষ্ট ছিলেন । তার কাছে গাম্বিয়ার অনেক কথা শুনেছি ।
তিনি অবসরে আমার বাসায় এসে রবিন্দ্র সংগীত শুনতেন ।
গানের কথা তার কাছে আমি ইংরেজীতে বলে দিতাম ।
গাম্বিয়ানরা খুবই মাইডিয়ার পিপল।
গাম্বিয়া সম্পর্কে কেও যদি আরো কিছু জানতে চান তাহলে
এখানে ক্লিক করে জেনে নিতে পারেন ।
শুভেচ্ছা রইল
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: আপনি যে পিএইচডি করেছেন আজই প্রথম জানলাম। আপনাকে স্যলুট।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬
দীপঙ্কর বেরা বলেছেন: অনেক কিছু জানলাম
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গাম্বিয়া সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৩
খায়রুল আহসান বলেছেন: গাম্বিয়া সম্পর্কে দেয়া আপনার তথ্যগুলোর জন্য ধন্যবাদ।
সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের কাঠগড়ায় অশুচি নারী সুচী এবং তার সামরিক জান্তাকে দাঁড় করিয়ে দেশটি ইতোমধ্যে বিশ্বের নজর কেড়েছে। আশাকরি, বাংলাদেশ সরকার কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ দেশটির সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলবেন।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৬
রাজীব নুর বলেছেন: বলা হচ্ছে এই মামলাটি নিষ্পত্তি হতে নাকি ২ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে?
৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬
আসোয়াদ লোদি বলেছেন: গাম্বিয়া যে কাজটি করেছে তা করা উচিৎ ছিল বাংলাদেশের। কারণ ৭১ সালে আমরাও গণহত্যার শিকার হয়েছিলাম। এখন রোহিঙ্গা ইস্যুতে আমরা সাফার করতেছি। গাম্বিয়াকে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: বাংলাদেশ নানান ভাবেই চেষ্টা করেছে। শেখ হাসিনা নানান দেশের কর্তা ব্যাক্তিদের অনুরোধ করেছেন। তারই ফলশ্রুতিতে গাম্বিয়া এগিয়ে এসেছে।
১০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
আলমগীর কাইজার বলেছেন: খুব ভালো লাগলো। এগিয়ে যাক গাম্বিয়া।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১১| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২
ডঃ এম এ আলী বলেছেন: গাম্বিয়া সম্পর্কে অনেক সচিত্র তথ্য উঠে এসেছে লেখাটিতে ।
মি: সে হু নামে গাম্বিয়ার একজন সরকারী কর্মকর্তা আমার
সাথে পিএইচডি করেছিলেন এ্কই শিক্ষা প্রতিষ্ঠানে । তিনি আমার
বেশ ঘনিষ্ট ছিলেন । তার কাছে গাম্বিয়ার অনেক কথা শুনেছি ।
তিনি অবসরে আমার বাসায় এসে রবিন্দ্র সংগীত শুনতেন ।
গানের কথা তার কাছে আমি ইংরেজীতে বলে দিতাম ।
গাম্বিয়ানরা খুবই মাইডিয়ার পিপল।
গাম্বিয়া সম্পর্কে কেও যদি আরো কিছু জানতে চান তাহলে
এখানে ক্লিক করে জেনে নিতে পারেন ।
আবার আসলাম বানান ভ্রমের কারণে।
তবে মুল্যমান অরো কিছু মন্তব্যও দেখে গেলম ।।
শুভেচ্ছা রইল
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১২| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: গাম্বিয়ার কাছে আমরা চির কৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ গুরুভাই আমাদের এতকিছু জানানোর জন্য।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মামা। ভালো থাকুন।
১৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনে হলো গাম্বিয়া ঘুরে এলাম!
ধন্যবাদ রাজীব নূর।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া নূর ভাই।
১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:০৯
এমজেডএফ বলেছেন: আসলাম এবং গাম্বিয়া সম্পর্কে জানলাম, ধন্যবাদ। মাত্র ২০ লক্ষ লোক তাও আবার গরীব! কোনো জায়গায় গলদ আছে।
ও আচ্ছা, আপনি এতদিন এম এ আলী ভাইকে ডাক্তার মনে করতেন নাকি!
১৪ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: আসলেই। হা হা হা---
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪০
ইসিয়াক বলেছেন: জানলাম । ভালো লাগলো।