নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বেকার কথা

১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭



বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট।
২০৩০ না, কোনো দিনই আমাদের বেকার সমস্যার কোনোই সমাধান হবে না। তবে, বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে আমি কখনই দমে যাই না। কারণ এত প্রতিকূলতার মাঝে আমাদের তরুণরা তাদের মেধার সাক্ষর রাখছে সারা পৃথিবীতে। আমি শুধু ভাবি তাদের আর একটু সুযোগ দিলে না জানি দেশটা কতই না বদলে যেতো! ছোটবেলা থেকেই এই কথা শুনে আসছি- বর্তমান সরকার বেকার যুবসমাজকে বেকারত্ব থেকে মুক্ত করার লক্ষ্যে কর্মসংস্থান ও অন্যান্য সুবিধার মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে; সাথে আমাদের দেশও। এই এগিয়ে যাওয়ার পথে অন্যতম বাধা হয়ে আছে এবং থাকবে এই বেকারত্ব- এ কথা স্বীকার না করায় কোনো বীরত্ব নেই।

বেকার'রা মনে করে- যারা চাকরি করে তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারা মোটেও সুখী মানুষ না। তাদের সমস্যার শেষ নেই। বর্তমানে চাকরী পাওয়ার চেয়ে, চাকরী পেয়ে চাকরী টিকিয়ে রাখা বড় ব্যাপার। বেকার'রা চাকরি চাকরি করে মরছে ! কোন রকম বেঁচে থাকবে বলে- একটা চাকরি তার ভীষন দরকার! কিন্তু চাকরি পাওয়ার পর ছেলেটি বদলে যায়! তখন শুরু হয় নানান অশান্তি।

হাতের কাছে থাকলে আমরা মূল্য দেই না।
শার্ট প্যান্টের ভেতর গুঁজে পরতে হয়। ঘরে নষ্ট ফ্যানের বাতাস খায়। আর অফিসের এসি নষ্ট হলে- ঘাই-ঘুই শুরু করে। নোংরা বাথরুম ব্যবহারে অভ্যস্ত কিন্তু অফিসে এসে চিৎকার করে পিয়নকে বলে- এয়ার ফ্রেশনার মারো। নিজের ঘরে টেবিলে তিন স্তরের ময়লা জমে যায়- কিন্তু অফিসে এসে পিয়নের সাথে চিৎকার, এত ময়লা জমেছে দেখো না?

সারা জীবন নিজের পানি নিজে নিয়ে খাওয়া ছেলে- অফিসে পিয়নকে বলে- ঠান্ডা পানি দাও। উফফ তোমাকে কতবার বলব- আমার আসার আগে আমার টেবিলে বোতলে পানি ভরে রাখবে। রাস্তার পাশে দোকান থেকে চা খাওয়া ছেলেটি- চাকরি পাওয়ার পর- কফি ছাড়া তার চলেই না। এইসব করে নিজেকে খুব স্মার্ট ভাবে তারা। তারপরও তারা নিজেকে অসুখী ভাবে। বলে, কয় টাকা আর বেতন ভাই। গাড়ি, ফ্ল্যাট কোনো দিনও করতে পারব না।

চাকরীতে কেউ সন্তুষ্ট না!
এই জন্যই জীবনানন্দ দাশ বলেছেন- ''পৃথিবীতে নেই কোন বিশুদ্ধ চাকুরি''। বিশ্বের কোনো দেশই বেকারত্ব থেকে মুক্ত নয়। দেশপ্রেমের পরিচয় দিয়ে দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বেকারদের দুঃখ-কষ্ট উপলব্ধি করতে হবে। দেশের টাকা দেশে রেখে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন, দক্ষতা-নির্ভর এবং বিশেষায়িত জ্ঞান নিয়ে তরুণরা নিজেদের তৈরি করলে ভালো বেতনের চাকরী তেমন কোন সমস্যা হবে না।

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

এলিয়ানা সিম্পসন বলেছেন: আপনার এখন অফিস টাইম না?

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: আমি তো বেকার।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

জাহিদ হাসান বলেছেন: যোগ্যরা কখনও বেকার থাকে না।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: কথাটা পুরোপুরি ঠিক না।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

ইসিয়াক বলেছেন: চাকরির আশা বাদ দিয়ে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলে নানা কাজ করা যায়। চাকরির জন্য হা পিত্যেশ আমার কাছে হাস্যকর।
আবার পড়াশোনা করলেই চাকরি করতে হবে বা চাকরির আশায় পড়াশোনা এসব ভাবনা বোকামি ছাড়া কিছু নয় ।
আমি নিজে একসময় পড়াশোনার পাশাপাশি ব্যবসা করেছি ,প্রথমে ছোট ব্যবসা তারপর দিনে দিনে সেই ব্যবসা অনেক বড় হয়েছিলো । মাসিক আয় ছিলো প্রায় চল্লিশ হাজার টাকা । গ্রামে থেকে মাসে চল্লিশ হাজার আয় কিন্তু অনেক টাকা।
এই ব্যবসাটা ছিলো সার ও কীটনাশকের।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আসলেই চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যোগে কিছু করাই ভালো।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: চেষ্টাই বেকারত্ব রোধ করে!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: তাহলে যারা বেকার আছে তারা কি চেষ্টা করছে না?

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: চেষ্টাই বেকারত্ব রোধ করে!

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: শুনুন কেউই বেকার থাকতে চায় না।
চেষ্টা মানুষ সব্বোর্চই করে।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

তারেক ফাহিম বলেছেন: যোগ্যতার বলে চাকুরী পেলে পিয়নের সাথে এসব আচরন অনেকেই করে না।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৬

তারেক_মাহমুদ বলেছেন: বেকারত্ব খুবই কষ্টকর ব্যাপার, যোগ্যতা অনুযায়ী চাকুরী না পাওয়াও হতাশার তবে চাকুরী পাওয়ার পর নিজেকে অনেক বড় ভাবার প্রবনতা অনেকের মধ্যে দেখা যায় যা ঠিক নয়।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বেশীরভাগই ভাল চাকুরী পেলে অতীত ভুলে যায়। আমাদের এখানে দেখেছি, নিজের দেশে বেড শীট ৬ মাসেও ধোয়ার নাম নেই, কম্বল ২ বছরেও ওয়াশ করে না - আর এখন লন্ড্রী ফেসিলিটি পেয়ে প্রতি সপ্তাহে ধোয়াতে দেয়...

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯

রাজীব নুর বলেছেন: কিছু মানুষের মানসিকতা এরকম।

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

চাঁদগাজী বলেছেন:


বেকারত্ব হচ্ছে সরকারের অদক্ষতা ও দুর্বল অর্থনীতির ফসল। মালয়েশিয়া থেকে শুরু করে অনেক দেশ বিদেশী মানুষ নিচ্ছে; আর, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান ওপুরো আফ্রিকা মানুষকে কাজে লাগাতে পারছে না; এদের প্রশাসন ও সরকারে ইডিয়টরা আছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: সরকারকে রাস্তা বা সেতু বা মেট্রোরেল ছাড়াও চাকরি কিভাবে তৈরি করা যায় তা ভাবতে হবে।

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


বেকারত্ব নিয়ে আপনার পোষ্ট খুব একটা ভালো হয়নি

১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: এই পোষ্ট টা মূলত বেকারত্ব নিয়ে নয়।
চাকরি পাওয়ার পর মানুষ যে জমিদারী করে সেটা নিয়ে।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু চাকরী জীবনেই নয়,
পৃথিবীতে এমন কোন ক্ষেত্র নাই
যেখানে মানুষ সন্তষ্ঠ। চাকুরি, ব্যবসায.
শিল্পী, মুচি, কামার. তাতী, শিক্ষক
কেউই জীবনে সুখী এ কথা স্বিকার
করেন না। এমন কি বিবাহিত জীবনেও
স্বামী-স্ত্রীও সুখী না।
There is no wife in the world who is good
to her husband and no husband
to his wife.

১৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:




অফিসে কলিগদের সাথে জুনিয়রদের সাথে যারা বাজে ব্যবহার করে তারা নিজেরা বাজে মানুষ বলেই এটি করে। আর পিয়ন ছাড়া যারা চলতে পারে না - তারা বাংলার শেষ নবাবের বংশধর। (নবাবের বুয়ার বংশধর)

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: হেঁহেঁ বুয়ার বংশ ধর।হে হে হে

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫১

বন্ধু শুভ বলেছেন: বেকারত্বকে আমি পেশা হিশেবে গ্রহণ করেছি।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৭

কনফুসিয়াস বলেছেন: আমি বেকারমুক্ত হতে চাই। সাবলম্বী হতে চাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ আপনার মনের ইচ্ছা পূরন হবে।

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: আমি তো বেকার।

আপনার সংসার চলে কি করে?

তিন সদস্যের সংসার খরচ তো আর কম নয়।

১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: আল্লাহ চালায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.