নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ সকাল

২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৩



আসসালামু আলাইকুম।
শুভ সকাল। সবাই কেমন আছেন? জানি, অবশ্যই ভালো আছেন। গতকাল অনুষ্ঠানে না যেতে পেরে আমার ভীষন মন খারাপ হয়েছে। এমন সুযোগ সব সময় আসে না। বছরে একবারই আসে। সমস্ত ব্লগারগন একসাথে! ভাবতেই অবাক লাগে! আনন্দ হয়। তা-ও মিস করে ফেললাম। এই দুঃখ আমাকে দীর্ঘদিন কুঁড়ে কুঁড়ে খাবে। যন্ত্রনা দিবে। যাই হোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আমি জানি আপনাদের সাথে দেখা হবে। কবি বলেছেন, দেরী হোক, যায়নি সময়।

পীর ও মুরিদের গল্প।
বর্তমান যুগে পীর, মুরিদ এবং মাজার হান্ড্রেড পার্সেন্ট বোগাস। ভন্ড। ছোট্র একটা গল্প বলছি। একবার এক পীর তার এক মুরিদকে একটা গাধা উপহার দিলেন। মুরিদ তো গাধা পেয়ে মহা খুশি। মুরিদ খুব যত্ন সহকারে গাধাটিকে পালতে লাগলে।

কিন্তু একদিন বাজার থেকে আসার পথে গাধাটি হঠাত মারা গেলো। মুরিদ তো চিন্তায় পড়ে গেলেন, এটা তার ওস্তাদের গাধা, এভাবে রাখলে গন্ধে মানুষের কষ্ট হবে। তাই তিনি গাধাটিকে কবর দিয়ে এর পাশে বসে কাঁদতে লাগলেন। কবরের পাশ দিয়ে যেই যায় লোকটিকে কাঁদতে দেখে টাকা দেয়। তখনি মুরিদের মাথায় এক বুদ্ধি এলো সে কবরটিকে লাল কাপড় দিয়ে ঢেকে দিলো আর একটা সাইনবোর্ড ঝুলালো এবং তাতে লিখলো গাধা শাহ বাবার গরম মাজার।

অল্প কিছু দিনে মধ্যেই মাজার বেশ জমজমাট হয়ে গেলো।
হাজার হাজার মুরিদের আর্বিভাব ঘটলো। নতুন মাজারের কথা একদিন তার পীর জানতে পারলো এবং তাকে ডেকে পাঠাল। হাজার হোক, পীরের কাছে তো আর মিথ্যা বলা যায় না। তাই তিনি সব খুলে বললেন। এই ঘটনা শুনে তার পীর বললো চিন্তা করিস না, তোর ওখানে যার মাজার, আমার এখানে তার মায়ের মাজার।


২০১৯ সাল চলে যাচ্ছে!
যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি,
তবে দোষ আপনার'ই।
এসে ক্ষমা চেয়ে নিবেন।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৫

নতুন নকিব বলেছেন:



অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন?

পীর মুরিদের গল্পটা গল্প হলেও বাস্তবতার বাইরে নয়। তবে সকল পীর এমন নন। সকল মুরিদও এমন বেকুব নন। ধান্দাবাজ কম বেশি সবক্ষেত্রেই থাকে। অন্ধকারের প্রশ্নটা সেখানেই আসে, যেখানে আলোর উপস্থিতি থাকে। সুতরাং, পীর মুরিদের মধ্যেও ভালো মন্দ রয়েছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: ঠিক আছে তিনজন ভালো পীরের নাম বলুন।এবং তাদের দ্বারা সমাজের উপরকার হয়েছে।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৯

ম্যাড ফর সামু বলেছেন: আপনাকে অনেকেই মিস করেছি। সবাই প্রত্যাশা করেছিলাম আপনি অন্তত এই অনুষ্ঠানটা মিস করবেন না।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: মাই ব্যাড লাক।
আমার পোড়া কপাল।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চা খাওয়ার জন্য গ্রুপে থাকলাম না- বড় কষ্টদায়ক হলো----------কয়েক বার সমানে ঘুরছিলেন কিন্ত সাহজ পাইনি কথা বলার
যাক- তারপরও অনুষ্ঠান খুবি ভাল হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

২০১৯ সাল চলে যাচ্ছে!
যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি,
তবে দোষ আপনার'ই।
এসে ক্ষমা চেয়ে নিবেন।


দারুন বলেছেন !!
ক্ষমা চাইতে দোষ নাই
তবে আপনার দেয়া কষ্টের জন্য র
ক্ষমা আমাকে চাইতে হবে এই যা !!
বিচার মানি, তালগাছ আমার

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: হে হে হে
আপনার সাথে আর পারা গেল না।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৩

ইসিয়াক বলেছেন:

আমার বলার কিছু ই যে নাই।

এক কাছাকাছি ,
তবু দেখা নাই ।
পথে পথে ঘুরি,
যদি দেখা পাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: পথেই দেখা হয়ে যাবে একদিন।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

মনির হোসেন মমি বলেছেন: খুজেঁছি আপনাকে।শিপু ভাই বলল আপনি চিটাগং না কোথায় যেন কাজে ব্যাস্ত তাই দেখা হল না।মিস ইউ ভাইয়া।ভাল থাকবেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: শিপন বহু বছর আগে একবার আমার বাসায় এসেছিলেন। আমি খুব খুশি হয়েছিলাম।

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: আমি একটু ভুল করেছি।
শিপু ভাই আমার বাসায় কখনও আসেন নি। একজন ব্লগার এসেছিলেন ৩/৪ বছর আগে। এখন উনি ব্লগে লিখেন না। তাকে ব্লগে দেখি না। তবে উনি ব্লগের অনুষ্ঠানে গিয়েছেন। আমি তার ছবি দেখেছি।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৭

ভুয়া মফিজ বলেছেন: আপনার মতো আমিও মিস করেছি......আমরা একই পথের পথিক! B-)

শেষের বোল্ড করা লাইন চারটা ভালো লেগেছে। জেনুইন বাঙ্গালীয় ভাবনা!!! =p~

২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: হে হে---

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪০

পদ্মপুকুর বলেছেন: আপনার পোস্ট ছাড়া ব্লগের একটা দিনও পার হয় না, অথচ কি নিয়তি দেখেন, ব্লগডের উৎসবে আপনিই নেই... সবই উপরঅলার ইচ্ছে...

২৬ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ভাই।
আসলে আল্লাহ চান নি বলেই হয়তো তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও আমি উপস্থিত থাকতে পারিনি।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিচের লাইন কয়টি দিয়ে পোস্টটির জাত মেরে দিয়েছেন।
কথাটা আউল ফাউল কিছু লোককে বেশ কিছুদিন থেকে চালাচালি করতে দেখছি।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: স্যরি।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪

সোহানী বলেছেন: নেক্সট্ সুরভী ভাবী সহ যাবেন কিন্তু কারন ভাবী হাফ ব্লগার........ ;)

২৭ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সুরভি এবং পরী দু'জনকে নিয়েই যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.