নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একটা জ্ঞানী কথা বলি- যে কোন পুরুষের জীবনের কেন্দ্রবিন্দু যদি হয়ে থাকে কোন নারী, তাহলে ধরে নিতে হবে সে নিজেকে হারিয়ে ফেলছে। তাকে দিয়ে কোন মহৎ কর্ম করানো সম্ভব নয়।
২। ছোট ছোট বাচ্চারা স্কুলে নতুন বই পেয়ে কি যে খুশি। বাচ্চাদের আনন্দ এবং হাসিমুখ দেখে আমি নিজেই অনেক আনন্দিত। হাসিমুখ গুলো ক্যামেরা বন্ধী করতে পারলাম না। হাতের কাছে ক্যামেরা ছিল না।
৩। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে যদি স্বর্ণযুগ বলে কিছু থাকে, তা হলো বিগত দশ বছরের শেখ হাসিনা সরকারের শাসন।
৪। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র আবির্ভাবের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সুন্দর ও উন্নত নৈতিক গুণের প্রসার ঘটানো। তিনি নিজেই বলেছেন: “নৈতিক গুণাবলীকে পরিপূর্ণতা দেয়ার উদ্দেশ্যেই আমাকে রাসুল হিসেবে মনোনীত করা হয়েছে।
৫। পার্কে ছেলে-মেয়েরা তাদের বিখ্যাত ভঙ্গিতে বসে থাকে। বহুলোক মিছিলে বের হয়, নানান রকম সরকার-বিরোধী শ্লোগান এবং ফেস্টুন। মন্ত্রীরা সচিবালয়ে দারুন ব্যস্ত। বিরাট শপিং মলের সামনে কাঙ্গালীরা সাহেব-মেম দেখলেই ছেঁকে ধরে। পানির মতন খরচ করা হয় কালো টাকা। মেয়েরা ঘনঘন মোবাইল ফোনে চোখ বুলায়। বাসের এক টাকা ভাড়া বৃদ্ধি বিষয়ে লোকেরা তর্ক করে। হাসপাতালের সিড়ি দিয়ে একজন দৌড়ে যায় ব্লাড ব্যাংকের দিকে। একদিনে ৫৫ হাজার শিশুর জন্ম হয়ে যায়। জঙ্গলে হিংস্র পশু থাকে। মানুষের বনে হিংস্র প্রানীগুলোকে চেনা যায় না- মানুষের পাশে-পাশেই মানুষের মতন চেহারায় শিয়াল, কুমীর সাপেরা ঘুরে বেড়ায়। সব দৃশ্যই প্রায় একই রকম, তবু প্রত্যেকবার নতুন করে ছবি তুলতে হয়।
৬। গ্রিসের বিখ্যাত দার্শনিক ছিলেন ডায়োজিনাস।
সরল-সাদামাটা জীবনযাপনের জন্য তিনি আলোচিত ছিলেন। একবার বিশ্বজয়ী বীর মহামতি আলেকজান্ডার পারিষদবর্গ নিয়ে এ দার্শনিকের সঙ্গে দেখা করতে গেলেন। নগর রাষ্ট্র গ্রিসের মূল রাস্তার পাশেই এক চৌবাচ্চায় বাস করতেন ডায়োজিনাস। পানি পানের কোনও পাত্রও ছিল না এই মানুষটির। তেষ্টা পেলে দু’হাত মুঠো করে পানি পান করতেন।
একদিন সৈন্যসামন্ত নিয়ে আলেকজান্ডার যখন ডায়োজিনাসের চৌবাচ্চার সামনে পৌঁছলেন দেখলেন, ডায়োজিনাস রোদ পোহাচ্ছেন। নিজের পরিচয় দিয়ে আলেকজান্ডার বিনয়ের সঙ্গে জানতে চাইলেন, আপনার কোন সহযোগিতা লাগলে বলবেন। ডায়োজিনাস সঙ্গে সঙ্গে আলেকজান্ডারের দিকে খেয়াল না করেই বললেন, আমার পথ থেকে সরে দাঁড়ান।
বিশ্বজয়ী বীর আলেকজান্ডারের বুঝতে বাকি রইলো না, তিনি আসলে রোদটাকেই আটকে আছেন।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৪
রাজীব নুর বলেছেন: আমি সত্য কথা বলতে চেষ্টা করি।
২| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ৩ নাম্বারটা একটু ডাউট লাগলো। কি জানি আপনি কি মিন করছেন!
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা তুলে ধরেছেন।
ধন্যবাদ।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: বাচতবের মধ্যেই থাকি।
৪| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০০
ইসিয়াক বলেছেন: ৫নং টা মনের মতো।
শুভকামনা।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।
৫| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০
বিষাদ সময় বলেছেন: আমি আরেকটা জ্ঞানী কথা বলি, "ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত হলে জীবনের অনেক কিছু এলোমেলো হয়ে যায়"
ভাল থাকুন সবসময় সেই কামনা।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: ভাইরাস থেকে সাবধান থাকতে হবে।
৬| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ৩ নং টা আমারও কেমন কেমন লাগলো।
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: বুদ্ধিমানের জন্য ইশারা'ই যথেষ্ট।
৭| ০৩ রা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪
ঢাবিয়ান বলেছেন: মেয়র ইলেকশনে দাড়াচ্ছেন নাকি?
০৪ ঠা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৮
রাজীব নুর বলেছেন: না।
৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৫
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ২, ৩, ৪ একেবারে সত্য।