নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অনেক দিন আগেকার কথা।
ঠিক কতদিন আগের তা বলতে পারবো না। এক দেশে এক রাজা তার এক রানি কে নিয়ে থাকতেন। সেই রাজার ভারী দুঃখ। একে তো দেশে কোন সুখ-শান্তি নেই, তার ওপরে রাজার কোন ছেলেমেয়ে নেই। রাজা রানীকে ভীষন ভালোবাসেন। তাই সে ছেলে-মেয়ের আশায় আরেকটা বিয়ে করতে রাজি নয়। ডাক্তার কবিরাজ সবই দেখানো হয়েছে। ফলাফল শূন্য।
একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এলেন।
তিনি বললেন, "মহারাজ,আমি আপনার দুঃখ জানি”। বলে তিনি একটি গোলাপ ফুল দিলেন, তারপর আবার বললেন, "এই ফুল যদি আপনি পাঁচদিন জলে রেখে, পিষে আপনার রানিকে মধু দিয়ে খাওয়ান তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে”। এই বলে তিনি সেই ফুল রাজার হাতে দিয়ে দরবার থেকে চলে গেলেন।
প্রভু মুখ তুলে তাকিয়েছেন।
রাজা ঠিক সন্ন্যাসীর কথা মত ফুলটাকে পাঁচদিন জলে রেখে পিষে মধু দিয়ে রানিকে খাওয়ালেন। তারপরে রানির দুই জমজ ছেলে হল। তাদের নাম দেওয়া হল খেলান আর দোলান। তাদের এইরকম নামের কারন আছে। খেলান সবসময় খেলতে থাকে আর দোলান সবসময় দুলে দুলে ঘুমোয়। খেলান দোলান দু'টাই খুব দুষ্ট।
খেলান দোলান বড় হতে থাকলো।
রাজা রানীর ভীষন ইচ্ছা দুই ছেলে বড় হয়ে অনেক কিছু হবে। রাজা রানীর দুই ছেলেকে নিয়ে স্বপ্নের শেষ নেই। দুই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, ব্যবসায়ী হবে। খেলান আর দোলান রাজা রানীর ইচ্ছায় কিছুই হয়নি। খেলান হলো ধর্ষনকারী। দোলান হলো দুর্নীতিবাজ। আহা রাজা রানীর ভীষন কষ্ট। ভীষন দুঃখ।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৬
ইমরান আশফাক বলেছেন: তারপর কি হলো? অনেকদিন আগের কথা তো, নিশ্চয়ই তারপর কিছু একটা হয়েছে। সেই কিছু একটা কি হলো সেটাই জানতে চাচ্ছি।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: মনে নাই।
অনেক আগের কথা তো!
৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: এখনও রাজা রাণীর গল্প সুন্দর রাজীব দা
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিবেন।
৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২১
সাইন বোর্ড বলেছেন: রাজা-রানীর যুগে কি এরকম ধর্ষণ, দূর্নীতিবাজীর সাথে মানুষ পরিচিত ছিল ? গল্পের প্রেক্ষাপট ব্যাকডেটেড, কিন্তু সমস্যাগুলো হালের । গল্প বলার ঢং মোটামুটি ভাল লেগেছে ।
০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিবেন ভাই সাহেব।
৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আজকের ঢাকা শহরের ধর্ষণের খবর পড়ে খুবই বিব্রত হচ্ছি।
মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ কেন এত খারাপ হয়েছে?
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: সব মানুষ তো খারাপ না। অল্প কিছু মানুষ খারাপ। খারাপ লোক তো মক্কা মদিনায়ও আছে।
৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩
শের শায়রী বলেছেন: ভাই শেষেরটুকু আর বললেন না যে, আচ্ছা আমিই বলি দেখি হয় কিনা, রাজার মৃত্যুর খেলান দোলান তাদের বাবার সিংহাসন দাবী করে পরস্পর পরস্পরের বিরুদ্ধে লাগাতার মামলা শুরু করে, কিন্তু রাজনৈতিক মামলা বিধায় দিনের পর দিন সে মামলা চলতে থাকায় উভয়েই দ্রুত নিস্পত্তির পথ খুজতে থাকে এ অবস্থায় খেলান কে উজিরে আলা হারামী খান আর দোলান কে সেনাপতি পিচাশ দত্ত সমর্থন দেয় এবং উভয়ের সমর্থকদের মাঝে মারাত্মক বোমাবাজি শুরু হয়।
খেলান খেলতে খেলতে এবং দোলান দোল খেতে খেতে সে যুদ্ধ দেখতে থাকে এবং মাঝে মাঝেই উদ্ধিগ্ন দৃষ্টিতে সিংহাসনের দিকে তাকায়। ওদিকে কাতারে কাতারে দুই দলের সমর্থক মারা যেতে থাকে এবং "রাজায় রাজায় যুদ্ধ করে উলুখড় প্রানে মরে" কথাটির প্রচলন হয়।
০৬ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: বাহ!!
আপনি প্রতিভাবান লোক।
৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৩
সোহানী বলেছেন: শের ভাইয়ের কমেন্টে সুপার লাইক
০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬
রাজীব নুর বলেছেন: ইয়েস।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৭
ইসিয়াক বলেছেন: এইটুকু ই বুঝলাম যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।