নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

গতকাল কুর্মিটোলায় ধর্ষণের ঘটনায় সাধারন মানুষ যা ভাবছেন

০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬



১। দেশটা কী ধর্ষকের অভয়ারণ্যে পরিণত হচ্ছে?
আমি আতঙ্কিত। আমার মেয়ে বড় হচ্ছে এবং মেয়ের আরো দুইটা বোন এই ঢাকা শহরে পড়াশোনা করে। ওরা একা একা নাটক দেখতে যায়। কাজ-বাজ খুঁজে বেড়ায়।

২। আমার ক্যাম্পাসের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, বিচার চাই" এই কথাটি খুবই বৈষম্যমূলক একটি কথা। আপনি যদি ধর্ষণের বিচার চান সব মেয়ের জন্যই চান। ধর্ষণের বিরুদ্ধে সবধরনের গণ প্রতিরোধে সাথে থাকুন।

৩। যে পরিবার নিজ পুত্রকে ধর্ষক হওয়া থেকে বিরত রাখার পরিবর্তে কন্যাকে বছরের পর বছর ধর্ষণের ভয়ভীতি দেখিয়ে স্বাধীনতার হস্তক্ষেপ করে, সেই পরিবার থেকে ধর্ষক ও নিপীড়ক ছাড়া আর কিছু কি বের হতে পারবে?

৪। রাজধানীর মতো জনবহুল শহরে বাসস্ট্যান্ড থেকে ধরে নিয়ে একটি মেয়েকে ধর্ষণ করা হলো।
এ শহর কার?

৫। দেশপ্রেমিক পুলিশ ভাইয়েরা, কুর্মিটোলার ধর্ষকদের খুঁজে বের করে পুলিশ সপ্তাহের কার্যকারিতা প্রমাণ করুণ !

৬। স্বাধীন বাংলাদেশে মেয়েদের জন্য প্রতিটা রাতই যেন ২৫ মার্চের রাত !!!

৭। ২০১৮ সালের দ্বিগুণ ধর্ষণ হয়েছে ২০১৯ সালে।
বিচার না হওয়ার ফল সমাজ এভাবে ভোগ করতেই থাকবে।

৮। ঢাবি ছাত্রীর ধর্ষককে ধরা প্রযুক্তির এই যুগে কঠিন কোনো কাজ নয়; যতই সে অজ্ঞাত ব্যক্তি হোক না কেন। নির্দিষ্ট একটি লোকেশনে কোন কোন ডিভাইসে কোন নম্বরের মোবাইল চালু ছিল, সেটি জানা প্রশাসনের জন্য ওয়ান-টুর ব্যাপার হওয়ার কথা। যদিও আমি নিশ্চিত নই এভাবে অপরাধী ধরতে বাংলাদেশের প্রশাসন কতটুকু সক্ষম। অপরাধী মোবাইল ব্যবহার না করলে সিসি ক্যামেরা থেকে অবশ্যই তথ্য পাওয়া যাবে। আজকাল ঢাকার অলিগলিতে সিসি ক্যামেরা আছে। সো আমরা আশাবাদী।
ওই নরপিশাচ শিগগিরই ধরা পড়ুক, সবার দিন পার হোক এই কামনায়।

৯। শৈশব থেকে আপনার মেয়েকে বলুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই হবে।
নয়তো ধর্ষণ হবার পরে তার বিচার পাবার কোন সম্ভাবনাই থাকবেনা।

১০। ৱাস্তা অবরোধ করে রাখলেই কি প্রশাসন দৌড়ায় এসে রেপের বিচার করবে ? শুধু শুধু ফুটেজ খাওয়া আর আমাদের মত আম জনতার ভগান্তি !

১১। প্রতিবাদ করার বিকল্প কিছু নাই।তাই প্রতিবাদ অব্যাহত ভাবে করতে হবে।তবেই না সুকান্তের আগামী প্রজন্মের ভবিষৎ গড়ে যেতে পারবেন।ভুল হলে মাফ করবেন।

১২। গোলার্ধের একদিকে দাবানল থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে হরিণ, অন্যদিকে ধর্ষকের হাত থেকে তরুণী।

মন্তব্য ৫৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ফয়সাল রকি বলেছেন: যেকোনো ধর্ষণই অগ্রহণযোগ্য। বিচার চাই।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: বিচার চাইতে হবে কেন?
একটা অন্যায় হয়েছে- বিচার তো হবেই। হতেই হবে।

২| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন: ধর্ষকের শাস্তি স্বরুপ ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দেয়া হোক

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: কেটে দিলেও শাস্তি যথাযথ হবে না।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধর্ষণ, খুনের প্রতিবাদ তো কম হচ্ছে না, কিন্তু কোনো সুফল পাচ্ছি না কেন? বিভিন্ন মিডিয়া খুন ধর্ষণের প্রতিবাদে খুবই সোচ্চার, কিন্তু যাদের বিরুদ্ধে এসব প্রচারণা চালানো হয়, তারা সবাই এসব প্রচারণা থেকে দূরে, অর্থাৎ, তাদের কাছে কোনো প্রচারণা বা মটিভেশন পৌঁছায় না।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। তাদের কি বিবেক নেই। বিবেক জাগ্রত রাখার ব্যবস্থা করতে হবে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অন্যদিকে, যেসব ঘটনার বিচার শুরু হয়েছে, সেগুলোর বিচার কবে শেষ হবে জানা নেই; যেসব বিচারের রায় হয়েছে, সেসব রায় কবে কার্যকর করা হবে, তারও কোনো হদিস নাই। আইনের কঠোর বাস্তবায়ন এসব খুন ধর্ষণ কমাতে পারে। এসব অপরাধের জন্য চাই দৃষ্টান্তমূলক শাস্তি, এবং কিছু কিছু শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা উচিত।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: বিশেজ্ঞদের পরামর্শ নিতে হবে। এভাবে আর কত দিন। এই রকম আর কত ঘটবে??

৫| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


মেয়ের পুর্ব পরিচিত কেহ নাকি?

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: এখনও কিছু জানা যায় নি?

৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

ইসিয়াক বলেছেন: সামাজিক অবক্ষয়ে কি ভয়াবহ অবস্থা!
ভাবতেই সারা শরীর শিউরে ওঠে। নিরাপত্তাহীনতায় ভুগি প্রতিক্ষণে ।
বলে কিছু হবেনা তাই বলার কিছু নেই। দম বন্ধ হবার মতো অবস্থা।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: তাড়াতাড়ি ইউরোপ যাওয়ার ব্যবস্থা করেন।

৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কিছু বলার নাই । ঢাকা মানেই বসবাস না করার মত একটা শহর ।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: তারপরও তো এই শহরে কোটি কোটি লোক।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ক্রসফায়ার করলে ভালো হতো।

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আসামী তো এখনও ধরাই পড়ে নি। আগে ধরা পড়ুক।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২১

জুল ভার্ন বলেছেন: তনু হত্যার সাথে মিল আছে.....

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: না মিল নাই।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭

পুলক ঢালী বলেছেন: ১। পতিতালয় গুলি উচ্ছেদের ফল
২। পর্ণ এখন ভীষন সহজলভ্য।
৩। গ্রামে পরিবার রেখে অনেকেই ঢাকায় একা থাকে পরিবার রাখার মত আয় নেই তারা --?
৪। আইন করে এটা থামানো যাবে কিনা জানিনা কারন খাওয়া, ঘুম, এবং সঙ্গম পশু প্রবৃত্তি। এই ক্ষেত্রে প্রকৃতির প্রানী এবং মানুষের মধ্যে কোন পার্থক্য নেই।
মেয়েদের জন্য শুধু ঢাকা নয় পুরো বাংলাদেশ অনিরাপদ জনপদে পরিনত হয়েছে। আমাদের দেশের মেয়েদের পতিতা বৃত্তির জন্য বিদেশ পাঠানো হয়। তাদের সেই ডলার গ্রহন করতে আমাদের আপত্তি নেই অথচ দেশের পতিতালয়গুলি আমরা মানবতার দোহাই দিয়ে ভূমি দখলের উদ্দেশ্যে উচ্ছেদ করি। আর ধর্ষন বেড়ে গেল বেড়ে গেল বলে গলা ফাটাই। অবস্থা এমন দাড়িয়েছে যে ৩ বৎসরের শিশুকে ধর্ষন করে গলা টিপে মেরে ফেলা হচ্ছে। আমাদের নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে শিক্ষককে পুকুরে ফেলে দেই চড় মারি আরো কত কিছু আছে ---

০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১১| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৬

আকতার আর হোসাইন বলেছেন: ৩। যে পরিবার নিজ পুত্রকে ধর্ষক হওয়া থেকে বিরত রাখার পরিবর্তে কন্যাকে বছরের পর বছর ধর্ষণের ভয়ভীতি দেখিয়ে স্বাধীনতার হস্তক্ষেপ করে, সেই পরিবার থেকে ধর্ষক ও নিপীড়ক ছাড়া আর কিছু কি বের হতে পারবে
এএই মন্তব্যটা ঠিক আছে।

সব কটা ধর্ষককে ফাঁসি দিতে হবে

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০২

রাজীব নুর বলেছেন: ফাঁসি দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। গোরা উপড়ে ফেলতে হবে।

১২| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



ছেলেটা মেয়ের আগের পরিচিত কেহ হবে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৩

রাজীব নুর বলেছেন: এখনও সিউর বলা যাবে না।
আশা করি আসামি দুই একদিনের মধ্যে ধরা পড়বে।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: @চাঁদগাজী, পুলিশের কাছে যে বর্ণনা মেয়েটা দিয়েছে তেমন হলে মামলায় তা উল্লেখ থাকতো।তবে, আমার যা মনে হচ্ছে, রেপিস্ট আরো আগে থেকেই জায়গাটার অন্ধকার আর নির্জনতার সুযোগ নিচ্ছে যা এর আগে কেউ প্রকাশ করেনি। একজন একটা মেয়েকে মুখ চেপে ধরে নিয়ে গেল বুঝতে হবে সে শক্তিশালী। বর্তমানে নিয়মিত জিম বা শারীরিক কসরত করা মানুষ ছাড়া এটা সম্ভব না।

@ঢালী, পতিতালয় খুব বড় একটা ফ্যাক্টর হয়তো নয়। পতিতালয় উচ্ছেদ হলেও এ পেশায় অনেক মেয়েরাই আছে। ধর্ষনের ঘটনা ঘটে মানসিক বিকৃতি থেকে যারা যৌন বিকারগ্রস্ত। মূলত নৈতিক অবক্ষয় এর প্রধান নিয়ামক। সে সঙ্গে সরকারের চামচারা এহেন অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে, আইনের চরিত্রহীনতা, পুলিশের আসামী বানিজ্য, উকিল বিচারকদের নির্লজ্জ লোভ।

ভেবে দেখেন, যে উকিল বা পুলিশ বা বিচারক ধর্ষকের পক্ষে হয়তো তার , বোন, কন্যা বা জননী ধর্ষিতা যা তারা সমাজের বয়ে প্রকাশ করেন নাই। এমন ভাবনাটার চাইতে টাকাটা তাদের কাছে গুরুত্ব পায়।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৫

রাজীব নুর বলেছেন: চমৎকার বলেছেন।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
যেহেতু ধর্ষক অপরিচিত, আক্রান্ত ছাত্রীও অন্ধকারে চিনে নি।
তাই কোন এক হতভাগ্য বখাটের উপর ক্রসফায়ার, লাশ দেখার অপেক্ষায় আছি।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: আমার মন বলছে আসল আসামি ধরা পড়বে।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪৮

ভুয়া মফিজ বলেছেন: ১২ নং পয়েন্টটা যথাযথ হয়েছে।
অপেক্ষা করেন, সামনে আরো খারাপ দিন আসছে।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: খারাপ দিন আসার আগেই আমাদের ব্যবস্থা নিতে হবে। সর্তক হতে হবে।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩৮

এলিয়ানা সিম্পসন বলেছেন: @চাঁদগাজী, আপনার এসব ফালতু কমেন্ট করার চেয়ে না করাই ভাল।

আরেকজন দেখলাম বলল, ধর্ষণ করা নাকি প্রকৃতির অংশ। আচ্ছা এরা কত মানুষকে ধর্ষণ করার পর এই ব্লগে ব্লগিং করতে এসেছে? নির্লজ্জতার কত সীমা অতিক্রম করলে এভাবে প্রকাশ্যে পতিতালয়ের পক্ষে যুক্তি দিতে আসে ধর্ষণকে জাস্টিফাই করার জন্য। আর এরা আবার ধর্মের দোহাই দিয়ে নাস্তিকদের হত্যা করে, সমকামীদের ঘৃণা করে, ব্রেস্ট মিল্ক ব্যাংকের বিরোধিতা করে! বাহ কি সুন্দর বাংলাদেশ!

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ আজও অন্ধকারে আছে।
অনেক শিক্ষিত লোকজনের মানসিকতা অতি নিম্ম মানের।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি হতবাক, আপনার মত আমারও কথা একটাই সব ধর্ষণেরই বিচার চাই।

০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: বিচার চাইতে হবে কেন?

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১০

ঢাবিয়ান বলেছেন: এ দেশে এখন অমানুষদেরই জয়জয়কার। মানুষগুলো শুধু ভয়ার্ত মুখে ভাষাহীন হয়ে ঘুরে বেড়ায়। এমন একটি রাস্ট্রে এই ধরনের ঘটনা এমন আর নতুন কি?

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: কিচ্ছু বলার নাই।
বললেই সমস্যা।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪

ইকবাল কবীর (রাখাল ছেলে) বলেছেন: মনের কথাগুলি বলেছেন। ধন্যবাদ ভাই। শুভ কামনা আপনার জন্য।

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

২০| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

নূর আলম হিরণ বলেছেন: কখনো কোনো বড় আমলা, রাজনীতিবিদদেরকে ধর্ষণ সম্পর্কে সেরকমভাবে উচ্চবাচ্য করতে দেখেছেন? দেখেননি, কারণ সব ক্ষমতাবানরা কোনো-না-কোনোভাবে ধর্ষক!

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: একদম মনের কথা বলেছেন।

২১| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৭

পদ্মপুকুর বলেছেন: গোলার্ধের একদিকে হরিণ দৌঁড়াচ্ছে দাবানল থেকে বাঁচতে, অন্যদিকে তরুণী দৌঁড়াচ্ছে ধর্ষক থেকে বাঁচতে...............

প্লাস

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: বাঁচার উপায় আমাদেরই খুঁজে বের করতে হবে।

২২| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

পদ্মপুকুর বলেছেন: উপ্রের ছবিটা জোশ হইছে! :-B

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: হে হে

২৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২

রানার ব্লগ বলেছেন: ধর্ষকের বিচার এবং এই ঘটনা নিয়ে যারা বিভিন্ন ভাবে দাত কেলিয়ে বেড়াচ্ছে তাদের উলটা লটকিয়ে গলায় পাথর বেধে দিতে হবে আজীবনের জন্য।

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:২২

রানার ব্লগ বলেছেন: কিছু কিছু মানুষের ধর্ষকের ফাঁসি চায়া কাইন্দা ফেসবুক ভাসানো দেইখা আমার পেট ফেটে হাসি আস্তেছে। আমি তো এদের চিনি, নিজের মা, বোন এবং কন্যা ছাড়া বাকী সব নারী মানেই এদের কাছে অতি অবশ্যই মাল। তো এদের "উই ওয়ান্ট জাস্টিস" এর তলে আমি একটা কইরা হা হা দিলে আপনারা আবার বিকট রাগ করবেন। বলবেন, শ্রেণীর প্রশ্ন তুলতেছি, বলবেন, বিচার চাইতেছি না, বলবেন, প্রতিবাদটা নিয়া ট্রল করতেছি। আরে বাবা, আপনাদের শ্রেনী মাইনা আলোড়িত, বিচলিত হওয়াটা নিয়ে কথা বলা মানেই বিচার চাই না তাই কি? কি পিকিউলার চিন্তাভাবনা! সার্ফেস লেবেলে ভাবতে ভাবতে আমাদের বটগাছগুলাও কবে কবে বামন হয়া গেছে।

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: সব সমাজেই এই রকম মানসিকতার লোক আছে।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক, গোল্ডফিশ জাতীটা লাফানোর মত আরেকটা টপিক পেয়েছে। এখন এ নিয়ে কদিন লাফাবে, আর দেশ যথানিয়মেই উন্নয়নের রোল মডেলে চলবে....

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: মানুষ না লাফালে কে লাফাবে? বনের পশুরা?
লাফিয়েও তো কাজ আদায় করা যায় না।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশে মহামারির মতো ছড়িয়ে পড়েছে ধর্ষণ। ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে বাদ যাচ্ছে না কন্যাশিশু ও বৃদ্ধ নারীরাও।
এমনকি রেহাই পাচ্ছে না বাক বা বুদ্ধি প্রতিবন্ধীরাও। শুধু তাই নয়, ধর্ষণ শেষে নির্মম নির্যাতন, এমনকি চলন্ত বাস
থেকে ফেলে দিয়ে কিংবা আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটছে। মানুষ নামধারীরা এক বিভত্স রূপ নিয়ে হাজির
হচ্ছে আমাদের কন্যাশিশু, কিশোরী ও নারীদের সামনে। ধর্ষণের এমন লাগামহীন চিত্র দেখে বাংলাদেশের আইন ও
বিচার ব্যবস্থাসহ শিক্ষা ব্যবস্থাকেও প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।
প্রতিনিয়ত এসব ধর্ষণের কারণ হতে পারে যথাযথ ভাবে আইনের প্রয়োগ না হওয়া।
তাছাড়া সামাজিকভাবেও ধর্ষকদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিরোধ গড়ে উঠছে না ৷
আর মামলা হলেও শেষ পর্যন্ত অনেক মামলারই বিচার হয় না ৷ কারণ শেষ পর্যন্ত
নানা উপায়ে ভিকটিমকে বিরত রাখা হয়৷ সাক্ষীদের সাক্ষ্য দিতে দেয়া হয় না ৷

ধর্ষণের জন্য ধর্ষক ই দায়ী। সচেতনতা বৃদ্ধি জরুরি বিশেষ করে নারী সচেতনতা।
যথাযথ আইন প্রনয়ন ও প্রয়োগ নিশ্চিত করতে হবে। সবার আগে আমাদের
মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। আমাদের দেশে শিক্ষার সঙ্গে নৈতিকতার
সমন্বয় সাধন করতে হবে তাহলে অপরাধ কর্মে তাদের বিবেক বাধা দিবে।
ধর্মীয় নৈতিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে কারণ ধর্ম ভাবনা তথা
নৈতিক চেতনা মানুষের আচরণ সংশোধনে যতো সহজে ফলপ্রসূ হতে
পারে তা অন্য কোনো উপাদানে লক্ষ্য করা যায়নি।

০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: এই দেশ নষ্ট গেছে। একদম নষ্ট হয়ে এগছে।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপন জুয়েলার্সের মালিকের ধর্ষক ছেলের পক্ষে আদালতে দাঁড়িয়েছিল আওয়ামিলীগ নেতা ব্যারিস্টার ফজলে নুর তাপস। এই তাপস এখন আবার বিচার ও সুশাসন শূন্য দেশের রাজধানী, ধর্ষকেদের অভয় নগরী ঢাকার মেয়র প্রার্থী।
এই যদি হয় অবস্থা তাহলে এদেশ থেকে ধর্ষণ কিভাবে বিলুপ্ত হবে ?

০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: ভাই এই দেশ নষ্ট হয়ে গেছে।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৭

ঢাবিয়ান বলেছেন: আপন জুয়েলার্সের মালিকের ধর্ষক ছেলের পক্ষে আদালতে দাঁড়িয়েছিল আওয়ামিলীগ নেতা ব্যারিস্টার ফজলে নুর তাপস !!!!!!বাহ ধর্ষকদের জন্য সুখবর বয়ে আনতে যাচ্ছে ঢাকার ভাবী মেয়র।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.