নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার ল্যাপটপ পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
নতুন ল্যাপটপ কবে কিনতে পারবো জানি না। এখন বড় ভাই এর ল্যাপটপ চালাচ্ছি। বড় ভাই এর ল্যাপটপ চালাতে গিয়ে দেখি এখানে আমার একটা ছবির ফোল্ডার আছে। ফোল্ডারে বেশ কিছু ছবি আছে। ভালাম ছবি গুলো আপনাদের দেখাই। সব গুলো ছবি ১০/১২ বছর আগের। বড় ভাই এর এই ল্যাপটপে ছবিগুলো কেমন করে এলো আমি জানি না। ছবি গুলো দেখে আমি দশ বছর আগে ফিরে গেলাম। ছবি গুলো দেখে অতীতের অনেক ঘটনা মনে পড়লো। অথচ এই সমস্ অতীতের কথা সব ভুলে গেছি। ছবি গুলো দেখে পুরোনো ইতিহাস সব তাজা হয়ে গেছে। ছবি গুলো না দেখলে কোনো কিছুই আমার মনে পড়তো না। অনেক গুলো লেখা মাথায় জমে আছে। সেই সমস্ত লেখা না লিখে ছবি ব্লগ পোষ্ট দিলাম। যাই হোক, এখন আপনারা ছবি গুলো দেখুন। কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর ফ্লিকারে আমাকে একটা আইডি আছে। ইচ্ছা হলে এই ছবি গুলোও দেখতে পারেন। এই যে লিংক।
১।
এই ছবিটা সোনার গা থেকে তুলেছিলাম। ছবিটা আমার নিজের কাছেই খুব ভালো লাগে।
২।
উত্তরা দিয়াবাড়ী। সেই সময় নিয়মিত ফটোওয়ার্কে যেতাম। দিনরাত ক্যামেরা নিয়ে পড়ে থাকতাম।
৩।
বান্দারবান। ছবিটার ইতিহাস হলো। না থাক বলব না। অন্য একদিন।
৪।
বৃক্ষোমেলা থেকে। ঢাকা শহরে প্রতি বছর বর্ষাকালে ঢাকার আগারগাও ব্রিক্ষমেলা হয়।
৫।
চিটাগাং গিয়েছিলাম তখন। ছোট ছোট বড়ই। খুব টক। তবে লবন দিয়ে খেতে ভালোই লাগে।
৬।
এমনি এমনি। আমার জীবনে আমি যত ছবি তুলেছি তার বেশির ভাগ ছবিই ফাউল ছবি। মানে আজাইরা ছবি।
৭।
বাড্ডা। আমেরিকান এম্বেসীর সামনে থেকে। সেখানে আমার এক বন্ধু থাকে। প্রায়ই যেতাম তার কাছে।
৮।
মিরপুর- ১০। এখন এ জায়গাটা এরকম নেই। বদলে গেছে।
৯।
মুরাপাড়া জমিদার বাড়ি। ফটোওয়ার্কে গিয়েছিলাম।
১০।
ফড়িং। ফড়িং কখনই এক জায়গায় বেশিক্ষন স্থির হয়ে বসে না।
১১।
স্টেডিয়াম। ঢাকা। এই মাঠে সবচেয়ে বেশি খেলা হয়েছে আবহানী মোহামেডানের।
১২।
ইটভাটা শ্রমিকের দুই ছেলে। কি হাসি তাদের! প্রানবন্ত হাসি। এই হাসি চিরদিন থাকুক অমলিন।
১৩।
কোনো এক বাংলা নববর্ষে। শাহবাগ।
১৪।
এই ছবিটা কোথা তুলেছি। কিছুই মনে করতে পারছি না। আজিব!
১৫।
শীতকালে গাছের পাতা ঝরে পড়ে।
১৬।
আকাশ ভরা মেঘ ছিলো সেদিন!
১৭।
চারুকলা। একসময় বন্ধুবান্ধব নিয়ে এখানে খুব আড্ডা দিতাম।
১৮।
পুরোনো বন্ধুবান্ধব। এখন কে কোথায় আছে জানি না। কারো সাথেই যোগাযোগ নেই। এই ছবিতে আমিও আছি। আমাকে চেনা যায়?
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: জ্বী ফল।
ফলের নাম করমচা। খুব টক।
২| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ছোট ভাই। ও স্যরি বন্ধু।
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
শের শায়রী বলেছেন: শেষ ছবিতে সর্ব ডানে
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইয়েস।
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০২
নেওয়াজ আলি বলেছেন: দেখতে পেলাম অনেক ছবি।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪
পারগালি বলেছেন: সুন্দর , অনেক সুন্দর ।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ছবি সুন্দর হয়েছে।
আর করমচা সেই রকম!
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
খোলা মনের কথা বলেছেন: অসাধারন কিছু সুন্দর ছবি দেখলাম। ইট ভাটার শিশু শ্রমিকের হাসিটা দারুন। এমন ন্যাচারাল ছবি গর্ব করে তোলা যায়
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া ভাই।
৮| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০১
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার, চমৎকার।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।
৯| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২
ইসিয়াক বলেছেন: তখন কি আপনার মাথায় টাক ছিলো?
ও হ্যাঁ জ্বালাময়ী কবিতার বিষয়বস্তু বলেন ।আমি লেখার চেষ্টা করছি বন্ধু্ ।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: নজরুলের কবিতা পড়ুন।
১০| ১০ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
ইসিয়াক বলেছেন: সারাদিন আমি আজ ছবি তুলেছি।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
১১| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:০২
ইসিয়াক বলেছেন:
আরো ছবি দেবো ।
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
১২| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার চুল তো খুবই বড় বড় ছিল
১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: হুম সেই সময় চুল বড় রাখতাম।
১৩| ১১ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: সবগুলোর মাঝে আমি বলব করমচার ছবিটাই সেরা.....এমন আরো পোষ্ট চাই রাজিব ভাই, আপনার কাছে।
১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
১৪| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৩
হাসান রাজু বলেছেন: আমার তোলা কিছু ছবি তার মানে আপনি ক্যামারার পিছনে।
ঠিক ???!!!
১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: হুম।
১৫| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক ভালো।
ছবি তোলার মাস্টার।
১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: অনেকে আমাকে ফটোফাইটার বলেন।
১৬| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবিব্লগ ।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
১৭| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৮
আসোয়াদ লোদি বলেছেন: পুরানো ছবি ! কিন্তু আমার জন্য নতুন। একটা লাইক দিলাম।
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
১৮| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪
সোনালী ডানার চিল বলেছেন: ছবিগুলো খুব মনযোগ দিয়ে দেখলাম- সময় সময় একটি ছবিও অনেক কথা বলে উঠে, আবার
একটি ছবি চোখের আরাম এনে দেয়; আপনার কিছু ছবি আমার চোখে আরাম এনে দিল;
আমিও অজস্র ছবি তুলি, বিশেষ করে স্মার্ট ফোনের অত্যাধিক আধূনিকতায় সেসব ছবিও সময়কে
আচ্ছন্ন করে।
আপনার পোষ্টে ভালোলাগা রাখলাম!
১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
১৯| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১
ভ্রমরের ডানা বলেছেন: ছবিগুলো সুন্দর। আচ্ছা আপনি কি আজ লাল চেক ফুলহাতা শার্ট পরেছিলেন।
১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: ইয়েস।
হায় হায়--
আপনি কোথায় দেখলেন?? !!!!!!!!!!
২০| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫
ভ্রমরের ডানা বলেছেন: আপনি কি আজ কিছু লোকের সাথে আড্ডা দিচ্ছিলেন? একটা বেনসন ফুকছিলেন?
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: ইয়েস।
২১| ১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
সুরভী ভাবীকে কবিতাটি শুনিয়েছেন? উনার কি উপলব্ধি?
১১ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪২
রাজীব নুর বলেছেন: না, তাকে শুনাই নাই।
২২| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৫
নূর আলম হিরণ বলেছেন: আমি ভালো ছবি তুলতে পারিনা, আমার মোবাইলের ক্যামারিটি চমৎকার কিন্তু আমি সেটার ব্যবহার ঠিক মত করতে পারিনা।
১২ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: এটা বড় কোনো সমস্যা না।
প্রতিদিন ছবি তুলুন।
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১
চাঁদগাজী বলেছেন:
৪ নং, কি ফল?