নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১২৬

১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৩



১/ প্রশ্ন এক: আপনাকে একটি রেফ্রিজারেটরের ভেতর একটা জিরাফ রাখতে বলা হল। কিভাবে রাখবেন?

২/ প্রশ্ন দুই: সিংহরাজ বনের সকল পশুপাখিদের একটা জরুরী সভা আহ্বান করেছেন। সব পশুপাখি যথাসময়ে সভায় হাজির হল শুধুমাত্র একজন বাদে। বলুন তো, সে কে?

৩। মনে রাখবেন সকল সফল ব্যক্তিই এক সময় মায়ের কোলে কাঁদতে থাকা শিশু ছিলো। সব বড় অট্টালিকাই একসময় শুধু একটি নকশা ছিলো। আপনি আজ কোথায় আছেন তা গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে আপনি কোথায় পৌছাবেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

৪। কেউ কেউ অনেক আগেই মৃত্যুর পায়ের শব্দ শুনতে পায়। তারপর তার মৃত্যু ঘটে। মনে হয় আমার সেই সময় এসেছে। হে বন্ধু বিদায়। দোষ ত্রুটি ভুল- দিও সব ক্ষমা করে।

৫। রবীন্দ্রনাথকে বহির্বিশ্বের মানুষ যতটা না চিনে তার চেয়েও তসলিমা নাসরিনকে বর্তমান বিশ্ব অনেক বেশি চিনে। এখানেই তসলিমার সার্থকতা।

৬। সরস্বতী পূজোর দিনে নির্বাচন অনুষ্ঠান করা থেকে অবশেষে সরে এলো নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তটি নিতে তাদের কেন এতো দেরি হলো তা তারাই জানেন। তবে, সংশ্লিষ্ট সকলের শুভবুদ্ধি এবং বহুজনের প্রতিবাদী এবং অসাম্প্রদায়িক বোধেরই জয় হলো দেখে ভাল লাগছে।
এর পরে নির্বাচন কমিশনকে একটা সরকারি ক্যালেন্ডার উপহার দেয়া হোক। তারিক নির্ধারণের সময় এর পরে থেকে দেখে নিতে পারবে। নিতান্তই গোবেচারা একটা সংস্থা।

৭।
হুমায়ূন আহমেদের রঙ্গ রসিকতা, মানুষকে চমকে দেয়ার ক্ষমতা, বৃষ্টি বা জোছনাবিলাস, বিয়ে বা মৃত্যু নিয়ে বিতর্ক।
বিজ্ঞানের প্রতি, দেশের প্রতি, শিশু কিশোরদের প্রতি মুহম্মদ জাফর ইকবালের ভালোবাসা বা একজন আশাবাদী মানুষ।
আর ‘উন্মাদ’ নিয়ে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কৌতুকের দাদা হিসেবে। কিন্তু তিনি উন্মাদ নন! সেই আহসান হাবীবের অনেক গল্পই আমাদের হয়তো জানা। এরপরও থেকে যায় কত অজানা!

আপনি জানেন কি, ছেলেবেলায় হুমায়ূন আহমেদ খেলনা পেলেই ভেঙে টুকরো টুকরো করতেন, প্রথম দিন তিনি স্কুলে গিয়েছিলেন প্যান্টের জিপার খোলা রেখেই। আর মুহম্মদ জাফর ইকবাল রাগ করলে বন্ধ করে দিতেন খাওয়া দাওয়া, ছেলেবেলা থেকে কথা বলতেন কম। কিংবা আহসান হাবীব প্রায় কালো ভূত দেখতেন। প্রেম ছাড়া কোনো বিষয়েই তিনি সিরিয়াস নন! তিনি দেখতে পান শব্দের রঙ। এমন আরো নানা গল্প নিয়ে তিন কিংবদন্তি, তাঁরা তিনজনের গল্প নিয়ে বড় মেজ ছোট। এতে পাবেন উপন্যাসের তৃপ্তি, ছোট গল্পের অতৃপ্তি আবার প্রবন্ধের সাবলীলতাও।
(অন্বেষা প্রকাশন)

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

হাসান রাজু বলেছেন: এটা ফেসবুকে দেখেছিলাম।

ভোট হবে রাতে, পুজো হবে দিনে। তাই এটা কন সমস্যা না।

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: তাহলে বিএনপি কেন এত তোড়জোড় করছে?

২| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫

ইসিয়াক বলেছেন: ৩ও ৭ নম্বর টা ভালো লাগলো ।
শুভকামনা রইলো ।

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৩

নয়ন বিন বাহার বলেছেন: দুই নম্বর প্রশ্ন কই?

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: মিসটেক হয়েছে।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৬

ঊণকৌটী বলেছেন: 3.উত্তর জিরাফ

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: সিউর?

৫| ১৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫২

রানার ব্লগ বলেছেন: ৬ নং এর উত্তর হল জল ঘোলা করে খাওার এক মাত্র অভ্যাস হোল গাধাদের।

১৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১১

পদ্মপুকুর বলেছেন: হুমায়ুন আহমেদ এর জিপার খোলা অবস্থায় প্রথম ক্লাসে যাওয়ার গল্পে যার সাথে ব্যাপক মারামারি হয়েছিলো সেই ছেলেটার নাম কি ছিলো? মনে আসছে না...

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ছেলেটা কালো করে, মোটা করে-

৭| ১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: জিরাফ বেটা ফ্রীজে

১৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: হে হে---

৮| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ১.কুমিরটা বের করে জিরাফটা রাখবো।

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: হে হে---

৯| ১৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

রূপক বিধৌত সাধু বলেছেন: হুমায়ুন আহমেদ, জাফর ইকবালের মতো অতটা পরিচিত নন আহসান হাবিব। এখনও উনার কোন লেখা পড়া হয় নি।

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: হায় হায় কি বলেন !!!!!!!!!

১০| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জিরাফটাকে কুচি কুচি করে কেটে
রেফ্রিজারেটরে রাখতে দোষ কোথায়?

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: জিরাফ কি খায়? কাজেই ফ্রিজে কেন রাখবে?

১১| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি কেমন আছেন?

১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: ভালো আছি।
ডাক্তার দেখিয়েছি।
ডাক্তার বলেছেন, চিন্তার কিছু নেই। কিছু ওষুধ দিয়েছেন। একটা টেস্ট।

১২| ১৯ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার ডাক্তারে একবার আমাকে বলেছিল, রক্তে তেল বেশি হয়েছি, ছয় মাসের মধ্যে না কমালে মরে যাবে। মাই গো মাই! আমি শুটকি সুরুয়া খেয়ে তেল কমিয়েছিলাম।

ওষুধ খেতে হবে, টেস্ট করালে ভালো হবে।

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১:১৫

শের শায়রী বলেছেন: আমার কাছে জাফর ইকবালের প্রতিভা হুমায়ুন আহমদের থেকে বেশী মনে হয়

২০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.