নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুখী মানুষ

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩



সকাল নয়টা।
বাসা থেকে বের হয়েছে শাহেদ জামাল। সে বড় রাস্তায় এসে দাঁড়িয়েছে। তার ইচ্ছা সে আজ যাবে ইজতেমাতে। অনেক ছবি তুলবে। কিন্তু অনেকক্ষন দাঁড়িয়ে থাকার পরেও সে কোনো বাস পাচ্ছে না। বেশ রাগ হচ্ছে শাহেদ জামালের। এমন সময় তার সামনে একটা স্কুটি থামলো। স্কুটিতে এক মেয়ে বসা। হেলমেটের কারনে মেয়েটার চোখ মুখ দেখা যাচ্ছে না। তবে মেয়েটা বেশ সুন্দরী তা বুঝা যাচ্ছে। মেয়েটা বলল, কোথায় যাবেন? বলেন, আমি নামিয়ে দিচ্ছি।
শাহেদ মেয়েটির স্কুটিতে বসলো। তার বেশ ভালো লাগছে। মেয়েটার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। শাড়ির আঁচল পতাকার মতোন উড়ে এসে লাগছে শাহেদের মুখে। এর আগে শাহেদ কখনো কোনো মেয়ের স্কুটারে উঠেনি।

মেয়েটা বলল, আপনাকে কোথায় নামাবো?
শাহেদ বলল, আপনার যেখানে ইচ্ছা।
মেয়েটা বলল, ইচ্ছা-মিচ্ছা বুঝি না। স্পষ্ট করে বলেন।
শাহেদ বলল, তাহলে ঝিগাতলা। তল্লাবাগ। মিষ্টির দোকানের কাছে।
মেয়েটা বলল, ঝিগাতলা যাওয়ার পথে স্টার রেস্টুরেন্ট পড়বে। সেখান থেকে কিছু খেয়ে নিতে চাই। আসলে আমি সকালে নাস্তা খাইনি।
শাহেদ বলল, ওকে। ওকে। শুকরিয়া। শুকরিয়া।
রেস্টুরেন্টে গিয়ে মেয়েটা যখন হেলমেট খুলল, তখন শাহেদ মেয়েটাকে চিনতে পারলো।

মেয়েটার নাম লাবনী।
শাহেদদের পাশের বাসায় থাকে। শাহেদ মেয়েটাকে তার বেলকনি থেকে প্রায়ই দেখেছে। মেয়েটা স্নান শেষ করে বেলকনিতে এসে
অনেকক্ষন দাড়িয়ে থাকে। অবশ্য কখনও লাবনীর সাথে কথা হয়নি শাহেদের। তবে চোখে চোখে অনেক কথা হয়ছে তো বটেই। যাই হোক, লাবনী বলল, কি খাবেন বলেন?
শাহেদ বলল, আপনি যা খাবেন তাই খাবো। কোনো অসুবিধা নেই। হে হে ....

এভাবেই সম্পর্ক গুলো হয়। হয়ে যায়।
আবার সম্পর্ক ভাংতেও সময় লাগে না। বরং সম্পর্ক হওয়া সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা খুব মুশকিল। শাহেদ বেকার। লাবনী আকিজ গ্রুপে চাকরী। বেশ ভালো চাকরী। অনেক টাকা বেতন। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আছে। সপ্তাহে দুই দিন ছুটি। বিশাল অফিস। খুব পরিস্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজানো। শাহেদ বেশ কয়েকবার লাবনীর অফিসে গিয়েছে। অফিসে গেলেই লাবনী শাহেদকে বার্গার আর কফি খাওয়ায়। অফিস শেষ করে লাবনী হাতিরঝিলে শাহেদের সাথে দেখা করে। স্কুটি রেখে তারা হাতিরঝিলে নৌকায় ঘুরে বেড়ায়। তখন তাদেরকে বেশসুখী মানুষ বলে মনে হয়।

লাবনীর বাবা পুলিশ।
বর্তমানে রমনা থানায় আছেন। একদিন লাবনীর বাবা বললেন, লাবনী তুমি কি শাহেদকে পছন্দ করো? তাকে বিয়ের কথা ভাবছো? তুমি যদি তাকে পছন্দ করো তাহলে আমার কোনো আপত্তি নেই। বাবার কথা শুনে লাবনীর চোখে পানি চলে এলো। মনে মনে বলল, বাবা তুমি এত ভালো কেন? তোমার মতো ভালো বাবা দুনিয়াতে আর একজনও নেই। সেদিন রাতেই শাহেদকে খেতে ডাকা হলো। লাবনীর মা বলল- লাবন্য আজ তুই রান্না করবি। লাবনী ভালো রান্না জানে। রাতে সবাই একসাথে খেলো। খুব গল্প করলো। শাহেদের গল্প শুনে তারা তিনজন খুব হাসলো।

লাবনীর বিয়ে হয়ে গেল।
শাহেদ জামাল লাবনীকে পেয়ে মুগ্ধ! শাহেদ মনে মনে ভাবে 'আমি নিশ্চিয়ই ভালো কোনো কাজ করেছি এজন্য আল্লাহ এত ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন'। লাবনী যেহেতু বাবা মায়ের একমাত্র সন্তান। তাই লাবনীর বাপ মায়ের অনুরোধে শাহেদ লাবনীর বাসায় উঠে এসেছে। লাবনী অফিস শেষ করে এসে দেখে শাহেদ তার শ্বশুরের সাথে দাবা খেলছে। অথবা শ্বাশুরির সাথে লুডু খেলছে। শাহেদ খুব অল্প সময়ে শ্বশুর শ্বাশুরির মন জয় করে নিয়েছে। ছুটির দিনে তারা একসাথে ভূতের মুভি দেখে। দেশের রাজনীতির পরিস্থিতি নিয়ে তুমুল আলাপ আলোচনা করে।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ইজতেমায় যাওয়ার ইরাদা ছিল সে কিনা স্টারে গিয়ে সকালের নাস্তা করছে ! প্রেম ভালোবাসা কখন কিভাবে আসে বলা মুশকিল। :)

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ইজতেমা মূখ্য বিষয় ছিলো না। ওটা কথার কথা বলেছে শাহেদ জামাল।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২

নীল আকাশ বলেছেন: ভাই এইসব কাহিনী লেখা যায়, বাংলা সিনেমায় দেখানো যায়। তবে কোন বাপই মেয়েকে বেকার ছেলের সাথে বিয়ে দেবে না। আর আজকালকার মেয়েরা অনেক এডভান্স। নিজে ভালো চাকরি করলে কোন মেয়েই বেকার ছেলেকে বিয়ে করবে না। সোসাল স্ট্যাটাস!!! নীচে নেমে যাবে।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: ভুল কথা বললেন ভাই সাহেব।
আমি সম্পূর্ন বেকার অবস্থায় সুরভিকে বিয়ে করেছি।

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

রুমী ইয়াসমীন বলেছেন: ইশশ কী সহজ করে অবলীলায় লিখে ফেললেন ভাইয়া গল্পটা। আসলেই কি বাস্তবে সবকিছু এত্তো সহজ! যদি হতো তবে কোনো কথাই ছিল না। জীবনটা অতিমাত্রায় সুন্দর হতো। :)

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: জীবন আসলেই সহজ সরল সুন্দর।
আমরাই এঁকে সহজ করি জটিল করি।

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজার বিষয় হলো সব বাস্তব।

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।
অবশ্যই।

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শয়তানের পাল্লায় পড়ে মানুষ
এভাবেই অন্য ধর্মকর্ম বাদ
দিযে মানুষ অন্যদিকে
ডাইভার্ট হয়ে যায়।

পুলিশ সাহেব তার
মেযেকে কোন
বেকারের হাতে
তুলে দিবেন তা
ভাবতেই অবাক
লাগে!! তবে
গল্পে অনেক
কিছুই হয়।
গাজার নৌকা
নাকি পাড়াড়
দিয়েযায়

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: উফ আল্লাহ!!
দাঁড়ান শ্রদ্ধেয় চাঁদগাজীকে দিয়ে আপনাকে টাইট দেওয়াচ্ছি।

৬| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন: ইজতেমা মূখ্য বিষয় ছিলো না। ওটা কথার কথা বলেছে শাহেদ জামাল।

আমার মন্তব্যের মুখ্য বিষয় কিন্তু এইটা :
প্রেম ভালোবাসা কখন কিভাবে আসে বলা মুশকিল। :)

২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: উফ আপনাদের সাথে আর পারা গেল না।

৭| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন: উফ আপনাদের সাথে আর পারা গেল না।

ভাই ভুল বুঝলেন মনে হয়। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চেয়েছিলাম। আপনার ধারণা ইজতেমা তালগোল পাকালো। তাই ইজতেমার ব্যাপারটা বাদ দিয়েছিলাম। :(

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: ইজতেমা কোনো বিষয় না।

৮| ২০ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: উফ আল্লাহ!! দাঁড়ান শ্রদ্ধেয় চাঁদগাজীকে দিয়ে আপনাকে টাইট দেওয়াচ্ছি।

গাজীসাব এখন আর সাপের গর্তে হাত দেন না।
আপনি মোখলেছ বলে ইদুরের মন্ত্রে সাপ ধরারা
দুঃসাহস করছেন।

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।
ভালো থাকুন।

৯| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

আসোয়াদ লোদি বলেছেন: মজা পেলাম। সবকিছু ঝটপট হয়ে গেল।

২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: হে হে---

১০| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৭

ভুয়া মফিজ বলেছেন: আপনার কল্পনার মেয়েরা সবই সুন্দর। এবার একজন অসুন্দর মেয়ের সাথে মোলাকাতের গল্প বানান।
দেখি, আপনার রিয়্যাকশান কেমন হয়!! ;)

তবে ঘরজামাই ভালো কোন বিষয় না। কল্পনাই যখন করলেন, ব্যাটাকে শখের গোয়েন্দা বানায়ে দেন।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি, আমার আশে পাশে সব সময় সুন্দর মেয়েদের দেখেছি। এজন্য আমার লেখায় মেয়েরা সুন্দর হয়।

১২| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি বেকার মানুষ, সুখী হওয়ার আশংকা আছে

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: অবশ্যই আমি একজন সুখী মানুষ।
এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহর হুকুমে শাহেদ ঘর জামাই হয়। রাজনীতির সাপলুডু আলাপ করে কারণ সে বেকার ।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: আমরা কিছু না। সব আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কাছে আসার সমাপ্ত গল্প।লাবনী-শাহেদের পরিচয় পর্বটা দারুন লিখেছেন।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই।

১৫| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৬

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বন্ধু।

১৬| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৫

পদ্মপুকুর বলেছেন: সৌরভ সাহেব আপ্নারে এমন চাইপ্যা ধর্লো ক্যান :-B

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: সময় খারাপ যাচ্ছে তাই।

১৭| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৫

ফয়সাল রকি বলেছেন: নায়কের কি পরে আর চাকরি হয়েছিল? নাকি বাকী জীবনটা সুখে শান্তিতে লুডু/দাবা খেলেই পার করলো?

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: চাকরী তো হওয়ার কথা।

১৮| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৭

মুজাহিদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ভুল কথা বললেন ভাই সাহেব।
আমি সম্পূর্ন বেকার অবস্থায় সুরভিকে বিয়ে করেছি

যেই ছেলে বেকার অবস্থায় বিয়ে করার দু:সাহস দেখায় সে কোন সাধারন মানুষ হতে পারে না !

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা

১৯| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: জামাল-লাবনীর হঠাৎ করে স্কুটিতে নেওয়ার কোন প্রাসঙ্গিকতা খুঁজে পেলাম না। ঠিক যেমন পেলাম না তাদের প্রেম বিবাহের মত ঘটনাটির মধ্যেও। জামালকে নিয়ে ভাইয়ের ইতিমধ্যে অনেক গল্প পড়েছি তবুও মনে প্রশ্ন জাগছে গল্পের এই জামাল কি ভাইয়ের সাহিত্য রূপ???

২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: শাহেদ জামাল নামটা আমার এক সহকর্মীর। সে বিরাট বদ।

২০| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১০

এম ডি মুসা বলেছেন: এমন ভাগ্য কজনার হয়। তবু সেটা ভাগ্যের ব্যাপার । সিনেমা টাইপিক হয়না কখনো আপসোস হয়।
তবে ঘটনাটি পড়ে ভালো লাগল আসলে শাহেদ সুখি, লাবণী এর ঘটনায় ।। পরে যা হোক

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.