নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নিজের কথা

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০



ছোটবেলা থেকেই আমি কিছু হতে চাই নি।
এই জন্য জীবনে কিছু হতে পারি নি। ছোটবেলা থেকেই বাচ্চারা কত কিছু হতে চায়- ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, শিক্ষক, পুলিশ ইত্যাদি কত কি। কিন্তু আমি কিছুই হতে চাই নি। কেউ জিজ্ঞেস করলে বলতাম- জানি না। দেখি কি হই। ঠিক নাই। আপাতত আমাকে টিভি দেখতে দেন। আমাকে খেলতে যেতে দেন। সারাদিন খেলাধূলা নিয়েই ব্যস্ত ছিলাম। বাপ-মাও কিছু বলতো না। তারা দেখতে ছেলে নিয়মিত স্কুলে যাচ্ছে। বাসায় শিক্ষকের কাছে পড়তে বসছে। এটাই যথেষ্ঠ। এযুগের ছেলেমেয়েরা অনেক বুদ্ধিমান এবং স্মার্ট। তারা ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে যায়। ছোটবেলা লক্ষ্য স্থির না করার কারনে- আজ আমার এই অবস্থা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি কিছুই হতে পারলাম না। অবশ্য সে জন্য আমার কোনো আফসোসও নেই। যা আছি, যেমন আছি ভালো আছি। ভাবতে অবাক লাগে- ত্রিশ বছর সেই কবেই পার করে ফেলেছি। আর ত্রিশ বছর কি বাচবো? বাচলেও সুস্থ ভাবে বেচে থাকতে পারবো?

যেহেতু আমার টাকা নেই।
তাই ইচ্ছা থাকলেও ব্যবসা করতে পারবো না। তাই এখন আমার ছোট ছোট ব্যবসা করতে ইচ্ছা করে। টাকাও বেশি লাগবে না। এখন আমার রাস্তায় সিদ্ধ ডিম বিক্রি করতে ইচ্ছা করে। অবশ্য 'সিদ্ধ ডিম' এটা শুধু শীত কালের ব্যবসা। তিন রকমের ডিম থাকবে। ফার্মের মূরগীর ডিম, দেশী মূরগীর ডিম আর হাসের ডিম। যার যেটা ভালো লাগে সেটা খাবে। পনের টাকা পিস। প্রতিদিন একশ' ডিম বিক্রি করতে পারলে খরচ বাদ দিয়ে, চোখ বন্ধ করে ৭০০ টাকা ইনকাম হবে। যেহেতু ফুটপাতে ব্যবসা করবো তাই এক শ' টাকা দিতে হবে স্থানীয় থানার পুলিশকে। পুলিশকে টাকা না দিলে ফুটপাতে বসতে দিবে না। আমার ভাবতেই ভালো লাগে- কাস্টমার আসবে সুন্দর করে ডিম ছিলে, ডিম দুই ভাগ করে লবন দিয়ে দিব। অলরেডি আমি এক ডিমওয়ালার কাছ থেকে হাতে কলমে পরামর্শ নিয়েছি।

ডাবের ব্যবসাও মন্দ না।
ভালো লাভ হয়। ঢাকা শহরের মানুষ এখন অনেক সচেতন। তারা ডাবের দাম বেশি হলেও ডাব খায়। তাছাড়া আমি চালাক মানুষ। কোনখানে কোণ এলাকায় ডাব ভালো বিক্রি হবে তা আমি জানি। ডাব নিয়ে আমার বেগ পেতে হবে না। একটা ভ্যান গাড়ি ভাড়া করবো। সদরঘাটের আরত থেকে একশ' ডাব কিনবো। ভ্যানে করে সারাদিন ঘুরে ঘুরে ডাব বিক্রি করবো। একশ' ডাব বিক্রি করতে পারলে চোখ বন্ধ করে কমপক্ষে এক হাজার টাকা থাকবে। মাসে ত্রিশ হাজার টাকা। অনেকে সারাদিন চাকরী করেও মাসে ত্রিশ হাজার টাকা পায় না। স্বাধীন ব্যবসা। নিজের ব্যবসা। কেউ হুকুম চালাতে পারবে না। সহকর্মীরা বদমাইশি করার সুযোগ পাবে না।। অবশ্য আমি ডাব কাটতে জানি না। এটা কঠিন কিছু না। মুহুর্তের মধ্যে শিখে নিতে পারবো। সকলের কাছে দোয়া চাই।

শীতকালে পিঠার ব্যবসাটাও বেশ ভালো চলে।
ভাপা আর চিতই পিঠা। সন্ধ্যার পর লাইন লেগে যায় পিঠার দোকান গুলোতে। পিঠা বিক্রেতা একা হিমসিম খায় পিঠা বানাতে বানাতে। পিঠার কাস্টমার বেশি। সবাই আগে চায়। কেউ দেরী সহ্য করতে পারে না। আমি একসাথে পাচটা মাটির চুলা লাগাবো। ভাবতেই ভালো লাগছে- খিলগাও রেলগেট চৌরাস্তার মাথায় আমার পিঠার দোকান। বেশ ব্যস্ত রাস্তা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত লোকজন যাওয়া আসা করতেই থাকে। পথচারীরা আমার কাছ থেকে পিঠা কিনে খাবে। আমি ভাপা আর চিতই পিঠার দাম নিবো দশ টাকা করে। চিতই পিঠার সাথে তিন পদের ভরতা থাকবে। শূটকি, মরিচ আর ধনে পাতা ভরতা। চিতই পিঠা ভরতা ছাড়া মজা লাগে না। ভরতা টা ফ্রি থাকবে। ঠিকভাবে ব্যবসা করতে পারলে সারাদিনে এক হাজার টাকা থাকবে। মাসে ত্রিশ হাজার। মন্দ নয়। হে হে

ব্যবসার অভাব নাই দুনিয়াতে।
অভাব হলো টাকার। চায়ের ব্যবসাতে ভালো লাভ হয়। চায়ের ব্যবসা করার ইচ্ছাও আমার আছে। এটা আমার অনেক পুরাতন ইচ্ছা। অনেক রকমের চা দোকানে রাখবো। আদা চা, দুধ চা, তেতুল চা, জলপাই চা, লেবু চা- যার যেটা ভালো লাগে, খাবে। চা ছাড়াও দোকানে কেক, রুটি, কলা, বিস্কুট থাকবে। সারাদিনে চায়ের দোকানে বেচাকেনা মন্দ নয়। সারাদিন লোকজন আসবেই। চায়ের দোকান কখনও খালি থাকে না। মধ্যদুপুরে মানুষ চা খায়। চায়ের সাথে সিগারেট খাবে। এই ব্যবসা ঠিকভাবে করতে পারলে মাসে ত্রিশ থেকে চলিশ হাজার টাকা লাভ করতে পারবো। তাছাড়া আমার মাথায় বুদ্ধি আছে। এবং আমি পরিশ্রমী। ব্যবসা করে কিভাবে লাভ করতে হবে তা আমি জানি। খুব শ্রীঘই শুরু করবো ইনশাল্লাহ।

কেউ কেউ হয়তো বলবেন-
লেখাপড়া শিখে শেষমেষ এই ব্যবসা। ছিঃ। নাক ছিটকানো লোকের অভাব নেই এই সমাজে। অথচ না খেয়ে থাকলে কেউ এগিয়ে আসবে না। তারা এটা বুঝবে না- ছেলেটা চুরী-ছিনতাই করছে না। সৎভাবে খেয়ে-পরে বেচে থাকার জন্য ব্যবসা করছে। পরিশ্রম করছে। সিদ্ধ ডিমের ব্যবসা করেই অর্থাৎ ছোট ছোট ব্যবসা করেই আমি বড় হবো। জীবইনে একলাফে বড় হবার ইচ্ছা আমার নেই। ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বাড়বে। একসময় আমি বড় ব্যবসায়ী হয়ে যাবো। আকিজ গ্রুপের মতো আমার বড় প্রতিষ্ঠান হবে। আমার প্রতিষ্ঠানে অনেক মানুষ কাজ করবে। দীর্ঘদিন ধরে মন মানসিকতা বিক্ষিপ্ত হয়ে আসছে। এর থেকেও বেড়িয়ে আসতে হবে। নিজেকে বুঝাই ''দেরী হোক, যায় নি সময়''। সবার কাছে দোয়া প্রার্থী।

মন্তব্য ৫৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিমের ব্যবসা করতে পারেন !!
গরম গরম লাভ। হাসের ডিম ৪০ টাকা
হালি কিনে একটু গরম পানিতে চুবিযে
বিক্রি করা যায় প্রতিটি ১৫ টাকা। হালিতে
২০ টাকা লাভ। দুরুন জমবে !!

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: হুম।

২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

ভুয়া মফিজ বলেছেন: লেটেস্ট ছবি?.....আপনাকে বেশ রোগা রোগা লাগছে!! সেই নাদুস-নুদুস চেহারা গেল কই!!!! :P

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: অসুস্থ আমি।

৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
যে কোন ব্যাবসা নিজে ইনভলব হয়ে নিজে শ্রম দিলে সাক্সেস নিশ্চিত।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: হুম নিজেই সময় দিব।

৪| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

ঢাবিয়ান বলেছেন: ছোটবেলায় আমিও ভাবতাম বড় হয়ে আইস্ক্রীমঅলা হব। টুংটাং ঘন্টি বাজিয়ে স্কুলের সামনে আইসক্রিম বিক্রি করব।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: প্রার্থক্য এখানেই আমি চাইছি বড় বেলায়।

৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

রুমী ইয়াসমীন বলেছেন: আইডিয়া ভালই। এসব ব্যবসা ভালই চলবে ভাইয়া আশা করি যদি সত্যিই করার চিন্তাভাবনা করে থাকেন।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: সত্যি সত্যি। আপনি এসে দেখে যাবেন।

৬| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার 'শর্মা'-র দোকান দিতে ইচ্ছে করে। জায়গা কম লাগে। খালি রোল করে বিক্রি করা। আরেকটা ব্যবসা আছে জায়গা আরো কম লাগে। সেটা হল 'কোন' আইসক্রিমের। শুধু একটা মেশিন লাগবে। আর 'কোন'। সুইচ দিলে পেঁচিয়ে পেঁচিয়ে আইসক্রিম বের হবে। খুব ভাল মার্জিন...

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: হুম।
শুরু করে দেন।

৭| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

খাঁজা বাবা বলেছেন: এত গুলি করতে চাইলে একটাও হবে না
যাচাই বাছাই করে একটা ঠিক করুন
তারপর নেমে পরুন
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আর এটা স্বাধীন পেশা।
আজকের পৃথিবীর যারা জায়ান্ট ব্যবসায়ী, তারা সবাই একসময় ছোট ব্যবসায়ী ছিলেন।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
হুম খুব শ্রীঘই শুরু করবো।

৮| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ব্যবসাই করতে ইচ্ছা হয় , ইনকাম ভালো। শুধু লজ্জায় করতে পারছি না। :(
রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতে হবে তো।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: লজ্জার কিছু নাই।
আপনি না খেয়ে থাকলে কেউ এসে খাবার দিয়ে যাবে না।

৯| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

ইসিয়াক বলেছেন: আমারে আপনার ব্যবসায় নিয়েন বন্ধু।আমি আছি আপনার সাথে।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: না আপনাকে নেওয়া যাবে না।

১০| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

ইসিয়াক বলেছেন: বন্ধু আপনার জন্য আমার এই ছোট্ট উপহার।
ভদ্রলোক
-----------
রফিকুল ইসলাম ইসিয়াক
===============
উঠানে বসে নতুন চুলায়,
মা ভাজছে খই।
খোকার বায়না সাথে চাই,
টক মিষ্টি দই ।

দই তো হলো,এবার তবে,
একটু মিষ্টি হোক।
খোকা খেয়ে ঠান্ডা হবে,
দেখাবে ভদ্রলোক।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪

কামরুননাহার কলি বলেছেন: ভাইয়া ব্যবসা শুরু করে দেন । এটাই জীবনের জন্য ভালো।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।
আগামী মাস থেকেই শুরু করবো।

১২| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

হাবিব বলেছেন: সময় যায়নি এখনো, লেগে পড়ুন। ভাবছি আমিও ব্যবসা করবো।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ভাবলে হবে না। বিসমিল্লাহ বলে শুরু করে দেন।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২১

ইসিয়াক বলেছেন: কেন নেয়া যাবে না?

১৪| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

ইসিয়াক বলেছেন: কি হলো, আমাকে ব্যবসায় নেয়া যাবে না কেন ? বলতে হবে।

১৫| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: তোমাদের জীবিকার শতকরা ৮০ ভাগ আছে হালাল ব্যাবসায়। এরকম একটা হাদিস আছে।

২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩

রাজীব নুর বলেছেন: হাদীস দিয়ে বর্তমান সমাজ আর দুনিয়া চলে না।

১৬| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই ,আপনি শুরু করেন আল্লাহর নাম নিয়ে।সাফল্য আসবেই ।
আর যদি আপনার সাহায্যকারী / সহযোগী দরকার হয়।আওয়াজ দিয়েন । পাশে পাবেন।
আপনার আমার ভাবনায় মিল আছে।
পয়সা সমস্যা না।বিদেশ ভাল লাগেনা।দেশে কিছু করতে পারলে তাই ভাল।

কিন্তু সাহসের অভাবের জন্য শুরু করতে পারছিনা।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

রাজীব নুর বলেছেন: হা হা হা--------

১৭| ২২ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

নতুন বলেছেন: ভালো উদ্দোগ, শুরু করুন যে কোন একটা। নিজে লেগে থাকলে অবশ্যই লাভ করা সম্ভব।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: ধন্যুবাদ। উতসাহ পেলাম।

১৮| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: আমাদের মন মানুষিকতা পরিবর্তন দরকার

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: অবশ্যই অবশ্যই।

১৯| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



আপনার বাসার খাবারের মেন্যু ও মেহমানের আনোগোনা খেয়াল করলে, মনে হয়, আপনি সবচেয়ে ধনী ব্লগার।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: দরিদ্র মানুষ বলে তো আর না খেয়ে থাকতে পারি না।
মেহমান লেগেই থাকে বাসায় তা সত্য। এই তো গতকাল সুরভির তিনজন বান্ধবী এসেছিল। কাচ্চি রান্না করেছে। আর চিংড়ির মালাইকারী। আমি অবশ্য এসব খাই নি। রাতে আমি শুধু মুরি খেয়েছি। আমার শরীর টা ভালো নেই। দোয় করবেন।

২১| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার তো একসময় ট্রাকের ড্রাইভার হতে ইচ্ছে করতো। একসময় ফেরিওয়ালা হতেও ইচ্ছে করতো। এখন শুধু ঘুরে-বেড়াতে ইচ্ছে করে। টাকা-পয়সা না থাকার কারণে পারি না।

ভাবছি নাটক, গান-বাজনায় মনোনিবেশ করব। সমস্যা হচ্ছে, কণ্ঠ ভালো না।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: প্রকাশনীতে মন দেন। সামনে বই মেলা । টার্গেট রাখুন কমপক্ষে ৫ লাখ টাকার বই বিক্রি করবেন।

২২| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: আজ ভায়ের সঙ্গে তাহলে ছোট্ট একটি বাসনা শেয়ার করি। ছোট থেকেই দেখতাম মহিষ নদীতে স্নান করে বা এপ্রান্ত থেকে ওপ্রান্তে আসাযাওয়া করে।ওর পিঠে মহিষবালকে নিশ্চিন্তে আকাশের দিকে মুখ করে শুয়ে থাকতে দেখতাম। যখন ছোট ছিলাম তখন ভাবতাম বড়ো হয়ে আশা পূরণ করবো।এখন বুড়ো বয়সে ভাবি আর আমার স্বপ্নের বাস্তবায়নের সম্ভাবনা নেই। নদী বা খালে চলমান মহিষের পিঠে পরিক্রমণ করার বাসনা আজও সমানে আছে।

তবে ছোট ভাই সুখি মানুষ। ব্যাবসা হলে ভালো। তবে ঝুঁকি প্রচুর।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০০

রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো আপনি মোটেও বুড়ো নন। আপনি ১০০% তরুন।
ব্যবসায় ঝুকি তো নিতেই হবে।

২৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: আপনার এই লেখাগুলো আমার খুব ভাল লাগে। সহজেই খুব সুন্দর গোছানো লেখার ফ্যান হয়ে যাই।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
ভালোবাসা নিরন্তর।

২৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৬

নজসু বলেছেন:



শুভ সকাল ভাই।
ছবি এবং লেখা দুটোই দারুণ।

২৩ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫০

রানার ব্লগ বলেছেন: চিতোই পিঠা আর ডিমের ব্যাবসা এক সাথে করতে পারেন একটু বুদ্ধি খাটালেই এটা সম্ভব, আমি চেস্টা করেছিলাম আমার আত্মীয় স্বজন আমার মায়ের উথাল পাথাল কান্না কাটিতে অস্থির হয়ে আমার কাজিনদের পাঠিয়ে আমার ব্যাবসা তুলে দিছে। মাসে কনফরম ৫০০০০ টাকা লাভ থাকবে। আর যদি একটি টাকা খরচ করে স্টল টা সাজিয়ে নিতে পারেন আপনি সাইড বিজনেস ও করতে পারবেন যেমন গরমের সময় ক্লিন ওয়াটারের সরবত (যা খুবি দুষ্প্রাপ্য )

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো পরামর্শ দিয়েছেন।

২৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: গতকাল পড়েছিলাম মন্তব্য করতে পারিনি, ব্লগ খুলছিল না।

যাক, দেশে হলে বলতাম টাকা দেব আমি লাভের অর্ধেক আমাকে দিতে হবে।

আমি যা হতে চেয়েছিলাম তা হয়েছি। চিন্তক কবিতা পড়লে বুঝতে পারবেন আমি কী হয়ে চেয়ে কী হয়েছি।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: আপনি কোণ দেশে আছেন?

২৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমিতো বৃটিশদের দেশে থাকি। ছাওয়াল কালে এসেছিলাম, দেশে যাওয়া হয় না। আপনাদের সাথে গল্প করে মনের চোখে দেশকে দেখি।

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: ও। আচ্ছা। ভালো।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৪

রুদ্র আতিক বলেছেন: বুদ্ধি চাইলে আমিও দিতে পারি । আমার দাদি মা বলতেন, আমি নাকি বুদ্ধির ঢেঁকি ! কিন্তু টাকা দিতে পারব না ! আপনার মতো আমারও টাকা নেই !

২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: টাকা এই দেশে বেশির ভাগ মানুষের কাছেই নাই। এটা দোষের কিছু না।

২৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

অক্পটে বলেছেন: হলুদ পাঞ্জাবী আর খালি পায়ে ব্যবসাটা শুরু করে দেন।
আপনি কি এখন আর জব করেন না?

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: না ।
বেকার আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.