নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ঢাকার পথে পথে- ২১ (ছবি ব্লগ)

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০০



ছবি ব্লগ নিয়ে আবারো হাজীর হয়েছি।
আপনারা সবাই কেমন আছেন বন্ধুগন? কি খবর আপনাদের? দিনকাল কেমন যাচ্ছে? আমি আছি মোটামোটি। দু'টো ডাল ভাত খেয়ে বেচে আছি এইটুকু বলতে পারি। আজকাল বেচে থাকাটা বড্ড কঠিন হয়ে পড়েছে। বেশ হিমসিম খেতে হচ্ছে। আমার চেয়েও দরিদ্র মানুষ গুলো কিভাবে বেচে আছে তা এক বিস্ময়! এই শহরে কেউ ভালো নেই। কেউ ভালো থাকতে পারে না। শুধু মাত্র নব্য ধনীরা ভালো আছে। আর যারা ক্ষমতায় আছেন তারা ভালো আছেন। এবং তাদের ছত্রছায়ায় থাকা মানুষজন। সাধারন মানুষ ভালো নেই। অথচ কেউ কিছু বলে না। সবাই কেমন চুপ করে আছেন। আর মাত্র ৭/৮ দিন পর মেয়র নির্বাচন। প্রার্থীরা বলছেন তারা নির্বাচনে পাশ করলেই ঢাকা শহর বদলে দিবেন। এই কথা আগের বার মেয়র সাঈদ খোকনও বলেছিলেন। ফলাফল শূন্য। বর্তমানে যারা বলছেন ঢাকা শহরে বদলে দিবেন- তারাও কথার কথা বলছেন। নির্বোধ জনগন তাদের কথা বিশ্বাস করছেন। আর লাফাচ্ছেন। গত ত্রিশ বছরে কেউ পারে নি ঢাকা শহরের ফুটপাত দখল মুক্ত করতে। জ্যাম কমাতে, জলাবদ্ধতা কমাতে। ফুটপাত ভাঙ্গা, রাস্তা ভাঙ্গা, শুধু শুধু মিথ্যার ফুলঝুড়ি। মিথ্যা আশ্বাস। ছিঃ।

১।
এই লোকের রাস্তায় হঠাত বাইক নষ্ট হয়ে গেছে। আহারে----। পান্থপথ।

২।
প্রেসক্লাবের সামনে প্রতিদিন মিটিং মিছিল, সভা-সমাবেশ আর মানববন্ধন চলতেই থাকে। বড় অদ্ভুত একটা জায়গা।

৩।
কুকুরটা যেখানে বসে আছে, সেখানেই আমি পিঠার দোকান দিবো ইনশাল্লাহ।

৪।
এটা বাজার নয়। একটা বাসার সামনে। যে লোক মূরগী বিক্রি করে সে এখানেই থাকে। খাটে বসে জানালা দিয়ে মূরগী বেচাকেনা কী।

৫।
বইমেলার স্টল নির্মানের কাজ বেশ জোরেসোরেই চলছে।

৬।
রাস্তা ঢা্লাই হবে। মনে হয় আলকাতরা গলাচ্ছে। পরের দিন গিয়ে দেখেছি কাজ সুন্দর হয় নি। এই পিচ-ঢা্লাই বেশি দিন টিকবে না।

৭।
টিএন্ডটি লাইন ঠিক করছে।

৮।
উন্নয়নের মহাসড়কে এক লোক গভীর ঘুমে তখন সময় সকাল ১১ টা।

৯।
এই ছবিটা আমার বাসায়।

১০।
এই ছবিটি আজ তুলেছি হাই কোর্ট এলাকা থেকে। বিএনপির মেয়র প্রার্থী কিছু বলছেন। ফখরুল সাহেবকেও দেখা যাচ্ছে কিন্তু।

১১।
বলুন তো এই ছবিটি কোথা থেকে তুলেছি।

১২।
পোস্টার দিয়ে ঢাকা শহর ডেকে গেছে। বিপুল টাকার অপচয়।

১৩।
পার্কে। রমনা পার্কে।

১৪।
ভ্যান গাড়িতে করে হাঁস বিক্রি করছে। আইডিয়া মন্দ নয়।

১৫।
আমার কন্যা। পরী। প্রিথিবীর সব পরীরা ভালো থাকুক। সুস্থ থাকুক।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দেশে আসলে আপনার সাথে হাঁটব কথা বলব, হাঁসের আণ্ডা খাব, নারিকেল?
ছবি ভালো লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: আমার শরীর ভালো না। হুট করে মরে যেতে পারি।
যদি বেচে থাকি তাহলে অবশ্যই ঢাকার পথে পথে ঘুরবো।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মরা এত সহজ নয় গো ভাই। আপনি মরবেন না। আপনি সুস্থ হবেন। জীবন যদিও মৃত্যুর জন্য তবুও আমরা বাঁচার জন্য মরিয়া হয়ে যুদ্ধ করি।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: জ্বী। ঠিক বলেছেন।

৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ১১ নং ছবিটা মনে হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সিটিউটের ছাদ হতে নেওয়া। ঠিক বললাম কি?

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: ইয়েস।

৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: ৭ এর কাজ আর বেশী দিন থাকবে না।
সব পরীরা ভালো থাকুক।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২২

নতুন বলেছেন: শশুর বাড়ী বেড়াইতেছি বত`মানে। ভালো ঠান্ডা পরেছে আজ। সকালে নাস্তা করে পুকুরে পুটি মাছ ধরলাম অনেক গুলি।

মাত্র সেই মাছের তরকারী দিয়ে ভাত খেয়ে আপনার ব্লগ পড়ে কমেন্ট করছি।

এখন মেয়ে ডানা কে দুপুরের ঘুমের জন্য ডাকছি, ওকে প্রতিদিন দুপুরে ঘুম পাড়ায় ওর মা।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: বাহ বেশ আনন্দময় সময় পার করছেন।

৬| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

অক্পটে বলেছেন: সব পরীরা ভাল থাকুক। কথাটা চমৎকার!

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। বেশ লাগলো ।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭

এম ডি মুসা বলেছেন: মজার ব্যাপার, ১৪ এবং 3 নিয়ে মজা পেলাম ।।

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: হে হে---

৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১০| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঠিক আছে...

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আপনার ১৪ নম্বর ছবির প্রেক্ষিতে:


অফিস থেকে ফেরার পথে হাঁস বিক্রি করতে দেখলাম। পাঁচশো টাকা জোড়া, দামাদামি করলে সাড়ে চারশো টাকায় দিয়ে দিতো! মনটা তখন থেকেই আনচান করছে। এখন ই তো হাঁসের মাংস খাওয়ার সময়! হাঁস চামড়া সহ রান্না করতে হবে, টুকরা টুকরা করে কেটে মসলা, টক দই আর ভাজা পেঁয়াজের গুড়া দিয়ে কিছুক্ষন মাখিয়ে রাখতে হবে।কাঁচা মরিচ আর পেঁয়াজ বেশী দিয়ে মাখা মাখা করে ঝাল ঝাল রান্না, রান্নার এক পর্যায়ে যখন লাল লাল তেল ভাসবে তখন কয়েক চামচ খাঁটি ঘি ছেড়ে দিতে হবে, মাংস কড়াইয়ে ধরে যাওয়ার আগে একটু পানি দিলে ঝোলটা একটু গাঢ় হবে।
এইবার কি দিয়ে খাবেন সেটা আপনার বিবেচনা। ঘিয়ে ভাজা পরোটা, ভাত নাকি খিচুরী। খিচুরীতে সুবিধা হলো পেঁয়াজ আর সবুজ টসটসে তাজা কাঁচা মরিচে কচ করে কামড় দিয়ে খেতে পারবেন!

এই স্টাটাসটা যখন লিখছি, জানলা দিয়ে দেখলাম পাশের বাড়ির আংকেল দুটো হাঁস নিয়ে বাসায় ঢুকছে.... ঐ বাড়িতে আজ ঈদ!! :(

২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: হাঁসের মাংস রান্নার অনেক দিকদারি আছে।
তাছাড়া অনেকেই হাঁসের মাংস রান্না করে মূরগীর মাংসের মতোণ করে।

১২| ২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


পরীকে সাহিতয়, অংক ও বিজ্ঞান পড়াবেন নিজেই।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই।
এলোহা ক্লাশে যায় অংক শিখতে।
বিজ্ঞান তো পরীর প্রিয় বিষয়। সে এখনই ঘরে বসে নানান রকম জিনিসপত্র দিয়ে কিছু তৈরি করতে চেষ্টা করে।
সেখনই রবীন্দ্রনাথ পড়ে আগ্রহ নিয়ে।

১৩| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা চমৎকার সব কথা ও ছবি। কুকুরের শোয়া স্থানে পিঠার দোকান খুললে আমাকে পার্টনার নেওয়ার জন্য ভাইয়ের কাছে অনুরোধ রইল। আর যে ছবিটা আমাদের বলতে বলা হলো, সম্ভবত ছাঁদ থেকে তোলা।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: জ্বী দাদা। আজ বাঙলা একাডেমী গিয়েছিলাম।

১৪| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০

ঊণকৌটী বলেছেন: দারুন একটা প্রাণবন্ত লেখা ছবি,সবই খুব ভালো লেগছে।

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রিথিবীর সব পরীরা ভালো থাকুক। সুস্থ থাকুক।
কোন পৃথিবীর পরীরা ভালো থাকবে ??

আপনার পরী ভালো থাকুক সে প্রত্যাশা আমার।
জগতের এবং আমাদের জগতের বাইরের সকল
পরীরা ভালো থাকুক সবসময়।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: জ্বী। ধন্যবাদ।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬

সাদা মনের মানুষ বলেছেন: পরী এবং পরীর বাবা মায়েরা ভালো থাকুক

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

আদ্রিজা বলেছেন: সুন্দর।।

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

ইসিয়াক বলেছেন: সুন্দর ছবি ব্লগ। পরি মামণিকে ভালো দেখাচ্ছে। আপনি কি ডাক্তর দেখিয়েছেন?

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: জ্বী। দেখিয়েছি।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

ইসিয়াক বলেছেন: আমি একটু ব্যস্ত আছি তাই ব্লগে কম সময় দিচ্ছি । তারপরে ও কথা আছে আপনি আমার দুটো কমেন্টের উত্তর দেননি ,খুব খারাপ লেগেছে। তাই চুপ করে ছিলাম। আমি আপনার সব পোষ্ট পড়ি বন্ধু্।মনের কষ্টে কমেন্ট করিনি।

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

রাজীব নুর বলেছেন: হায় হায়---
কমেন্ট না দিলেও আপনি আমার বন্ধু। ব্লগার তো বহু আছে কাঊকে কি আমি বন্ধু বলে ডাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.