নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

চিলড্রেন অব হেভেন (মুভি)

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮



আমরা মুভি বলতে নাচে গানে আর ক্রাইমে ভরপুর এমন কিছু কে বুঝি।
কিন্তু একটা ভালো সিনেমা মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আজ আপনাদের সেই রকম একটা মুভির সাথে পরিচয় করে দিব। অনেকেই আছেন যারা এই ধরনের মুভির ভক্ত। সমস্ত মুভি পাগল লোকজন এই মুভি দেখে ফেলেছেন। এই মুভি না দেখাটা অন্যায়। ''মৃত্যুর আগে যে ১০০ মুভি দেখতেই হবে''- আমি একটা তালিকা করেছি। সেই মুভি নিয়ে পোষ্ট গুলো সামুতেই পোষ্ট করেছি ধারাবাহিকভাবে। যাই হোক, এখন মুভির কথাটা বলি।



'চিলড্রেন অব হেভেন'।
Children of Heaven মুভিটি ১৯৯৭ সালে মুক্তি পায়। অসাধারন একটি সিনেমা। দূর্দান্ত। অসাধারন ইরানী মুভি। এই মুভিটা আমি অসংখ্যবার দেখেছি। আরো অনেকবার দেখবো। ইরানি সিনেমার কদর বিশ্বজুড়ে। মুভিটি রচনা ও পরিচালনা করেছেন মাজিদ মাজিদি। প্রতিভাবান একজন মানুষ। 'চিলড্রেন অব হেভেন' তার প্রথম মুভি। ইরানের একটি পরিবারের ছোট দুই ভাইবোনের জুতা হারানোর কাহিনি নিয়ে সিনেমাটি তৈরি হয়েছে। ১৯৯৮ সালে বিদেশী ভাষার ছবি হিসেবে অস্কার পুরুস্কার জিতে নেয় মুভিটি। দরিদ্র ভাইবোনের দুরন্ত কিন্তু মানবিক ভালোবাসার গল্প। পাশাপাশি পুরো ছবিতেই ছড়িয়ে আছে হাসি, কান্না, মজা, রোমাঞ্চ আর টান টান উত্তেজনা। গল্পের জাদুতে মলিন জুতো হয়ে উঠেছে রঙে রঙিন, দেশ-কালের সীমানা পেরিয়ে হয়ে উঠেছে সব মানুষের কাহিনি।



ইরানের রাজধানী তেহরানের শহরতলির দরিদ্র পাড়ায় একটি পরিবার থাকে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আলী ও জারা নামে দুই ভাই বোন। আলীর বয়স ৯ বছর। জারার বয়স ৬ বছর। আলীদের সংসার অর্থ কষ্টে জর্জরিত। প্রায় ৫ মাসের বাসা ভাড়া বাকী পড়ে আছে। এছাড়াও মুদি দোকানের বাকী টাকাও দেওয়া হচ্ছে না কয়েক মাস ধরে। অসু্স্থ আলীর মা সারাদিন বিছানায় পড়ে থাকে। আলী তার বোনের ছেঁড়া জুতো মুচির কাছে নিয়ে যায় ঠিক করতে। জুতো সারাই করে আলুর দোকানে যায় আলু কিনতে। তখন ঘটনা চক্রে ছোট বোন জারার জুতো হারিয়ে ফেলে। এইভাবে মুভির কাহিনি শুরু হয়। ছোট ছোট দুই বাচ্চা আলী আর জারা চমৎকার অভিনয় করেছে। মুগ্ধ করার মতোন অভিনয়।

ভুল করে ময়লা সংগ্রহকারী জুতোর প্যাকেটটা ময়লার ভ্যানে তুলে নেয়। জাহরার আর কোন জুতো নেই। স্কুলে যাবার জন্য তার জুতো দরকার। তাদের পরিবারটি অতিশয় দরিদ্র। বাবার সাধ্য নেই এখন জুতো কিনে দেয়ার। শেষমেশ আলীর কেডস জুতো জোড়াই ভাই-বোন ভাগাভাগি করে পড়ে। জাহরার স্কুল সকালে, আলীর দুপুরে। স্কুল ছুটি হলেই জাহরা প্রাণপন দৌড়ে বাড়ীর দিকে আসে। পথে অপেক্ষা করে ভাই আলী। বোন এলে সেই একজোড়া জুতোই সে পায়ে গলিয়ে স্কুলের দিকে দৌড় দেয়। তার প্রতিদিন দেরী হয়ে যায়। স্কুলে সে বকা খায়।



একদিন স্কুলে এক দৌড় প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। তাতে তৃতীয় হলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে এক জোড়া নতুন জুতা। সুযোগটা কাজে লাগাতে চাইল আলী। পুরস্কারটা পেলেই সব সমস্যার সমাধান। তৃতীয় পুরস্কার পাওয়ার জন্য একদল ছেলের সঙ্গে মরিয়া হয়ে দৌড়াতে শুরু করে সে। কিন্তু দৌড় শেষে ভীষণ এক অবুঝ কান্নায় ভেঙে পড়ে আলী। কারণ তৃতীয় নয়, প্রথম হয়েছে আলী। এ দৃশ্যে সবাই হতবাক। কিন্তু তারা তো জানে না, সে পুরস্কার হিসেবে শুধু জুতোই চেয়েছে, অন্য কিছু নয়!



মুভিটি আমি প্রথম দেখি বিটিভিতে।
সেসময় দারুন সব বিদেশী মুভি দেখাতো বিটিভিতে। তাও আবার বাংলায় ডাবিং করে। ভাষা বুঝতে একটুও সমস্যা হতো না। এই মুভিটি আমি প্রতি বছর দুইবার করে দেখি। একটুও বিরক্ত লাগে না। ইন্টারনেট মুভি ডাটাবেজে ৮.৩ রেটিং প্রাপ্ত মুভিটিতে প্রায় ৫০ হাজার এর মতো ভোট পড়ে। ১.৬ মিলিয়ন বাজেটের চিলড্রেন অব হ্যাভেন মুভিটি বক্স অফিসে ১৮৮ মিলিয়ন আয় করে।
কিছু মুভি আছে মন ভালো করে দেয়। মুভি শেষ হলে একটা স্বস্তির নিশ্বাস ফেলা যায়। মুভিটিতে ক্যামেরার কাজ ছিল অসাধারণ। এমন কিছু দৃশ্য আপনি দেখবেন যা ছিল সত্যিই ইউনিক। এই মুভি নিয়ে একবার কথা শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করে না। তবে শেষ করতেই হবে। আপনাদের ধৈর্যের বাঁধ হয়ত ভেঙ্গে যাচ্ছে। আর তাই কথা বাড়াবো না।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ঢাকার সাধারণ মানুষের কাহিনী লিখুন

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: জ্বী লিখব।
মুভিটা আপনি দেখেছেন? আপনি দেখেন নি। পরিবারের সবাইকে নিয়ে মুভিটা দেখুন।

২| ২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: "বৃত্তের বাহিরে" মুভিটা কি দেখেছেন? না দেখে থাকলে দেখে নিয়েন ইউটিউবে আছে।
"অজ্ঞাতনামা" মুভিটাতো নিশ্চই দেখেছেন, তাইনা।
একটা সময় ( খুব সম্ভবত শনিবার করে) বিটিভিতে ডাবিং করা মুভিগুলো সম্প্রচার করা হত, বেশ ছোট ছিলাম তখন। তবে মুভিগুলো দেখতাম, ভালো লাগতো। প্রতি মঙ্গলবার রাত ৯টায় রোবকাপ হত, ঐটা দেখার জন্য অধির আগ্রহে বসে থাকতাম। তখনি ভালো ছিলাম, বড় হইয়ে বিপদে পরে গেছি

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: অজ্ঞাতনামা দেখেছি। ভালো লেগেছে। ভালো মুভি।
বৃত্তের বাহিরে দেখেছি কিনা মনে করতে পারছি না। মুভির নাম আমার মনে থাকে না।
রোবকোপ দেখেছি। তখন তো ডিস ছিলো না। বিটিই ভরসা ছিলো।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, খুব চমৎকার রিভিউ। ইদানীং আমিও ইরানি মুভির প্রতি খুব আসক্ত হয়ে পড়ছি। দারুণ দারুণ সব মুভি বানায় ওরা। প্রশংসক করতেই হয়।

আপনি ইরানি আরো কয়টি মুভি দেখতে পারেন... আমার ধারণা আপনি মুভিগুলো দেখে ফেলেছেন। তবু কয়েকটার নাম বলছি...

টেস্ট অব চেরি
এ সিপারেশন
দ্য সেলসম্যান
হ্যোয়ার ইজ দে ফ্রেন্ডস হোম

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: এ সিপারেশন এবং দ্য সেলসম্যান এ দুটা দেখেছি।



৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:০১

অধীতি বলেছেন: দেখেছি বোধহয়।সব ভুলে যাই

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০

রাজীব নুর বলেছেন: না দেখেন নি।
কোথাও শুনেছেন হয় তো।
েই মুভি দেখলে পুরোপুরি ভুলে যাবার কোনো কারন নেই।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

লিযেন বলেছেন: অনেক আগেই দেখেছি।

২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: ইয়েস।
গ্রেট।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: লিঙ্ক দিয়ে দিলাম মুভিটা দেখে নিয়েন। সমাজের অসঙ্গতি তুলে ধরা হয়েছে মুভিটাতে বৃত্তের বাহিরে

২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ওকে।
এখনই দেখছি।

৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

ইসিয়াক বলেছেন: মুভিটা দেখতে হবে।
শুভকামনা।

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৩

রাজীব নুর বলেছেন: দেখতে হবে না। আজই দেখবেন।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪১

খোলা মনের কথা বলেছেন: প্রথম যেদিন মুভিটি দেখেছিলাম সেদিন এতো ভাল লেগেছিল যে পর পর কত বার দেখেছিলাম মনে নেই। প্রতিটা সময় এতো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে মাজিদ মাজিদি সেটা চিলড্রন ওফ হেভেন না দেখলে বুঝা যায় না। দারিদ্রতা এমন একটা জিনিস যে ৫-৬ বছর বয়সের মানুষও উপলব্ধি করতে পারে। যেটা আলালের ঘরে দুলাল বা রুপার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়া মানুষগুলো কখনো বুঝতে পারবে না। জারার অভিনয় আর তাকানোর ভঙ্গি আমাকে অবাক করেছিল। দারিদ্রতার ভিতরও ছোট ভাইবোনের আনন্দগুলো দেখে খুবই ভাল লেগেছিল। দুই ভাই বোন মিলে সাবানের ফেনা ফুলানো, জুতা পরিস্কার করা, ছোট বোনের মান ভাঙ্গাতে বড় ভাইয়ের কলম উপহার দেওয়া ইত্যাদি। আমার সেরা ৫টি মুভির ভিতর এটি একটা। প্যারাসুট অব হ্যাপিনেস না দেখলে দেখতে পারেন.....

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৮

রাজীব নুর বলেছেন: দেখেছি। দেখেছি।
আপনি সাউন্ড অব মিউজিক দেখেছেন? অথবা কালার অব লাইফ দেখেছেন?

৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

ময়ূরী বলেছেন: সেই ছোটকালের দেখা একটি সেরা মুভি।
ধন্যবাদ আপনাকে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: ওকে।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪০

আবদুল মমিন বলেছেন: ইরানি এই মুভিটার ইন্ডিয়ান ভার্সন টা দেখতে পারেন Bumm Bumm Bole

২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

রাজীব নুর বলেছেন: ওকে আজই দেখব।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫১

হাসান রাজু বলেছেন: কেডসটা জেতা হয়নি এটা আমাকেও কাঁদিয়েছে ।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: এই মুভির অনুকরনে বানানো মুভি গতকাল হিন্দিটা দেখলাম।

১২| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮

হাসান রাজু বলেছেন: দেখতে পারেন -
A Time for Drunken Horses
Turtles Can Fly
The Song of Sparrows

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: তিনটাই দেখা।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

হাসান রাজু বলেছেন: কোন ফরেন সিনেমারই হিন্দি রিমেক দেখিনা । ভালো সিনেমার টেস্টটা ই নষ্ট করে দেয়।

২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

১৪| ০৯ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: চিলড্রেন অব হেভেন মুভিটার লিঙ্ক দেবেন প্লিজ?

০৯ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: নেটে সার্চ দেন। কোনো না কোনো সাইটে ঠিক যাবেন।
আমি কোণ সাইট থেকে দেখেছি তা এখন আমার মনে নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.