নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটু হেসে নিন

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৭



১। জঙ্গলে এক শিকারী এক বাঘের মুখোমুখি, এদিকে বন্দুকে গুলি শেষ! তখন ছোটবেলার গল্প মনে করে শিকারী নিঃশ্বাস বন্ধ করে মরার ভান করে পড়ে রইলেন।
বাঘ এলো, শুঁকলো, তারপর জোড়ে থাপ্পড় দিয়ে বলল 'এসব পায়তারা ভাল্লুকের সাথে মারবি'!

২। শিক্ষকঃ একটা বাঘ যদি তোমার শাশুড়ি ও বউকে একই সময়ে আক্রমন করে, তাহলে তুমি কাকে বাঁচাবে?
পল্টুঃ অবশ্যই বাঘটাকে, কারণ ওরা সংখ্যায় বড্ড কম!

৩। স্ত্রী: আমি যদি হারিয়ে যাই, তাহলে তুমি কী করবে?
স্বামী: পত্রিকায় বিজ্ঞাপন দেবো!
স্ত্রী: কী লিখবে?
স্বামী: যে পাবে তার!

৪। স্বামীর মৃত্যুর কয়দিন পরেই এক মহিলা তার দেবরকে বিয়ে করে ফেললেন। তার বান্ধবীদের অনেকেই ব্যাপারটা মনঃক্ষুন্ন হলো। একদিন মহিলার বাড়িতে বাড়িতে এসে তার বান্ধবীরা লক্ষ করল, শোবার ঘরের দেওয়ালে তার মৃত স্বামীর বিশাল একটা ছবি টানানো।
সবাই খুব খুশি হলো ছবি দেখে। এদের মধ্যে একজন মহিলার স্বামীকে চিনত না।
ছবি দেখে তাই সে জানতে চাইল, ছবিটা কার?
মহিলা বললেন, আমার ভাশুরের। কয়েকদিন আগে মারা গেছেন!

৫। এক পাগল কুয়ার ধারে দাঁড়িয়ে খুব হাসছে আর চিৎকার করছে পাঁচ পাঁচ পাঁচ...
পথিক: কৌতুহলী হয়ে কি ভাই শুধু পাঁচ পাঁচ বলছেন কেন? আসলে কি হয়েছে?
পাগল: এইতো এখানে আসুন বলছি। ভদ্র লোকটি কুয়ার কাছে আসতেই ভদ্রলোককে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আবার চিৎকার করতে লাগলো ছয় ছয় ছয়।

৬। করিম সাহেব একবার গাড়ি চালিয়ে যাওয়ার পথে দেখলেন, এক লোক রাস্তার পাশের মাঠে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে।
করিম : কী ব্যাপার? ঘাস খাচ্ছো কেন?
লোক : স্যার, আমি তিন দিন ধরে কিছু খাইনি।
করিম : ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো।
লোক : স্যার, আমার সঙ্গে আমার স্ত্রীও আছে।
করিম : তাকেও সঙ্গে নাও।
লোক : স্যার, আমার সঙ্গে আমার তিন ছেলেমেয়েও আছে।
করিম : তাদেরও সঙ্গে নাও।
লোক : স্যার, আপনার অশেষ দয়া! কিন্তু এতজনকে নিয়ে আপনার সমস্যা হবে না তো?
করিম : নাহ। আমার বাগানের ঘাসগুলোও বেশ বড় হয়ে উঠেছে!

৭। চাচা হুজুর। কিন্তু তার ভাগ্নেটা একদম নামাজ পড়ে না। চাচা ভাগ্নেকে অনেক বুঝালেন। কিছুতেই কাজ হলোনা। শেষমেষ চাচা ভাগ্নেকে বললেন।
: তুই এখন থেকে নামাজ পড়লে তোকে ৫টাকা করে দেব।
ভাগ্নেতো কথা শুনে মহা খুশি। সে খুশিমনে নামাজ পড়তে গেল। নামাজ পড়ে এসে চাচাকে বললো,
: চাচা, নামাজ পড়ে এসেছি। এবার টাকা দাও।
: কিসের টাকা? তু্ই নামাজ পড়ছিস নেকী পাইছিস। তোকে আবার টাকা দেব কেন?
: চাচা, আমি জানতাম তুমি এইরকম করবা। আমিও কম যাইনা। আমি নামাজ ঠিক-ই পড়ছি। কিন্তু ওজু করি নাই।

কত নম্বর কৌতুকটি বেশি ভালো লেগেছে? আপনাদের কি কিছুটা হাসি পেয়েছে?
হাসির কিছু উপকারী দিক তুলে ধরা হলো-

* এটি মানব ক্ষমতার উৎকর্ষতা বাড়ায়। দেহে আড্রেনালিনের ক্ষরণ মাত্রা বাড়িয়ে দেয় আর মস্তিষ্কের বৈদ্যুতিক কর্মকাণ্ড বৃদ্ধি করে।
* হাসি মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় এবং দেহের হরমোন কর্টিসোলের ক্ষরণ মাত্রা কমিয়ে দেয়। ফলে মানবদেহে শুভ প্রভাব দেখা দেয়।
* হাসি শরীরের ব্যথা কমাতে সাহায্য করে।
* হাসি একাকিত্ব কমায়।
* হাসি আমাদের মধ্যে সৃজনশীলতা বাড়ায়। হাসিমুখ নিয়ে অনেক কঠিন কাজও সহজে সম্পাদন করা যায়।
* হাসি মন-মানসিকতায় দারুণ সুফলদায়ক প্রভাব ফেলে।
হাসিমুখ সবারই ভালো লাগে। তাই সব সময় মুখ গোমড়া করে না থেকে হাসিমুখে থাকার চেষ্টা করা প্রয়োজন।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৭

নতুন বলেছেন: ৪ আর ৬ নং

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

ইসিয়াক বলেছেন: ১ নম্বরটা ভালো লেগেছে বন্ধু্। আপনি কোনটা পড়ে হেসেছেন? সত্যি করে বলুন।

২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: পরে বলব।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১০

নিভৃতা বলেছেন: ৬নম্বরটায় বেশি মজা পেয়েছি। কিন্তু একটা সমস্যা। চাচার কী করে ভাগ্নে থাকে সেইটা তো বুঝলাম না। চাচার তো ভাতিজা থাকে। :)

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: ওই একই। বুঝে নিন।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক আর তিন
হাসতে হাসতে খুন !!!

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমার জন্য সবগুলো নতুন ছিলো, ভালো

২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: বেশ পরিশ্রম করে নতুন গুলো সংগ্রহ করেছি।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাঘ এবং ভাশুর পড়ে ভাবলাম আমি কত বোকা!

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: আপনি মতেও বোকা নন। তবে চালাকও নন। হে হে

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি আস্তে একটা গবেট এবং আমি তা জানি। শব্দরা আমাকে নুন পান্তা খাওয়তে চায়, আমিও খাই।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান এবং হৃদয় বান মানুষ।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: একনজন কত বুদ্ধিমান হলে অন্যকে বুদ্ধিমান ডাকে তা অন্তত জানি।

আপনার মঙ্গল কামনা করি।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আমি চরম নির্বোধ একজন মানুষ। ইহা সত্য।

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি আইচ্ছা, আপনি বলেছেন আমি বিশ্বাস করেছি।

২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.