নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৩১

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮



১। হঠাৎ সূর্য গায়েব হয়ে যাবে। পৃথিবীর সব জায়গায় অন্ধকার তথা রাত হয়ে যাবে। তিন দিনের সমান সময় পর্যন্ত রাত থাকবে অর্থাৎ সূর্য দেখা যাবেনা। সব মানুষ অস্থির-পেরেশান হয়ে যাবে। এরপরে হঠাৎ দেখবে যে চিকন ও তীব্র আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উঠছে। তা দেখে সমস্ত মানুষ হৈ চৈ শুরু করে দিবে।

২। রাত ১১ টা।
আমরা দু'জন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। বরাবরের মতো মুহূর্তের মধ্যে সুরভি ঘুমিয়ে পড়ল। গভীর ঘুম। আমি এপাশ-ওপাশ করছি। আমার চোখে ঘুম নেই। অনেক চেষ্টা করলাম- কিছুতেই ঘুম আনতে পারলাম না।
লাইট অন করলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম- রাত দুই টা। সুরভি বাম পাশ ফিরে বাম হাত বাম গালের উপর রেখে আরাম করে ঘুমাচ্চছে। দেখে মায়া লাগল আবার রাগও হলো।
অথচ বিয়ের আগে সুরভি কথা দিয়েছিল- আমি ঘুমাবো তারপর সে ঘুমাবে। 'কেউ কথা রাখে না।'
আচ্ছা, এক জীবনে মানুষ কত কথা দেয়, আর কত কথা রাখে না?

৩। মৃত্যু চিন্তা খুব অদ্ভুত একটা চিন্তা।
যখনি মৃত্যুর চিন্তা মাথায় আসে প্রবল এক ঘোরের মধ্যে চলে যাই। জগতটাকে খুব বেশি রহস্যময় মনে হয়।

জীবনের সব স্বপ্ন পূরন করতে গেলে লম্বা সময় বেঁচে থাকা দরকার।
'কবি' উপন্যাসের লেখক তারা শংকর বলেছেন- 'জীবন এত ছোট কেনে?' -লেখকের এই ভাবনাটি বারবার গভীরভাবে ভাবিয়েছে। মৃত্যু ভয়ে হাসন রাজা পর্যন্ত নিজের ঘর বাড়িটা সুন্দর করে তৈরি করতে চাননি। গৌতম বুদ্ধ বলেছেন- 'বর্ষাকালে এখানে, শীত-গ্রীষ্মে ওখানে বাস করবো – মূর্খরা এভাবেই চিন্তা করে। শুধু জানে না জীবন কখন কোথায় শেষ হয়ে যাবে।'

প্রিয় লেখক হুমায়ূন আহমেদ দীর্ঘদিন বেঁচে থাকতে চাইতেন। তিন এক আকাশ হাহাকার নিয়ে বলেছেন একটা কচ্ছপ বাঁচে ২০০ বছর আর সৃষ্টির সেরা জীব বাঁচে মাত্র ৬০ বছর।
অল্প কিছুদিন আমাদের আয়ু। কিন্তু আমাদের কত আয়োজন! লেখা-পড়া, ডিগ্রী, চাকরি- প্রমোশন, গাড়ি-বাড়ি, বিয়ে ঘর সংসার- সন্তানাদি।

রবীন্দ্রনাথ পর্যন্ত মরতে চাননি। তিনি বলেছেন- 'মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।'

হাসন রাজার মৃত্যু নিয়ে খুব সুন্দর একটা গান আছে- 'একদিন তোর হইবো রে মরণ। যখন আসিয়া যমের দূত হাতে দিবে দড়ি ~ হায়রে~ হাতে দিবে দড়ি। টানিয়া টানিয়া লইয়া ,যাবে যমের পুরি রে হাসন রাজা।'

৪।
আজ প্রতিবাদের ৫ ফেব্রুয়ারি। স্বাধীন বাংলাদেশে জন্ম নেয়া তরুণ প্রজন্মের জেগে উঠা দৃশ্যমান হয়েছিল আজকের এই দিনে২০১৩ সনে। মানবতা বিরোধীদের বিচার চেয়ে জেগে উঠেছিল শাহবাগ আজকের এই দিনে ২০১৩ সনে। আর হ্যাঁ দাবী আদায়ের পরেই তারা ঘরে ফিরেছিল।

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৩

রাশিয়া বলেছেন: বিজ্ঞান এই তত্ত্ব স্বীকার করেনা। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সূর্যের আলো ছাড়া ৩ দিনও টিকে থাকবেনা। বাংলাদেশে যদি সূর্য পশ্চিমে ওঠে তাহলে আমেরিকার মানুষ দেখবে দুপুর বেলায় সূর্য মাঝ আকাশ থেকে ব্রেক করে আবার পূর্ব দিকে চলা শুরু করেছে।

সুরভী আপনার পরে ঘুমালে আপনার কি উপকার হত, আগে ঘুমিয়ে যাওয়ায় কি ক্ষতি হল?

মৃত্যু একটা স্বাভাবিক ঘটনা - এটিকে স্বাভাবিকভাবেই নেয়া উচিত।

৫ই ফেব্রুয়ারির আন্দোলন ছিল দুর্বল একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে শক্তিশালী সরকারি দলের ইন্ধন দেওয়া একটা উদ্দেশ্যমূলক পদক্ষেপ। এই আন্দোলন জমিয়ে তোলা বা দাবি আদায় করে ঘরে ফেরার মধ্যে এমন কোন বীরত্ব নেই। ইতিহাসের পাতায় এই তথাকথিত 'আন্দোলন' কোন স্থান করে নিতে পারবেনা।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১২

রাজীব নুর বলেছেন: বিজ্ঞানের অবদানের জন্যই আজকে ব্লগিং করতে পারছি। সূর্য ক্ষমতা একদিন শেষ হবে। তার আগে নিশ্চয় বিজ্ঞানীরা কিছু একটা আবিস্কার করে ফেলবেন।

আমার ঘুমের সমস্যা আছে। একা একা জেগে থাকা ভীষন যন্ত্রনার।

মরতে তো হবেই। তারপরও আফসোস লাগে।

৫ই ফেব্রুয়ারীর আন্দোলন দূর্বল ছিলো না।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

নিয়াজ সুমন বলেছেন: সবকিছু বুঝলাম। প্রথম ছবিটির ফলের নাম কি? এই ফলটি দেখেছি বলে মনে হয় না!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ফলটি আমাদের দেশীয় ফল।
নামটা এই মুহুর্তে মনে পড়ছে না।
ছবিটা বৃক্ষ মেলা থেকে তুলেছিলাম।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মন বিক্ষিপ্ত। কোন কিছুই স্থির করতে পারছেন না কোন এক অজানা কারনে।
মন স্থির করুন। আস্তিক না নাস্তিক তা ঠিক করুন তার পরে সামনে আগান। কারন
দোদিল বান্দা কালিমা চোর
না পায় বেহেশত না পায় গোর

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: আমার অস্থিরতার সাথে আস্তিক নাস্তিকের কোনো সম্পর্ক নাই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

নিভৃতা বলেছেন: আচ্ছা পবিত্র কুরআনে কি কোন ভালো কথা লেখা নাই? যদি থেকে থাকে সেগুলো নিয়ে একটা পোস্ট দেয়া যায় না?

আপনি তো নিজেই বললেন, যেকোন বইয়েই অন্তত একটি হলেও ভালো কথা জ্ঞানের কথা লেখা থাকে। পবিত্র কুরআনের সেই ভালো কথা নিয়ে কিছু লিখুন। অবশ্যই ব্যঙ্গাাত্মকভাবে না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব। অবশ্যই।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

নিভৃতা বলেছেন: ছবির ফলটার নাম সম্ভবত লটকন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: না এটা লটকন না।

এই যে লটকন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান সাহেবের লেখায় ব্যবহৃত প্রথম ছবির ফলের নাম কাঠলিচু।
শ্রী চেহারায় একটু শক্ত কাঠ কাঠ ভাব আছে বলে কাঠলিচু নামে ডাকে ।
খোসা ছাড়িয়ে রসালো পুরু আঁশ মুখে পুরলে মনে হবে যেন লিচুই খাচ্ছি।
এটি একপ্রকার লিচু জাতীয় সুস্বাদু ফল। এটি লংগান বা আঁশফল নামেও পরিচিত।
এর বৈজ্ঞানিক নাম Dimocarpus longan এবং ইংরেজিতে longan ও dragon eye নামে পরিচিত।
এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যাদ। মরুরব্বী। কাঠলিচু। তবে এই ফল লিচুর মতো সুস্বাদু নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ধন্যাদ। মরুরব্বী। কাঠলিচু। তবে এই ফল লিচুর মতো সুস্বাদু নয়।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কয়েকটি ছবি দেখুন কাঠ লিচুরঃ
১।
২।
৩।

এবার জানুন এর গুনাগুনঃ
আঁশফলে প্রচুর পরিমাণে শর্করা ও ভিটামিন ‘সি’ থাকে। আশফল বা কাঠ লিচু শারীরিক দুর্বলতা তাড়াতে অতুলনীয়। অবসাদ দূর করতেও এর দারুণ সুনাম। হৃদযন্ত্র সুরক্ষা এবং সক্রিয় রাখতে আঁশফল উপকারী ভূমিকা পালন করে। স্ট্রোকের ঝুঁকি কমাতে পর্যাপ্ত পরিমাণে আঁশফল খাওয়া উচিত। পেটের অসুখ দূর করতেও এতে থাকা আঁশ উপকারী। আঁশফলে থাকা লৌহ দেহের ক্ষয়পূরণে সহায়ক। দেহের মাংসপেশির ক্ষয় রোধ করতে আশফল খুবই উপকারী। কোনো ধরনের ফ্যাট না থাকায় ওজন কমাতেও এ ফল সাহায্য করে। আঁশফলের ভিটামিন ‘সি’ নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধে দেহকে শক্তিশালী করে তোলে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া। শুকরিয়া।
এখন বলেন এই ফল বছরের কোনো সময়তে পাওয়া যায়??

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৫

আসোয়াদ লোদি বলেছেন: পৃথিবীর আহ্নিক গতি অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরার কারণে সূর্যকে পশ্চিম দিকে অস্ত যেতে দেখা যায়। কোন কারণে পৃথিবীর আহ্নিক গতি উল্টো হয়ে গেলে দেখা যাবে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হতে। হ্যাঁ, কোন একদিন সূর্যের জ্বালানী শেষ হয়ে যাবে, পৃথিবীতে নেমে আসবে অন্ধকার।
কাঠলিচু কখনও খায়নি, এই প্রথম দেখলাম। শাহবাগ তরুণ প্রজন্মের জাগরণ ইতিহাসের অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২২

অজ্ঞ বালক বলেছেন: অনেক কমেন্ট করতাম। কিন্তু, শেষের কথাগুলো পইড়া মনডাই খারাপ হইয়া গেল। এক অস্থির, উন্মাতাল সময় ছিল সেইটা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: হুম।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি আসলে অলস প্রকৃতির মানুষ। জ্ঞানীর ভাব ধরেন
অথচ জানেন কম। নিজে থেকে কিছুই জানতে আগ্রহী নন
অপরের উপর ভরসা করেন আর নিজের অজ্ঞতাকে মুখোশের
আড়ালে রেখে জ্ঞানী সাজতে প্রশ্ন করে উত্তর জানতে চান।
আপনি আপনার লেখায় ছবি দিলেন অথচ যানেনই না এটা কি ফল?
এবার প্রশ্ন রাখলেন এটা কখন পাওয়া যায়? প্রশ্নটা সহজ ভাবে না করে
একটু তির্যক ভাবে করলেন !! যাতে বোঝা যায় আপনি জানেন আর আমি জানিনা!!
এটা আপনার বোকার মতো প্রশ্ন !! ধর্ম নিয়েও এমন বালখিল্য প্রশ্ন করেন আর অযথা
ক্যাচাল করেন। আমি আপনার সারল্যতাকে পছন্দ করি তবে কুটিলতা নয়।

যা হোক কাঠ লিচু ফলনের সময় আগস্ট/সেপ্টেম্বর।
সাধারণত এপ্রিল-মে মাসে বীজ সংগ্রহ করতে হয়।
ভালো থাকুন, সহজ থাকুন, আপনি যা নন তার জন্য
অহংকার কররবেন না আর যেমন আছেন তা প্রকাশে
লজ্জা পাবেননা। অযথা জ্ঞানী সাজতে গিয়ে লেজে
গোবরে করে ফেলবেন না। আপনি খুব বোকা টাইপের
মানুষ তাই ধর্ম নিয়ে কথা বলে বিরোধ সৃষ্টি করেন।

কেন আপনি দোযখে যেতে চান ? শুধু দোযখে যেতে চেয়েই
খ্যান্ত দেন নি, তার জান্য যা যা করতে হয় তা ও কররবেন।
আমি বিস্তারিত জানতে চাই কেন আপনি দোযখে যাবেন ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ্মুরুব্বী আপনি আসলে সহজ সরল মানুষ নন।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আপনার মতো ট্রিপিকাল
সহজ সরল হতেও চাইনা।
যা বিশ্বাস করি তা বলি সরাসরি।
অনেকে এই সরাসরি কথাকে
সহজে নিতে পারেন না। যেমন
আপনি। তবে আপনার গুরু মেনে নেন।
তাই তার সাথে আমার কখনো বিবাদ হলেও
শত্রু হবেন না।

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: শত্রু আমিও বাড়াতে চাই না।
ভালোবাসতে চাই।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভেরী গুড।
আমিও শত্রু বাড়াতে চাইনা।
ব্লগে আমার বন্ধুর সংখ্যা কম হলেও
আপনি তার বাইরে নন।
ভালো থাকবেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: দোয়া করবেন।
আমি পোলাপান মানুষ।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: দোয়া করবেন। আমি পোলাপান মানুষ।

আপনি মিষ্টি পরীর বাবা এটা বড় পরিচয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.