নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গতকাল কোনো পোষ্ট দিতে পারি নি।
সারাদিন ঢাকার বাইরে ছিলাম। নোয়াখালি গিয়েছিলাম।
আপাতত একটা পোষ্ট দিয়ে উপস্থিতি জানান দিলাম।
ছবি গুলো বিভিন্ন সময়ে নেট থেকে সংগ্রহ করা।
ছবি গুলো দেখে আমার ভালো লেগেছে। বেশ বিনোদন আছে।
দেখুন আপনাদের ভালো লাগে কিনা।
১।
ছবি ভালো লাগলো। তবে এরকম করলে কিছু সমস্যাও আছে। পিপড়া পোকামাকড় দিয়ে ঘর ভরে যাবে ঘর।
২।
পোলাপান পারেও!!! ওহে দুষ্ট রে---
৩।
পোলাপান পারেও মজা করতে। হে হে---
৪।
এই হলো অবস্থা!
৫।
হায়! করোনা ভাইরাস!!
৬।
করোনা ভাইরাসের জন্য তো আনন্দ বিনোদন বন্ধ রাখা যায় না।
৭।
সরকার চীনে থাকা ভাংলাদেশীদের দেশে ফিরিয়ে এনেছে। তাদের দেখতে ভিড়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: নোখাখালি থেকে চলে আসছি ঢাকা। চউমোহনী, বেগমগঞ্জ আর মাইজী কোট গিয়েছিলাম।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২
রুমী ইয়াসমীন বলেছেন: আমার জেলা নোয়াখালীর কোন যায়গায় এসেছেন ভাইয়া? এখনো কি আছেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: না ঢাকা চলে এসেছি।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৮
সাহাদাত উদরাজী বলেছেন: ছবি গুলো আনন্দ দিয়েছে!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৮
নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: হে হে---
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহেহেহে দারুন বিনোদন।
প্রথম ছবিটা সম্ভবত ভাইয়ের অ্যাপার্টমেন্টের হবে। হেহেহে
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: আমার বাসা ঢাকা শহরের সবচেয়ে ছোট।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯
খোলা মনের কথা বলেছেন: করোনা ভাইরাসে চীনের অর্থনীতি আবস্থার বেহালদাশা হয়ে যেতে পারে।
ঢাকায় একটি গাছের সিএনজি আছে। সিএনজি’টি ভাল লেগেছে আমার কাছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯
রাজীব নুর বলেছেন: করোণা ভাইরাস আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। আমরা এখন চীনের পোশাক শিল্প ধরে ফেলব।
ঢাকায় এখন একটী না বেশ কিছু সি এন জি'র ছাদে গাছ আছে। মানে সবুজ বৃক্ষ আছে।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ লাইনে বাংলাদেশ বানানটা ঠিক করে নিন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩
চাঁদগাজী বলেছেন:
১ নং ছবি ঢাকায়? ইহা মশা-বান্ধব বলে মনে হচ্ছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: মনে হয় না ঢাকায়। ঢাকা হলে আমার চোখে পড়তো।
ইন্ডিয়া হতে পারে।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
ইসিয়াক বলেছেন: আচ্ছা বন্ধু, পাখীর মাধ্যমে নাকি করোনা ভাইরাস ছড়ানোর সম্ভবনা আছে।
ঘটনা যদি সত্যি হয় তাহলে তো বেশ চিন্তার বিষয়। বিনা ভিসায় তো পাখীরা এদেশ ওদেশ ঘুরে!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: গুজবে কান দিবেন না।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪০
রুমী ইয়াসমীন বলেছেন: নোখাখালি থেকে চলে আসছি ঢাকা। চউমোহনী, বেগমগঞ্জ আর মাইজী কোট গিয়েছিলাম।
আমার বাড়ির খুব কাছাকাছি ছিলেন তাহলে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৩
রাজীব নুর বলেছেন: আমি জানতাম না।
অবশ্য নোয়াখালি জেলা স্কুলের শিক্ষক আমার খালাতো ভাই। তার কাছে যাবো একবার।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮
ডঃ এম এ আলী বলেছেন: প্রতিদিন একটি করে পোষ্ট দেয়া তো বেশ কৃতিত্বের বিষয় , কয়জনে সেটা পারে, এজন্য রইল সাধুবাদ ।
তবে প্রতিদিন একটি করে পোষ্ট দিলেতো আমরা অনেক সময় স্বল্পতার কারণে সবগুলি পোষ্ট দেখতে পেরে উঠিনা ।
নিয়মিত বিরতিতে পোষ্ট দিলে আমাদের অনেকের পক্ষেই আপনারটিসহ আরো বেশি নতুন ব্লগারদের পোষ্ট দেখার সময় পাওয়া যায়। অবশ্য সকল পোষ্টই যে দেখতে হবে তেমন কোন বাধ্যবাধকতাও নাই । তাই প্রতিদিন একটি করে পোষ্ট দিলে ব্লগ সমৃদ্ধ হবে ।
সবগুলি ছবি সুন্দর হয়েছে । তবে প্রথম ছবিটা নিয়ে দু একটি কথা বলার আছে । এই ছবিটি নিয়ে নগড় পরিকল্পনা ও ইমারত রক্ষনাবেক্ষনের দৃষ্টিকোন হতে কিছু ভাবনার বিষয় আছে । ভবনটিতে থাকা গাছগুলি সম্ভবত বেলকনীতে বড় বড় টবে লাগনো হয়েছে । গাছের আকার দেখে মনে হচ্ছে এতে আপনার কথামত পোকা মাকর পিপড়ার বাসা বাধার সম্ভাবনা আছে । চাঁদগাজী বলেছেন এগুলি মশা বান্ধবও বটে । এমনিতেই শহরাঞ্চলে চিকনগুনিয়ার ঝুকিতো রয়েই গেছে। এটা হলো একটি দিক , অন্য দিকে গাছগুলির যে সাইজ দেখা যায় তাতে মনে হল এটা ভবনটির ভেনটিলেশনে বেশ বড় ধরনের বাধা দান করে ঘরে পাকৃতিক আলো বাতাশ প্রবাহে বিঘ্ন সৃস্টি করবে। অপরদিকে এটা ঝুকি বহুলও বটে।কেননা গাছ লাগানো বেলকনীতে কোন গ্রীল নেই দেখা যাচ্ছে ।তাই বড় ধরণের কোন ঝড় বাদল হলে বাতাশে এগুলি টব সহ উপড়ে পড়ে গিয়ে নীচে পথচারী ও অন্যান্য স্থাপনায় আঘাত করতে পারে। নগর পরিকল্পনা এবং ইমারত নির্মান ও রক্ষনাবেক্ষন নীতিমালা অনুযায়ী এরকমভাবে অরক্ষিতভাবে বেলকনীতে টবে বড় ধরণের কোন গাছ লাগানো নিয়মসিদ্ধ নয় । গাছগুলি একদিনে বেড়ে উঠেনি । এগুলি বেড়ে উঠতে দীর্ঘ সময় নিয়েছে । এগুলি নগড় পরিকল্পনাবিদ, রাজুক ও সিটি করপোরেশনের দায়ীত্বশীলদের দৃস্টি এড়ালো কিভাবে? জনজীবনের জন্য অতি ঝুঁকিবহুল বিষয়গুলি তাদের নাকের ডগার উপর গড়ে উঠল কিভাবে , এসকল প্রশ্নের উত্তর কে দিবে? কারো কান্ড জ্ঞানহীন রুচী ও সৌন্দর্য পিপাসার খাতিরে বৃহত্তর পরিবেশে জনজীবনের জন্য ঝুকিময় বিষয়াদি কালচারের ক্ষেত্রে সকলের যথাযথ নিয়ম কানুনের ভিতরে থেকেই করা উচিত, তা না হলে যেকোন সময় মহা বিপত্তি ঘটে যেতে পারে ।
তবে একথা সত্য যে, আমাদের সুস্থ জীবন যাপনের জন্য সবুজ প্রকৃতির প্রয়োজন রয়েছে , তাই সবুজ প্রকৃতির কালচার করতে হবে নিয়ম নীতির ভিতরেই । কামনা করি আপনার পোষ্টের এই ছবিটির কল্যানে সকলের মাঝে সঠিক সচেতনতার উদয় হোক । নগড় পরিকল্পনা বিদেরা ভেবে দেখুক জনজীবন বিপন্ন না করে নগড়ের বুকে প্রয়োজনীয় পরিবেশ বান্ধব সবুজের সমারোহ কিভাবে ঘটানো যায় । ধন্যবাদ সুন্দর পোষ্টটির জন্য।
শুভেচ্ছা রইল
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: আমি যতই ব্যস্ত থাকি, একটা পোষ্ট দেইই কমপক্ষে।
কোনো কারনে একটা পোষ্ট দিতে না পারলে আমার খুব মন খারাপ হয়। মনে হয় দিনটাই মাটি গেল। যেমন গত শুক্রবার কোনো পোষ্ট দিতে আপ্রি নি। কার ঢাকার বাইরে ছিলাম।
তবে আমার মনে হয় ছবিটি আমাদের দেশের নয়। ইন্ডিয়া হতে পারে।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটি বেদনার্ত ছবি
যে শিশুটির ছবি বিশ্বকে হতবাক করে দিয়েছে
সিরিয়ায় বিমান হামলা থেকে বেঁচে যাওয়া রক্তাক্ত ওমরানকে
আলেপ্পোর একটি বিধ্বস্ত ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়।
এবার মজার একটি ছবি
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা হৃদয়বিদারক। এবং দ্বিতীয় ছবিটা বিরক্তকর।
আমাদের উচিত মানুষকে বিরক্ত না করা। মানুষকে আনন্দ দেওয়া উচিত। তাহলে আল্লাহও খুশি হন।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৯
নিভৃতা বলেছেন: মজা পাইলাম। ছবিগুলো সত্যি মজার
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০
রাজীব নুর বলেছেন: নিভৃতা অনেক ধন্যবাদ।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯
নীল আকাশ বলেছেন: ৪ নাম্বারই হলো দেশের আসল বাস্তবতা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২১
হাসান রাজু বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাইয়ের ২য় ছবিটি একটা ধাঁধাঁর মত । আপনি হয়ত বুঝেন নি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: হতে পারে।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৯
অজ্ঞ বালক বলেছেন: প্রথম ছবিটার মতই একটা বিল্ডিং মালিবাগের ভেতরে এক গলির মধ্যে আছে। পোকা-মাকর হইলেও, দেখতে যা একটা ভালো লাগে বলার মত না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: মালি বাগ??? না মালিবাগ রেল গেট? না গুলবাগের কথা বলছেন??
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৬
অজ্ঞ বালক বলেছেন: শিওর না। মালিবাগের ভিতর দিয়া সাতরাস্তা যাওয়ার একটা চিপা গলিতে পরে বিল্ডিঙটা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: ও !!
১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭
ফয়সাল রকি বলেছেন: তবে দুই নম্বর ছবিটা জোশ! এরকম সেলফি তোলার মতো ক্রিয়েটিভ আইডিয়া খুব কম মানুষেরি আছে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪৯
নয়ন বিন বাহার বলেছেন: ভাই, নোয়াখালী কোথায় আছেন? আমি মাইজদী আছি।