নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আমার ফুপুর তিন ছেলে।
তিনটাই বিরাট বদ। এরকম বদ পোলাপান আমি জীবনে দেখি নাই। এরা পুরান ঢাকার নারিন্দা থাকতো। এই কারনে আমি ঢাকা শহরের সব এলাকাতে গেলেও নারিন্দা যেতাম না। যদি ওদের সাথে দেখা হয়ে যায়! বদমাশ থেকে দূরে থাকাই ভালো। এমনই কপাল আমার ওরা আমাদের এলাকায় চলে এলো। এখন রোজ দেখা হয়। ওদের তিন ভাইয়ের চুলের কাটিং, হাঁটার স্টাইল বা কথা বলা ঢং দেখলে যে কেউ ওদের বেয়াদপ বলবে। আমার ইচ্ছা করে ওদের তিন ভাইকে সকাল বিকাল কান ধরে ওঠবস করাই। এলাকার মধ্যে ওদের প্রায়ই দেখি সিগারেট খায়, মেয়ে দেখলে সিস দেয়, মারামারি করে।
এর মধ্যে অসংখ্যবার ওদের তিন ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। একবার তো তিনমাস কারাগারেও থাকতে হয়েছে। ছোটবেলা এই তিন ভাইকে কোলে নিয়েছি। গোছল করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। দেখতে ভীষন সুন্দর ছিলো ওরা। গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছি। ওরা এখন থাকে হাতিরপুল। নিজেদের ফ্লাটে উঠে গেছে। এর মধ্যে দুই ভাই বিয়ে করে ফেলেছে। একজনের বাচ্চা আছে একটা। তিন ভাই এখন নাকি রাজনীতি করে। একেকজন বড় নেতা। আজ একটার সাথে বাংলামটরে দেখা। বিকটভাবে হর্ন দিয়ে আমার সামনে বাইক থামলো। বলল- ভাইয়া কোথায় যাবে, বলো? নামিয়ে দেই।
১।
গুলশান এলাকায় কিছু নতুন বিল্ডিং করেছে। দারুন সুন্দর।
২।
এখনও ফুটপাতে এরকম সেলুন আছে! ছবিটা তুলেছি পরীবাগের কাছ থেকে।
৩।
ভোরে খবরের কাগজ এখান থেকেই অত্র এলাকায় বিলি করা হয়। তারপর চলে যায় বাসা বাড়ি আর অফিস গুলোতে।
৪।
বিস্কুট। এই ছবিতে আমিও আছি। হে হে---
৫।
রিকশার সিট। হলুদ সিট আগে কখনও দেখি নি।
৬।
ফুটপাতে গাড়ি ও বাইক পার্কিং করে রেখেছে। মগবাজার। যারা বাইক আর গাড়ি রেখেছে তাদের আক্কল জ্ঞান নেই?
৭।
শীতে কম্বল পেঁচিয়ে বুড়ি ভিক্ষা করছে। খিলগাও রেলগেট।
৮।
বিভিন্ন বাড়ির সামনে ফুলের বাগান থাকলে দেখতে ভালো লাগে।
৯।
জিলাপি। জিলাপির প্যাঁচ।
১০।
রমনা পার্ক। লোকটা এভাবে মন খারাপ করে বসে আছে কেন? কে জানে!
১১।
একজন দুষ্ট বিক্রেতা।
১২।
বাংলামটর। এই ছবিটা আজ তুলেছি।
১৩।
ঝাড়ন।
১৪।
অনুমোদন আছে ২০ তলার। করেছে ২৪ তলা। সরকারের লোক এসে দিচ্ছে ভেঙ্গে।
১৫।
এই শহরে বেলুন বিক্রি হয়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: না না ব্লগার অবশ্যই না।
একজন ব্লগার মন খারাপ করে সকালবেলা পার্কে বসে থাকবে কেন?
তবে আমি ঘন্টার পর ঘন্টা পার্কে মন খারাপ করে বসে থাকি।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
শের শায়রী বলেছেন: জিলাপী খেতে ইচ্ছে হচ্ছে আর আপনার ফুপাতো ভাইদের দেখতে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: এই জিলাপী গুলশান এলাকার ফুটপাতে বিক্রি করে। খেয়েছি। দশ টাকা করে দাম প্রতি পিস। একদম ফালতু। এক কামড় খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে নি।
ফুফাতো ভাইদের বর্তমানের কোনো ছবি আমার কাছে নেই। তবে ছোটবেলায় ওদের ফ্যান্টাসী কিংডোম নিয়ে গিয়েছিলাম। তখন কিছু ছবি তুলেছিলাম। সেই সব হয়ো বাসায় খুজলে পাওয়া যেতে পারে।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
রুদ্র আমিন বলেছেন: ১১ নং টা ক্যামেরা ম্যান এর মতোই... টেক্কা দিয়েছে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৩
রাজীব নুর বলেছেন: হে হে
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো ছবিতে।
১০নং ছবিতে ভাইকে এমন বিষন্ন ভাবে বসে থাকতে দেখে নিরাশ হলাম।আহারে ব্লগে পোষ্ট দিতে না পারায় মনের দুঃখে রমনা পার্কে হুড ঢেকে বসে থাকা।
ছবিতে জিলাপির প্যাঁচ কয়টি?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: ১০ নং ছবিতে আমি না। আমার তো কেউ হয়তো।
জিলাপী সাধারন আড়াই প্যাঁচ হয়।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫২
(লাইলাবানু) বলেছেন: ভালো লেগেছে ছবিগুলো ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১০
রুমী ইয়াসমীন বলেছেন: মাশআল্লাহ ছবিতে সুরভী ভাবীকেসহ আপনাকে বেশ লাগছে আর প্রতিটা ছবিই ভালো লাগলো খুব সহজ সরল বর্ণনার মাধ্যমে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৫
নিভৃতা বলেছেন: অবশেষে সুরভি ভাবীকে দেখার সৌভাগ্য হলো। দুজনকে একসাথে ভালো লাগছে খুব। ভালো থাকুন সব সময়।
সবগুলো ছবিই সুন্দর। ছবিকথনও বরাবরের মতই দারুণ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বদ মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করা উত্তম | কিন্তু সমস্যা হচ্ছে আমরা যত চেষ্টাই করি না কেন বদরা এসে আমাদের আশেপাশেই ডেরা বাধে | সুতরাং এই সব সমস্যাগুলো মেনে নিয়েই যাপিত আমাদের জীবন |
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি সব বাদ দিয়ে গল্প লেখা শুরু করুন
দারুন লেখার হাত আপনার। নাম করতে পারবেন।
আগামী কোন এক একুশের মেলায স্টলে বসে অটেগ্রাফ
দিতে পারবেন। আগাম শুভেচ্ছা রইেলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: দোয়া করেন মুরুব্বী।
১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৫
ST COVER SONG বলেছেন: nice
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: হুম।
১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৬
ইসিয়াক বলেছেন: ১০ নম্বরে তো আপনি
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: হা হা হা----
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৫
অজ্ঞ বালক বলেছেন: কেন জানি, ছবিগুলা দেখে মনটা ভালো হইয়া গেলো। এই শহরটাকে অপছন্দ করি, গালি দেই সকাল বিকাল। আবার এই শহরটাকে ভালবাসি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: আমিও।
১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪
সায়েমুজজ্জামান বলেছেন: আমি কোন এলাকায় গেলে সে এলাকার জিলাপি দেখি। তারপর প্যাচ গুনি। আড়াই প্যাচ দিয়ে জিলাপি বানায় বলেই বাঙালির স্বভাব প্যাচানো। যে এলাকায় দেখি আড়াই প্যাচের বেশি দিয়ে জিলাপি বানাচ্ছে, সে এলাকায় থাকিনা। দ্রুত এলাকা ত্যাগ করি। আড়াই প্যাচের প্যাচই খুলতে পারিনা। এই বেশি প্যাচের এলাকার মানুষ কেমন হবে- ভাবতেই ভয় পেয়ে দৌড়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: দুষ্ট এলাকা আর দুষ্ট মানুষ থেকে সব সময় দূরে থাকাই ভালো।
১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইজান, কেমন আছেন?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ্।
১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১১। লোকটা যে দুষ্ট বিক্রেতা এটা আপনি কি করে জানলেন?
আপনাকে কি ঠকিয়ে?
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৮
রাজীব নুর বলেছেন: ওর কাছ থেকে যতবার কেনাকাটা করেছি, আমাকে ঠকিয়েছে।
১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩
সোহানী বলেছেন: চলমান ছবি বাট ১নং টা বেস্ট
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: হে হে
১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১
বাকপ্রবাস বলেছেন: ১৫ নাম্বার যেন একটা আস্ত কবিতা, ''এই শহরে বেলুন বিক্রয় হয়''
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
রাজীব নুর বলেছেন: একটা ছড়া লিখে ফেলুন।
আপনার সেই পপ্রতিভা ভালোই আছে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪১
চাঁদগাজী বলেছেন:
১০ নং, জিজ্ঞাসা করতে পারতেব, ব্লগার কিনা!