নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গ্রিসের রাজধানী এথেন্স।
হাজার বছর আগের কথা।
চমৎকার আবহাওয়া। সুন্দর বাতাস বইছে। চারিদিকে বেশ মিষ্টি রোদ। বাজারে লোকজন ভরা। এথেন্সের রাস্তায় দুই কবির দেখা হল।
একজন জানতে চাইল, কি হে, কেমন আছ? নতুন কিছু লিখলে নাকি?
শুনে অপরজন গর্বের সাথে জবাব দিল, আমি মাত্রই আমার জীবনের সেরা কবিতাটা লিখেছি। এটাই সম্ভবত গ্রীক ভাষার সেরা কবিতা। আমি এই কবিতাটা লিখেছি জিউসকে নিয়ে।
এরপর পকেট থেকে এক টুকরো কাগজ বের করে বলল, কবিতাটা আমার সাথেই আছে। তোমাকে পড়ে শোনাই।
এরপর কবি তার সুদীর্ঘ কবিতা পড়তে শুরু করলেন।
শুনে দ্বিতীয় কবি বললেন, অসাধারন লিখেছ। যুগের পর যুগ তোমার এই কবিতা টিকে থাকবে। আর তার সাথে টিকে থাকবে তোমার নাম।
শুনে প্রথম কবি খুশি হলেন। জানতে চাইলেন, তুমি ইদানীং কি লিখছ?
দ্বিতীয় কবি জবাব দিলেন, আমি সম্প্রতি বলতে গেলে কিছুই লিখিনি। খালি সেদিন একটা বাচ্চাকে বাগানে খেলতে দেখে আটটা লাইন লিখেছি। এই বলে দ্বিতীয় কবি তার লেখা আটটা লাইন আবৃত্তি করলেন।
শুনে প্রথম কবি বললেন, খারাপ না। চালিয়ে যাও।
এরপর দুজন দুই পথে চলে গেলেন।
আজ দুই হাজার বছর পর, সেই আটটা লাইন প্রতিটি শিশুর মুখে মুখে। এই লাইন গুলো গেয়ে তারা হাসে, খেলে, আনন্দ করে।
প্রথম কবির কবিতাটাও আজও বেচে আছে। কিন্তু সেটা শুধুই লাইব্রেরীতে, বইয়ের পাতায়। না কেউ কবিতাটা ভালবাসে, না কাউকে সেটা পড়তে দেখা যায়।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪০
সাইন বোর্ড বলেছেন: কবি আলাপন ভাল লেগেছে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২
রাজীব নুর বলেছেন: কারন আপনিও কবি।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার বলা মুশকিল কোনটা বাঁচে কোনটা মরে
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪
রাজীব নুর বলেছেন: হুম।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
কেউ বইয়ে বাচে, কেউ মুখে-
দু’রকম মূল্যায়নের নিশ্চয় একটি সৌন্দয্য আছে!
শুভকামনা রইল
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
নেওয়াজ আলি বলেছেন: ,বেশ ভালো লাগলো ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কবিতা সাহিত্যের ফাইনেস্ট ফরম্।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩২
নিভৃতা বলেছেন: সেই আট লাইনের কবিতাটা এবার বলেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: অপেক্ষা করুন।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪০
রুমী ইয়াসমীন বলেছেন: সেই আট লাইনের কবিতাটা কি আমি তো জানিনা ভাইয়া
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: অপেক্ষা।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪১
রুমী ইয়াসমীন বলেছেন: সেই আট লাইনের কবিতাটা কি আমি তো জানিনা ভাইয়া
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রুমী ইয়াসমীন আপু, নিভৃতা আপু
মনে হয় তিনিও জানেন না সেই আট লাইনের কবিতা !!
সবাইকে ঘোরের মধ্যে রেখেছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: হে হে----
মুরুব্বী জানি।
বিশ্বাস করুন জানি। আমি জানি।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯
রানার ব্লগ বলেছেন: হা তা ঠিক । মানুষ মহাকাব্য পড়তে চায় না। তারা ভোর হোল দোর খোলো পড়তে বা আবৃতি করতে পছন্দ করে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: ও !
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আট লাইনের সেই কবিতাখানি পড়তে মন চায়।
যা সব শিশুদের মুখে মুখে!! আমিতো এখন আর
শিশু নই তাই ভুলে গেছি কো্নদিন পড়েছিলাম কিনা!!