নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। একদিন বিকেলে বোটের ছাদে বসে রবীন্দ্রনাথ বই পড়ছিলেন। বই পড়ার সময় পা দোলানো তার অভ্যাস। তখন তার পায়ে ছিল কটকি চটি। হঠাৎ পা দোলানিতে এক পাটি চটি পড়ে যায় নদীতে। চটি জোড়া খুব পুরনো হলেও প্রিয় ছিল তার। বোট তখন মাঝ নদীতে। প্রবল স্রোত। চটি টি ভাসতে ভাসতে দূরে চলে যাচ্ছিল। রবীন্দ্রনাথ কোন কিছু চিন্তা না করে লাফ দিলেন নদীতে। বজরার সব কর্মচারী তো অবাক! জমিদার মশাই কেন ঝাঁপ দিলেন নদীতে! কোন অমূল্য বস্তুর জন্য? কিছুক্ষন পর রবীন্দ্রনাথ সাঁতরে ফিরে এলেন, তার মুখে বিজয়ের হাসি। আর হাতে সেই একপাটি চটি।
২। ধানমন্ডি ৩২ নম্বরে প্রথম ব্রিজটার কাছে বিশাল একটা গাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে। আমি হা করে কদম গাছটার দিকে অনেকক্ষন তাকিয়ে থাকলাম। ছোটবেলা থেকে জানি, কদম ফুল হচ্ছে বর্ষা কালের ফুল। কিন্তু এখন শীতকাল। আজিব !!!
৩। বই ধরার আগে হাত পরিষ্কার করে নিন।
নইলে হাতে থাকা ময়লা বইয়ে লেগে থাকবে। যা যুগ যুগ আপনার অপরিচ্ছন্নতার নমুনা হিসেবে বক্র হাসি দিয়ে যাবে।
অনেকের বইয়ের পৃষ্ঠা উল্টানো দেখলে মনে হয় যুদ্ধ করছেন। সর্তকতার সঙ্গে বইয়ের পৃষ্ঠা উল্টান। এতে আপনার সংবেদনশীলতার পরিচয় মিলবে।
৪। আমার এক শিক্ষক ছিলেন উনি বলতেন 'রিডস্ টু মিনিটস আ ডে এন্ড রিপিট'। এই রিড বলতে উনি বুঝিয়েছিলেন পড়ার বইয়ের বাইরের পড়াকে। বীজের আত্মবিকাশের জন্য যেমন চাষ করা জমির প্রয়োজন তেমনই সুস্থ মানসিক বিকাশ ও সুষ্ঠ সংস্কৃতির লক্ষ্যে পড়াটাও জরুরী। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটিতে গোলাম মুরশিদ সংস্কৃতির একটা সংজ্ঞা দিয়েছেন এমন, 'মানুষের বিশ্বাস, আচার-আচরণ এবং জ্ঞানের একটি সমন্বিত প্যাটার্নকে বলা হয় সংস্কৃতি। ...সংস্কৃতিই আমাদের মানুষে পরিণত করে। পরিণত করে সামাজিক জীবে। সংস্কৃতি দিয়েই একটা মূল্যবোধ, মন-মানসিকতা, ধ্যান-ধারণার অধিকারী হই। বিদগ্ধ রুচির সুশীল মানুষে পরিণত হই।' বর্তমানে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তাকে বাজার সংস্কৃতি বললে বোধহয় খুববেশি ভুল হয় না।
৫। প্রতিটা ভুল সিদ্ধান্ত জীবনকে কয়েক বছর পেছনে ফেলে এগিয়ে যায়। সেই কারনেই হয়তো সাফোল্যের আগে মৃত্যু আসে।
৬। শরীর জাগে শরীরের নিয়মে কিন্তু মন যদি না জাগে...!
তেমনি কবিতা, গল্প, উপন্যাস যতই লেখা হোক, মন যদি না টানে...
৭। গোপাল কহিল, এভাবে নিজে প্রচার করে শব্দের ব্যাপারী হওয়া যাবে না জাহাপনা।
তাহলে কী করতে হবে?
একজন পাঠক যখন দশজন পাঠককে বলবে...
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: আমি নামাজ পড়ি না। রোজা রাখি না। আমার দোয়ায় কি কাজ হবে?
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কথা
ভালো লাগলো
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৪
হাসান রাজু বলেছেন: হ্যা ওই কদম গাছে বছরে দুবার ফুল আসে । আমি লক্ষ্য করেছি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: আমি জানতাম না।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০
তারেক_মাহমুদ বলেছেন: কদম গাছের ব্যাপারটা সত্যি জানতাম না, শুনে অবাক হলাম।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: আমিও।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০
সাইন বোর্ড বলেছেন: আপনার আজকের সাদা মিথ্যায় নিজের ভারবনার অনেকখানি বিকাশ ঘটেছে ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: গ্রেট।
৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি নামাজ পড়ি না। রোজা রাখি না। আমার দোয়ায় কি কাজ হবে?
দোয়ায় কাজ হবে কিনা জানিনা। তবে নামাজ পড়েন না, রোজা রাখেন না এটা খারাপ অভ্যাস।
নামাজ পড়বেন, রোজাও রাখবেন। কেননা নামাজ বেহেসতের চাবী আর রোজা হচ্ছে আযাব
থেকে বাঁচার ঢাল স্বরুপ।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমি তো আপনাকে আগেই বলেছি আমি বেহেশতে যাবো না। নো নেভার।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০১
নিভৃতা বলেছেন: আগে জানতাম কোকিল বসন্তের পাখি। এখন তো কোকিল বরষায়ও ডাকে। আগে জানতাম কোকিল লাজুক পাখি। এখন আমি প্রায়ই কোকিল দেখি। একেবারে গাছের সামনের ডালে এসে বসে। কী লাল টুকটুকে চোখ। এমন লাল টুকটুকে চোখ মনে হয় কেবল কোকিলেরই আছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: কোকিলের চোখ যে লাল এটাই জানতাম না।
মানুষ, সমাজ প্রকিতি সব বদলে গেছে। সবার মাথা আউলায়ে গেছে।
সেদিন রাত দুইটায় শুনি কাক ডাকছে।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৪ নং বিষয়টা আমাকে নাড়া দিয়েছে। চমৎকার একটি বিষয় আপনি আবারো সামনে নিয়ে এসেছেন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: আপনার দেখার চোখ ভালো।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
নিভৃতা বলেছেন: কোকিল গানের পাখি। কোকিল টুকটুকে লাল চোখেরও পাখি। আর কাকের ডাক মাঝরাতে আমিও শুনি। আসলেই সব কিছুই ওলটপালট হয়ে গেছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭
রাজীব নুর বলেছেন: আপনার সম্পর্কে কিছুই জানি না।
নিজেকে নিয়ে কিছু লিখুন।
আপনার সম্পর্কে জানলে আপনার লেখা গুলো পড়ে বেশি আরাম পাবো।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী আমি তো আপনাকে আগেই বলেছি আমি বেহেশতে যাবো না। নো নেভার।
যদি নিজেকে মুসলমান দাবী করেন তা হলে বেহেশত ও দোযখে
বিশ্বাস করতে হবে। তাই একজন মুসলমান হিসেবে আপনার
এখনই তওবা করা উচিত। আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুন।
আমিন।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: আপনি কি আমার কথা বুঝেন না??
আমি বলেছি বেহেশতে যাবো না। যেতে ইচ্ছা করে না আমার।
এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কোথা থেকে।
১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩
নিভৃতা বলেছেন: আমি তো নিভৃতা। তো কী করে জানবেন আমার সম্পর্কে। আসলে নিজের সম্পর্কে বলার কিছুই নাই। একজন অতি সাধারণ গৃহবধু আমি। এইটাই আমার পরিচয়। আর ফেসবুকে আমার আই ডি rumana akter jhumu. আপনার আমন্ত্রণ রইল।
আপনি আমাকে কথা দিয়েছিলেন কোরআনের ভালো কথাগুলো নিয়ে পোস্ট দিবেন। এখনও পাইনি।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: অনেক আগে কোরআন পড়েছিলাম বাংলা অনুবাদ।
আবার নতুন করে পড়া শুরু করেছি। পড়া শেষ হলেই লিখব।
১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: উপরের ছবিটা কি তাহলে রবীন্দ্রনাথের শৈশবের ছবি?
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: হা হা হা---------
১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আপনি কি আমার কথা বুঝেন না??
আমি বলেছি বেহেশতে যাবো না। যেতে ইচ্ছা করে না আমার।
আপনাকে এড়িয়ে যাওয়াই উত্তম। এখানে বিশ্বাস অবিশ্বাস ভাইরাসের মতো
ছোঁয়াছে রোগ !!
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: ঠিক আছে তাল গাছ আপনার।
১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২
নেওয়াজ আলি বলেছেন: ভালোভাবে পড়লাম। সুন্দর কথা।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২৫
অজ্ঞ বালক বলেছেন: ৭ নাম্বার পয়েন্ট দেইখা মুচকি হাসলাম। ইয়ে, ১ নাম্বার কি ভেরিফাইড কাহিনী?
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০২
রাজীব নুর বলেছেন: ১। জ্বী।
১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৫
রানার ব্লগ বলেছেন: রাজিব ভাই ৭২ জন হুর হাতে পান তামাক সাজিয়ে বসে আছে , আর গোলেমানরা চোখ পিট পিট করে আপনার দিকে তাকিয়ে হাসছে, কেন যাবেন না ভাই, একটু যান , একটু, প্লীজ !!!
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: না আমি যাবো না।
প্লীজ অনুরোধ করবেন না।
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২২
ইসিয়াক বলেছেন: কেমন আছেন বন্ধু? আপনার অভিযোগ আমি পেয়েছি? নতুন উপন্যাসে হা্ত দিয়েছি । দিশেহারা অবস্থা । দোয়া করবেন।