নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পৃথিবীর ধূলোকণায় ভালোবাসার জন্য। কিন্তু ধূলোকণায় যখন সূ্র্যের আলো পড়ে তখন তা স্বর্ণরেনুর মত চিকচিক করে ওঠে। যখন বাতাসের স্পর্শ পায়, শিশুর নির্মল হাসির মতো কোমল হয়ে ওঠে। আকাশ থেকে যখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ে তখন ভালোবাসার ধূলিকণা হেসে বলে- আমি তো ঐশ্বরিক। পৃথিবীতে নেমে এসেছি বিধাতার কল্যাণ এবং ক্ষমা হয়ে।
২। মানুষের হাসি মুখ দেখতে আমার খুব ভালো লাগে।
আগামীকাল ঢাকা শহরের সব মেয়ে শাড়ি পড়বে। যেন চারিদিকে শুধু হলুদ প্রজাপতির ছোঁটাছুটি। অবশ্যই সবাইকে খুব সুন্দর লাগবে। কেউ কেউ আবার মাথায় ফুল দিয়ে বানানো মুকুট পড়বে। মেয়ে গুলো তার প্রিয় মানুষের সাথে হাঁটবে, হাত ধরে হাটবে। রিকশায় করে ঘুরবে- গল্প করবে। সবার মুখে এক আকাশ হাসি আর আনন্দ দেখা যাবে।
আমাদের সবার'ই দুঃখ-কষ্টের শেষ নেই। আমরা প্রতিদিন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, ধুলো-বালিতে সারা শরীর মাখি, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকি, প্রতিদিন বেশ কয়েকবার ক্ষুদ্র ক্ষুদ্র অপমানের ভেতর দিয়েও যেতে হয়। চারপাশে দুষ্ট লোকের অভাব নেই।
দরিদ্র একটা দেশে, বিশেষ একটা দিনে সবাই আনন্দ করছে। সবার মুখে হাসি- এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি।
৩। "ধর্ম" থেকে "কর্ম" বেশি মহত্বপূর্ণ।
"ধর্ম" করে ভগবানের থেকে চাইতে হয়, আর
"কর্ম" করলে ভগবান কে নিজের থেকেই দিতে হয়।
৪। মুখে জয়বাংলা,অন্তরে সাঈদি,হৃদয়ে পাকিস্তান, প্রোফাইলে হযরত শেখ হাসিনার ছবি, আজহারী অদ্ভুত এক আজব জীব তৈরি করে চলে গেছে মালয়েশিয়া!
৫। ট্রপি হাতে বিশ্বকাপ জয়ের নায়ক
৬। ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে ঝাঁ চকচকে ভবনের মতো উপস্থাপন করে। কিন্তু চকচকে থাকার স্থায়িত্ব কম। এটা তাঁরা বোঝেন না।
৭। ভালো বই বাছাই করার জন্য বাংলা একাডেমি'র একটি বই বাছাই কমিটি থাকতো, প্রতি বছর প্রতি সপ্তাহে সেই কমিটি প্রেস কনফারেন্স করে ভালো বইয়ের তালিকা প্রকাশ করতো, তাহলে গণহারে বই প্রকাশের ঝুঁকি যেমন কমতো, তেমনি পাঠক অখাদ্য বই কিনে ঠকতো না। কিন্তু বাংলা একাডেমি আয়োজকের ভূমিকায় বসে আছে। তারা মাতুব্বরি করতে পছন্দ করে। সারা বছর একাডেমিতে কোনো গবেষণা হয় না। এরা এগারো মাস নাকে তেল দিয়ে ঘুমায় আর ফেব্রুয়ারি মাসে তর্জন গর্জন করে।
রেজা ঘটকের প্রস্তাব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: কিসের শুভেচ্ছা?
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ভাবনা,
আহাজারি হুজুরের ভক্তদের যন্ত্রনায় এখন ফেসবুকে ঢোকাই দায়।
ওয়ার্ল্ডকাপ জয়ের নায়কের সাথে পরিচিত হওয়া গেল।
রেজা ঘটক ভাইয়ার প্রস্তাবটা ভাল, বাংলা একাডেমিকে তাদের আসল কাজে মনোযোগ দেওয়া উচিত।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে মূল্যবান মন্তব্যের জন্য।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগামীকাল আপনি ঢাকা শহরে সুন্দরী মেয়ে দেখবেন আর ওদিকে লিটনের ফ্ল্যাট খালি থাকবে না...
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: আগামীকাল আমি সারাদিন বাসায় থাকবো। আমার অনেক কাজ আছে।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবেই ফাল্গুণ হাসে
এভাবেই ভালবাসা বাসে!
অনেক শুভেচ্ছা রইল------
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৩
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৭
এমজেডএফ বলেছেন: আগামীকাল প্রেমিক-প্রেমিকা এবং সুখী দম্পতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল আপনি সুরভি ভাবীকে নিয়ে আবার প্রেমের সেই পুরানো দিনগুলোতে ফিরে যান, দিনটিকে রোমান্টিকভাবে উপভোগ করুন। দাম্পত্য জীবনে প্রেম, সুখ ও শান্তিকে সতেজ ও চলমান রাখার জন্য এ ধরনের উৎসবের কোনো বিকল্প নেই।
ভালোবাসা দিবসের অগ্রিম শুভেচ্ছা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: ৫ বছর পার করে ফেলেছি।
আর এরকম বিশেষ দিন বিশেষভাবে পালন করা হয় না।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫
নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা সতত।