নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

দেশ

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০



আমেরিকাতে লেখক সম্মেলনে হুমায়ূন আহমেদকে আমন্ত্রন জানানো হলো।
তিনি এক বাক্যে মানা করে দিলেন। দীর্ঘদিন তিনি আমেরিকা থেকেছেন। সেখানেই পিএইচডি করছেন। আয়োজকরা বললেন, আসুন আপনার ভালো লাগবে। মাত্র একমাসের জন্য। পৃথিবীর নানান দেশ থেকে খুব নামী দামী লেখকরা আসবেন। একমাসের কথা ভেবে হুমায়ূন আহমেদ অনুষ্ঠানে যেতে রাজী হলেন। যাওয়ার আগের দিন আয়োজকরা বললেন, একটু ভুল হয়েছে, এক মাস না। তিন মাসের জন্য। যাই হোক, হুমায়ূন আহমেদ অনুষ্ঠানে গেলেন।

অনুষ্ঠানে একদিন সব লেখকরা মিলে গল্প করছেন।
পৃথিবীর সব বিখ্যাত লেখক। হুমায়ূন আহমেদ কাউকেই চিনেন না। অনুষ্ঠানে সবাই যে যার মতো গল্প বলছেন। তখন হুমায়ুন আহমেদকে একটা গল্প বলতে বলা হলো। হুমায়ূন আহমেদ তার মেয়ে শীলার জন্মের গল্প বললেন। তার মেয়ে শীলার জন্ম হয় আমেরিকাতে। নর্থ ডাকোটার এক হাসপাতালে। হাসপাতালে তিনি স্ত্রীর হাত ধরে বসে ছিলেন। জন্ম প্রক্রিয়া নিজের চোখে দেখলেন। গুলতেকিন বললেন, তুমি এরকম হা করে তাকিয়ে আছো কেন? বাচ্চার কান্না শুনতে পাচ্ছো না? আযান দাও। হুমায়ূন আহমেদ বিকট গলায় গলা ফাটিয়ে আযান দিলেন আল্লাহ হু আকবার...। ডাক্তার-নার্স অবাক! হাসপাতালের মধ্যে এই লোক চিৎকার দিচ্ছে কেন?
সেই গল্প তিনি উপস্থিত সকল লেখককে শোনালেন।
তার গল্প শুনে শ্রীলংকার মহিলা কবি 'জেন' এর চোখ ভিজে উঠলো। পরের দিন জেন হুমায়ূন আহমেদকে নিয়ে একটা কবিতা লিখলেন। অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবিতা।

সেই কবিতাটি আমি আমার মতো করে অনুবাদ করতে চেষ্টা করেছি। দেখুন অনুবাদ কেমন করলাম। নিচে মূল কবিতাটাও দিয়ে দিলাম। আসলে কবিতা অনুবাদ করতে গিয়ে বুঝলাম আমি কবিতার বারটা বাজিয়ে দিয়েছি। অনুবাদে অনেক ঝামেলা। ভাষায় গন্ডগোল হয়, আবেগ কমে যায়, সর্ব্বোপরি কবিতার সৌর্ন্দয পুরোপুরি নষ্ট হয়ে যায়। যত চেষ্টাই করা হোক, একজনের আবেগ আরেকজন ফুটিয়ে তুলতে পারে না। এটা সম্ভব না। আমি ক্ষমাপ্রার্থী। এরকম চেষ্টা আর করবো না।

দেশ

(হুমায়ূনের জন্য কবিতা)

একটি শিশু জন্ম নিবে তাই স্ত্রীর শয্যার পাশে অপেক্ষায়
তোমার মুখে পরম করুনাময় মহান প্রভুর নাম
অনেক বার
আল্লাহু আকবার-
যদিও এটা তোমার দেশ নয়
তুমি অনেক দূরের কিন্তু সম্পূর্ন আলাদা
কেউ কেউ প্রভুর খুব কাছের হয়
এটা কি জীবনেরই একটি অংশ?
তুমি কখনও একা নও
প্রচন্ড শীত, তুষারপাত এমনকি মরুভূমিতেও
সমস্ত গাছগুলোতে পাতা ছড়িয়ে পড়ে।
যখন তুমি প্রার্থনারত সন্তান ও মায়ের সুরক্ষায়।

মহান প্রভু সব দেখেন, বুঝেন
তুমি যখন কথা বলো
হোক সমুদ্রের ওপারে
ছোট্র দেশ কিন্তু পৃথিবী তোমার
দেশ এবং তুমি যখন একা, স্পর্শ করো
জমি, নদী অথবা বিপুল বৃক্ষরাজি
অনুভব করো এটাই তোমার দেশ
এদেরই অন্তভুক্ত একজন তুমি।

বন্ধু, আমি তোমার কথা ভুলি নি
মা আমাকে বলেছিলেন, তোমার মুঠো ভরে নিও
তোমার দেশের কিছু মাটি দিয়ে
যখন আমার মেয়ের জন্ম হয়েছিল
একদিন মাটির জন্য শিশুটি কান্না করবে।

চোখের পানি দিয়ে সেচ দেওয়া যায় না
পৃথিবীতে আমাদের জীবন বড্ড শুষ্ক।



#####__________________####____________________#####__________________#####_______


DESH

(Poem For Humayun)

Beside your wife's bed side awaiting the birth
Of your child you uttered the name of God
Many times
Allah-U-Akbar-
This was not your country
You were far away but is one ever apart
For those gods who are so intimate
A part of your life?
You will never be alone here
Even in the snowy deserts of winter
Or when the trees shed all the leaves in Fall.
When you pray for the safety of mother of child.

The gods have a way of following you
And you of taking them with you
Just as, over the oceans, you carry
A litlle of the Desh, the earth of your
Country and when you are lonely, touch it
As you would its fields, its rivers and its trees
And feel that this is your home.
It is where you belong.

I also remember your words, friend,
''My mother told me, fill your palm
With some soil the Desh
when my daughter was born
Or else, the baby will cry for the soil''

But those, tear won't they irrigate
The arid earth of our lives?

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো্ইতো !!
মন্দ নয়।
চমৎকার।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: ভরসা পেলাম।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: ভরসা পেলাম।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫০

নেওয়াজ আলি বলেছেন: আপনার লেখা পড়ে পুলকিত হলো মন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: চেষ্টা ভালো হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

ইসিয়াক বলেছেন: বেশ ভালো প্রচেষ্টা

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: হুম।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

রায়হানুল এফ রাজ বলেছেন: চমৎকার।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.