নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৩৫

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২



১। আমাদের দেশের মানুষের অল্পতেই চোখে জল আসে, বিশেষ করে মেয়েদের । এই দেশটা আসলেই বড় বিচিত্র, প্রাকৃতিক দৃশ্যে, সম্পদের উপকরনে, মানুষের স্বভাব এবং চরিত্রে । তাই তো এই দেশটা নিঃশেষ হতে গিয়েও হয় না । অটল বিশ্বাসে দাঁড়িয়ে থাকে অফুরন্ত প্রানশক্তি নিয়ে ।

২। সব মানুষের একটা ভরকেন্দ্র থাকা উচিত । আমার ভরকেন্দ্র রবীন্দ্রনাথ । যেখানে যাই আর যতোই চেচাই বুড়োটায় এসে সব ঠান্ডা । বাঙালির ১৪ না ১১৪ পুরুষের ভাগ্য যে রবীন্দ্রনাথ বাংলায় জন্মেছিলেন ।

৩। গতকাল দুপুরবেলা ভাত খেয়ে হঠাৎ টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। গভীর ঘুম। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম রবীন্দ্রনাথকে। স্বপ্নে রবীন্দ্রনাথ কবি নয়, তিনি একজন দাঁতের ডাক্তার। আমি তার চেম্বারে বসে আছি। তিনি আমার দাঁত ফেলবেন। রবীন্দ্রনাথ বললেন- ভয়ের কিছু নেই। তুমি বুঝতেও পারবে না দাঁতটি আমি কখন তুলে ফেলেছি।
আমি বললাম, তবু আমার ভয় লাগছে ডাক্তার রবি। দাঁতের গোড়ায় ইনজেকশন - ওরে বাপরে বাপ!! আমি মরে যাবো।
রবীন্দ্রনাথ বললেন- এতই যখন ভয় পাচ্ছো, এক কাজ করো, খানিকটা ব্র্যান্ডি খেয়ে নাও। ব্র্যান্ডি খেলে দেখবে সাহসটা বেড়ে গেছে।
আমি ডাক্তার রবীন্দ্রনাথের দেওয়া ব্র্যান্ডি খেলাম।
রবীন্দ্রনাথ বললেন- এবার সাহসটা বেড়েছে তো?
আমি বললাম, বেড়েছে মানে? দাঁতের গোড়ায় একবার হাত লাগিয়ে দেখুন না, এক ঘুষিতে আপনার সব ক'টি দাঁত আমি গুঁড়ো করে দিব।

৪। মায়াবতী, আমার শিরায় শিরায় তুমি।
তোমাকে ছাড়া আমি আর কিছুই জানি না। তোমার বাবা একটি কঠিন চীজ। তিনি আমাকে দু'চোখে দেখতে পারেন না। সারাদিন তোমার বাসার সামনে ঘুরঘুর করেও তোমাকেও দেখতে পেতাম না, তার জন্য। যে লোকটির সাথে তোমার সম্বন্ধ হয়েছে সে তোমাকে আমার মতো করে সুখী করতে পারবে না। আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু সে না। তোমার উপর নানান রকম সংস্কার চাপিয়ে দিবে।
তোমার বাবা কিছু মনে করো না, খুব বদমাশ। তার সঙ্গে লড়তে হলে সোজা পথে হবে না। আমাকেও বাঁকা পথ নিতে হবে।
এখন তুমি বলো রাজী আছো? তোমাকে ঠিক করতে হবে কাকে চাও? আমাকে না তোমার বাবাকে? যদি আমাকে চাও তাহলে আমার পরিকল্পনা মতো কাজ করতে হবে। মন স্থির করে আমাকে জানাও।
আসমুদ্র হিমাচল ভালোবাসা বুকে নিয়ে তোমার অপেক্ষায়।

৫। ব্যক্তিগত সুখ-দুঃখ নিয়ে আমি কোনোদিনই মাথা ঘামাইনি। নিজেকে একটা কঠিন সংকল্পে নিজেই বন্দি করে রেখেছি।

৬। বড় কর্তার রিভলভিং চেয়ার, থানার দারগা, জর্জ-উকিল, বাড়ির গৃহিনী, ধারদাতা, মুদি দোকানদার, ইলেকট্রিক বিল, রাস্তার পাগলা কুকুর, বিয়ের দাওয়াত, আত্মীয়স্বজন, বঙ্গোপসাগরের নিন্মচাপ, বাজারের দরদাম - কোনো কিছুকেই আমি আর ভয় পাই না। সব কিছুর ক্যামোফ্লেজ আমি ধরে ফেলেছি।

৭। মানুষকে ভালো ভাবতে হবে নিজের ভালোর জন্যই। নিজের ভেতরের শ্রেষ্ঠ বৃত্তিগুলিকে সক্রিয় রাখবার এই একমাত্র উপায়। ভয় ও সন্দেহ জীবনের পক্ষে মারাত্মক, বিশ্বাস না থাকলে জীবন অসুন্দর হয়ে পড়ে। খোশমেজাজ ও বহাল তবিয়ত নষ্ট হয়। আর তা নষ্ট হলে মানুষের ভালো কাজেরও মূল্য দেওয়া যায় না।

৮।
ছবি ৮ বছর আগে টিএসসি থেকে তুলেছিলাম। মেয়েটা বাবার কাঁধে উঠে ঘুরে বেড়াচ্ছিল।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৬

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল লেখা

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

মাকার মাহিতা বলেছেন: ব্রান্ডি খাবো!

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: নাই। শেষ।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৭

বাকপ্রবাস বলেছেন: আমি হাসলেই চোখে জল, কাঁদলে আসেনা

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: বাহ বাহ !!!

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩

নিভৃতা বলেছেন: সাত নম্বর পয়েন্টটা বেশি ভালো লেগেছে। কৌতুক ভালো লাগেনি।

ছোটবেলায় সমান্য একটু চোখ রাঙালেই চোখ ভরে জল আসতো। আদরের দুলালী ছিলাম তো তাই। এখনও আসে তবে আগের মত না। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: আমি আদরের ছিলাম। অনেক গুলো ভাই আমরা।
স্কুলে গেলেই বাপ মা খুশি। আর সন্ধ্যায় বাসায় ফিরলেই মা খুশি। সারাদিন বাইরে থেকে আমিও খুশি।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ২) রবীন্দ্রনাথের মতো সাহিত্যিক সারা বিশ্বে বিরল।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

রাজীব নুর বলেছেন: তা ঠিক।
বিরাট প্রতিভাবান।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৭

এমজেডএফ বলেছেন: সময় কম! তাই শুধু ৭ নম্বরটা পড়েছি। ভালো লেগেছে। ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: লাকি সেভেন।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

ইসিয়াক বলেছেন: ১ও৭ নম্বরটা ভালো লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




অনেকদিন ধরেই ভাবছি আপনার এই সিরিজটির শিরোনাম "টুকরো টুকরো সাদা মিথ্যা- " নিয়ে কিছু বলি।
আজকে বলেই ফেলি - সাদা মিথ্যা মানে হচ্ছে "নিঃষ্কলঙ্ক মিথ্যা" , "নির্ভেজাল মিথ্যা", "সর্বৈব মিথ্যা", " স্বচ্ছ মিথ্যা" বা এক কথায় ভেজাল বিহীন মিথ্যা। অথচ আপনার এই সিরিজের প্রায় সবই নির্ভেজাল সত্য, বাস্তব এবং আপনার নিরীক্ষায় পাশ করা। এই যেমন এই পোস্টের এটা একান্ত ভাবেই সত্য, মিথ্যে নয় মোটেও -
"১। আমাদের দেশের মানুষের অল্পতেই চোখে জল আসে, বিশেষ করে মেয়েদের । এই দেশটা আসলেই বড় বিচিত্র, প্রাকৃতিক দৃশ্যে, সম্পদের উপকরনে, মানুষের স্বভাব এবং চরিত্রে । তাই তো এই দেশটা নিঃশেষ হতে গিয়েও হয় না । অটল বিশ্বাসে দাঁড়িয়ে থাকে অফুরন্ত প্রানশক্তি নিয়ে ।"
এরকম প্রায় সবগুলিই । কেবল আগের এক পর্বে লিখেছিলেন, বই মেলায় গিয়ে নাকি আপনি পাগলের মতো একটার পর একটা বই কিনেছেন। এটা একটা পরম মিথ্যা। :||
এই জাতীয় মিথ্যে আপনার পোস্টে থাকে ৫% এরও কম। তাহলে সিরিজটির শিরোনাম "টুকরো টুকরো সাদা মিথ্যা-" হবে কেন ? কোন যুক্তিতে ? :P
না কি বুঝে নিতে হবে, যা লিখছেন তার সবই মিথ্যে ? :((

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: সাদা মিথ্যা মানে হলো- যে মিথ্যায় কারো কোনো ক্ষতি হয় না।
বইমেলায় গিয়ে বেশ কিছু বই কিনেছি। অলরেডি সে বই গুলো পড়াও শুরু করে দিয়েছি।
বইয়ের ছবি এখনও দেই নি। দুই একদিনের মধ্যে বইয়ের ছবি দিব। সেই বই নিয়ে বেশ কিছু গল্পও আছে সেগুলোও জানতে পারবেন।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আমার তিন নম্বরে রবীন্দ্রনাথ স্বপ্নে ডেন্টিস্ট এটা হেব্বি লেগেছে হেহেহেহে

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা--------

স্বপ্ন তো মানুষ ইচ্ছা করে দেখে না।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ভারকেন্দ্র কিনা বলতে পারবোনা, তবে নজরুলের সাহিত্য এবং ভাসানীর কর্ম আমাকে খুব ভাবায়।
যাইহোক ৩ নাম্বারের লাস্ট লাইনটা পড়ে কিছুক্ষণ হাসলাম ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.