নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই সমাজ- ১৮

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫



এখন মানুষ লোক দেখানো কাজ করতে পছন্দ করে।
ধরুন, কেউ বড় রেস্টুরেন্টে গেলো- সাথে সাথে সে অনেক গুলো ছবি তুলবে। তারপর সেই ছবি গুলো ফেসবুকে দিবে। সেই সব ছবিতে নানান মানুষ নানান রকম মন্তব্য করবে। আবার ধরুন কেউ বইমেলায় গেলো, বই কিনুক আর না কিনুক ছবি মাস্ট। অনেক গুলো ছবি তুলবে। ছবি পোষ্ট দিবে। দিতেই হবে। তা না হলে পেটের ভাত হজম হয় না। কোনো লেখককে হাতের কাছে পেলে লেখকের সাথে ছবি তুলবে। ছবির সাথে ক্যাপশন দিনে প্রিয় লেখকের সাথে। অথচ সে হয়তো এই লেখকের কোনো বই'ই পড়ে নি। বর্তমান সমাজটা এখন লোক দেখানো সমাজ হয়ে গেছে। লোকজনকে দেখিয়ে খুব আরাম, খুব শান্তি।

ধরুন কেউ প্লেনে করে যশোর বা কক্সবাজার গেলো।
সে প্লেনে উঠার আগে বেশ কিছু ছবি তুলবে। সামনে সে হাসি মুখে পেছনে প্লেন। এবং সেই সব ছবি অবশ্যই ফেসবুকে দিবে। নামাজ কায্বা হবে কিন্তু তাদের ফেসবুকে ছবি দেওয়া মিস হবে না। অলিখিত একটা নিয়ম হয়েছে- কোথাও গেলে অবশ্যই ফেসবুকে ছবি দিতে হবে। হবেই। লোকজনদের দেখাতে হবে। জানাতে হবে। ইদানিং সুরভি এ কাজটা শুরু করেছে। এ পর্যন্ত সে তিনবার বইমেলায় গিয়েছে। তিন বারই বইমেলা থেকে ফিরে এসে ফেসবুকে ছবি দিয়েছে। আমি বললাম, সব ছবি ফেসবুকে দিতে হবে কেন? সুরভি বলল- আল্লাহ আমি নতুন শাড়ি পড়ে ছবি তুলেছি। বান্ধবীদের দেখাবো না!? আমি নিজেও এরকম করতে শুরু করেছি। এটা ঠিক না। ব্যাক্তিত্ব ধরে রাখতে হয়।

মানুষ খুব বেশি স্যোসাল মিডিয়া কেন্দ্রীক হয়ে গেছে।
খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি সিউর ফেসবুক না থাকলে এক মাসের বইমেলায় পাঁচ হাজার বই বের হতো না। তখন এক হাজার বই বের হতো কিনা সন্দেহ। ফেসবুক না থাকলে মানুষ এত এত ছবি তুলতো না। মানুষের ছেবলামি দেখতে চাইলে ফেসবুকে যেতে হবে। কারো চেয়ে কেউ কম না। ফেসবুক বড় মজা আর নির্লজ্জের দুনিয়া। এই দুনিয়ায় আমি চুপ করে বসে শুধু দেখি। আমার বড় লজ্জা করে, আমার বড় আনন্দও লাগে। আমার খুব রাগও হয়। তখন আমি মনে মনে অকথ্য ভাষায় গালি দেই। ফেসবুকের চেয়ে ব্লগ ভালো। শান্তি আছে, আনন্দ আছে।

আমাদের দেশের মানুষ গুলো বদ।
বিরাট বদ। ৯০ এর পর থেকে এদেশের মানুষ বদ হতে শুরু করে। এই ২০২০ এ এসে তারা তাদের বদগিরির সীমা অতিক্রম করে ফেলেছে। বদ গুলো ঘরে বদ, বাইরে বদ, অফিসে বদ, আড্ডায় বদ, ব্লগ বা ফেসবুকেও বদ। আসলে বদ মানুষ আমৃত্যু বদই থাকে। পারলে মৃত্যুর আগেও তারা বদমাইশি করে যায়। বদলোক্জন ফুটপাতে বাইক উঠিয়ে দেয়, ট্রাফিক সিগনাল দিলেও মানে না, যেখানে সেখানে গাড়ি-বাইক পার্কিং করে রাখে, অফিসে কুটনামি করে, ফেসবুকে মহৎ সাজে- আসলে এক একটা অমানুষের বাচ্চা, ব্লগে জ্ঞানী সাজে- আসলে একটা আহাম্মক, বাসে মেয়েদের সাথে ঘষাঘষি করার সুযোগ খুঁজে।

এই সমাজ আর ভালো হবে না।
বরং দিনকে দিন আরো খারাপ হবে। এটা মেনে নিয়েই এই সমাজে বেঁচে থাকতে হবে। জীবন যাপন করতে হবে। এই সমাজ মিথ্যাবাদীর সমাজ। ভন্ডদের সমাজ। চারিদিকে দুষ্টলোকের জয়জয়কার। চারিদিকে মিথ্যা, চারিদিকে ভন্ড, ঠক প্রতারকগুলো ওৎ পেতে থাকে। এই সমাজের মানুষ বিষাক্ত, সাপের চেয়েও আরো বেশি বিষাক্ত। এরা ভালোর ভাব ধরে থাকে। আসলে সুযোগ পেলেই এরা আপনাকে বাঁশ দিবে। কাজেই এই সমাজের মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না। কারো উপরে আস্থা ভরসা রাখবেন না। তাই নিজেকে যোগ্য করে তুলতে চেষ্টা করুন। যেন কারো কাছে আপনাকে যেতে না হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

সুপারডুপার বলেছেন: ফেইসবুকে ছবি আপলোড করলে , মানুষের হিংসা অনেক বেড়ে যায়। যেমনঃ আমি বিদেশ ঘুরাঘুরির ছবি আপলোড করে দেখেছি , ফেইসবুকে লাইক দিলেও ভিতরে তাদের হিংসার আগুন জ্বলে। এটা বুঝতে পারার পরে থেকে, অনেক দেশ ঘুরলেও ছবি শুধুমাত্র ডকুমেন্টের জন্য ওনলি মি করে রাখি, রিলেটিভ ও ফ্রেন্ডদের আর দেখায় না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: হা হা হা----------

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ইসিয়াক বলেছেন: সঠিক উপলব্ধি।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখন মানুষ লোক দেখানো কাজ করতে পছন্দ করে।
কেউ বইমেলায় গেলো, বই কিনুক আর না কিনুক ছবি মাস্ট। অনেক গুলো ছবি তুলবে। ছবি পোষ্ট দিবে। দিতেই হবে। তা না হলে পেটের ভাত হজম হয় না। কোনো লেখককে হাতের কাছে পেলে লেখকের সাথে ছবি তুলবে। ছবির সাথে ক্যাপশন দিনে প্রিয় লেখকের সাথে। অথচ সে হয়তো এই লেখকের কোনো বই'ই পড়ে নি। বর্তমান সমাজটা এখন লোক দেখানো সমাজ হয়ে গেছে। লোকজনকে দেখিয়ে খুব আরাম, খুব শান্তি।


যেটা আপনি সচারচর করে থাকেন। গত বছরের বই দিয়ে ছুবি তুলে তা ব্লগে দিয়ে দিলেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: মুরুব্বী ভুল বুঝেন কেন?? এটা কি বয়সের জন্য?
আমি এখনও ব্লগে বইয়ের ছবি দেই নাই।
আর গত বছরের ছবি এই বছর দিব কেন? আর যদিও দেইও তাহলে সেটা উল্লেখ করে দিব- ২০১৯ সালের।

এ বছরে সংগ্রহ করা বইয়ের ছবি এখনও দেই নাই। তবে দিব। তখন দেখে নিবেন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:



৩ নং মন্তব্যে, আপনাকে আপনার নিজের অভিযোগের অভিযুক্ত হিসেবে দাঁড় করেছেন।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: মুরুব্বীর মাথা আউলায়ে গেছে।
উনি আমাকে মিথ্যাবাদী প্রমান করার জন্য উঠে পড়ে লেগেছেন।
আসলে উনি আমাকে বুঝতে পাছেন না। অবশ্য উনি আমাকে বুঝতে পারবেনও না।
আমি যদি চাই তবেই উনি আমাকে বুঝতে পারবেন।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

একাল-সেকাল বলেছেন:
সেলফিফবিয়া নামক একটা ছোঁয়াচে রোগ আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। মানুষ এখন লাশের পাশেও পোজ দিয়ে ছবি তোলে। সেলফি তোলতে গিয়ে প্রান হারানোর খবর ও শুনা যায়।
প্রজুক্তির জন্মদাতা ( স্টিভ জবস, বিল গেইটস) রা তাদের ছোট বাচ্চাদেরকে প্রযুক্তি থেকে দূরে রাখতেন। আমাদের বর্তমান বাবা মায়েরা করেন উল্টো।ফল স্বরূপ, নিজেদের অজান্তেই মানসিক বিকার গ্রস্থ সন্তান পরিবারে বেড়ে উঠছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: আসল কথা বলেছেন। ন্যায্য কথা বলেছেন।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৩

নেওয়াজ আলি বলেছেন: লেখা খুবই ভালো লাগলো।

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: মুরুব্বী ভুল বুঝেন কেন?? এটা কি বয়সের জন্য?
আমি এখনও ব্লগে বইয়ের ছবি দেই নাই।
আর গত বছরের ছবি এই বছর দিব কেন? আর যদিও দেইও তাহলে সেটা উল্লেখ করে দিব- ২০১৯ সালের।

এ বছরে সংগ্রহ করা বইয়ের ছবি এখনও দেই নাই। তবে দিব। তখন দেখে নিবেন।


গত ১২ ফেব্রুয়ারি আপনার লেখা "আজ বই মেলায়"

লেখক বলেছেন: মুরুব্বী ভুল বুঝেন কেন?? এটা কি বয়সের জন্য?
আমি এখনও ব্লগে বইয়ের ছবি দেই নাই।
আর গত বছরের ছবি এই বছর দিব কেন? আর যদিও দেইও তাহলে সেটা উল্লেখ করে দিব- ২০১৯ সালের।

এ বছরে সংগ্রহ করা বইয়ের ছবি এখনও দেই নাই। তবে দিব। তখন দেখে নিবেন।


গত ১২ ফেব্রুয়ারি আপনার লেখা "আজ বই মেলায়"

মাথা আমার আউলা হবার কথা কি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: অবশ্যই এই পোষ্ট দিয়েছি। কিন্তু ওখানে আমার বইমেলা থেকে সংগ্রহ করা কোনো বই দেই নি।
মেলার কয়েকটা ছবি দিয়েছি।

আর সংগ্রহ করা বইয়ের ছবি দিব। অপেক্ষা করেন।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সেলফি সমাজ
অনেক শুভেচ্ছা রইল রাজীব দা

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
ভালো থাকুন।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

ফয়সাল রকি বলেছেন: ভাই ফেসবুক বন্ধ করেন ঘর থেকেই। মানে ভাবীর একাউন্ট আগে ডিএক্টিভেট করেন। ধীরে ধীরে সব বদ লোকগুলো ভালো হয়ে যাবে আশাকরি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৭

রাজীব নুর বলেছেন: চেষ্টা অব্যহাত আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.